প্রতিদান

দেবোত্তম দাশ এর ছবি
লিখেছেন দেবোত্তম দাশ (তারিখ: রবি, ০৭/০৯/২০০৮ - ১:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাকে তোরা দুইভাগ করে নে না ?
তুনি যে কি বলো না মা ? ঠিক আছে তুমিই বলো তুমি কার সাথে থাকতে চাও ? কিন্ত তোমাকে আমরা আর কোনোমতেই এখানে আর একা রেখে যেতে রাজী নই।
বড়দা ঠিকই তো বলছে মা, তোমার ছোটো বঊ তো বলেই দিয়েছে, তোমাকে এবার না নিয়ে গেলে আমাকে বাড়ী ঢুকতে দেবে না।
বলিস কি রে, তোদের বাবা মারা গেছে বছর দশেক হলো, তা ছোট বঊতো একবারো আমাকে তোদের বাড়ী যেতে বলে নি, আর এখন কি না !! তা বাপু আজকালকার মেয়েছেলেদের বোঝা বড় মুশকিল।
আচ্ছা মা, ছোটো বউ না হয় বলেনি, কিন্তু তোমার বড়বউ তো গতো দশ বছরে হাজার দশেক নাহোক, কমকরেও হাজার বার বলেছে, এটা তুমি অস্বীকার করতে পারবে না।
তা ঠিক, হাজার হলেও, বড়বউ বলে কথা, মাথায় সারপদার্থ একটু বেশী আর তাছাড়া তখন তোর বাড়ীতে কাজের লোকেরও দরকার ছিল
থাক মা, এসব পুরোনো কাসুন্দি ঘেঁটেঁ লাভ নেই, এখন আমরা চাই তুমি আমাদের সাথে গিয়ে শেষ কটাদিন আরাম করে থাকো।
হ্যাঁরে আমি এখান থেকে চলে গেলে এতোবড়ো বাড়ি, জমিজমা, এই সবকিছুর কি হবে ?
বাড়ীঘর, জমিজমা এগুলো রক্ষনাবেক্ষন করাও বিরাট ঝামেলা, তাছাড়া আমরাও তো ভবিষ্যতে আর গ্রামে ফিরে আসার সুযোগ দেখছি না। এসব নাহয় বিক্রী করে টাকাগুলো তোমার নামে ব্যাংকে রেখে দেওয়া যাবে, তুমি কি বলো ?
কিন্ত, তোদের বাবা যে ঊইল করে রেখে গেছেন, “বাড়ীঘর জমিজমা কিছুই বিক্রী করা যাবে না, আমার অবর্তমানে সব আমাদের গ্রামের স্কুলকে দান করা হবে”
বলো কি মা !!! সমস্বরে দুই ভাইয়ের ভয়ার্ত চিৎকার,

একি রে ? তোদের দুই ভায়ের কি একসাথেই শরীর খারাপ করলো ? আছা বল কি ঠিক করলি তোরা, আমি কার সাথে থাকবো ?


মন্তব্য

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহা নচিকেতার গানটা মনে পড়ল হাসি সুন্দর লেগেছে হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দেবোত্তম দাশ এর ছবি

ধন্যবাদ মুমু, মা বাবারা কি কষ্ট করেই না আমাদের বড় করে তোলেন। সেটার প্রতিদান কি এভাবে দেওয়া উচিৎ ?

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

মুশফিকা মুমু এর ছবি

কখনই না। একটা ব্যপার খেয়াল করে দেখেন এরকম বেশিরভাগ খেত্রে মেয়েরা কিন্তু কখনও এমন করেনা, ছেলেরাই করে খাইছে অবশ্য অনেক সময় বউদের জন্য ছেলেরা চাইলেও অনেক সময় কিছু করতে পারেনা, বউরা নিজের বাবা-মার বেলায় ঠিক থাকে কিন্তু হাসব্যান্ডের বাবা-মার বেলায় অনেক সময় করতে চায় না।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দেবোত্তম দাশ এর ছবি

মুমু, আমি আপনার সাথে সহমত, কিন্ত একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি না জানি না, মানিক জোড় দুই ভাই একে অন্যের চিরশ্ত্রু হয়ে যায় বিয়ে হয়ে যাবার পরেই।
তবে আমি মেয়েদের দোষ দেবার থেকে ছেলেদেরই দেবো।
ছেলেদের আর একটা মুস্কিল হয় মা আর বৌকে নিয়ে। কখন যে কার মন রাখবে ? কাউকেই ফেলতে পারে না, এক্কেবারে স্যণ্ডুইচ কেইস ...... হায়রে ছেলেদের জীবন

