Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

হঠাৎ কেন সিলেটে সচলাড্ডা

এনকিদু এর ছবি
লিখেছেন এনকিদু (তারিখ: বুধ, ০১/০৭/২০০৯ - ৩:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সিলেটে নাকি কী একটা হচ্ছে, তাতে সচলের কয়েকজন নামকরা পাবলিক জড়িত আছেন । অনেকেই হয়ত কৌতূহলী হয়ে থাকবেন , ব্যাপারটা নিয়ে । টুটুল ভাই ইতোমধ্যে দুই একটা কমেন্টে এই নিয়ে কিছু রাশভারী কথাও বলেছেন দেখলাম । আমি সব রাশভারী কথাবার্তার আড়ালে আসল কথা যেটা সেটা সংক্ষেপে বলে যাই ।

গত পরশু রাতে আমি, শাহেনশাহ আর আলবাব ভাই অনাহূত অতিথি হয়ে নজরুল ভাইয়ের বাসায় ঢুকেছিলাম । আপ্যায়ন ভালই হয়েছিল । খাওয়ার পর শাহেনশাহ একটু আয়েশ করে চেয়ারে বসা মাত্রই প্লাস্টিকের চেয়ারটা ভেঙ্গে গেল । অতঃপর আমি আর শাহেনশাহ আলবাব ভাইকে ফেলে তল্লাট ছেড়ে পালালাম ।

সেই ঘটনার প্রতিশোধ নিতে নজরুল ভাই এখন সপরিবারে সিলেটে ।

auto

auto

auto

auto

auto


মন্তব্য

হিমু এর ছবি
কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

তানবীরা এর ছবি

শাহেনশাহকে আমাদের বাসায় লাল কার্ড দেখানো হইলো ঃ)
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শাহেনশাহ সিমন‌ এর ছবি

এইবারের জন্য কী হলুদ কার্ডের সতর্কতা দ্যাখানো যায়না? ম্যাঁও

ইশতিয়াক রউফ এর ছবি

নিষ্ঠুর এই পৃথিবীতে মনে হয় শুধু আমার বাড়িতেই শাহেনশাহ ভাইয়ের জায়গা হবে। চলে আসবেন যেকোন সময়। বসতে দেওয়ার কোন রকম আসবাবই নেই অধমের। না চেয়ার, না বিছানা। তবু অতিথির অনাদর হতে দেওয়া যাবে না এভাবে!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আও মেরে ভাই কোলাকুলি !!!!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পরিকল্পিত মনে হচ্ছে, তাছাড়া ক্যামেরা রেডি ছিলো কেনো ?? চোখ টিপি

এনকিদু এর ছবি

ক্যামেরা রেডি ছিলনা ভাই, এই ছবি মোবাইলে তোলা । মোবাইলের পেছনে যেই ছবি তোলার যন্ত্রটা থাকে সেটাকে কি আমরা ক্যামেরা বলব ? যদি ক্যামেরা বলেন তাহলে অবশ্য সবার পকেটেই ক্যামেরা আজকাল ' সদা প্রস্তুত ' থাকে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ও। ছবিগুলো এত ধারাবাহিকভাবে তোলা মনে হচ্ছে মোবাইল নিয়ে রেডি হয়ে ছিলেন হাসি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হায়। আগে কী আর জানতাম আমার মসনদ নিয়ে এমন গিয়ান্জাম চলবে!

হাসান মোরশেদ এর ছবি

হায় চেয়ার, পেলাস্টিকের চেয়ার মন খারাপ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

মন খারাপ

রেনেট এর ছবি

নজরুল ভাই এরকম সস্তা চেয়ার কিনেন কেনু, কেনু, কেনু?
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অমিত আহমেদ এর ছবি

চেয়ার কি বেঙ্গলের ছিলো না?


