পার্টি এবং আমি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৫/১১/২০০৮ - ১২:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঘর থেকে একটু দূরেই বিশাল পার্টি হচ্ছে । ছোট খাট ঘরোয়া পার্টি না, সত্যি সত্যি বিশাল পার্টি । প্রায় পাঁচশর মতো মানুষ । আশেপাশের প্রায় সবাই উপস্থিত সেখানে । আমি তার শব্দ শুনতে পারছি । "ঝালাক দেখ্ লা যা" ‌‌এই ধরনের কিছু একটা শব্দ আর তার সাথে কয়েকশ ছেলে এবং মেয়ের গলার আওয়াজ কানে আসছে ।

কিন্তু মজার ঘটনা হচ্ছে আমি সেখানে অনুপস্থিত, যদিও থাকার সব রকম যোগ্যতা আমার আছে । আমি যে হঠাৎ করে নেই ব্যাপার তা নয়, আসলে বেশ প্ল্যান করেই নেই । পার্টির প্রস্তুতি যখন চলছিলো তখনি ঠিক করেছিলাম যে আমি থাকবো না, কেন জানি ভালো লাগছিলো না কিছু । কেন জানি ভালো লাগে না এইসব পার্টিগুলো ।

অথচ খুব বেশিদিন আগের কথা না, মাত্র আড়াই তিন বছর আগেই আমি ছিলাম চরম আড্ডাবাজ আর প্রাণবন্ত টাইপের একজন । প্রত্যেক দিন দুনিয়া উদ্ধার না করলে আমার চলতো না । রাত দশটা পর্যন্ত চলতো আড্ডা, কাজে বের হয়ে যেতাম রাত দুইটা তিনটার দিকেও । ঘরে ফেরার কোন ঠিক ঠিকানা নাই, খেয়াল থাকতো না খাওয়া দাওয়ারো । তারপরে কিভাবে কিভাবে জানি সবকিছুতে কুয়াশা জমতে শুরু করলো, ব্যাস্ত হয়ে পরতে থাকলো একে একে সবাই । আড্ডাবাজিও বন্ধ । আমার তো কোন কাজ কর্ম নাই, তাই মন মেজাজ খারাপ করে ফোন দিতাম অনেককে । কিন্তু কি আর করার, সবার তো কাজ কর্ম আছে । তাই এক সময় নিজের অজান্তেই নিজেকে গুটিয়ে নিতে শুরু করলাম ।

তারপর খুব বেশি প্রিয় একজনের কাছ থেকে শুনতে পেলাম, আমি একজন বিরক্তিকর আবেগপ্রবন মানুষ । নিজেকে বিচ্ছিন্ন করে ফেল্লাম সব কিছু থেকে ।

পার্টির শব্দ আসছে । আমি একলা একলা বসে হ্যারি পটার পড়ছি । আর মনের মধ্যে ভাসছে Pink Floyd এর গান ---
...The grass was greener
The light was brighter
The taste was sweeter
The nights of wonder
With friends surrounded
The dawn mist glowing
The water flowing
The endless river...

=======================

একাকী


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ব্লগাররা সবাই বোধহয় একটু আত্মকেন্দ্রিক। আশা করি আত্মকেন্দ্রিকের এই মিলন মেলায় সমব্যাথী কাউকে পেয়ে যাবেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- এক সময়ের বিশাল সার্কেল সবসময় থাকে না। কিন্তু একেবারেই সবকিছু থেকে নিজেকে উঠিয়ে নিলে পরে এর সাইড এফেক্ট আছে নিদারুণ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এরই নাম সময়; কখনো কখনো সময় এমনই করে।

অমিত আহমেদ এর ছবি

আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি। এমন সময় কম-বেশি আমাদের সবাইকেই কাটাতে হয়। বন্ধুরা অচেনা হবে, আবার নতুন বন্ধুও আসবে। ধুসর গোধূলি ভাই যা বললেন তা কিন্তু খুব খাঁটি কথা। সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিলে পরে তা ব্যাকফায়ার করে। ভালো থাকবেন।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

দময়ন্তী এর ছবি

হ্যারী পটার আর পিঙ্ক ফল্যেড নিয়ে যদি ভাল থাকেন তো সেইটা তো খারাপ কিছু না৷ ছোটবেলায় স্রেফ একসাথে স্কুলে যেতাম বলে যে বন্ধুর সাথে গলায় গলায় ভাব ছিল, এখন বড় হয়ে তার সাথে দেখা হলেও কি নিয়ে কথা বলব খুঁজে পাই না৷ অথচ নেটেই চেনা, বছর তিনেকের পরিচয় হয়ত, দেখা হয়েছে সাকুল্যে ২ কি ৩ বার, তার সাথে আলোচনা না করলে আজকাল ভাত হজম হয় না, এমন অবস্থা ৷ তো সেটা খারাপ কি৷ একটাই মাত্র জীবন, যা ভাল লাগে করতে তাই করুন৷ কে কী বলল, কী ভাবল, তাতে আপনার কাঁচকলা৷ আর
আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া
বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া
যেখানে থাকেন, সেখানের রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ান, দেখুন অন্যদের হাসিকান্নার টুকরোটাকরা, দেখুন গাছের কোটর থেকে মুখ বাড়ানো কাঠবেড়ালীর ঝকঝকে চোখ, পাতার ফাঁকে জাল বুনে চলা কালো মাকড়সা, বাচ্চাদের দৌড়াদৌড়ি আর বুকভরে নি:শ্বাস নিন৷ দেখবেন মন খারাপের সাথে টুক করে মন ভালোর দেখা হয়ে যাবে৷

