সংসদ নির্বাচন করছেন মাসকাওয়াথ আহসান

আরিফ জেবতিক এর ছবি
লিখেছেন আরিফ জেবতিক (তারিখ: শনি, ০৮/১১/২০০৮ - ১১:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন এর মাসকাওয়াথ আহসান এবার জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হচ্ছেন রাজশাহী -৬ (বাঘা-চারাঘাট ) আসন থেকে । বিকল্পধারা থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে এবং মাসকাওয়াথ আহসান ইতিমধ্যেই নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে ।


মন্তব্য

সবজান্তা এর ছবি

ব্যতিক্রমধর্মী খবর নিঃসন্দেহে...

শুভ কামনা...


অলমিতি বিস্তারেণ

ইশতিয়াক রউফ এর ছবি

শুভ কামনা রইলো।

অতিথি লেখক এর ছবি

হুম... আমারো শুভ কামনা রইল ।
নিবিড়

সৌরভ এর ছবি

রাজশাহী-২ হইলে একডজন ভোট আদায় করে দেওয়া যাইতো।
তবে, উনি কি স্বেচ্ছায় প্রার্থী হচ্ছেন নাকি, কেউ জোর করে দাঁড় করিয়ে দিচ্ছে?
অংশগ্রহণই যদি বড় কথা হয়, তাইলে ঠিকাসে।


আবার লিখবো হয়তো কোন দিন

আরিফ জেবতিক এর ছবি

ইলেকশনে কাউকে জোর করে দাড় করাতে হয় না বৎস ! জোর করে না বসাতে হয় অনেককেই ।

ইশতিয়াক রউফ এর ছবি

কথা সত্য। তয় একখান কথা... চাঁদপুর-৩ বা ঢাকা-১১ থেকে কোন ব্লগার দাঁড়াতে গেলে আমার হয়ে ঠুয়া মেরে দিয়েন কইলাম!

রেনেট এর ছবি

২০০১ এ ভোট দিসিলাম, এবারো ভোটের সময় দেশে থাকবো...কিন্তু ভোট দিতে পারবো না...ভোটার হই নাই...
মাসকাওয়াত ভাইয়ের জন্য শুভকামনা।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মাসকাওয়াথ আহসানের জন্য শুভকামনা রইল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মাসকাওয়াত> 'মাসকাওয়াথ'

মন্ত্রণালয় কোনটা পাবেন? তথ্য, শিক্ষা, পররাষ্ট্র, নাকি সংস্কৃতি?

আরিফ জেবতিক এর ছবি

আপনি এতো কিপ্টা কেন ? সবগুলো একসাথে দিলে অসুবিধা কোথায় ??

তবে বাবর মন্ত্রনালয় দিলে সবচাইতে ভালো হবে । ' উই আর লুকিং ফর শত্রু" কথাটির জর্মন ভার্সন শোনা যাবে । হাসি

ধুসর গোধূলি এর ছবি

- একটা সময় ছিলো যখন দেশের ছাত্র রাজনীতিতে অপেক্ষাকৃত উজ্জ্বল ছাত্ররা যোগ দিতো। ছাত্র রাজনীতির সেই সময়টা ছিলো গৌরবময়। সেটা এখন ইতিহাস।

আমাদের দেশের (মূল ধারার) রাজনীতিতে পঁচন ধরেছে সেই বহুবছর আগেই। একটু বড় হয়ে বুঝতে শেখার(!) পর দেশের সেরা সন্ত্রাসীকেই বরং 'রাস্ট্রযন্ত্রের ডমেস্টিক চীফ' হিসেবে পেয়েছি।

শুধুই আরেকজন তথাকথিত রাজনীতিকের এখন বোধকরি আমাদের দেশে দরকার নেই। আমরা বহু দেখেছি বিগত বছরে। আমাদের এখন একজন "মাসকাওয়াথ আহসান" দরকার। আমাদের মাহাথিরকে ধার করে আনার প্রয়োজন নেই, কারণ আমাদের বহুল আকাঙ্ক্ষিত "চেইঞ্জ" আনার জন্য আমাদের নিজস্ব মাসকাওয়াথ আহসানরাই যথেষ্ট।

সেই একজন "মাসকাওয়াথ আহসান"-এর জন্য শুভ কামনা। চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আরিফ জেবতিক এর ছবি

একমত । আমি খুবই খুশী যে এই ইনিশিয়েটিভটা মাসকাওয়াথ ভাই নিয়েছেন । নির্বাচন শেষ পর্যন্ত তিনি করবেন কি না , জিতবেন কি না এসব পরের প্রশ্ন । অন্তত তিনি সাহস করে সামনে এসেছেন ।

