হরমোন চিন্তা ২ : উদ্ভিন্ন যৌবনা এবং অন্যান্য সংজ্ঞা ও অনুসিদ্ধান্ত সমূহ

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: শুক্র, ০২/০১/২০০৯ - ১:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[ ইহা পড়িয়া কেহ কিছু করিলে বা কিছু হারাইলে কেহই দায়ী নয় ]

নতুন বিল্ডিং এ অফিস শুরু করার পরে প্রথম শুক্রবারে কিছু কাজ ছিল, তাই দুপুরের দিকে একবার অফিসে গিয়েছিলাম । বেশ মজার একটা সমস্যা তখন আমার হাতে ছিল । শহরের ভেতরে কোন এলাকার একটা ঘোলাটে (blurry) আলোকচিত্র থেকে রাস্তা-ঘাট খুঁজে বের করাতে হবে, যন্ত্রগনক ব্যাবহার করে । আগের দিন অফিসের IEEE আর ACM অ্যাকাউন্ট গুলো ব্যবহার করে বেশ কিছু ইমেজ প্রসেসিং এর পেপার নামিয়েছিলাম, সেগুলো পড়লাম ঘন্টা দুয়েক । গতদিন আর আজকের গবেষণা থেকে জানলাম - যারাই এর উপর গবেষণা করেছেন, সবাই চেষ্টা করেছেন বিশেষ ধরনের ব্লার এবং বিশেষ ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন বস্তু খুঁজে বের করতে । সকল-কাজের-কাজী অ্যালগরিদম (যেকোন ধরনের ব্লার এবং সেই ছবির মধ্যে যেকোন বস্তু) এখনো আবিষ্কার বাকি আছে ।

বেশ বেশ । আমার দরকার শুধু রাস্তাটা খুঁজে বের করা, "যেকোন বস্তু"কে আপাতত ছুটি দেয়া যায় । অথবা যদি সিস্টেমের কোন পূর্ববর্তী ধাপেই ধরে ফেলতে পারি যে এই ছবিটি ব্লারি বা ঘোলাটে তাহলে আগেভাগেই একে বিবেচনা থেকে বাদ দিয়ে শুধুমাত্র পরিষ্কার ছবিগুলোর উপরে প্যাটার্ণ রিকগনিশন চালান যেতে পারে । এসব ভাবতে ভাবতে পায়চারি করছিলাম সদর দরজার কাছে । সেই সময় দেখি সিঁড়ি দিয়ে নেমে আসছে দুজন উদ্ভিন্ন যৌবনা তরুনী । মনে হয় ঘোলাটে ছবি নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমি নিজেও দেখতে খানিকটা ঘোলাটে হয়ে গিয়েছিলাম । তরুনীদ্বয় মাত্র তিন গজ দূর থেকে আমাকে প্রায় দেখতেই পেল না, তেমন কোন ভ্রূক্ষেপ না করেই একে অপরের সাথে কথা বলতে বলতে নীচে নেমে গেল । ধূত্তোর, মেজাজটাই ব্লার হয়ে গেল !

পরের কর্মদিবসে স্পর্শের ঘরে গিয়ে বললাম যে আমি শুক্রবারে দুইজন উদ্ভিন্ন যৌবনাকে দেখেছি অফিসে । প্রথমে স্পর্শ বিশ্বাসই করেনি । তখন পাশের টেবিলে বসা মারদুক জানাল সেও কিছুদিন আগে এক উদ্ভিন্ন যৌবনাকে দেখেছে গ্যারেজের সামনে এবং নিশ্চিত ভাবে সেই এই বিল্ডিং এর মালিক বা বাড়িওয়ালার মেয়ে । কাজেই আমি শুক্রবারে সম্ভবত বাড়িওয়ালার মেয়ে ও তার জনৈক বান্ধবীকে দেখেছি । তখন স্পর্শ চোখ মুখ কুঁচকে ( মনে হয় ব্লারি হয়ে যেতে চেয়েছিল ) আমার দিকে তাকাল কঠিন আফসোস নিয়ে । সেই দৃশ্য দেখে আমার মনের ব্লার ঘুচে গেল ।

