ক্রেসিডা এর ব্লগ

সুবর্নরেখা

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: সোম, ২৫/০৬/২০১২ - ৯:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুবর্নরেখা
--------------

শূন্যতার গল্প বলি;

কান পেতে শোন গ্লাসে শব্দ হয়ে গড়িয়ে যায়
তরল জোহান্সবার্গের

উপচে পড়া মেঘ গ্লাসের কাঁচ বেয়ে বেয়ে
সিরামিক বাটি
ঝাঁঝালো চানাচুর,

এবং গোলাপি নখ;

জল না হোক, যতটুকু মেঘ ঠোঁটের কার্নিশে
আমার শূন্য গ্লাসে ঢেলে দাও -

বৃষ্টির গান শোনাই।


হ্যাংওভার

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শনি, ২৩/০৬/২০১২ - ৯:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হ্যাংওভার
---------------------

কালো প্যান্ট
সাদা শার্ট
ম্যাচিং টাই
রিমলেস গ্লাস
আলোর সারপ্লাস

"I walked into a cocktail party..."

মানে একটি চিড়িয়াখানা
পুশি ক্যাট, টমি ডগ
ম্যাচিং কাপল
কাপল ম্যাচিং,
মিস্টার সেন, মিসেস ইসলাম
সাদা হাত
কালো হাত
মাল্টিকালার হাত

সব আলিঙ্গন বদ্ধ এবং একাকী

"I ate a sandwich of pure meat; an
Enormous sandwich of human flesh"


বিক্ষিপ্ত কবি-তা (তালগোল)

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: রবি, ১৭/০৬/২০১২ - ১১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিক্ষিপ্ত কবি-তা (তালগোল)
-----------------------------------

(১)

একদিন রকে বসে বেজে ওঠে ঠোঁটের শিস!
হৃদয় আর এখানকার দূরত্ব শুধুই কি শব্দ নয়?

(২)

একটি কবিতার জন্যে সে কি দীর্ঘ প্রতিক্ষা,
আমি বসে থাকি অনন্তকাল আঙ্গুলে কলম চেপে
একটি রূপকও ধরা পড়েনি স্বর্গ ভ্রমন শেষে!
সাদা পাতা
          কবিতার খাতা


নামটা নামতা

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: বুধ, ১৩/০৬/২০১২ - ১১:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

নামটা নামতা
-----------------------

নামটা নামতা
-----------------------


সেক্স অ্যাপিল্ - ২

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: সোম, ১১/০৬/২০১২ - ৯:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

সেক্স অ্যাপিল্ - ২
------------------

স্বাগত জানাই আজ রাতে পৃথিবীর
যাবতীয় তাপ;
আর্কিমিডিসের ঘনত্ব নিয়ে যারা
ভালোবাসা বুঝতে চায়, প্রেমিক শব্দ তাদের মাথার
মুকুটে শোভা দিক!

গভীর রাতে বুকের লবনগুলো বেয়ে নামুক
আর্দ্র চোখ,

ঠোঁটের ভাষায় নিয়েছি দখল, ছোঁয়া-অছোঁয়া
পকেটের বুকে অনেক পুরনো
          দৈনিক পত্রিকার মতো


বিরহের গোল্লাছুট

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: শুক্র, ০৮/০৬/২০১২ - ১০:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

 

বিরহের গোল্লাছুট

-------------------

নিঃশ্বাসে অস্পষ্ট যে বিপরীত প্রতিবিম্ব
জলের নীচে কাঁজল গাঁয়ে
স্রোতের মরা রঙ
         বেসিনের নদীতে ঝরবে বৃষ্টি হয়ে

পালসবিটে শব্দ বুনো
             বুনো তৃষ্ণা;
দেয়ালের ফাঁটলে ছক কাটে সোনালী রোদ
যেন কাঁচের গ্লাসে সোনালী মদ!


?

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: বুধ, ০৬/০৬/২০১২ - ৮:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

?
----------

কে পাঠায় তারার চুমকি?

প্যাঁচানো সিঁড়ির মতো খাঁচার মাঝে
একটা গোপন কথা

আটকে থাকা শরীর জুড়ে চুমকি আকাশ ভরা তারা

কে পাঠায় গোপনে গোপনে চোরা দীর্ঘশ্বাস!

আমি কি আগুন? আমি কি কাগজের বুকে শুয়ে থাকা ড্রাগন?


জানালার কাঁচে

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: রবি, ০৩/০৬/২০১২ - ১১:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জানালার কাঁচে
----------------

জানালার ঘোলা কাঁচে দেখেছি গড়িয়ে পড়া জল
টুকরো নীলে

থোকা থোকা মেঘ;

দমকা হাওয়ায় ভেসে যায় মৌসুমী পাতারা
উড়ে যায় কবুতরের সাদা পালক

জানালার কাঁচে ঘোলা দেখেছি মুখে বিষন্ন চোখ

একটানা অবিরাম সবুজে ক্লান্ত হয়ে শুয়ে থাকা
পাথরের রাত।


গলি

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ৩১/০৫/২০১২ - ১০:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

গলি
-----------

ঠায় দাড়িয়ে থাকি

যেভাবে রোদের মাঝে হেটে আসে রাত, ভাবি
প্রতিফলনে স্পর্শ নেই

প্রতি ফলনে জন্ম নেয় একটা করে মৃত্যু;

খুব অন্ধকার; খু-উ-ব

গলিত লাশের গলিতে একটা ল্যাম্পপোস্ট
আর কিছু আলো

ওরা জেগে থাকে বাতি ঘরে, ঘোরে

ঘোর

বৃষ্টি নামবে; আরো বিশটি চোখ জুড়ে
বিষ ধুয়ে যাবে

প্রতি ধ্বনি থেকে প্রতিধ্বনি, মাঝের শূন্যতায়

ঠায় দাড়িয়ে থাকি।


২১শে জুন' ২০০৪

ক্রেসিডা এর ছবি
লিখেছেন ক্রেসিডা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৯/০৫/২০১২ - ৬:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

২১শে জুন' ২০০৪
----------------------

ব্রা এর কার্নিশে কালো তিল
হুক তুলে দেয়া জানালার পাল্লায়

কারা যেন লেপ্টে দেয় অন্ধকার; ওরা কারা
দশটার মাঝে চারটা

চোরের মতোন পেছন দরোজায়, চার এর মতো
আরো ছয়

খুব ঠান্ডায়

অতলান্তে ডুবে যায় যুবকের ক্যাফে, ভেসে যায়
২১শে জুন' ২০০৪;

ভেসে আসে বরফিত জলের কষ্ট গেলাস!