ভামোস ভামোস 'আর-জিতি-না'

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৪/০৭/২০১০ - ২:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
ভামোস ভামোস 'আর-জিতি-না'
কী ভয়ানক চাট্টি গোল!
লম্ফ-ঝম্ফ আর-দিতি-না?
দুলিয়ে মাজা, বাজিয়ে ঢোল!

২.
কই রে পিসি, কই রে ম্যাসি,
এইটা কী কয় 'মার-দিও-না'
নাচমু না আর ট্যাংগো বেশি
চাট্টি দিছ, আর-দিও-না!

কুটুমবাড়ি


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- মেইরাডোনা নাকি নেংটু হয়ে রাস্তায় ছুট লাগাইতো আর্জেন্টিনা ফাইনালে জিতলে। বলি, মানীর মান কি এতোই সস্তা!

বলি, ঠাকুর কি গরমে সমুদ্র সিনান করতে গেছে নাকি ডিউটি ফালায়া?

উঠায়া নিছে, মানীর মান রক্ষার্থে ঠাকুর আগেই আর্জেন্টিনারে বিশ্বকাপ থেকে উঠায়া নিছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

বলি, ঠাকুর কি গরমে সমুদ্র সিনান করতে গেছে নাকি ডিউটি ফালায়া?

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

কুটুমবাড়ি

কৌস্তুভ এর ছবি

উঠায়া নিছে, মানীর মান রক্ষার্থে ঠাকুর আগেই আর্জেন্টিনারে বিশ্বকাপ থেকে উঠায়া নিছে।

হা হা...

অতিথি লেখক এর ছবি

বলি, মানীর মান কি এতোই সস্তা!

মানীর মান আল্লায় রাখছে
ঈশ্বরের গায়ে কাপড় রাখছে! চোখ টিপি

আমরা নেংটু 'মার-দিও-না'-কে দেখতে চাই না। ওঁয়া ওঁয়া

কুটুমবাড়ি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সুজন্দা, কই আপনি? একটা কার্টুন লাগায়ে দেন এই ছড়ার সাথে চোখ টিপি

অতিথি লেখক এর ছবি

গুল্লি

কুটুমবাড়ি

রিজভী [অতিথি] এর ছবি

হো হো হো

-------------------------------------
কেউ যাহা জানে নাই- কোনো এক বাণী-
আমি বহে আনি;

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

কুটুমবাড়ি

ইশতিয়াক রউফ এর ছবি

জব্বর!

অতিথি লেখক এর ছবি

এই নেন, ধইন্যাপাতা। দেঁতো হাসি

কুটুমবাড়ি

বোহেমিয়ান এর ছবি

বেশি জোশ!!!
৫ তারকায় ভরিয়ে দেয়া হৌক!
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু গুরু গুরু

কুটুমবাড়ি

সুহান রিজওয়ান এর ছবি

নাহ, দুই বিশ্বকাপ জিতা একটা দল্রে ইডা বাড়াবাড়ি... দেঁতো হাসি

ঠিক হৈতেসে না, এদ্দম ঠিক হৈতেসে না... ঈশ্বরের গজব পর্বো ক দিতিসি...

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

ক্যান, ঈশ্বরের হাত কি খালি গজব দেয়ার তালে থাহে নি? চোখ টিপি

কুটুমবাড়ি

সুহান রিজওয়ান এর ছবি

যাক, বুঝছেন দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

হা হা হা! ঈশ্বর নিজেও বস্র বিসর্জন দেন নাই। আমগো মানও রইসে। মানে, একলগে শ্যাম আর কুল দুইটাই রক্ষা পাইসে! চোখ টিপি

কুটুমবাড়ি

দময়ন্তী এর ছবি

হা হা হা হা
আপনাকেও একহাঁড়ি পান্তুয়া খাওয়াবো৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অতিথি লেখক এর ছবি

উলস... সত্যি বলছেন? দেঁতো হাসি

কুটুমবাড়ি

কৌস্তুভ এর ছবি

এইরকম কোবতে লিখলে ছোলাগুড় না, এক্কেবারে লগুড় নিয়া আসুম... হস্ত থাকিতে কেন মুখে কহ কথা যাকে বলে... খাইছে

অতিথি লেখক এর ছবি

যার হাতে তরবারি আছে, সে লগুড় ব্যবহার করে না—প্রচৌ। চোখ টিপি

কুটুমবাড়ি

কৌস্তুভ এর ছবি

তরবারি নাই... পেনই ব্যবহার করতাম, কম্পুযুগে সেইটাও ছেড়েছি... মন খারাপ

অতিথি লেখক এর ছবি

আরে ভাই, তরবারি মানে লেখনী! আমরা যোদ্ধাও না, কসাইও না--সাধারণ তরবারি আমরা রাখি না। আমাদের তরবারি হইল লেখনী। হাসি

কুটুমবাড়ি

কৌস্তুভ এর ছবি

ডুপ্লি ঘ্যাচাং...

কৌস্তুভ এর ছবি

তাই বলেন। কিন্তু লেখনীকে তরবারি বলছেন, তাই ধরতে পারি নাই... কেন, মাইটিয়ার দেন সোর্ড যখন, উচ্চতরবারি বললেই ভাল হয় না? খাইছে
আসলে কি আর কই, এই বিবর্তন আর আদিম মানুষের প্যাচাল করতে করতে মাথার মধ্যে লগুড়ই আগে উপস্থিত হয় আর কি... ইয়ে, মানে...

অতিথি লেখক এর ছবি

রাইটারদের মধ্যেও তো অনেকে বেশি মাইটিয়ার, অন্যদের থেকে। তাহলে কি সেসব রাইটারদের উচ্চলেখক বা হাইরাইটার বলা হবে? চোখ টিপি

সময় করে আপনার বিবর্তন আর আদিম মানুষের প্যাচালে ঢোকার ইচ্ছে আছে। ইয়ে... সেখানে লগুড় নিয়ে বসে থাকবেন না তো আবার? ইয়ে, মানে...

কুটুমবাড়ি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।