যা হোক কাজের সময় এরকম প্রসঙ্গ একবার উঠলে সেই আলোচনা শেষ না করে চলে যাওয়াটা ভীষণ অপেশাদারী মনোভাবের পরিচায়ক । কারন অসমাপ্ত চিন্তা গুলো মাথার মধ্যে ঘুরপাক খায় আর কাজে বাধা দিতে থাকে । কাজেই আমরা আলোচনাটা শেষ করার উদ্যোগ নিলাম । আধা ঘন্টা ব্যপক রাজা-উজির মারা আলাপের পর আমরা তিনটি সংজ্ঞা দাঁড় করালাম । উদ্ভিন্ন যৌবনা, উত্তীর্ণ যৌবনা এবং যৌবন উত্তীর্ণ । সেই সাথে অনুসিদ্ধান্ত বা lemma হিসেবে পাওয়া গেল কুদ্ভিন্ন যৌবনা, অনুত্তীর্ণ যৌবনা এবং ঠোঙ্গা যৌবনা । সেই সাথে একটি স্বতসিদ্ধ (postulate) "নারী মাত্রেই যৌবনা" । পাঠকের জন্য উদাহরণ সহ সংজ্ঞা ইত্যাদি নিচে দেয়া হল ।

উদ্ভিন্ন যৌবনা :
এই কথাটি বাংলা ভাষায় আগে থেকেই ছিল, আমি এটা পুনরাবিষ্কার করেছি মাত্র । উদ্ভিদের মত যার যৌবন একনো ক্রমশ বর্ধনশীল তিনি হলেন উদ্ভিন্ন যৌবনা । অন্যভাবে বলা যেতে পারে, যার রূপমাধূর্য এখনো পুরোপুরি বিকশিত হয়ে সারতে পারেনি, স্বাভাবিক ভাবেই আরো বিকশিত হওয়ার কথা - তিনিই হলেন উদ্ভিন্ন যৌবনা । উদ্ভিন্ন যৌবনার ভাল উদাহরণ হলেন রূপকথার গল্পের ষোড়শী সুন্দরী রাজকন্যারা । আর বাস্তব পৃথিবীতে কোন মেয়েকে দেখিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন মেয়েটি উদ্ভিন্ন যৌবনা কিনা, আমি যদি প্রশ্নের উত্তরে হ্যাঁ-বোধক কিছু বলি তাহলে তিনিও উদ্ভিন্ন যৌবনা ।

উত্তীর্ণ যৌবনা :
এই কথাটিও বাংলা ভাষায় আগে থেকেই রয়েছে, তবে একটু ভিন্ন অর্থে । বাংলায় সাধারনত উত্তীর্ণ যৌবনা বলতে বুঝায় যার যৌবন ফুরিয়ে গেছে - এখন নামাজ রোজা যপ তপ করার সময় । কিন্তু আমাদের স্বতসিদ্ধ অনুযায়ী নারী মাত্রেই যৌবনা । কাজেই উত্তীর্ণ যৌবনা'র অর্থ ভিন্ন হবে । আমাদের তত্ত্বমতে, যিনি যৌবনে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন তিনিই উত্তীর্ণ যৌবনা । অর্থাৎ, যার রূপমাধুর্য পরিপূর্ণরূপে বিকশিত হয়েছে এবং এরচেয়ে বেশি বিকশিত আর হবেননা, তিনিই উত্তীর্ণ যৌবনা । গিলক্রিস্টের আঁকা কমিক স্ট্রিপ ন্যান্সির একটি চরিত্র ফ্রিটযি খালা হলেন একজন যথার্থ উত্তীর্ণ যৌবনা । আরো আছেন লুনি টুনসের তৈরী কার্টুন চরিত্র জেসিকা র‌্যাবিট ।

অনুত্তীর্ণ যৌবনা :
যিনি যৌবনে উত্তীর্ণ হতে পারেননি অর্থাৎ যার রূপমাধূর্য সঠিকভাবে বিকশিত হতে পারেনি এবং বর্তমানে আর বিকাশ লাভ করা সম্ভব নয় তিনি হলেন অনুত্তীর্ণ যৌবনা । উদাহরণ না দিলেও চলবে ।

যৌবন উত্তীর্ণ :
যিনি উত্তীর্ণ হোন আর নাই হোন, যৌবন ঠিকই উত্তীর্ণ মানে 'পার' হয়ে গেছে । সাধারনত দিনকাল শেষ হলেও যিনি যৌবন ধরে রাখার আপ্রান চেষ্টা করেন বা বূড়ো বয়সে রং-চং মেখে উত্তীর্ণ হতে চেষ্টা করেন । উদাহরন হলেন জনৈক প্রাক্তন রাজনৈতিক ব্যক্তিত্ব ।

