শিশুকে কীভাবে মাত্রা শেখাবেন?

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: রবি, ১০/০৫/২০০৯ - ৩:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আগের পোস্টে শিশুকে কীভাবে বর্ণ শেখানো যায়, সেটি নিয়ে আলোচনা হয়েছিলো। সেখানে অনেকে জানিয়েছিলেন- কিছু কিছু বিষয়ে তাঁদের খটকা লেগেছে। কেউ কেউ তাঁদের খটকার জায়গটা পরিষ্কার করলেও অনেকেই করেন নি। এই পোস্টে কারও কোথাও খটকা লাগলে জানানোর অনুরোধ রইলো। এবার শিশুকে কীভাবে বর্ণের মাত্রা শেখানো যায় সেটি দেখা যাক।

শিশুকে বর্ণের মাত্রা শেখানো খুব-ই, আবারও বলি, খুবই সহজ কাজ। যদিও আমরা অনেকেই বলতে পারবো না যে, বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণে মোট কতোটি মাত্রা আছে। এটা বলার অবশ্য প্রয়োজনও পড়ে না, কিন্তু কোন বর্ণে মাত্রা আছে, কোনটিতে নেই- সেটি জানা অবশ্যই জরুরি।

সাধারণত অন্য সবকিছু শেখানোর মতো মাত্রার বিষয়টিও শিশুকে মুখস্থ করাতে দেখা যায়। তাতে যেটা লাভ (!) হয়- অনেক সময় কোথায় অর্ধমাত্রা, কোথায় পূর্ণমাত্রা বসবে, সেটি গুলিয়ে যায়। তার চেয়ে মুখস্থ না করে যদি শিশুকে দিয়েই বর্ণগুলো মাত্রা অনুসারে একটি ছকে ফেলে শেখানো যায়, তাহলে ভুল হবার সম্ভাবনা কমে যায়।

×

প্রথমে শিশুকে বই দেখে দেখে খাতায় যে কোনো একটি বর্ণ লিখতে বলুন। ধরি, শিশু লিখেছে । এবার শিশুকে বুঝিয়ে বলুন, -এর উপরে যে দাগটি আছে, সেটিকে বলা হয় মাত্রা। ব্যাস, আর কিছু বলার দরকার নেই।

এখন তাকে বলুন, উপরে মাত্রা একেবারেই নেই, এমন একটি বর্ণ বই থেকে খুঁজে বের করে খাতায় লিখতে। ধরি, শিশু খুঁজে খুঁজে লিখলো । এক্ষেত্রে শিশুর খুঁজতে সমস্যা হলে আপনি সাহায্য করতে পারেন। এবং -কে দুটো আলাদা লাইনে লিখি।

এই দুটো লেখার পর অধর্মাত্রা আছে এমন একটি বর্ণ এবার আপনি নিজেই লিখুন। ধরি, আপনি লিখলেন । শিশুকে বুঝিয়ে দিন, এই বর্ণে -এর মতো এতো বড় বা পুরো মাত্রা নেই, আবার -তে যেরকম একেবারেই মাত্রা নেই, এটি সেরকমও নয়। কিছুটা মাঝামাঝি বা হালকা একটু মাত্রা আছে। এটাকে অর্ধমাত্রা বলে।

এখন যে বর্ণগুলোর মাত্রা একইরকম, সেগুলো শিশুকে বই দেখে দেখে সাজাতে বলুন। প্রয়োজনে রোল করা কাগজ ব্যবহার করুন, এবং এ কাজে আপনিও সাহায্য করুন। সেক্ষেত্রে খাতায় বর্ণগুলো আসতে পারে এভাবে-

ছ অ আ ই ঈ উ ঊ ক ঘ চ জ ঝ ট ঠ ড ঢ ত দ ন ফ ব ভ ম য য় র ল ষ স হ ড় ঢ়

খ গ ণ থ ধ প শ

ঙ ঋ এ ঐ ও ঔ ঞ ৎ ং ঃ ঁ

এখন শিশুকে দিয়ে গোণাতে পারেন-

পুরো মাত্রা আছে এমন বর্ণ কয়টি? - ৩২টি।
অর্ধমাত্রা আছে কয়টি বর্ণে? - সাতটি।
আর মাত্রা নেই, এমন বর্ণ কয়টি? - ১১টি
মোট বর্ণ কয়টি? - ৫০টি।

×
এক্ষেত্রে পূর্ণমাত্রার ক্ষেত্রে ঝ নিয়ে সমস্যায় পড়তে পারেন। এটি একটু অন্যরকম। সেক্ষেত্রে শিশুকে ধৈর্য্য ধরে বুঝিয়ে বলা ছাড়া উপায় নেই। অনেক শিশু আবার অর্ধমাত্রাকে ছোটমাত্রা বলতে পছন্দ করে। কারণ এটি ঠিক পূর্ণমাত্রার অর্ধেক নয়। সেক্ষেত্রে শিশু ছোটমাত্রা বলুক, সমস্যা নেই। একটু বড় হয়ে সে নিজেই অর্ধমাত্রা বলতে শিখবে।

