বই লিখছি...

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: শনি, ০৬/০৯/২০০৮ - ৭:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

..আমার সাবেক কর্মস্থলে বয়স এখনো ত্রিশও হয়নি, এমন একজন সাংবাদিকের এরই মধ্যে ত্রিশ-বত্রিশ টি বই বেরিয়েছে। প্রতি বই মেলাতেই তার পাঁচ-ছয়টি করে বই বের হয়। সব ক'টিই হটকেক। একেকটি বই মেলায় একেকটি বইয়ের তৃতীয় কী চতূর্থ সংস্করণও বের হয়।

দূর্ভাগ্যবশতঃ এর কোনোটিই এখনো আমার পড়া হয়ে ওঠেনি। তবে ফেব্রুয়ারি এলেই টের পাই তার কদর। বই মেলায় নিজস্ব প্রকাশনার স্টলের সামনে ভীড় ঠেলে উঁকি দিয়ে তাকে দেখেছি, সে খুব গদলঘর্ম হয়ে বিকশিত দন্তে একের পর এক অটোগ্রাফ দিয়ে যাচ্ছে। বলতে দ্বিধা নেই, অটোগ্রাফ শিকারীদের মধ্যে আবার বালিকাদের সংখ্যাই বেশী।

জাতীয় দৈনিকে প্রকাশিত হয় পোস্ট কার্ড আকৃতির তার নিজস্ব বইয়ের চাররঙা বইয়ের বিজ্ঞপন। আর সে সব বিজ্ঞপনের ভাষা! ...একটির কথা বলি। সেটা অনেকটা এ রকম...

'আপনি কী প্রেমে ব্যর্থ? অথবা চুটিয়ে প্রেম করছেন? আথবা ভাবছেন, শিগগিরই প্রেমে পড়বেন? আপনার অবস্থা যা-ই হোক না কেনো, এই বইটি আপনার জন্য অবশ্য পাঠ্য। চ্যালেঞ্জ--বইটি আপনার ভালো লাগতেই হবে।'...

আর সে সময় অফিসে তাকে খুঁজে পাওয়াই দুস্কর। তবু দু-এক সন্ধ্যায় হঠাৎ হঠাৎ তিনি একটুক্ষণের জন্য অফিসে আসেন। বগলদাবা করে নিয়ে আসেন নিজের লেখা সদ্য প্রকাশিত ঝকঝকে মলাটের দারুণ সব বই। অটোগ্রাফসহ কিছু কিছু বিলি করেন বিগ বসদের।

অফিসের সেলিব্রেটি লেখক কাম সাংবাদিককে নিয়ে সে সময় দীর্ঘক্ষণ স্মোকিং রুমে আলাপ-চারিতা জমে ওঠে। টুকরো টুকরো কথা শুনতে পাই, তিনি নাকী বই লিখে রাতারাতি সুনাম কুড়িয়েছেন। একের পর এক প্রকাশক তাকে একটি চটি বই মোটা অংকের বিনিময়ে বের করার জন্য হন্যে হয়ে খোঁজেন। সেই সাথে তার পায়ে পায়ে ঘোরে ব্যস্ততা আর লক্ষ্মী, বোধহয় স্বরস্বতিও।

*

বছর খানেক আগে বাল্যবন্ধু, মার্কিন প্রবাসী ও সচল শামীম হক বাংলা মেইলর ডট কম-এ জানতে চেয়েছিলেন, আমি নিজে এ পর্যন্ত কয়টি বই লিখেছি?...ইত্যাদি।

একটিও নয়--এমন সোজাসাপ্টা সংক্ষিপ্ত উত্তরে সে অবাক হয়ে আবারো বলেন, কেনো নয়? লেখা-লেখিই যেহেতু পেশা, সেহেতু আমার অন্তত দু-চারটি বই এরমধ্যে বেরিয়ে যাওয়া উচিৎ। আমার সমস্যাটি কোথায়? টাকা? যদি টাকার প্রয়োজন হয়, সে হয়তো আমাকে হেল্প করতে পারে। আমি যেনো তাকে দ্রুত একটি মধ্যম মানের বাজেট পাঠাই।...

