রাজাকান্দির পথে আরো একবার......

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৯/০৫/২০১১ - ৭:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই এলবাম এর সকল ছবি কপিরাইট মুক্ত.....যে কেউ যে কোন ভাবে ছবি গুলো ব্যাবহার করতে পারবেন....... দেঁতো হাসি
-চতুরকাউয়া-

অন্ধকার দুনিয়া.........
(শ্রীমঙ্গল স্টেশন থেকে তোলা)

বার্ধক্য ও নি:সঙ্গতা........
(চা গাছটির ছবি তুলেছিলাম রাজকান্দি থেকে ফেরার পথে)

অতি সাধারন........
(চা শ্রমিকদের পাড়া থেকে তোলা)

(হাম হাম জলপ্রপাত থেকে ফেরার পথে তোলা.....যথেস্ট আলো না থাকায় ছবিটা অত ভাল আসে নাই)

আলো ছায়ার খেলা..........
(হাম হাম জলপ্রপাত এর উপরের একটি বড় পাথরের গা থেকে তোলা)

(আমাদের পথপ্রদর্শক)

(লান্টনা ফুল)

(কুরমা বাজার এর চা এর দোকান থেকে তোলা.)

(হাম হাম জলপ্রপাত এর উপর থেকে তোলা)

হাম হাম এর উৎস
(হাম হাম জলপ্রপাত এর উপর থেকে তোলা)

(শ্রীমঙ্গল স্টেশন থেকে তোলা)

(শ্রীমঙ্গল স্টেশন থেকে তোলা)

(শ্রীমঙ্গল স্টেশন থেকে তোলা)

এই ছবিটা দেখলে কেন যেন খালি comandows-3 এর কথা মনে পরে......
(শ্রীমঙ্গল স্টেশন থেকে তোলা)

লেখক
-চতুরকাউয়া-

বি:দ্র: একটা হাচা কতা কই ছবিতে ক্যামেরার কারসাজির থিকা ফটোশপের কারসাজি বেশি........


মন্তব্য

পৃথ্বী এর ছবি

শেষের দিকের ছবিগুলো অসাধারণ লাগল।

রু (অতিথি)  এর ছবি

প্রথম তিনটা ছবি ভালো লেগেছে। 'আলোছায়া' আরও সুন্দর হতে পারত মনে হয়। 'চতুরকাউয়া' সুন্দর নাম।

আদীব এর ছবি

শেষের ছবিটার ক্যাপশনটা আসলেই সত্য...

কিছু ছবি অসাধারণ এসেছে..... চলুক

parikshit এর ছবি

আপনার ছবি গুলো অতিব সুন্দর,একটি বিনীত অনুরোধ ,আপনি পোট্রেট তুলুন,আমার ধারণা ওটা আপনার হাতে অসামান্য হবে। হাততালি

geniouscrow এর ছবি

ধন্যবাদ অনুরোধের জন্য। কিন্তু পোট্রেট তুলতে গেলে যে আমার হাত কাপতে শুরু করে, তার উপায় কি? ইয়ে, মানে...

parikshit এর ছবি

বিনয় করেন কেন ,হাত কাপবে কেন ,আপনার প্রথম ছবিটা কিন্তু আমার কথা প্রমান করে
দেখার চোখটা ই আসল আর ওটা আপনার আচে
অধমের কথা মনে রেখে তুলে ই দেখুন না! চলুক হাসি

দেরসু উযালা এর ছবি

প্রথম ছবিটা বাকি সবগুলোর সাথে বেমানান।

সায়ন (১) এর ছবি

৯ নাম্বার ছবিটায় যে ঘাস প্রজাতির একটা দাড়িয়ে আছে সেটাকে হবিগঞ্জ-শ্রীমঙ্গলের স্থানীয় ভাষায় 'লেংরা' বলে(আসল নাম জানি না)। রাস্তায় সবসময় থাকে। কাপড়ের সাথে তার পূর্বজন্মের পিরিতি। এই 'লেংরার জন্য মায়ের কি পরিমাণ বকুনি যে খেয়েছি।

রু (অতিথি)  এর ছবি

চোরাকাঁটা বা লাভ (love) গ্র্যাস.

সায়ন (১) এর ছবি

এটাকেই বলে অ্যাঁ
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

কৌস্তুভ এর ছবি

হাহা... ঝোপঝাড়ে ঘুরে এই চোরকাঁটা আমিও কত লাগিয়েছি! তবে নিজেই যত্ন করে প্যান্ট থেকে ছাড়িয়ে নিয়ে বাসায় ঢুকতাম, তাই কখনও বকা খাইনি হাসি

কৌস্তুভ এর ছবি

কয়েকটা বেশ ভালো লাগল। আপনি নিয়মিত ছবিপোস্ট দিতে থাকুন। আর ছবিগুলোয় ফটোশপের কী ধরনের এফেক্ট ব্যবহার করেছেন, সেগুলো যদি একটু করে বলতেন তাহলে আমাদের সুবিধা হত।

geniouscrow এর ছবি

ফটোশপে আমি শুধু level আর color tone ই correction করছি.....আর কয়েকটিতে Smart Sharpen Filter টা ব্যাবহার করেছি। ছবি গুলো ভাল লেগেছে শুনে ভাল লাগল।

তিথীডোর এর ছবি

৪, ৫, ৭:
এই ছবিগুলোতে তারা! হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মাহবুব লীলেন এর ছবি

চমৎকার

৪ নম্বর ছবিটা চিন্তে পারলাম।
লুটকি ফুল

লুটকি দিয়ে চমৎকার আলতা হয়

শুভাশীষ দাশ এর ছবি

ভাল্লাগছে।

ফ্রুলিক্স.. এর ছবি

এতো বেশী ল্যাংরা (চোরাকাটা) হতো যে ঈদের কয়েক সপ্তাহ আগে থেকেই কাটতে হতো। নাহলে ঈদ অর্ধেক শেষ।

ছবিগুলো দারুন

আসমা খান, অটোয়া। এর ছবি

ফটোতে সব্বাইকে নিয়ে ফের রাজকান্দি ঘুরিয়ে দেখানোর জন্য অশেষ ধন্যবাদ। চমৎকার ফটো, ঘুরে ফিরে শুধু দেখতেই ইচ্ছে করে।

ধুসর গোধূলি এর ছবি

আগের ছবিগুলোও দেখলাম। দারুণ। এইসব ছবি দেখলে ইচ্ছা করে আজকেই গিয়া একটা ক্যামেরা কিনে নিয়ে আসি। তারপর শুরু করে দেই আকাশ পাতাল কাঁপিয়ে ফটুক তোলা। কিন্তু, আমাকে তো চিনি। আজকে কিনলে কালকে থেকেই ক্যামেরার কুদি শ্যাষ! তার চেয়ে আপনাদের ফটুক দেখেই হা-হুতাশ করে বাকী জীবনটা কাটায়ে দেই। কী আছে জীবনে। আইজকা মরলে কাইলকা দুই দিন।

কবি-মৃত্যুময় এর ছবি

৫, ৮, ১০ খুব সুন্দর।

নিবিড় এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

ফুলের ছবিটির ফোকাস ঠিকমত হলে বেশ হতো। চালিয়ে যান। আরো ভালো করার চেষ্টা রাখবেন।

উত্তরফাল্গুনী এর ছবি

রাজাকান্দি যাবার উপায় বাতলান ভায়া।

Phoenix এর ছবি

Photo manipulation চমৎকার হয়েছে। সুন্দর...খুব সুন্দর...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।