ছন্দে ছন্দে বরাহ শিকার

অকুতোভয় বিপ্লবী এর ছবি
লিখেছেন অকুতোভয় বিপ্লবী (তারিখ: মঙ্গল, ১৬/০২/২০১০ - ২:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

মৃদুলদার সাথে পরিচয় বছরখানেকেরও একটু বেশি সময় ধরে। ফেসবুকে মাঝে মাঝে কথা হত, আমার খুব আগ্রহের ব্যক্তি তিনি - কারণ তিনি ছড়া লেখেন। ছড়ার বস্ রিটন ভাইকে আমি রীতিমত গুরু মানি। কিন্তু মৃদুলদাকে দেখেছিলাম রাজাকার ইস্যুটা নিয়ে দারুণ দারুণ বিস্ফোরক ছড়া লেখেন, আমার বেশ মনে ধরেছিল ব্যাপারটা। মাঝে মাঝে মৃদুলদার সাথে ছড়ায় ছড়ায় কথাও বলতাম, বেশ মজা লাগত।
আজ সন্ধ্যায় আকতার ভাই আর মৃদুলদার লেখা বই "রাজাকার ইস্যুতে মানবতা মুছে ফেল টয়লেট টিস্যুতে" - এর মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের কথা মৃদুলদা সকালে জানালেন। হাজির হয়ে গেলাম। সেখানে সচল পরিবারের অনেককেই পেলাম। আর মৃদুলদা ও আকতার ভাই এর বইটা দেখে খুবই অনুপ্রাণিত বোধ করছি। মেলা থেকে ফেরার সময় মাথায় কিছু ছন্দ ঘোরাফেরা করছিল - সেগুলোই একটু গুছিয়ে শেয়ার করা আর কি।

০০০০০০০০

রাজাকার শিরোমণি গোআযম গং
করেছিস বহুকাল গা-জ্বালানো ঢং।
মনে তোর লেগেছিল দালালির রং
উল্লাসে গেয়েছিলি পাঞ্জাবী সং।
বাঙালির চেতনায় ধরে না যে জং
ঠ্যালা বুঝো বাবা - মোরা রেগে আছি টং।

০০০০০০০০০

জামাতের সেক্রেটারি মোল্লা কাদের,
তুই আছিস একেবারে কিনারে খাদের।
বেঘোরে খামচেছিলি একদা যাদের,
তারা আজ নেবে তোর প্রাণটা সাধের।

০০০০০০০০০

শুনে রাখ রাজাকার মুজাহিদ আলী,
বাংলার মুখে তুই লেপেছিস কালি।
ঝুলবি ফাঁসিতে তুই - লোকে দেবে তালি,
তোর "এপিটাফে" শুধু লেখা রবে গালি।

০০০০০০০০০

রাজাকার নিজামীর রক্তটা দূষিত,
কারণ সে টিক্কার পায়ুপথ চুষিত।
হবে তার সুবিচার - মানুষ আজ খুশি তো,
বুঝবে কী নিদারুণ ঘৃণা লোকে পুষিত।

"অকুতোভয় বিপ্লবী"
___________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

দারুণ। আরো লিখুন।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রাহিন হায়দার এর ছবি

খুবই চমৎকার! সচল আরেকজন ছড়াকার পেল মনে হচ্ছে। আরো লিখেন এবং পোস্টান। বরাহশিকার জারি থাকুক।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অছ্যুৎ বলাই এর ছবি

দারুণ!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আকতার আহমেদ এর ছবি

সচলে স্বাগতম, ছড়াকার! নিয়মিত লিখুন।

দুষ্ট বালিকা এর ছবি

দেঁতো হাসি চলুক

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

সচলায়তনে সচল হইতে গিয়া আমার নাট বল্টু অচল হইয়া যাইতেছে।
মাননীয় মডারেটর দয়া করিয়া আমাকে ছাইড়া দেন পীলিজ

ঘুমভাই

আমি এবার মাপ চাই।

অতিথি লেখক এর ছবি

সদস্যনাম: ঘুমভাই

অকুতোভয় বিপ্লবী [অতিথি] এর ছবি

পড়া ও মন্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ। হাসি

"অকুতোভয় বিপ্লবী" _____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...

আশাহত [অতিথি] এর ছবি

ছড়ার বস্ রিটন ভাইকে আমি রীতিমত গুরু মানি

না মেনে উপায় আছে! রাজাকার বিষয়ে ছড়ার বই তিনি অনেক আগেই বের করেছেন।

সুহান রিজওয়ান এর ছবি

ভালা হৈসে ভাই...

