ফিরে দেখি - ২০০৮

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
লিখেছেন আনোয়ার সাদাত শিমুল (তারিখ: বুধ, ৩১/১২/২০০৮ - ৬:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্যালেন্ডারের পাতা উলটে বিদায় নিচ্ছে ২০০৮।
নতুন আশা-প্রেরণা আর সম্ভবনা নিয়ে শুরু হবে ২০০৯; এমনটিই সবার কাম্য।
এ পর্যায়ে আমরা একটু ফিরে তাকাবো ২০০৮ এ।
পাওয়া না পাওয়ার খতিয়ান নয়, বরং বলি - কী ছিলো ২০০৮ এর উল্লেখযোগ্য ঘটনা?

আপনার কাছে বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ কিংবা মনে রাখার মতো ঘটনা ছিলো কোনটি? সাথে যোগ করুন সচলাতনের ঘটনা/পোস্ট/কমেন্ট কিংবা একান্ত নিজস্ব কোনো স্মৃতি-অনুভূতি।

বাংলাদেশঃ
১)
২)

আন্তর্জাতিকঃ
১)
২)

সচলায়তনঃ
১)
২)

তিন ক্যাটেগরীর প্রতিটিতে ২টি করে সর্বোচ্চ ৬টি ঘটনা উল্লেখ করুন।

প্রিয় সচল এবং অতিথি বন্ধুরা, আনন্দময় হোক - ২০০৯।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমি নিজেই শুরু করি চোখ টিপি

বাংলাদেশঃ
১) বাজারে দ্রব্যমূল্যের আগুন
২) জাতীয় সংসদ নির্বাচন

আন্তর্জাতিকঃ
১) আমেরিকার নির্বাচনে ওবামার জয়
২) ইরাকী সাংবাদিক কর্তৃক বুশকে জুতা মারা

সচলায়তনঃ
১) বাংলাদেশ থেকে সচলায়তন দেখা যাচ্ছে না। (জুলাই)
২) বিদায়, জুবায়ের ভাই। (সেপ্টেম্বর)

হিমু এর ছবি

বাংলাদেশঃ
১) জামাতের ছদ্ম মুক্তিযোদ্ধা সম্মেলনে প্রতিবাদ করতে গিয়ে শিবিরকর্মীর হাতে মুক্তিযোদ্ধা আলী আমানের লাঞ্ছনা (প্রতিক্রিয়াঃ জিঘাংসা, ক্ষোভ)।
২) সাম্প্রতিক নির্বাচনে ব্রুট মেজরিটি নিয়ে আওয়ামী লীগের জয় ও আলবদর-রাজাকার-জামাতের পরাজয় (প্রতিক্রিয়াঃ উৎকণ্ঠা ও স্বস্তি)।

আন্তর্জাতিকঃ
১) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার জয় (প্রতিক্রিয়াঃ স্বস্তি)।
২) চীন কর্তৃক মেলামাইনযুক্ত গুঁড়ো দুধ বিক্রি (প্রতিক্রিয়াঃ ক্রোধ, উৎকণ্ঠা)

সচলায়তনঃ
১) বিটিসিএল প্রান্ত থেকে অ্যাকসেস বন্ধ করে দেয়ায় বাংলাদেশের বেশিরভাগ পাঠকের কাছে সচলায়তন পাঠ কঠিন অথবা অসম্ভব হয়ে পড়া (প্রতিক্রিয়াঃ ক্ষোভ, উৎকন্ঠা, ক্রোধ)
২) প্রিয় সচল মুহম্মদ জুবায়েরের মহাপ্রয়াণ (প্রতিক্রিয়াঃ বর্ণনাতীত শোক)


হাঁটুপানির জলদস্যু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সাথে প্রতিক্রিয়া জানানোর আইডিয়ায় উত্তম জাঝা!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাংলাদেশঃ
১) প্রথম আলোর 'আলপিন' পত্রিকায় মহানবী (সা.) কে কথিত ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ সম্পর্কিত ঘটনায় পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানের বায়তুল মোকাররম মসজিদের খতিবের কাছে হাত জোড় করে মাফ চাওয়া।
২) জাতীয় নির্বাচনে আ.লীগের অকল্পনীয় জয়।

আন্তর্জাতিকঃ
১) ওবামার বিজয়
২) ইরাকে সাংবাদিক সম্মেলনে বুশের প্রতি জুতা নিক্ষেপ

সচলায়তনঃ
১) জুবায়ের ভাইয়ের ইত্তেকাল।
২) সচলায়তনে সময় কাটানো উপভোগ করেছি।

ধুসর গোধূলি এর ছবি

- পর্যবেক্ষণে রাখলাম পোস্টখানা।

দেখি কেউ বদ্দার বিয়ের কথা বলে কীনা! (প্রতিক্রিয়াঃ আমারও বিয়া করতে মঞ্চায়) মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অমিত আহমেদ এর ছবি

বাংলাদেশ
১) নির্বাচনে রাজাকার আর রাজাকারের বাচ্চাদের পরাজয়।
২) শিবিরকর্মীর হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত।