কুদ্ভিন্ন যৌবনা :
মারদুকের আবিষ্কার, বাংলায় সম্ভবত এই শব্দটি আগে ছিলনা । উদ্ভিন্ন যৌবনার বিপরীত অর্থজ্ঞাপক ।

ঠোঙ্গা যৌবনা :
মারদুকের আবিষ্কার, এটাও মনে হয় বাংলা ভাষায় আগে ছিলনা, অন্তত অর্থপূর্ণ শব্দ জোড় হিসেবে তো নয়ই । যার মাথার উপর থেকে একটি ঠোঙ্গা দিয়ে মুখমন্ডল ঢেকে দেয়ারপর বাকি সব কিছু দেখে উদ্ভিন্ন যৌবনা বলে ভ্রম হতে পারে ।






শেষ কথা
সিরিজের আগের পোস্টে বলেছিলাম কোন মেয়েকে সুন্দরী বলে মনে করতে চাইলে একবারের বেশি না তাকানই ভাল । এই তত্ত্ব বাড়িওয়ালার মেয়ের ব্যাপারেও সঠিক প্রমানিত হয়েছে । গত তিনমাসে অনেক বার তাকে দেখতে দেখতে এখন তার ব্যাপারে আমাদের আর কোন মূল্যায়ন নেই ।


মন্তব্য

অভ্রনীল এর ছবি

স্যার... ভাল যৌবনতত্ত্ব ঝাড়সেন... একখান পেপার লেখিয়া ফেলেন... না হইলে এমন যৌবনভরা তথ্য কালের গর্ভে বিলীন হয়া যাবে...তখন হাজার যৌবন ধরিয়া খুঁজিলেও পাইবেননা...
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

এনকিদু এর ছবি

ভাল প্রস্তাব ।
সচলের আর্কাইভে থাকুক । সিরিজ শেষ হলে সব এক সাথে করে পেপার বানিয়ে ফেলা যাবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ফাহিম এর ছবি

ঠোঙ্গা যৌবনার সংজ্ঞা শুনে হাসতে হাসতে শেষ...

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

এনকিদু এর ছবি

হাসি

মারদুকের কাছে খবরটা পৌঁছে দিব ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অভ্রনীল এর ছবি

কী শেষ? যৌবন??

কদু ভাই... লেখার নীচে শিগগির ইহা পড়িয়া কেহ কিছু করিলে বা কিছু হারাইলে কেহই দায়ী নয় টাইপের কিছু সাইনবোর্ড লাগান...
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

এনকিদু এর ছবি

সাইনবোর্ড দিলাম হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

শাহেদা ওবায়েদ কি এখনো ঢাকা শিক্ষা বোর্ডের হর্তাকর্তা আছেন? পোস্টটা পড়ে কেন যেন খালি ওনার কথা মনে পড়লো।


হাঁটুপানির জলদস্যু

এনকিদু এর ছবি

শাহেদা ওবায়েদ কে চিনিনা বস । উনি এখানের কোন শ্রেনীর অন্তর্ভূক্ত ? নাকি নিজে একাই একটা শ্রেনী ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শাহেদা ওবায়েদ, দীপা খন্দকারের আত্মীয় হতে পারেন।

হিমু এর ছবি

হুমম, উনি নিজেই একটা শ্রেণী। গত সরকারের আমলে ওনাকে টিভিতে অনেক দেখা যেতো। মুখে চুনকাম করা একজন প্রৌঢ়া মহিলা, মনে করে দেখো।


হাঁটুপানির জলদস্যু

এনকিদু এর ছবি

ওরে সব্বনাশ ! ঐ বেডির কথা কন !!