এই ধরনের কাজের আরেকটি ছোট উপকার আছে। সেটা হলো একই সাথে তাকে সংখ্যা শেখানো। একটি কাজের মাধ্যমে একাধিক দক্ষতা অর্জনের বিষয়টি এখন সব ভাষাতেই স্বীকৃতি পাচ্ছে। বাজারে এগুলো নিয়ে বেশ কিছু খেলনাও কিনতে পাওয়া যায় (বাংলাতে পাওয়া যায় কিনা জানি না)। শিশুকে সেগুলো কিনে দিতে পারেন।

শিশুকে বর্ণের মাত্রা শেখানো হলো। এই পর্যায়ে শিশু আপনাকে অবশ্যই কার বা ফলার মাত্রা নিয়ে প্রশ্ন করবে। সেক্ষেত্রে শিশুকে আপাতত বুঝিয়ে বলুন যে এগুলো আপনারা দুজনে মিলে পরে শিখবেন। মনে রাখতে হবে, শিশুকে কখনোই বলা যাবে না যে, তোমাকে এগুলো পরে শিখাবো। বরং আপনারা দুজনে মিলে পরে একসাথে অনেককিছু শিখবেন- এই ধারণাটা শিশুর মনে গেঁথে দিন। তাতে লাভই হবে।

সুতরাং আগামী পর্বে কার ও ফলার মাত্রা নিয়ে আলোচনা করা হবে।


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

খুবই দরকারী

...........................
Every Picture Tells a Story

গৌতম এর ছবি

ধন্যবাদ, মুস্তাফিজ ভাই। এগুলো অবশ্য অনেকেই জানে, আমি জাস্ট লিখে রাখলাম। আপনার চমৎকার চমৎকার সব ছবি দেখছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক

_________________
ঝাউবনে লুকোনো যায় না

গৌতম এর ছবি

এই বুইড়া আঙ্গুল কিন্তু মানিক ভাইয়ের প্যাটেন্ট করা। খুব সাবধান।

ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ইশতিয়াক রউফ এর ছবি

কাচ্চা-বাচ্চা হলে পড়ানোর জন্য আপনার কাছে পাঠিয়ে দেবো কিন্তু, গৌতম দা'। বুইঝেন কইলাম।

"কেন" অর্ধ- বা পূর্ণমাত্রা, তা নিয়ে কিছু জিজ্ঞেস করলে কী জবাব দেবো? "লিখতে আরাম" জাতীয় কোন জবাব দিয়ে ছেড়ে দেবো? চোখ টিপি

গৌতম এর ছবি

অবশ্যই। পৃথিবীর সব বাচ্চাকাচ্চাই আমার। ওদেরকে পড়াতে, স্যরি, ওদের সাথে পড়তে আমি আরাম পাই।

দ্বিতীয় প্রশ্নটি খুব সমস্যার, আমার জন্য। কারণ এই প্রশ্ন আমারও। মোটামুটি বাংলার শিক্ষক থেকে শুরু করে ভাষাবিদ, পত্রিকার প্রুফ রিডার অনেকের কাছে জিজ্ঞেস করেছি। কিন্তু কোনো উত্তর পাই নি। এই জায়গায় এসে অসহায় বোধ করি যে, এই ছোট প্রশ্নটির উত্তর কেউ জানে না। আমিও জানি না।

তবে চেষ্টা করে যাচ্ছি উত্তর জানার জন্য। দেখি, একদিন হয়তো কোনো না কোনোভাবে জেনে যাবো।

আপনাকে ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শামীম এর ছবি

মুছিতব্য মন্তব্য

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

শামীম এর ছবি

বর্ণ ... এরপর এল মাত্রা (চলবে...) ;

আ-কার, ই-কার, ঔ-কার ইত্যাদি কীভাবে শেখানো যায়?

একটু আগে থেকে জেনে রাখা ভালো ... এই আর কি ....
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

গৌতম এর ছবি

এটা নিয়ে আলাদা একটি পোস্ট দেবার চিন্তা আছে। চেষ্টা করবো। ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জি.এম.তানিম এর ছবি

দারুণ উদ্যোগ। অনেক ধন্যবাদ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

গৌতম এর ছবি

ধন্যবাদ, জিএমটি ভাই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

এনকিদু এর ছবি

একসাথে অনেককিছু শিখবেন- এই ধারণাটা শিশুর মনে গেঁথে দিন।

এই পোস্টের সেরা বাক্য ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

গৌতম এর ছবি

অনেক ধন্যবাদ, এনকিদু ভাই। আপনার স্কুলের খবর কী?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পুতুল এর ছবি

ভাইরে নিজেই অনেক কিছু জানতাম না! সেটা এখন জানলাম। মেয়েকেতো একদিন শেখাতে হবে। খুব কাজের পোস্ট গৌতমদা।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

গৌতম এর ছবি

ধন্যবাদ, পুতুল ভাই। মেয়েকে নিয়ে দেশে আসলে একদিন দেখা করিয়ে দিয়েন। দুজনে মিলে বেশ খেলাধুলা করা যাবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।