গভীররাতে নীলক্ষেত কর্মজীবি মহিলা হোস্টেলে আর্মি রেইড

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৪/০৮/২০০৭ - ২:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গভীররাতে নীলক্ষেত কর্মজীবি মহিলা হোস্টেলে আর্মি রেইড চলে রাত ৩.৩০ । যথারীতি সব ব্লিডিং থেকে সকল মেয়েদের নীচে নামিয়ে আনা হয় হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খোঁজা হয় । হায়রে দেশ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন জৈষ্ঠ্য শিক্ষক , শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডঃ আনোয়ার হোসেন এবং রাষ্ট্র বিজ্ঞানী ডঃ হারুন অর রশীদকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় ।
ঠিক তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয় দু'জন জৈষ্ঠ্য বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক সাইদুর রহমান খান এবং অধ্যাপক আব্দুস সোবহানকে আটক করা হয় ।

১৯৭১ দুঃসহ স্মৃতি আমাদের তাড়া করে ফেরে । দেশের সেনাবাহিনীকে আমরা অতীতের ভূমিকা আর দেখতে চাই ...... এভাবে কি জনরোষ দমানো যায় ? ঢাকা বিশ্ববিদ্যালয়কে এভাবে সবসময় আক্রমন করা হয়েছে ।কিন্তু আমাদের দমায় সাধ্য কার ??


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ দেয়ার পেইন ইন অ্যাস। ছাত্ররাই শুরু করে প্রতিরোধ। অতএব, তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। হাটু বুঝে না, এটা হয় না। ৭১এ হয় নি, ৯০ এ হয় নি। ০৭ এ ও হবে না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনি বোধহয় সামহোয়্যাইনের রাহা। আপনাকে অনেক ধন্যবাদ ছোট্ট পোস্টটি টেনে বড় করে আবার পোস্ট করবার জন্য।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

মাহবুব আপনি ঠিক চেনেছেন । আমি কি আপনাদের সাথে যোগ দিতে পারি ?

হাসান মোরশেদ এর ছবি

রাহাকে ধন্যবাদ,আপডেট এর জন্য ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ইশতিয়াক রউফ এর ছবি

ক্ষমা করবেন আমার কুচিন্তাগুলোকে। এই ব্লগটি পঞ্চাশোর্ধদের জন্য দেখে মজা লাগলো। 'এরশাদীয়' বলে একটা ক্যাটাগরি করা যায় সত্তরোর্ধ্বদের জন্য? ভোররাতে এতগুলো কচি মেয়ে পথে দাঁড়িয়ে, এই মহাতথ্য এরশাদের কানে গেলে কী হত, তাই ভাবি!

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

'এরশাদীয়' বলে একটা ক্যাটাগরি করা যায় সত্তরোর্ধ্বদের জন্য? ভোররাতে এতগুলো কচি মেয়ে পথে দাঁড়িয়ে, এই মহাতথ্য এরশাদের কানে গেলে কী হত, তাই ভাবি!

মজা পাইছি ... কইরা ফেলা যায় কিন্তু ...

রাহা ভাইসাব, পোস্ট ভাল হইছে ...

অতিথি এর ছবি

আমি তো আর লগিং করতে পারছি না । Guest দিয়ে লগিং করছিলাম ।

সৌরভ এর ছবি

হায়, এরপরে আমরা কোথায় যাবো?
এরকম বুদ্ধি কার মাথা থেকে বের হয় যে, কর্মজীবী মেয়েদের হোস্টেলে অপরাধী লুকিয়ে রাখা যায়!



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।