নাম জানতাম না, তবে চেহারা দেখেছি । হাঁ তিনি নিজেই একটা শ্রেনী- সন্দেহ নাই কোন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

কাজকর্ম নিয়ে টেকনিক্যাল ব্লগিং এর ইচ্ছা আছে, কিন্তু সচলে সেটা মনে হয় মানাবে না । আমি পুরোদস্তুর একটা টেকব্লগ করব ভাবছি কিছুদিন ধরে । বিজ্ঞানী ডট অর্গ টা মনে হয় সেরকম জায়গা, কিন্তু ঐখানের পরিবেশ আমার পছন্দ হয়না । সব হোমরা চোমরা লোকজন গোমড়া মুখ করে বসে থাকে ।

আড্ডায় আসছেন না ? কথা হবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

মানাবে না কেন? ভিন্নস্বাদ যোগ করবে। জল্দি লিখো।


হাঁটুপানির জলদস্যু

এনকিদু এর ছবি

বেশ !

আজকে অরূপ ভাইয়ের সাথে কথা হয়েছে, তার মতামতও এরকমই । শুরু করব কিছুদিনের মধ্যেই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

খুউব মজাদার! আপনার তিনজন তো মহা-ক্রিয়েটিভ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

এনকিদু এর ছবি

বস, আমার ক্রিয়েটিভ ( মতান্তরে দুষ্টু ) বন্ধুর দল তিনজনের থেকে একটু বড় । গোটা আট-দশ জনের মত প্রায় । এই সিরিজে সবার ক্রিয়েটিভিটির ( দুষ্টামির ) কিছু কিছু নমুনা দেখানর চেষ্টা করব হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কনফুসিয়াস এর ছবি

আরও দুই তিনটা শ্রেণী নামাইয়া ফেলতে পারেন। যেমন-
১। বিভিন্ন যৌবনা
২। বিশেষ বিবেচনায় উত্তীর্ণ যৌবনা

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

এনকিদু এর ছবি

শুধু নাম দিলে হবে না মমিন ! সংজ্ঞা ও উদাহরণ দিতে হবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অবাঞ্ছিত এর ছবি

আজকের জামানায় ষোড়শী রাজকন্যা দেখতে গেলে তো মনে হয় বিপদ। ডাক নাম "জেমস" হয়ে যাইতে পারে। বিদেশে হইলে তো আবার রেজিস্টার্ড বানায়া.....
__________________________
I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

এনকিদু এর ছবি

দূর থেকে দেখবেন আর রূপমাধুর্যের প্রশংসা করবেন । হাতে নিয়ে দেখার দরকার নাই । window shopping এর মত । আর তাছাড়া ফুল গাছেই সুন্দর, ছিঁড়ে হাতে নিলে একসময় ঝরে পড়বে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সবজান্তা এর ছবি

দুনিয়াজুড়া মহান লোকেরা দেখা যাচ্ছে কাছাকাছি চিন্তা করে। অনেক দিন আড্ডাতে , আমরাও কিছু ক্লাসিফিকেশন করছিলাম। নাম ধামগুলা খেয়াল নাই, তবে ঠোঙ্গা যৌবনার একটা মজার নাম দিছিলাম, যেইটা আপাতত ভদ্রতার খাতিরে এইখানে আর বলা গেল না।

লেখা ভালৈছে। তোমার কাজ ইমেজ প্রসেসিং নিয়া ? ম্যাটল্যাব দিয়া কর ?


অলমিতি বিস্তারেণ

এনকিদু এর ছবি

যেহেতু পেশাগত ভাবে (বর্তমানে, ভবিষ্যতে কি হব কে জানে) সফটওয়্যার প্রকৌশলী, কাজের খাতিরে যেই ধরনের সফটওয়্যার বানানর দরকার হয় তাই বানাই । সাধারনত একটা বড়সড় প্রজেক্টে অনেক রকম কাজ করতে হয় । প্রজেক্টে অন্যান্য জিনিসের পাশাপাশি এখন ইমেজ প্রসেসিং এরও প্রয়োজন হয়েছে, তাই সেটা নিয়েও আমরা কাজ করছি ।

রিসার্চ টুল হিসেবে ম্যাটল্যাব খুবভাল জিনিস । তবে সাধারনত ম্যাটল্যাবে তৈরী করা জিনিস সফটওয়্যার প্রোডাক্ট হিসেবে বিপননযোগ্য হয়না । ক্রেতারা হয় সাধারনত নাদান টাইপের কিন্তু মালদার লোক । একটা ইন্সটালার থাকবে, সেটা তে ডবল-ক্লিক দিলে একটা প্রোগ্রাম ইন্সটল হবে । সেটা দিয়ে সে যা করতে চায় সেই কাজটি করা যাবে - এর বাইরে বুঝে না । কষ্ট করে বুঝে শুনে সফটোয়্যার তৈরী করার জন্য আমরা তো আছিই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