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

আনিস মাহমুদ এর ছবি

উদ্ধৃতি:
যেখানে থাকেন, সেখানের রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ান, দেখুন অন্যদের হাসিকান্নার টুকরোটাকরা, দেখুন গাছের কোটর থেকে মুখ বাড়ানো কাঠবেড়ালীর ঝকঝকে চোখ, পাতার ফাঁকে জাল বুনে চলা কালো মাকড়সা, বাচ্চাদের দৌড়াদৌড়ি আর বুকভরে নি:শ্বাস নিন৷ দেখবেন মন খারাপের সাথে টুক করে মন ভালোর দেখা হয়ে যাবে৷

দারুণ বলেছেন, দময়ন্তী। অসাধারণ আপনার দেখার চোখ আর বলার ভঙ্গি।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"একটাই মাত্র জীবন, যা ভাল লাগে করতে তাই করুন৷ কে কী বলল, কী ভাবল, তাতে আপনার কাঁচকলা।"
আপনার সাথে একমত, দময়ন্তী। ভালোলাগা খুঁজে নেবার ব্যাপারটা ভালো লাগলো খুব। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

বুঝতে পারছি আপনার মানসিক অবস্থাটা। জীবনে চলতে গেলে এমন সময় আসেই, এটাই স্বাভাবিক, এর সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। ধূসর গোধূলি ভাই কিন্তু ঠিক কথাটাই বলেছেন। এভাবে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নেয়ার ফল সবসময় ভালো নাও হতে পারে। নির্ভর করবে পুরোটাই আপনার উপর।

পুরনো বন্ধুগুলো পুরনো হবে আরো, আসবে নতুনরা- এটা বোধহয় কমবেশি আমাদের সবার জন্যই সত্য। আমি নিজেই যেমন আমার অনেক পুরনো বন্ধুর সাথে আর যোগাযোগ রাখতে পারিনি, তেমনি আবার ইন্টারনেটে মাত্র কয়েকমাস আগের পরিচিত কোন বন্ধুর জন্য মন থেকে যে টান অনুভব করি- একদিন কথা না হলেই মনে হয়, কী যেন হলো না!

আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আশা করি, তাড়াতাড়ি আপনি আনন্দের মধ্যে ফিরতে পারবেন। ভালো থাকবেন।

আনিস মাহমুদ এর ছবি

আমি অবশ্য বিষয়টি অন্য দিক থেকে দেখি। আমার ধারণা, আপনি বদলাননি। আর সেই কারণেই পার্টিতে না-যাবার সিদ্ধান্ত আপনাকে নিতে হয়েছে। আর এই সিদ্ধান্ত আপনাকেই পোড়াচ্ছে। আপনার মধ্যে স্বতস্ফূর্ত পরিবর্তন এলে পার্টিতে না-থাকার হাহাকার আপনাকে দগ্ধ করত না, এই লেখাটা আপনি লিখতেন না।

অনুমতি দিলে সাদাচুলের মাথা থেকে একটা পরামর্শ বার করতে পারি: Spend your energy in being, instead of becoming.

আরেকটা পরামর্শ: সচলায়তনে আরো ঘন ঘন আসুন। মন ভাল হয়ে যাবে। বিফলে মূল্য ফেরত।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

অতন্দ্র প্রহরী এর ছবি

আনিস মাহমুদ লিখেছেন:
Spend your energy in being, instead of becoming.
অসাধারণ একটা কথা বললেন আনিস ভাই। মনে একদম গেঁথে গেল কথাটা।

অন্যের পোস্টে, অন্যের জন্য বলা এই পরামর্শ নিজের জন্যও প্রযোজ্য মনে হলো। তাই সাদাচুল আর সাদামনের মানুষটাকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হাসি

পরিবর্তনশীল এর ছবি

খুব বেশি আপন মনে হলো লেখাটা। পাঁচ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

এনকিদু এর ছবি

আপনিও একটা পছন্দসই কাজ জুটিয়ে ফেলেন । সব রোগ (আদৌ রোগ কিনা সে ব্যাপারে অবশ্য মতভেদ আছে) সেরে যাবে ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অতিথি লেখক এর ছবি

মন্তব্য এবং পরামর্শের জন্য সবাইকে ধন্যবাদ ।

=========

একাকী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।