ছয় শব্দের গল্প।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১০/০৩/২০১১ - ৩:০২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সাফির লেখা দেখে আমারো ছয় শব্দের গল্প লিখতে ইচ্ছে করলো। বলা যায় গায়ের জোরে লেখা। প্রথম কয়েকটা মন্তব্য হিসেবে আগে পোস্ট করেছিলাম।

১। নাইওরে এসে মেয়েটি শুধু কাঁদতে থাকে।
২। শেষ পাঁপড়ি। শি লাভস মি নট।
৩। তাড়াহুড়োয় ছেঁড়া ব্রা ভাবে, “বহ্বারম্ভে লঘুক্রিয়া!“
৪। বৃষ্টিতে পর্দাঢাকা রিকশা। রিকশাওয়ালা মুচকি হাসে।
৫। রাতে তোমাকে পেয়েছিলাম। নেশা জমার পর।
৬। লাটাই-ঘুড়ি ঘরের কোণে। কৈশোর নিরুদ্দেশ।
৭। শিশুটি বাবার মতোনা, মায়ের কলিগের মতো।
৮। প্রমোশন রুখেছে বস, নিজের বউকে পারেনি।
৯। কম ক্ষিদেতে প্রেমিক, বেশী ক্ষিদেতে লম্পট।
১০। ব্যবসায়ীর ভিতরে পুরনো বিপ্লবী ভরপেটে ঘুমোয়।
১১। কেউ চাঁদে যায়, চাঁদ কারোর হয়।
১২। কিশোরের স্মৃতির রুমালে যুবক নাক ঝাড়ে।

-নিলম্বিত গণিতক


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
নীড় সন্ধানী এর ছবি

চমৎকার! একেকটা লাইন পড়ে একেকটা গল্প মাথার ভেতরে ঘুরপাক খায়। হাসি

ব্যস্ত লেখকদের জন্য আদর্শ হতে পারে আইডিয়াটা। সময়ের অভাবে তিনি লিখতে পারছেন না। অথচ লেখার খিদে রয়ে গেছে। পাঠকের হাতে গল্পের সুতো ধরিয়ে দিয়ে লেখক চলে গেলেন, পাঠক সেই সুতোর নাটাই হাতে গল্পটি আকাশে উড়তে দেবে।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

কৌস্তুভ এর ছবি

২, ৩, ৪, ৬, ৮, ৯, ১০ এগুলো বেশ ভালো লাগল। আর সচলে স্বাগত আপনাকে।

৭ একটু বেশি সরাসরি হয়ে গেল, এই ধরনের গল্পে পাঠককে কল্পনা করে নেওয়ার জন্য আরো বেশি মাঠ ছেড়ে দেওয়া উচিত বলে মনে হয়। তাছাড়া 'মতোনা' তো ইল্লিগাল ডেলিভারি...

একজন পাঠক এর ছবি

কম ক্ষিদেতে প্রেমিক, বেশী ক্ষিদেতে লম্পট।

অসাধারন মনে হল

সাফি এর ছবি

ব্যবসায়ীর ভিতরে পুরনো বিপ্লবী ভরপেটে ঘুমোয়।

গুল্লি

শামীম এর ছবি

আসলেই তাই। গুল্লি

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

নিলয় নন্দী এর ছবি

কী চমৎকার! অনেক আগে ৫৫ শব্দের ইংরেজি গল্পের কথা পড়েছিলাম একটা ওয়েবসাইটে। পরে আর চেষ্টা করা হয় নি।
৭ নম্বরটা জুতসই হলো না যে!
এখন ভাবতে চাই এগুলো গল্প কেন বলব, কবিতা কেন নয়?

অতিথি লেখক এর ছবি

মাথা নষ্ট করার মত

____
পাঠক

মুস্তাফিজ এর ছবি

কিশোরের স্মৃতির রুমালে যুবক নাক ঝাড়ে।

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

লাটাই-ঘুড়ি ঘরের কোণে। কৈশোর নিরুদ্দেশ।
-জলতরঙ

শুভাশীষ দাশ এর ছবি

১০, ১১, ১২ বেশ ভালো।

অতিথী  এর ছবি

আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

-নিলম্বিত গণিতক

পাগল মন এর ছবি

আমি খেলুম না। ওঁয়া ওঁয়া
আমি অন্যটায় প্রথম মন্তব্য করেছিলাম, সেটা কৈ?

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কয়েকটা বেশ লাগলো, চালিয়ে যান

______________________________________
পথই আমার পথের আড়াল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সবকয়টাই ভাল্লাগসে।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।