ধন্যবাদ ।

দুনিয়াজুড়া মহান লোকেরা দেখা যাচ্ছে কাছাকাছি চিন্তা করে।

হা হা ... আবার কয় ।

নাম ধামগুলা খেয়াল নাই

হমম... সন্দেহ হচ্ছে ওগুলাও মনে হয় শিশুতোষ সাহিত্যের উপযোগী হয়নি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতিথি লেখক এর ছবি

আমি কোন শ্রেনীতে পরলাম সেটা ভাবছি।সার্টিফিকেটের হিসেবে কুড়ির বুড়ি ......

( জয়িতা )

এনকিদু এর ছবি

এটার কোন সোজাসাপ্টা অ্যালগরিদম এখনো আবিষ্কার হয়নি । ব্যাপারটা পুরোটাই হিউরিস্টিক । কাজেই সংখ্যা দেখে (২০) কিছুই বলা যাচ্ছে না । একটা ভাল ইমেজ (ব্লারি হলে হবেনা) যদি দেখতে পেতাম তাহলে বলতে পারতাম । বিকল্প পদ্ধতি হিসেবে আমাদের সাথে দেখাও করতে পারেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

এনকিদুর জন্যে অবিলম্বে একজন শামাৎ সংগ্রহ ও সরবরাহ করা হোক।


হাঁটুপানির জলদস্যু

এনকিদু এর ছবি

আপনার ভোনহাইমে আছে নাকি কেউ আমার শামাৎ হওয়ার যোগ্য ? থাকলে পাঠায় দিয়েন (ইমেইল করলও চলবে) ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতন্দ্র প্রহরী এর ছবি

খুবই মজাদার! বিশেষ করে "কুদ্ভিন্ন যৌবনা" আর "ঠোঙ্গা যৌবনা" তো রীতিমত মারাত্মক! হো হো হো

এনকিদু এর ছবি

ধন্যবাদ ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্পর্শ এর ছবি

ওই তোমারে মাইনাস! বলছিনা বাড়িওয়ালির মেয়েদের দেখলেই ডাক দিবা!!! রেগে টং

এই তত্ত্ব বাড়িওয়ালার মেয়ের ব্যাপারেও সঠিক প্রমানিত হয়েছে । গত তিনমাসে অনেক বার তাকে দেখতে দেখতে এখন তার ব্যাপারে আমাদের আর কোন মূল্যায়ন নেই ।

আমার কপালটাই খারাপ। সবাই দেখলো আমিই খালি দেখতে পারলাম না মন খারাপ
কবে যে দেখা পাব। মন খারাপ

....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

ছাদে দেখা হয় না? আপনার তো ছাদ-প্রীতি আছে বলেই জানতাম চোখ টিপি
কদু ভাই কবে যে গত সচলাড্ডার দিনের আপনার সেই ছাদ-কাহিনী শোনাবে... অপেক্ষায় আছি! দেঁতো হাসি

এনকিদু এর ছবি

মাইয়াটার মনে হয় অ্যান্টেনা খুব ভাল । আপনি আশে-পাশে থাকলেই সিগনাল পেয়ে যায়, তারপর আর সামনে আসে না । আপনি বরং ক্ষতিকর তড়িৎ-চৌম্বক তরঙ্গ বিকীরণ কমানোর চেষ্টা করে দেখতে পারেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

দ্রোহী এর ছবি

ফ্রিটযি খালাকে আমার ভালো লাগে।


বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি শালা ভোদাই একটা!!!

এনকিদু এর ছবি

আসেন কোলাকুলি করি । দুনিয়া জোড়া প্রতিভাবানেরা একই রকম চিন্তা করে দেঁতো হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

দ্রোহী এর ছবি

ভালো লাগে ফ্রিটযি খালাকে আর কোলাকুলি করবো আপ্নার সাথে? ক্যামনে কী?


বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি শালা ভোদাই একটা!!!