_________________________________________

সেরিওজা

রণদীপম বসু এর ছবি

নামটা কি 'অকুতোভয় বিপ্লবী'ই ! আগামী ছড়াকার !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ লাগলো। বিশেষ করে "মুজাহিদ আলী" চলুক

নাশতারান এর ছবি

প্রথমটায় উত্তম জাঝা!
শেষের দুটো এক্কেবারে গুল্লি

দ্বিতীয়টাতে ছন্দে ঈষৎ হোঁচট খেলাম। এমন হলে কেমন হয় দেখুন তোঃ

জামাতের ধামাধরা মোল্লা কাদের,
তুই আছিস একেবারে কিনারে খাদের।
বেঘোরে খামচেছিস একদা যাদের,
তারা আজ নেবে তোর প্রাণটা সাধের।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

রাহিন হায়দার এর ছবি

আমার তো ঠিকই আছে মনে হল। চিন্তিত
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

স্বপ্নাহত এর ছবি

মূল ছড়াটা আমার কাছেও ঠিকই লাগলো হাসি

বেঘোরে খামচেছিলি কে বেঘোরেখাম - চে - ছিলি এভাবে পড়লেও ছন্দটা ঠিকই লাগছে আমার কাছে।

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

অকুতোভয় বিপ্লবী [অতিথি] এর ছবি

আশাহত ভাই/আপা, রাজাকার বিষয়ে বইয়ের জন্যে তো বটেই, এমনিতেই আমার খুব ছোটবেলা থেকে রিটন ভাইকে গুরু মানি হাসি

সুহান, ধন্যবাদ ভাই হাসি

রণদা, বলছেন? ছড়াকার শব্দটা খুবই সুন্দর হাসি

বিডিআর ভাই, হেঁহেঁহেঁ ... ধন্যবাদ হাসি

বুনোহাঁস ভাই, দারুণ হয়েছে এবার, সুযোগ পেলে ঠিক করে নেব, ধন্যবাদ হাসি

কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হাসি

"অকুতোভয় বিপ্লবী" _____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...

ইশতিয়াক রউফ এর ছবি

ভালৈছে। বরাহশিকার জারি থাকুক। চলুক

সুজন চৌধুরী এর ছবি
মৃদুল আহমেদ এর ছবি

এ তো মশাই না, পুরো কসাই!
রাজাকারদের চামড়া ছিলতে এসেছে... দেঁতো হাসি
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সাফি এর ছবি

অসাধারণ। শেষটায় ছন্দের ওঠানামা দারুন লাগলো

আশরাফ মাহমুদ এর ছবি

চরম। এরকম আরো লেখেন।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

মূলত পাঠক এর ছবি

বাঃ বাঃ, সচল আরেক জন ছড়াকার পেলো তাহলে। কিন্তু মশাই, ফাঁকি মারা চলবে না কিন্তু। মাঝে মাঝেই ছড়া চাই এই রকম।

তাসনীম এর ছবি

চলুক

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

বর্ষা এর ছবি

বাহ! চমৎকার হয়েছেতো!!

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

মামুন হক এর ছবি

ফাট্টাফাট্টি! পাঁচ তারা!! আরও ছড়া চাই হাসি

বরাহকিলার এর ছবি

রাজাকার নিজামীর রক্তটা দূষিত,
কারণ সে টিক্কার পায়ুপথ চুষিত।

এইটা পড়ে এই নিজামী হারামীকে বরাহ কম কৃমি বেশী মনে হচ্ছে, ক্ষতিকর গুঁড়া কৃমি!! একে মারার জন্য দরকার উন্নতমানের কৃমির ঔষধ, আছেন কোনো ডাক্তার ভাই?