আমি তাকে বলি, আমার অঢেল টাকা নেই। সত্যি বলতে বরং উল্টোটাই সত্যি, এমন কী মাসের মাঝামাঝি পর্যায়ে এসে আমার বেতনের সমস্ত টাকাই ফুরিয়ে যায়...এমনটাই ঘটে বেশীর ভাগ সময়। তবে বই প্রকাশের জন্য প্রবাসী বন্ধুর দ্বারস্থ হতে হবে, এমনটা নয়।

আসলে বই প্রকাশ করার জন্য উপযুক্ত লেখা বা মনোবল কোটিই আমার নেই...সে সময় শামীম হককে এমনটাই বলি আমি। আর বলি, সাবেক সহকর্মীর সেলিব্রেটি লেখক হিসেবে উত্থানের সংক্ষিপ্ত কাহিনী ও আমার লেখক হয়ে ওঠার দীর্ঘ প্রস্তুতির কথা।

অভিমানী বল্যবন্ধু ওই মেইলটির কোনো জবাব দেন না। হয়তো ধরেই নেন, কলোনিয়াল হ্যাঙ-ওভার জনিত কারণে আমি এক ধরণের হীনমন্যতায় ভুগছি।

*

সে যা-ই হোক। দেড় দশকেরও বেশী সময় পাহাড়ে, বনে বাদাড়ে ঘুরে ঘুরে অনেকটা জীবন পুড়িয়ে তথ্য-সাংবাদিকতা হয়েছে, হচ্ছে।... পেশাগত সীমাবদ্ধতার কারণে অনেক কথাই বলা হয়নি ওই সব প্রতিবেদনে।

সেই সব অকথিত কথামালা রিপোর্টারের ডায়রি থেকে সংবাদ-নেপথ্য কথন হয়ে কখন যেনো দ্রুত টাইপ হতে হতে প্রকাশ হয়ে পড়ে নিজস্ব খেরোখাতার ব্লগে...সচলে আর সামহোরিনে। সবাই এর পাঠক নন...এমন কী অনেকেই নানা প্রশ্নবানে জর্জরিত করেন, আমি কোন পার্বত্য চট্টগ্রামের কোন সময়ের কথা বলছি? এই সব কী স্বাধীন দেশে ঘটেছে? নাকী আমি বলছি একাত্তরের রক্তাক্ত কোনো যুদ্ধদিনের কথা?

সহব্লগার জামাল ভাস্করের ব্লগে রাঙামাটির এক সাংবাদিক তো দাবিই করে বসলেন, রাঙামাটিতে না কী কোনো পুনর্বাসিত (?) বাঙালি নেই। প্রতি মন্তব্যে এর প্রতিবাদ করায় তিনি অপ্রসাঙ্গীকভাবে ব্যক্তিগত আক্রমনই করে বসলেন!

*

আমার প্রথম বই, তা-ও পাহাড়ের নেপথ্য কথন--প্রকাশিত হতে যাচ্ছে...এমন কথা জেনে দিনের পর দিন আমাকে ইমেইলে ও এসএমএস বার্তায় নিঃস্বার্থভাবে পরামর্শ দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন সহব্লগার শ্যাজা দি ও মুশফিকা মুমু। মাহবুব লীলেন ভাই ও আহমেদুর রশিদ টুটুল ভাই বাড়িয়ে দিয়েছেন-- সত্যিকারের ভালবাসার হাত। শ্রদ্ধেয় অরূপ দা (আহমেদ অরূপ কামাল) অনেক ব্যস্ততার ভেতরেও এক কথায় রাজি হয়েছেন বইটির প্রচ্ছদ করে দিতে। আর বন্ধুবরেষু, অতিথি ব্লগার ফারহানা জাহাঙ্গীর তো ধরেই নিয়েছেন, আমি এরই মধ্যে দারুন এক সুলেখকে পরিনত হয়েছি!!

তো এখনই তাদের ধন্যবাদ দিয়ে খাটো করবো? না থাক...আগে বইটা প্রকাশ হোক তো! হাসি

---

আপডেট: এই লেখাটি প্রকাশের পর পরই ই-মেইলে অরূপ দা পাঠানো বইটিই অসাধারণ একটি প্রচ্ছদ পেলাম। সেটিই এখন লেখাটিতে জুড়ে দিলাম।।


মন্তব্য

শাহরিয়ার (অতন্দ্র প্রহরী) এর ছবি

আপনার সাংবাদিক সহকর্মী কি ধরণের বই লেখেন তা তো বুঝতেই পারছি। ওই ধরণের বই ছাপানোতে কোন সম্মান আদৌ আছে কি না জানি না।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বইটা প্রকাশিত হলে জানাবেন অবশ্যই। আপনার অটোগ্রাফসহ সংগ্রহ করব হাসি

রাফি এর ছবি

আপনার বইয়ের অগ্রীম বুকিং দিলাম বস্‌।

অপ্রসঙ্গঃ
আচ্ছা সেড মানে কি SEHD ? যদি হ্যা হয় তবে জানিয়ে রাখি আমি কিন্তু এদের প্রকাশনার দারুন ভক্ত।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

বিপ্লব রহমান এর ছবি

ঠিকই ধরেছেন। আমি লেখার প্রথম ছবিটির সূত্র হিসেবে ফিলিপ গাইনের সেড-এর কথাই বলেছিলাম। তাদের প্রকাশনাগুলো খুবই সমৃদ্ধ। আর বন ও আদিবাসী বিষয়ক যত ছবি এ পর্যন্ত দেখেছি, তার মধ্যে ফিলিপ দার কাজই আমার সবচেয়ে ভালো লাগে।