আন্তর্জাতিক
১) আমেরিকার নির্বাচনে ওবামার বিজয়।
২) ভারতের মুম্বাইয়ে আতঙ্কবাদী হামলা।

সচলায়তন
১) জুবায়ের ভাইয়ের চলে যাওয়া।
২) বাংলাদেশে সচলায়তন ব্লক।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

পান্থ রহমান রেজা এর ছবি

বাংলাদেশ
১) নির্বাচনে বাংলাদেশের জনগণের যুদ্ধাপরাধীদের প্রত্যাখান
২) দ্রব্যমূল্য বৃদ্ধি ও মানুষের ক্রয়ক্ষমতার হ্রাস

আন্তর্জাতিক
১) আমেরিকার নির্বাচনে ওবামার বিজয়
২) বিশ্বজুড়ে অর্থনৈতিক বিপর্যয়

সচলায়তন
১) জুবায়ের ভাইয়ের আমাদের ছেড়ে না ফেলার দেশে চলে যাওয়া (যেখানেই যান জুবায়ের ভাই আপনি আমাদের পাশেই আছেন, থাকবেন)
২) বাংলাদেশে সচলায়তন ব্লক হওয়া

তারেক এর ছবি


বাংলাদেশঃ
১) বাজারে দ্রব্যমূল্যের আগুন
২) জাতীয় সংসদ নির্বাচন

আন্তর্জাতিকঃ
১) আমেরিকার নির্বাচনে ওবামার জয়
২) ইরাকী সাংবাদিক কর্তৃক বুশকে জুতা মারা

সচলায়তনঃ
১) বাংলাদেশ থেকে সচলায়তন দেখা যাচ্ছে না। (জুলাই)
২) বিদায়, জুবায়ের ভাই। (সেপ্টেম্বর)

হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সবাই একইরকম বলছে দেখা যায়। এরকম করা যায় না যে, নতুন কিছু বলতে হবে, একবার বলা হলে সেটা আবার বলা যাবে না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হুম।
কমেন্টের বদলে মেইলে চাওয়া যেত।
এখানে সবাই একরকম বলা শুরু করলে, অনুরোধ রাখতে পারি, অন্যের কমেন্টে প্রভাবিত হবেন না, প্লিজ!

ঃ)

সৌরভ এর ছবি

উপরের গুলো বাদ দিয়ে অন্য কিছু

বাংলাদেশ
১. সারাবছর রাজনীতিবিদদের সাথে মিলিটারি-সমর্থিত সরকারের নানা মুলো ঝুলোঝুলি (প্রতিক্রিয়া - অস্বস্তি)
২. বাংলাদেশে ইলেকট্রনিক মিডিয়া বিপ্লব (প্রতিক্রিয়া - স্বচ্ছতার প্রত্যাশা)

আন্তর্জাতিক
১. লিম্যান ব্রাদার্স এর পতন এবং অর্থনীতির সূচকের ফ্রি ফল (প্রতিক্রিয়া - ভীতি এবং শঙ্কা)
২. বেইজিং অলিম্পিক এবং চীনের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে সারাবিশ্বের শঙ্কা (প্রতিক্রিয়া - এতোদিনে পড়লি ধরা)

সচলায়তন
১. সারা বছর নানারকম প্রস্তুতি জরিপ চলার পরেও সচলশাদীডটকম আলোর মুখ না দেখা (প্রতিক্রিয়া - ক্ষোভ, হতাশা, মডুরামদের কুশপুত্তলিকাদাহ )
২. বছরের শেষে চৌধুরিদের বিবাহ (প্রতিক্রিয়া - রুমন গোধুলিরও বিবাহ করতে ইচ্ছাপোষণ)


আবার লিখবো হয়তো কোন দিন

সুবিনয় মুস্তফী এর ছবি

দুইজন মানুষ আর ফিরবেন না

- আমার নানী - পুরো পরিবারের বটগাছ ছিলেন তিনি
- জুবায়ের ভাই, তিনি ছিলেন সচলের সবার শ্রদ্ধেয় অগ্রজ।

তবে ভাগ্যক্রমে মার্চ মাসে জুবায়ের ভাইয়ের সাথে কয়েক ঘন্টার জন্যে সাক্ষাত করতে পেরেছিলাম, সেই দিনটা সবসময়ই মনে থাকবে।

*

আন্তর্জাতিক অঙ্গনে আরো কিছু গুণী মানুষের প্রয়াণ ঘটেছে ২০০৮-এ - এদের মধ্যে দাবাড়ু ববি ফিশার ও লেখক সলঝেনিৎসিন, প্রিয় অভিনেতা পল নিউম্যান, আর নাট্যকার হ্যারল্ড পিন্টার।

*

স্প্রিন্টার উসেইন বল্টের দুইটি বিশ্ব রেকর্ড জ্বলজ্বল করছে এখনো!

আর দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনে ওবামার বিজয়, আর বিএনপি-জামাতের ভরাডুবি - অভাবনীয় ব্যাপার!