এনকিদু এর ছবি

আরে ভাই এইটা পোয়েটিক কোলাকুলি, মানে হল গিয়ে আমরা স্বীকার করলাম আমাদের মতের মিল রয়েছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ধুসর গোধূলি এর ছবি

- কোলাকুলিতে অসুবিধা নাই। মেম্বর একটা জিনিষের মডেলিং করে, দরকারে সেইখানে মডেল হিসাবে এন্ড কদু ভাইয়ের নামও ঢুকানো হবে। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে,বাংলাদেশে ম্যালা জ্ঞানী এবং গবেষকের বাস।তাদের দীর্ঘায়ূ কামনা করছি।

এনকিদু এর ছবি

দীর্ঘায়ু কামনা করার জন্য অশেষ ধন্যবাদ জানাই । কিন্তু দীর্ঘদিন বাঁচলে তো দীর্ঘাতিদীর্ঘ গবেষণা চলবে, তার জন্য এখন ফান্ডিং দেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ঠোঙ্গা যৌবনা...হো হো হো

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

হিমু এর ছবি

যৌবন পরিমাপের জন্যে কি কেবল উচ্চ-মাধ্যমিক metrics আমলে নেয়া হচ্ছে, নাকি নিম্ন-মাধ্যমিকও আছে সাথে?


হাঁটুপানির জলদস্যু

এনকিদু এর ছবি

অনেক গুলো প্যারামিটার বিচারে রাখতে হয় । হিউরিস্টিক বলে কথা, কখন কোন ডাটা টা কাজে লেগে যাবে কে জানে, একজন subject থেকে যতবেশি ডাটা সংগ্রহ করা সম্ভব ততই ভাল ।

height
width
radius of curvature
mass
length
intensity and frequency of sound
smoothness of outer surface
rgb-value
shininess
ইত্যাদি ইত্যাদি ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

ডুবানর প্রসঙ্গে মনে পড়ল ...

আর্দ্রতা (humidity) ,
সান্দ্রতা (viscocitys) ,
গভীরতা (depth)

বাদ পড়েছিল ।

যদ্দুর মনে পড়ে উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যায় পড়েছিলাম যেকোন পদার্থের ১৭ বা ১৮ টি বৈশিষ্ট্য (property) থাকে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফুল আকবর খান এর ছবি

হে তরুণকিদু! চোখ টিপি খাইছে
প্রথমটায় তো দাঁত-টাঁত ভেঙেই যাচ্ছিল বিজ্ঞানের ঝাড়ি-বাড়িতে! তবু লেখার নামকরণের অ্যাপেটাইজিং ইফেক্টে পড়তে পেরেছি পুরোটাই। পড়তে পড়তে বিভিন্ন অংশে বিভিন্ন কিছু মনে হয়েছে বলবার মতো, তবে শেষ কথা প'ড়ে আমারও শুধু একটা শেষ কথাই মনে হচ্ছে, সেটাই শুধু বলবো-
আপনাদের অফিস-বাড়িওয়ালার মেয়ে কোন্ ধরনের যৌবনা, সেটার নাম আমি পেয়েছি আপনাদের সবাইকে হারিয়ে দিয়ে ( না'ইলে তো আমার কপিরাইটার জীবন ব্যর্থ থেকে যেতো মাইরি চোখ টিপি )! সেই নাম হ'লো- "ডিসপোজেবল যৌবনা"। এনকিদু-স্পর্শ-মারদুক কমিটির মাপজোখে আমার এই নোমেনক্ল্যাচার অ্যাপ্রুভ্ড হবে আশা করি। ফিডব্যাক-মাইল্স কিছু জানালে খুশি হবো। হাসি

----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

এনকিদু এর ছবি

নাম গৃহীত হল ।
সিরিজের আগের পোস্টেই এই ব্যাপারে তত্ত্ব ঝাড়ছিলাম, যতবার দেখবেন ততই খারাপ লাগবে । তবে নামকরন করা হয়নি । আপনি নামকরন করে দিলেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফুল আকবর খান এর ছবি

হাসি

------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতিথি লেখক এর ছবি

রাইয়ান ভাই এইটা আপনি অ্যালগো হিসাবে পাঠায় দেন !!
----------------
উদ্ভ্রান্ত পথিক

অতিথি লেখক এর ছবি

খেক খেক ।
আগে তো অন্য ভাবে ক্লাসিফাই করতাম , এখন থেকে সিস্টেম বদলাইতে হইব বইলা মনে লয়!

বোহেমিয়ান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।