---
সবাইকে অনেক ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সবজান্তা এর ছবি

পাহাড়ের জীবন নিয়ে লেখা আপনার বই যে চমৎকার হবে-সে ব্যাপারে নিঃসন্দেহ।

বই এর প্রকাশনা উৎসবে দাওয়াত দিয়েন, পেট ভরে খাওয়া দাওয়া করে, বই কিনে নিয়ে আসবোখন চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

টিকটিকির ল্যাজ [অতিথি] এর ছবি

আপনার বইটা যে ভাল হবে সেটা প্রকাশের আগেই বলে দেয়া যাচ্ছে।
প্রকাশের অপেক্ষায় থাকলাম।

দেবোত্তম দাশ এর ছবি

আমিও আপনার বইয়ের অগ্রীম বুকিং দিলাম। আপনার লেখা আমি কিছু পড়েছি, আপনি অবশ্যই একজন সুলেখক।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

রায়হান আবীর এর ছবি

চলুক বস...

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

শেখ জলিল এর ছবি

সুখবর।
বইটি পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

বিপ্লব রহমান এর ছবি

সবাইকে আবারো ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তানভীর এর ছবি

অভিনন্দন ভ্রাত: চলুক

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

অভিজিৎ এর ছবি

আপনার আগের বিভিন্ন লেখা থেকে দেখেছি পাহাড়ি মানুষদের নিয়ে আপনার অন্তরের টান। এ বইটা নিঃসন্দেহে আমি পড়ব

অভিনন্দন।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

নিঝুম মজুমদার এর ছবি

বিপ্লব ভাই ,

শুরুতেই আপনাকে বিপ্লব দেই ।
বই লিখছেন, তাই বিপ্লবের সাথে সাথে অভিনন্দনও রইলো । শরীর খানিক্টা খারাপ । তাই আজকাল লিখা হচ্ছে না । আপনি পাহাড়ের মানুষ গুলোর, তাদের জীবনে্র, তাদের রাজনীতির ,তাঁদের সুখ ও দুঃখের অনেক গল্প অনেক লেখা লিখেছেন । প্রতিবারই অভিভূত হয়েছি মূলতঃ কয়েকটি কারনে ।

এক। কেউ পাহাড়ীদের নিয়ে উত্‌সাহিত নয়, তাদের কথা কেউ মনে হয় তেমন করে ভাবে না ।

দুই। আপনার লেখা না পড়লে তাদের দুঃখের কথা, জীবনের কথা জানতেও পারতাম না । আপনি বই লিখছেন শুনে খুব আনন্দিত হয়েছি । খুব ভাল্লাগছে । আপনাকে অনেক অভিনন্দন । আল্লাহ আপনাকে অনেক দূর নিয়ে যাক । এই আশায় ।

অভাজন
নিঝুম

নীড় সন্ধানী [অতিথি] এর ছবি

অনেক অজানা বিষয় জানলাম। ভীষন ভালো লেগেছে। দোলা লেগেছে ভেতরে।

বিপ্লব রহমান এর ছবি

ওহে অভাজন,

কোনো এভাবে লজ্জা দিচ্ছেন? হাসি

দ্রুত আরোগ্য কামনা। আবারো নিয়মিত সচল হওয়ার প্রতীক্ষায়।।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আরিফ জেবতিক অফলাইন এর ছবি

অগ্রিম বুকিং , বর্তমান অভিনন্দন ।

ইশতিয়াক রউফ এর ছবি

অনেক অভিনন্দন রইলো, বিপ্লবদা। আমার জন্য এক কপি তুলে রেখেন কোথাও। কাউকে দিয়ে আনিয়ে নেবো।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍অগ্রিম অভিনন্দন।
প্রথম প্রসববেদনা ও প্রসবোত্তর প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রইলাম।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পরিবর্তনশীল এর ছবি

একটু হাইসা লই। হো হো হো
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

শুভ সংবাদ। আর এই কারণে বিপ্লবরে (বিপ্লব)
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মাহবুব লীলেন এর ছবি

আগাম অভিনন্দন

তবে বইটা ছাপতে দেবার আগে প্রতিটা লেখা কমপক্ষে দশবার করে পড়ে নেবার অনুরোধ...
তার তার সাথে একটু একটু করে ঘষামাজা

বিপ্লব রহমান এর ছবি

ইয়েস স্যার।...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রণদীপম বসু এর ছবি