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পরিবর্তনশীল এর ছবি

লেখা ভালো লাগছে।
কিন্তু এসব কেন যেন বিশ্বাস হয় না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দেবোত্তম দাশ এর ছবি

বিশ্বাস না হবারই কথা। এই লেখাটাকেই হাসির না করে আরো একটু বাস্তবসম্মত করে লিখলে বিশ্বাস হতো, তবে বাস্তব আরো করুণ। আর এসব কিন্ত সত্যি সত্যি হছে।
আপনাকে ধন্যবাদ

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অতন্দ্র প্রহরী এর ছবি

দেবু'দা, এই গল্পটা আসলেই দারুন লিখেছেন। খুব ভালো লাগল। মজাও পেলাম অনেক। হাসি
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

দেবোত্তম দাশ এর ছবি

জীবনের দুঃখ কষ্টগুলি যদি কষ্টের না হয়ে মজার হতো !!!
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সুলতানা পারভীন শিমুল এর ছবি

খুবই কষ্টের...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দেবোত্তম দাশ এর ছবি

মাঝে মাঝে ভাবি, পশ্চিমা দেশগুলোর মতো আমাদের মা বাবারা যদি ১৬ বছর বয়সে তাদের ছেলেমেয়েদের বলতেন যাও নিজের রুটি নিজে যোগাড় করোগে, তাহলে বোধহয় এতটা কষ্ট হতো না।

লিখতে আরো চাই, কিন্ত কি হবে লিখে ? পাগলের প্রলাপই বা কে শুনবে ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

রাফি এর ছবি

লেখা ভাল লাগছে। মন খারাপ হওয়াটা বোধহয় ভাল লাগাই? না কী?

তবে একটা পুরাতন প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠল......
মেয়েছেলে শব্দটির ব্যুৎপত্তি কী? হাস্যকর হলেও একটা যুক্তি দেন। এই শব্দের মানে আমার পরিচিত সবাই জানে, কিন্তু মেয়ের সাথে ছেলে যুক্ত করে মেয়েছেলে বলার মাজেজা কী?
জানার খুব শখ ভাইজান।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

দেবোত্তম দাশ এর ছবি

ভাইজান, আপনার পরিচিত সবাই কি মানে জানে সেটা বললেন না। আর হাস্যকর যুক্তি তো একটাই, নামে মেয়ে, কিন্ত স্বভাব সুলভ এক্কেবারে ছেলেদের মতো। দজ্জাল মেয়েমানুষ আরকি !

আমার জানামতো, পশ্চিম বাংলার এটা একটা চালু শব্দ। বাংলাদেশে যেমন, তব্দা খাওয়া একটা চালু শব্দ।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

নিরিবিলি এর ছবি

ভাল লাগছে কিন্তু কেমন যেন বাস্তব বলে মনে হল না। গল্প হিসেবে সুন্দর গল্প।

দেবোত্তম দাশ এর ছবি

আমার আগের মন্তব্যগুলো পড়ে দেখতে পারেন।
আমার আগের কিছু ভুলভাল লেখাগুলো পড়তে পারেন, সেখানে বাস্তববতার ছোঁয়া দেবার চেষ্টা করেছি
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ছেলেরা কার মন রাখবে? বউ'র না মায়ের?

সংসারী হইলে কৌশলটা আপনিও শিখে যাবেন। সংসারের সব্বাইরে খুশি রাখা খুবই সহজ একটি কৌশল। কেবল নিজের স্বার্থের কথা প্রকাশ করা চলবে না। দেঁতো হাসি
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

দেবোত্তম দাশ এর ছবি

সব সংসারী এই কৌশল জানে না জুলিয়ান ভাই, তাহলে বৃদ্ধাবাস বলে আর কিছু থাকতো না !!!

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

কীর্তিনাশা এর ছবি

গল্পটা ভালো লাগলো। চলুক
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দেবোত্তম দাশ এর ছবি

এই তো আমার চাওয়া আর পাওয়া। ধন্যবাদ আপনাকে
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

তাপস শর্মা এর ছবি

হা হা ... মজা পেলাম। তবে গল্প মনে হলনা। একটা জোকস টাইপের হয়ে গেলো বোধ হয় ইয়ে, মানে...

মন মাঝি এর ছবি

এটা জোক্স না তাপস ভাই, গল্পও না। এটা কঠিন বাস্তবতা।

****************************************

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।