অতিথি লেখক এর ছবি

খোমাখাতায় ই কইছিলাম জাঝা!!!
লাস্ট এর টা বেশি জুশ ।

( বুইড়া আঙ্গুল উপ্রের দিকে )
এই ইমো যে কেম্নে দেয় ! মন খারাপ

*বুনোহাঁস আপুর সংশোধন ঠিকাছে

বোহেমিয়ান

অকুতোভয় বিপ্লবী [অতিথি] এর ছবি

ইশতিয়াক, একটি বরাহকেও ছেড়ে দেয়া চলবে না।
সুজন্দা, ভাল লাগল :)। আপনার কাছে কিন্তু আমার কার্টুনের ফরমায়েশটা এখনও আছে চোখ টিপি
মৃদুলদা, রাজাকারের ছিলে নেয়া চামড়া থেকে কী বেনিফিট বের করা যায় ভাবছি শয়তানী হাসি
সাফি ভাই, মন্তব্যটা খুবই ভাল লেগেছে হাসি
আশরাফ ভাই, ধন্যবাদ বস :)। চেষ্টা করবো আরো লেখার হাসি
মূলোদা, ছড়া দিয়েও যুদ্ধ চলুক, কী বলেন ? হাসি
তাসনিম ভাই, লইজ্জা লাগে
বর্ষা আপু, অনুপ্রাণিত বোধ করছি হাসি
মামুন্ভাই, ধন্যবাদ দিয়ে ছোট করি কেম্নে বলেন? চোখ টিপি
বরাহনিধক, আপনি যেমন বুঝিয়েছেন, বরাহ শিকারীরা প্রত্যেকেই সেরকম ডাক্তার হাসি
বোহেমিয়ান, ওহেমিয়া, ধন্যবাদ :D। বুনোহাঁস আপু বেশ ভাল সাজেশন দিয়েছেন।

"অকুতোভয় বিপ্লবী"
___________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...

স্বপ্নাহত এর ছবি

সবগুলো ছড়াই দারুণ ছন্দময়। দারুণ আরাম পেলাম পড়ে।

বেশি বেশি লিখুন।

---------------------------------

বাঁইচ্যা আছি

---------------------------------

বাঁইচ্যা আছি

অকুতোভয় বিপ্লবী [অতিথি] এর ছবি

স্বপ্নাহত লিখেছেন:
মূল ছড়াটা আমার কাছেও ঠিকই লাগলো হাসি

বেঘোরে খামচেছিলি কে বেঘোরেখাম - চে - ছিলি এভাবে পড়লেও ছন্দটা ঠিকই লাগছে আমার কাছে।

---------------------------------

বাঁইচ্যা আছি

আমি আসলে "বেঘোরেখাম - চে - ছিলি" পড়ার মতন করেই লেখেছিলাম, লেখার সময় ওরকমই ছিলো মাথায়।

আর 'জামাতের সেক্রেটারি' জায়গাটায় "জামাতের-সেক-রে-টা-রি" পড়তে গেলে মাত্রা সমস্যা মনে হতে পারে, এখানে "জামাতের-সে-ক্রে-টা-রি" পড়লে মনে হয় ঠিকঠাক লাগবে।

রাহিন এবং স্বপ্নাহত - ধন্যবাদ পড়া ও মন্তব্য করার জন্য।

অকুতোভয় বিপ্লবী [অতিথি] এর ছবি

স্বপ্নাহত লিখেছেন:
সবগুলো ছড়াই দারুণ ছন্দময়। দারুণ আরাম পেলাম পড়ে।

বেশি বেশি লিখুন।

---------------------------------

বাঁইচ্যা আছি

ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম হাসি
বেশি করে লেখার চেষ্টা করব।
পড়ার জন্য ধন্যবাদ হাসি

অতিথি লেখক এর ছবি

অসাধারণ হয়েছে, পরবর্তী ছড়ার অপেক্ষায় রইলাম।
বরাহশিকার জারি থাকুক।

সন্ধ্যা

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ সন্ধ্যা, পরবর্তী ছড়ার প্রস্তুতি চলছে, আসবে শীঘ্রই হাসি
বরাহশিকার জারি থাকুক।

অকুতোভয় বিপ্লবী
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে

অতিথি লেখক এর ছবি

শেষের দুটো দারুণ। (তালিয়া)
আরো লিখুন।
বরাহ শিকার জারি থাকুক।

---- মনজুর এলাহী ----

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ মনজুর ভাই হাসি
লেখা আরো আসবে।
বরাহ শিকার জারি থাকুক।

অকুতোভয় বিপ্লবী
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে

অতিথি লেখক এর ছবি

শেষের দুটো সবচে' ভালো লাগল। আপ্নে ছন্দে শিকার চালায়ে যান।

কৌস্তুভ

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ হাসি

অকুতোভয় বিপ্লবী
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে...

তানিম এহসান এর ছবি

দারুন লাগলো। অকুতোভয় বিপ্লবীর জন্য একরাশ শুভেচ্ছা হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।