আপনার চমৎকার লেখাগুলো মলাটবন্দী হয়ে কড়কড়ে ঘ্রাণ ছড়াবে, এটা অবশ্যই একটা দারুণ আনন্দের বিষয়। সব কিছু ভালোয় ভালোয় সম্পন্ন হোক এই আশাবাদ ও অভিনন্দন রইলো।
এবং নিঃসন্দেহে আমিও অন্যতম পাঠক হবো আপনার বইয়ের।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অছ্যুৎ বলাই এর ছবি

আন্তরিক অভিনন্দন। ভেরি গুড নিউজ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নিরিবিলি এর ছবি

অভিনন্দন হাসি

স্বপ্নাহত এর ছবি

বিপ্লব্দা কে অভিনন্দন!! হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অমিত আহমেদ এর ছবি

দুর্দান্ত একটি বই হবে। অগ্রীম বুকিং আমারও। শুভেচ্ছা বিপ্লব ব্রাদার।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অমিত আহমেদ এর ছবি

ওহ! প্রচ্ছদটা সেই রকম হয়েছে!


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

হাসান মোরশেদ এর ছবি

শুভকামনা । দরকার ছিলো ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

থার্ড আই এর ছবি

অভিনন্দন। পাহাড়ে আমার অনেক স্মৃতি..আপনার লেখায় স্মৃতি কাতর হয়ে পড়ি। অপেক্ষায় রইলাম।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

রেজওয়ান এর ছবি
অমিত এর ছবি

অভিনন্দন (বিপ্লব)

রেনেট এর ছবি

অভিনন্দন, বিপ্লব ভাই। বইটি পড়ার অপেক্ষায় রইলাম। চমতকার প্রচ্ছদ হয়েছে।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

Congrats বিপ্লব ভাই, খুব খুশি হলাম শুনে। এবার দেশে গিয়েই বইটা জোগার করব হাসি আবারো অভিনন্দন হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অনিন্দিতা এর ছবি

অভিনন্দন।
কবে বেরুচ্ছে আপনার বই?

আকতার আহমেদ এর ছবি

অভিনন্দন !

শিক্ষানবিস এর ছবি

অভিনন্দন। বইয়ের অপেক্ষায় রইলাম

কীর্তিনাশা এর ছবি

আমিও অপেক্ষায় রইলাম পড়ার।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নন্দিনী এর ছবি

বাহ ! দারুন প্রচ্ছদ...। অভিনন্দন আপনাকে । বইটি পড়তে চাই ।

নন্দিনী

বিপ্লব রহমান এর ছবি

সবাইকে আবারো অনেক ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

পরিবর্তনশীল এর ছবি

অভিনন্দন জনাব।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

বন্যা এর ছবি

বিপ্লব, আপনাকে শুভেচ্ছাটা জানাতে দেরী হয়ে গেল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এই অমূল্য অভিজ্ঞতাগুলোকে বই হিসেবে বের করার জন্য। বাংলাদেশের পার্বত্যাঞ্চল আর আদিবাসীদের নিয়ে তেমন কোন বইই নেই, বহুবারই দোকানে গিয়ে এই টপিকের উপর লেখা বই খুজেছি, কিন্তু পাইনি। একজন পরিচিত এবং প্রিয় ব্লগারের বই বেরুচ্ছে বলেই শুভেচ্ছে জানাচ্ছি না, আমার ভিষণ পছন্দের একটা বিষয়ের উপর বইটা লেখা হচ্ছে বলেই আসলে আমার এত আগ্রহ। আশা করি বইটা বেরুবার পর হাতে পাওয়ার একটা ব্যাবস্থা করতে পারবো।

বিপ্লব রহমান এর ছবি

দিদি,

এতোদিন পর মনে পড়লো? ইশ, কতোদিন আপনার লেখা পড়ি না!..

আপনার এই সব মহত্বর কী আসলে কোনো প্রতিমন্তব্য হয়? ঠিক কী বলবো বুঝতে পারছি না।...

অনেক অনেক শুভ কামনা।...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হিমু এর ছবি
তারেক এর ছবি

জটিল সুসংবাদ। দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

বিপ্লব রহমান এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।
---
এবার একটি গুঢ়তর আশঙ্কার কথা:

শুনতে পাই, ডিসেম্বরে নির্বাচনে পরেও কথিত নির্বাচিত সরকারের নেপথ্যে থাকবে জলপাই। তাই ধরেই নেওয়া যায়, ফেব্রুয়ারিতে বইটি বেঅনেট রোষানলে পড়বে। লেখকের কথা না হয় আপাতঃ থাক।

কিন্তু এরপরেও কাউকে না কাউকে তো চরম সত্য বলতেই হবে; তাই না?...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

জাহিদ হোসেন এর ছবি

আপনার বইটির সাফল্য কামনা করছি।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

তানবীরা এর ছবি

আমি মনে হয় আপনার লেখা পড়েছি। অনেক অনেক সাফল্য কামনা করছি।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।