শামুক জীবন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২৩/০৫/২০০৮ - ১০:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অতি ধীর গতি, কঠিন খোলসে মোড়া-
স্যাঁতস্যাঁতে দেহ।
নিজেতে আত্মমগ্ন থেকে
সুনির্ধারিত লক্ষ্য।
সম্ভাবনা অনিশ্চিত। যদিও-
স্বপ্ন অপরিবর্তিতই থেকে যায়।

প্রায়ই এমন হয়
সীমার কাছাকাছি এসে
অদৃশ্য আঘাতে-
মুহুর্তেই সরে আসে সে নিজ পথ থেকে।

-----------------------------------

আমাদের অনেকেরই যাপিত জীবন এরকম শামুকের মত। নিজেকে আড়াল রেখেই কেটে যায় জীবনের বেশির ভাগ সময়।

আশরাফ

ashraf_7464@yahoo.com


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

প্রায়ই এমন হয়
সীমার কাছাকাছি এসে
অদৃশ্য আঘাতে-
মুহুর্তেই সরে আসে সে নিজ পথ থেকে।

ভাল লাগলো আপনার কবিতা!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আশরাফ এর ছবি

ভাল লাগলো জেনে আমারও ভাল লাগছে। আশা করি এরকম লেখা আরও দেখতে পাবেন...
..........................................
কবিরা এমনই হয়...ঈশ্বরের বুকে এঁকে দিতে চায় পদচিহ্ন। তারা বলে.........
" তোমার আমার উন্মুক্ত সঙ্গমে
যদি প্রকাশ পায় সব ভালবাসা...
তবে কেন মিছে এই-
কবিতার কাছে আসা। "

আশরাফ

মুজিব মেহদী এর ছবি

অতি ধীর গতি, কঠিন খোলসে মোড়া- স্যাঁতস্যাঁতে দেহ। নিজেতে আত্মমগ্ন থেকে সুনির্ধারিত লক্ষ্য। সম্ভাবনা অনিশ্চিত। যদিও- স্বপ্ন অপরিবর্তিতই থেকে যায়।

প্রায়ই এমন হয় সীমার কাছাকাছি এসে অদৃশ্য আঘাতে- মুহুর্তেই সরে আসে সে নিজ পথ থেকে।

দেখলাম, শব্দগুলো এভাবে বিন্যস্ত করলে কেমন লাগে।

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আশরাফ এর ছবি

সত্যি বলতেকি এভাবেও ভালই লাগছে। কবিতা এরকমও হয়। তবে সকলে তা খায় না...তাই ওভাবে সাজানো।
-----------------------------------------
নিঃসংগ বোকা মানুষ
এরকম বহু ধারনায় ভেসে
বিচিত্র এ পৃথিবীতে এসে বাঁচে।

আশরাফ

ashraf_7464@yahoo.com

শাহীন হাসান এর ছবি

ভাল-লাগলো .....।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

আশরাফ এর ছবি

ধন্য-বাদ...
-----------------------------------
" বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর ! "
ভাল লাগলো জেনে...ভাবছি তবে আমি মৃত???

আশরাফ

রায়হান আবীর এর ছবি

আহ্‌...বড় সুন্দর...
কিন্তু খালি কি কোবতেই ছাড়বি?

---------------------------------

অতিথি লেখক এর ছবি

কোবতে ছাড়া উপায় কি??? টাইম পাই না। আপাতত এই খা।

আশরাফ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শেষের দুই লাইনের ব্যাখ্যাটা না দিলেই মনে হয় ভালো হইতো... কবিতাটারে দূর্বল কইরা দিলো মনে হইতেছে। শুধু কবিতাটা থাকলেই কি হয় না? কবিতা নিজেই তো যথেষ্ট শক্তিশালী।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আশরাফ এর ছবি

আমার কাছে তা মনে হয়নি। আমরা যেন শামুক জীবন না যাপন করি তাই লেখা। তবে যাই হোক এটা নিজস্ব অনুভুতি...ধন্যবাদ।

আশরাফ

স্বপ্নাহত এর ছবি

আশরাফ,

কেমন আছিস? নাম বললেও চিনবিনা। বরং বললেই চিনতে ভুল করবি আর ভুল ভেবে চিল্লায় উঠবি যে- "ও, তুই কুমিল্লার জিহাদ ?!!"

ওমেকার আট তলায় কয়েকদিন আসছিলি। তখন দেখা হইসে। কারণ আমি ওখানেই থাকতাম। হাসি

কবিতা কম বুঝি। তারপরেও এইটা ভাল লাগলো। সব ভাললাগাই বুঝে শুনে হয়না। কবিতার ক্ষেত্রে কথাটা আরো বেশি খাটে মনে হয়। হাসি

কবিতা ছাড়া অন্য কিছুও লেখ। আর নজরুল ভাইয়ের কথাটা আমারও। কবিতা নিজেই নিজের কথা বলে । এ ভাবে আলাদা করে না দিলেই মনে হয় ভাল হয়।

আরো লেখার অপেক্ষায় রইলাম।

ভাল থাকিস। আর ক্যাম্পে খাইট্টা মর দেঁতো হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

আশরাফ এর ছবি

কেমন আছিস? নাম বললেও চিনবিনা। বরং বললেই চিনতে ভুল করবি আর ভুল ভেবে চিল্লায় উঠবি যে- "ও, তুই কুমিল্লার জিহাদ ?!!"

-----------------------------------------------------
কি কনফিউজিং কথা???? পুরা তালগোল পাকায়ে গেল। কে ভাই তুমি?? জিহাদ নাকি???

আশরাফ

অতিথি লেখক এর ছবি

আরে...আশরাফ নাকি কেমন আছেন? আমাকে
চিনতে পারবেন কিনা কে জানে? কবিতা ভালো লাগলো। আরও লিখেন।

-নিরিবিলি

আশরাফ এর ছবি

" আরে...আশরাফ নাকি কেমন আছেন? আমাকে
চিনতে পারবেন কিনা কে জানে? "
---------------------------------------
আমি জানি আমি চিনতে পারবনা...তাই নামটা বললে ভাল হয়। কবিতা ভালো লেগেছে জেনে ...ভাল লাগছে।

আশরাফ

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

প্রায়ই এমন হয়
সীমার কাছাকাছি এসে
অদৃশ্য আঘাতে-
মুহুর্তেই সরে আসে সে নিজ পথ থেকে।

ভালো লাগলো।

আশরাফ এর ছবি

ধন্যবাদ............

আশরাফ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।