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

নজমুল আলবাব এর ছবি

সচলে বছরের সেরা সংলাপ বাছাই করা যেতে পারে। কিংবা সচলের বাইরে থেকেও সংলাপ বাছাই করা যায়।

যেমন এই পোস্টে যুবরাজ ভাই এর নিম্নের বাক্যখানাকে আমার বছরের সেরা ডায়লগ বলে মনে হয়েছে:-

বুটের লাথী মারার অভ্যাস এই সেনাবাহিনী বহু আগে ত্যাগ করেছে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বুটের লাথী মারার অভ্যাস এই সেনাবাহিনী বহু আগে ত্যাগ করেছে।

গড়াগড়ি দিয়া হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এখন লাথি মেরে কষ্ট করতে হয় না। অন্য সিস্টেম আছে চোখ টিপি

অমিত আহমেদ এর ছবি

সচলে বছরের সেরা সংলাপ বাছাই করা যেতে পারে
চরম আইডিয়া।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অছ্যুৎ বলাই এর ছবি

বাংলাদেশঃ
১) বলাকা ধরে আল-বাইয়্যিনাতের টানাটানি, লালন-ভাস্কর্য ভাঙচুর (প্রতিক্রিয়া: মজিদ এখন হিরো)
২) জামাতিদের আস্ফালন অব্যাহত রেখে তাদের নেতাদের সপ্তাহ কয়েক শ্বশুর বাড়ি পরিদর্শন শেষ ফুলের মালা গলায় দিয়ে বীরের বেশে প্রত্যাবর্তন (প্রতিক্রিয়া: পিপীলিকার পাখা হয় মরিবার তরে)
৩) শিক্ষার পাঁছায় বাঁশ ঢুকানো অব্যাহত রেখে ২৫০০০+ পোলাপানের জিপিএ ৫ প্রাপ্তি (প্রতিক্রিয়া: এই দেশকে মেধাশূন্য বানানোর কাজ এগিয়ে চলেছে বিপুল বিক্রমে, মিডিওকার দিয়ে রোজকার রুটিরুজির ঝামেলা নেই, তবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না)

আন্তর্জাতিকঃ
১) ইউরোর দাম এক লাফে ১১৬ থেকে ৮২ তে পতন (প্রতিক্রিয়া: দেশে টাকা পাঠানো বন্ধ)
২) সিরিজের পর সিরিজ হেরে চলেছে অস্ট্রেলিয়া (প্রতিক্রিয়া: এক ঝাঁক মিডিওকার দিয়ে সম্মানজনক পরাজয় পাওয়া যায়, তবে জিততে হলে লাগে গিলক্রিস্ট, ম্যাকগ্রা, শেন ওয়ার্নের মত স্পেশ্যলিস্ট)

সচলায়তনঃ
১) জুবায়ের ভাই মন খারাপ (প্রতিক্রিয়া: )
২) অতিথির সংখ্যা বাড়ছে এবং বাড়ছেই (প্রতিক্রিয়া: কোয়ানটিটির চেয়ে কোয়ালিটির মূল্য বেশি)

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রণদীপম বসু এর ছবি

থুক্কু হবে না ! সবাই সব কিছু বলে ফেললে আমি কী বলবো ! আমি কিছুই বলবো না। তবে পুনরাবৃত্তি রোধে মনে মনে যা ভাবছি-

বাংলাদেশ:
১) নারী অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে মোল্লাদের সহিংসতা, বায়তুল মোকাররমের গালিচা পুড়িয়ে ফেলা, বিজয় দিবসে যুদ্ধাপরাধীদের এই প্রথমবারের মতো নির্বাচনের সুযোগ নিয়ে ডিসেম্বরে গা-ঢাকা না দিয়ে বিজয় দিবসে স্পর্ধা দেখানো ও অন্যান্য (নিজামীর সংলাপ কৌতুক: সার্বভৌমত্ব রক্ষা করতে হলে জামাতকে ভোট দিন..)
২) ২০০৮ সালে আমাদের সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রের বহু ব্যক্তিত্বের লাগাতার মৃত্যু-প্রয়াণ এবং ঢাকা ওয়ারিয়র ক্রিকেট দলের জন্ম

আন্তর্জাতিক:
১) প্রথম বাংলাদেশী কোন তরুনের হলিউড চলচ্চিত্রে স্পেশাল ইফেক্ট ক্যাটেগরিতে অস্কার পুরস্কার অর্জন (এইটা কি আন্তর্জাতিক ঘটনা নয় ?)
২) ঘটনাবহুল আন্তর্জাতিকতার মধ্যে থেকেও মন্তব্য করার মতো নতুন কোন ঘটনা হাতরিয়ে না পাওয়া

সচলায়তন:
১) রণদীপম বসু'র সচলত্ব প্রাপ্তি
২) প্রবাসী ব্লগারদের ছুটিকালীন দেশে এসে সচল-আড্ডা-সংস্কৃতির সংক্রমন

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অমিত আহমেদ এর ছবি

রণদীপম বসু'র সচলত্ব প্রাপ্তি

চলুক

ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

রণদীপম বসু'র সচলত্ব প্রাপ্তি

বেশ বেশ ।

রানা মেহের এর ছবি

সবাই সব বলে দিয়েছে মন খারাপ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।