কালের ছড়া - ১২

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৭/০৪/২০০৮ - ১২:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

অই ব্যাটা তুই ছড়া লিখিস
"কালের ছড়া" নাম দিয়ে
এ'দেশ স্বাধীন করল যারা
এত্তো বেশি দাম দিয়ে..

তোর ছড়া কি পারে তাঁদের
জন্যে শুভ "কাল" দিতে ?
অনাহারী লোকগুলোকে
একটু মোটা চাল দিতে ?

আমার শিশু ক্ষুধার জ্বালায়
আকাশ কাঁপায় কান্নাতে..
তখন জানি ,তোর ছড়া ঠিক
মিল খুঁজে নেয় "পান্না"-তে

তোর ছড়াতো ভীষণ একা
জুঁজুঁর সাথে আজ পথে..
আমার সকল হিসাব হবে
তোদের সাথে রাজপথে !

০৭ এপ্রিল ২০০৮
[লিখবনা আর "কালের ছড়া"
কী লাভ লিখে বাল এর ছড়া !! ]


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

এইবারেরটাও উড়াধুড়া...

কিন্তু আর না লিখলে ক্যম্নে কি?
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

অতিথি লেখক এর ছবি

"কালের ছড়া" সিরিজটি শুরু করেছিলাম হঠাত্ করেই . শুরু করে দেখলাম ছড়া লিখছি, বাহবা পাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা । প্রতিটা দিন শুরু হচ্ছে সেই আগের মতই- বিডিআর এর দোকানের ক্ষুধার্ত মানুষের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে , বঙ্গভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত হচ্ছে রাজাকার, অনাহারে মারা যাচ্ছে মুক্তিযোদ্ধা..
নিজের উপর ঘেন্না বাড়ছিল দিন দিন ।
তাই এখানেই সমাপ্তি টানলাম ..
শুভ কামনা সবার জন্যে

জনৈক "বেক্কল ছড়াকার"

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍তাই এখানেই সমাপ্তি টানলাম ...

ভীষণ কষ্ট পেলাম। জোর গলায় বলবো, আপনার সিদ্ধান্তটি পাল্টানো উচিত।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুহম্মদ জুবায়ের এর ছবি

... কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা ।

লিখে ঠিক হবে বলে আপনি আশা করেছিলেন? লেখা সমাজ পাল্টায় না, সমাজ-বাস্তবতা অব্যাহত ও অনড় থাকে, রাষ্ট্রনীতি লেখার তোয়াক্কা করে না। আপনি লিখে কিছু করতে পারছেন না, তাই আপনার ক্ষোভ। কিন্তু না লিখে কী হবে সেটা বলতে পারেন?

লিখে অন্তত কয়েকজনেক আপনার কথাগুলি জানাতে পারছেন, আপনার অনুভব প্রচারিত ও সঞ্চারিত হয়ে যাচ্ছে কারো কারো মধ্যে। সেটাও কিন্তু কম নয়।

আপনার সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করি।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

স্বপ্নাহত এর ছবি

হঠাৎ করে মাঝপথে ভাই
কি ভেবে আজ ক্ষান্ত দেন?
ছড়ায় ছড়ায় একটু হলেও
কালের লেজে টানতো দেন??

লড়তে হবে গদ্যে, ছড়ায়
গনগনে রোদ মাঝ পথে,
ভোটে এবং সংসদে আর
রক্তজমাট রাজপথে।

মুঠোর ভেতর আগের মতই
কলমখানি লড়তে থাক
ছড়াকারের ছড়ার খাতায়
আগুন আরো ঝরতে থাক।

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সমাপ্তি টানার এই সিদ্ধান্ত মানি না।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

সচলায়তন কি সরকারের কেউ পড়ে বলে আপনার ধারনা?

কালবেলা

অতিথি লেখক এর ছবি

রায়হান আবীর, সন্ন্যাসী, স্বপ্নাহত, শিমুল. জুবায়ের ভাই - সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
"কালের ছড়া" - আর না ! দেখি কথাগুলো অন্যভাবে বলা যায় কী না ।

জনৈক "বেক্কল ছড়াকার"

মাহবুব লীলেন এর ছবি

ছড়া লেখা না লিখলেও যা ঘটার তা ঘটবে
কিন্তু ক্ষতি যতটুকু হবে তা হলো এই ঘটনাগুলো যে ঘটেছিল তা আর মনে থাকবে না আমাদের

০২
আমাদের স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধ কিংবা একুশ যতটা না স্মৃতিতে তার বহুগুণ বেশি গানে- কবিতায়- ছড়ায়। আমরা গান ছড়া কবিতা দিয়েই নিজেদের ওই ইভেন্টগুলো স্মরণ করি কিংবা উদযাপন করি
বাংলায় যে দুর্ভিক্ষ হয়েছিল তা জয়নুলের স্কেচের বাইরে কয়জন জানে? আর যারা জানে তারাও কি জয়নুলের স্কেচের বাইরে আজ আর কিছু ভাবতে পারে? কী হবে এঁকে এই কথা ভেবে যদি জয়নুল না আঁকতেন তাহলে আজ আমরা কয়জন মনে করতে পারতাম সেই দুর্ভিক্ষের কথা? কয়জন সতর্ক হতে পারতাম দুর্ভিক্ষের স্বরূপ নিয়ে?

০৩

তোর ছড়া কি পারে তাঁদের
জন্যে শুভ "কাল" দিতে ?
অনাহারী লোকগুলোকে
একটু মোটা চাল দিতে ?