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

জেবতিক রাজিব হক এর ছবি

এই ঘটনা দুষ্টলুকের পরিকল্পিত। ষ্ট্যান্ডিং শাহেদের মতো পেলাষ্টিক শিমন নামকরনের গভীর ষড়যন্ত্র রেগে টং

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াতে হবে।

এনকিদু এর ছবি

বিজ্ঞাপণটা দেখে যা বুঝলাম, বেঙ্গলের চেয়ার শুকনা পটকা লোকজনের জন্য । আমাদের শাহেনশাহ'র মত লোকের তাতে পোষানর কথা না । পোষায়ও নাই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ধুসর গোধূলি এর ছবি

- মায়ের কোলে বসে নিধি মুখে হাত দিয়ে বলতেছে, "হায় হায় (ভটকু) ব্যাটায় এইটা করলো কী!"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এনকিদু এর ছবি

সেটা তো বুঝলাম, কিন্তু নিধির মা এত খুশি হলেন কেন ? আমি অনেক চিন্তা করেও কুল কিনারা করতে পারি নাই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

খুব সহজ ! লাজ-শরম থাকলে এই চেয়ার-ভাঙা শিমন আর কি এমুখো হবে ? আহ্, রোজ রোজ কেয়ামতের চেয়ে এমুন আজাব নাহয় মেয়াদোত্তীর্ণ পেলাস্টিকের চেয়ারটার উপ্রে দিয়াই গেলো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ব্রুটাস! তুমিও!

তবে নূপুর ভাবীর রান্নাকরা ভাতের টেস্ট অসাধারন ছিলো দেঁতো হাসি

আহমেদুর রশীদ এর ছবি

আমিতো রাশহালকা কমেন্টই করলাম। এর ওজন এত বাড়িয়ে ফেললেন কেন, এনকিদু? নিশ্চয়ই সিমনের পকেটে রেখেছিলেন!
কনফারেন্সের সর্বশেষ সংবাদ জানিয়ে আপডেট দিয়েন।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মামুন হক এর ছবি

শাহেনশাহে আলামপনার জন্য আমি ইস্পাতের চেয়ার বানিয়ে রাখব, আর তাতে নরম গদি থাকবে ( ধুগো যদিও কাঁটা বিছানোর কথা বলেছিল), আয় ভাই এনিটাইম।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

বলছেন লইজ্জা লাগে

হিমু এর ছবি

শাহেনশাহ ভাই কি বিবাহিত দেঁতো হাসি ?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

এনকিদু এর ছবি

এখনো না ।

তবে এই ঘটনার পর হয়তো খুব বেশিদিন আর জীবিত থাকবেন না । যেই হারে ওনার পাবলিসিটি হচ্ছে ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

হ। য্যাম্নে ভাঙ্গা পেলাসটিকের চেয়ার দেখাইয়া বেড়াইতেসো, বেচারার আর বিয়াশাদি হইসে জীবনে। অর্থোপেডিক ক্লিনিকের মালিকের মেয়ে ছাড়া পাত্রী জুটবে? তুমি পোলাটার লাইফ পণ্ড কইরা দিলা তোমার ক্যামেরা দিয়া।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

জেবতিক রাজিব হক এর ছবি

অর্থোপেডিকের মাইয়া জুটবো বইলাও তো মনে হয় না। জামাইয়ের কাছে থাইকা কি আর পয়সা নেয়া যায়? বাংলাদেশ মহিলা কুস্তি দল ছাড়া আমি তো আর কোন উপায় দেখি না।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

ইয়ে, মানে...

বিপ্লব রহমান এর ছবি

মুহাহাহাহাহা... গড়াগড়ি দিয়া হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

জেবতিক রাজিব হক এর ছবি

সমস্যা কি? খেলোয়াড় ভালো হলে যেকোন পজিশনেই খেলতে পারে চোখ টিপি

এনকিদু এর ছবি

উত্তম জাঝা!


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নুরুজ্জামান মানিক এর ছবি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

পান্থ রহমান রেজা এর ছবি

(হেসেগড়াগড়ি)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

ফারুক হাসান এর ছবি

হাহাপগে

স্পর্শ এর ছবি

হা হা হা!!
এজন্যই কবি বলেছেন, শাহেনশাহ্‌দের সিংহাসন ছাড়া অন্য কোথাও বসতে নেই।

তবে শাহেনশা ভাই কে কিন্তু এই ছবিগুলোতে হ্যান্ডসম হাঙ্ক লেগেছে।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আহারে !
চেয়ারটার এই অবস্থা !! হো হো হো

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

হো হো হো

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

এইভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মডেলিঙ করায় এই পোস্ট দেয়ার তেব্র নিন্দা জানাই।

সিরাত এর ছবি

ছবির জন্য অতি ভাল!

সাইফ তাহসিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি, কদু ভাইজান ছবিতে উত্তম জাঝা! গড়াগড়ি দিয়া হাসি

শা. সি. দার লাইগা কিঞ্চিত খারাপই লাগতেসে দেঁতো হাসি , আর তার হবু শ্বশুরের জন্যে চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।