আমাদের প্রজন্মের সমস্যা হচ্ছে আমরা সামনে যাই না , খালি হাউজ দ্যাট বলে চিৎকার করি ।
এই প্রজন্মের উচিত সামনে এসে বদলে দেয়ার চেষ্টা করা ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার ঢাকার ভোটটা ঐখানে ট্রান্সফার করার বন্দোবস্ত করা যায়?
ভোট দেওয়ার জন্য আজকাল প্রার্থী খজেঁ পাওয়া মুশকিল।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

মাসকাওয়াথ আহসানের সংসদ সদস্যপদ কামনা করি।


হাঁটুপানির জলদস্যু

রেজওয়ান এর ছবি

একটা সাইবার ক্যাম্পেইন হবে কি? মাসকাওয়াথ ভাই ব্লগের মাধ্যমে তার উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বলবেন আমরা তা নিয়ে আলোচনা করব, সমর্থন, প্রচার করব। এই প্রচারটি হবে বিনামূল্যে যা নিশ্চয়ই যা ঘুষ/চাদাবাজীর টাকা বিহীন একজন প্রার্থীর জন্যে ফলদায়ক হবে।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

হিমু এর ছবি

সাইবার ক্যাম্পেইনের প্রভাব বাঘা-চারাঘাটের ভোটারদের ওপর প্রভাব না ফেললেও রাজনীতিতে আগ্রহী নাগরিকদের সাথে প্রার্থীর একটি অভূতপূর্ব মিথষ্ক্রিয়া ঘটবে, তাতে কোন সন্দেহ নেই।


হাঁটুপানির জলদস্যু

আরিফ জেবতিক এর ছবি

হিমুর সাথে একমত ।
সাইবার ক্যাম্পেইনের মাধ্যমে এই প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী করতে হবে । এটা প্রয়োজনীয় ।

মাহবুব লীলেন এর ছবি

সসম্মানে ফেইল করার জন্য আগাম অভিনন্দন

আরিফ জেবতিক এর ছবি

মাহবুব লীলেনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের হুমকির নিন্দা জানাই ।

শামীম এর ছবি

আমারও ভোটে দাঁড়াইতে ইচ্ছা হয় ... তয় বউএর ভয়ে এই সব চিন্তা মাথায় বেশিক্ষণ রাখতে পারি না ... .. মন খারাপ ওঁয়া ওঁয়া

মাসকাওয়াথ ভাইকে কলিজা চিপড়ানো শুভকামনা।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আরিফ জেবতিক এর ছবি

বউরাই যুগে যুগে আমাদেরকে আটকে দিল বড় কিছু হওয়া থেকে ।
কে বলেছে " অর্ধেক তার করিয়াছে নারী ?" ভুল , সবই ভুল ।

দ্রোহী এর ছবি

খাইছে!!!!!!!!!!!

তবুও শুভকামনা রইলো।


কী ব্লগার? ডরাইলা?

সাঈদ চাকলাদার এর ছবি

অর্ধেক তার করিয়াছে নারী কথাটা মোটেই ভুল না। বুঝতে ভুল করছেন। সে কিন্তু কয় নাই-"অর্ধেক তার করিয়াছে বউ" তার মানে বউ ছাড়া ভিন্ন নারী আগে খুইজা বাইর করেন- সে অর্ধেক্টা কইরা দিব।

বিপ্লব রহমান এর ছবি

জামানত বাজেয়াপ্ত হওয়ার অগ্রিম সম্ভাবনায় (বিপ্লব)


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ধ্রুব হাসান এর ছবি

শুভ কামনা রইলো চলুক এভাবে যদি ধীরে ধীরে বিকল্প তৈরী করা যায় মন্দ না......গুড লাক বড় ভাই।

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক শুভকামনা রইলো। শুভ পরিবর্তনের আশায়...

রণদীপম বসু এর ছবি

মুখপোড়া লীলেন আর বিপ্লব ভাইদের মুখদোষ যেন না লাগে মাসকাওয়াথ ভাইয়ের কাস্টিং ভোটে।

আরিফ জেবতিক ভাইর সাথে ইলেকশান ইঞ্জিনিয়ারিং-এর প্রাক-প্রস্তুতিতে আমিও নিন্দা জানাই এবং সকল সচলকে সতর্ক থাকতে বলি।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জিজ্ঞাসু এর ছবি

ভালই হয়েছে। আমরাও সচলায়তনের সকল প্রকাশনা সরকারি খরচে করব!!!!
অল দ্য বেস্ট মাসকাওয়াথ আহসান।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।