চাল দেয়া ছড়াকারের কাজ নয়
চাল যে দেয়া হচ্ছে না সেটাই ধরে রাখা তার কাজ

০৪

আমার সকল হিসাব হবে
তোদের সাথে রাজপথে !

সবার রাজপথ কিন্তু গাড়ি চলার পথ না
মগজের পথও কারো কারো জন্য রাজপথ
মগজের পথগুলোতেও কারো না কারো থাকা দরকার

০৫

এই ছড়াকারকে আমি চিনি না। বহুবার বলেও তার নাম আবিষ্কার করা যায়নি। আমি জানি না অন্য কোনো নামে সে অন্য কোথাও লিখে কি না এবং লিখলে তার অন্য কোনো লেখা আমি পড়েছি কি না

কিন্তু কালের ছড়াগুলো পড়ে বহুদিন পরে মনে হলো বর্তমান বাংলাদেশকে আগাগোড়া ধরে রাখছে এই ছড়াগুলো
এবং আরেকটা বিষয় হলো এই বেক্কলের ছড়ার টেকনিক এবং প্রেজেন্টেশন
ছন্দ এবং অনুপ্রাসে বিন্দুমাত্র কম্প্রমাইজ না করে যা ইচ্ছা তা বলতে পারে যে ছড়াকার তার ছড়া লেখার ক্ষমতার কাছাকাছি আমাদের ক্লাসিক্যাল অনেক ছড়াকারও পৌঁছান না

এই ছড়াকারের হাতে যদি এই সময়ের স্কেচগুলো ধরা থাকে তাহলে তা হবে আমাদের জন্য একমাত্র কমপ্লিট ডকুমেন্টেশন

০৬
কালের ছড়া চলুক
১০০টার মতো হলে ইলাস্ট্রেশনসহ একটা বই হওয়া দরকার এই ছড়াগুলোর

০৭
পাঠক হিসেবে আমি বেশ ঝামেলার
লেখকদের গালাগালি তো স্বাভাবিক বিষয় একবার অনেক সিনিয়র এক লেখককে মেরে পর্যন্ত বসেছিলাম একটা লেখা কমপ্লিট না করার জন্য

কালের ছড়া চালু থাকলে বেক্কল ছড়াকার হয়তো ঠোলাদের হাতে মাইর খেতে পারে
কিন্তু বন্ধ হলে আমার হাতে মাইর খাওয়ার সম্ভাবনা ১০০%

০৮
লিখবা
লেখা ছেড়ে দেবো
লিখে কী হবে

এগুলো খুব পুরোনো স্টাইলের ন্যাকামি
দেউলিয়া লেখকরা এই বুলিগুলো কপচায়

এতে দাম বাড়ে না। এবং এইভাবে দাম বাড়ানো যায়ও না

অতিথি লেখক এর ছবি

ছড়া লেখা না লিখলেও যা ঘটার তা ঘটবে
কিন্তু ক্ষতি যতটুকু হবে তা হলো এই ঘটনাগুলো যে ঘটেছিল তা আর মনে থাকবে না আমাদের

শুধু কালের সাক্ষী হয়ে থাকাটাই যদি কালের ছড়ার উদ্দেশ্য হয়.. তাহলে চলুক কালের ছড়া..
বঞ্চিত মানুষগুলো এই ছড়া পড়ে "শুয়োরের বাচ্চা " বলে গালি দিক.. তবুও অব্যাহত থাক....

লিখবা
লেখা ছেড়ে দেবো
লিখে কী হবে
এগুলো খুব পুরোনো স্টাইলের ন্যাকামি
দেউলিয়া লেখকরা এই বুলিগুলো কপচায়
এতে দাম বাড়ে না। এবং এইভাবে দাম বাড়ানো যায়ও না

আপনার এই বকা না খেলে আমার হয়তো ছড়াই লেখা হতোনা আর !

কালের ছড়া চলুক

ঠিক আছে.. চলুক

জনৈক "বেক্কল ছড়াকার"

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দ্যাটস গ্রেট !
লীলেনের ঝাঝা সত্যিই মারাত্নক এবং ফলপ্রসু !
আরো কিছু কালের ছড়ার অপেক্ষায়...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আহমেদুর রশীদ এর ছবি

আমাদের ছড়া অনেকদিন ধরে ঘুমিয়ে।
উদ্ধৃতি
"ছন্দ এবং অনুপ্রাসে বিন্দুমাত্র কম্প্রমাইজ না করে যা ইচ্ছা তা বলতে পারে যে ছড়াকার তার ছড়া লেখার ক্ষমতার কাছাকাছি আমাদের ক্লাসিক্যাল অনেক ছড়াকারও পৌঁছান না"--------ঠিক একেবারে ঠিক।
উদ্ধৃতি
[লিখবনা আর "কালের ছড়া"
কী লাভ লিখে বাল এর ছড়া !! ]--তা হবে না তা হবে না।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

শেখ জলিল এর ছবি

'বেক্কল ছড়াকার' সচল হোক। আর 'কালের ছড়া' নামের একটি ইবুক থাকুক সচলায়তনে...এই আশায় আছি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

স্বপ্নাহত এর ছবি

যাক... বেক্কল মানুষটা তাইলে লাইনে আইসে...

---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

কালের ছড়া চালু থাকলে বেক্কল ছড়াকার হয়তো ঠোলাদের হাতে মাইর খেতে পারে
কিন্তু বন্ধ হলে আমার হাতে মাইর খাওয়ার সম্ভাবনা ১০০%

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।