এই প্রজন্ম চত্তরে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৫/০২/২০১৩ - ২:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লিরিক ৯

এই লাল মাখানো ভোরে
এই প্রজন্ম চত্তরে
এই ঘুম তাড়ানি রাতে
এই ঊর্দ্ধে তোলা হাতে
তুলছি যারা...
তুলছি যারা, তুলছ যারা
উঠছি কেঁপে দারুন অহঙ্কারে
এই লাল মাখানো ভোরে

ওই শঙ্খ বাজে শোনো
ওই শঙ্খ ডাকে শোনো
এই রক্তে প্লাবন বুনো
ডাকছে তোমায়, ডাকছে আমায়
জাগছে যে হুঙ্কারে
এই প্রজন্ম চত্তরে
ওই ইটের পাঁজর চিরে
এই লাল মাখানো ভোরে

কত রাতের পরে রাত
শুধু ডুবছি অন্ধকারে
ভীষণ লজ্জা ঘৃণার ভারে
কোথাও দিন ছিল না কোনো
শুধু আঁধার নিরেট ঘন
শুধু দেয়াল ছিল খালি
আর কপট চোরাবালি
আজ সব ভেঙেছে গানে
এই অদম্য স্লোগানে

কোথাও দিন ছিল না কোনো
আজ শঙ্খ বাজে শোনো
এই রক্তে প্লাবন বুনো
ডাকছে আমায় ডাকছে তোমায়
জাগছে যে হুঙ্কারে
এই প্রজন্ম চত্তরে
ওই ইটের পাঁজর চিরে
দেখ লাল মাখনো ভোরে

স্বয়ম
১৪.০২ ২০১৩
০২ ফাল্গুন ১৪১৯ বঙ্গাব্দ
রাত ১১:৩০


মন্তব্য

হিমু এর ছবি

দারুণ গান হয়েছে! সুরারোপ করেছেন?

অতিথি লেখক এর ছবি

না, ভিাবছি। যদিও আমি অসুর পর্যায়ের।

স্বয়ম

হিমু এর ছবি

আপনার অনুমতি ছাড়াই একটা সুর দিলাম। আপ করছি।

অতিথি লেখক এর ছবি

অসাধারন হয়েছে, আরও লেখা আশা করছি।

হিমু এর ছবি
মন মাঝি এর ছবি

চলুক

****************************************

তারাপ কোয়াস এর ছবি

গুরু গুরু


love the life you live. live the life you love.

ধ্রুবনীল এর ছবি

চমৎকার! ফেবুতে শেয়ার দিলাম।

অমি_বন্যা এর ছবি

বার বার শুনছি পরিবারের সবাই। গুরু গুরু হাততালি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গুরু গুরু

______________________________________
পথই আমার পথের আড়াল

মেঘা এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু চলুক অসাধারণ

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

মন মাঝি এর ছবি

দারুন হয়েছে গানটা! এই গানটা শাহবাগের একটা সিগনেচার সং (?) হতে পারে হয়তো।
চলুক

****************************************

হিমু এর ছবি

টুইট করলাম

জাগরণের গান http://www.sachalayatan.com/guest_writer/47974 … #Shahbag @sachalayatan @betarayatan

রিটুইট করে এটাকে ছড়ানো যেতে পারে। আনিসুলপনা হয়ে গেলে ক্ষমা চাই।

মন মাঝি এর ছবি

আনিসুলপনার কিছু নাই দেঁতো হাসি
গানটা আসলেই অতি চমৎকার - প্রচার পাওয়ার দাবি রাখে।

****************************************

হিমু এর ছবি

স্বয়ম ভাই, সমস্যা না থাকলে আপনার নামটা যদি আমাকে একটু মেসেজ করতেন?

shoyom এর ছবি

kono shonkot nai.nam- nalson,ekhanei janalam,message er option khnuje na paye.gantato shunte parlam na,ph e browse korchi, tobu dhonnobad himu vai,baki jara montobbo korchen tadero dhonnobad.

Shoyom

ফারুক হাসান এর ছবি

গীতিকার ও সুরকার দুইজনকেই সালাম!

azhar এর ছবি

গান লিখেছেন চমৎকার, সুরটাও বেশ হয়েছে। এত অল্প সময়ে সুর করে ফেললেন হিমু ভাই। আপনে আর কী কী পারেন? হাততালি হাততালি হাততালি

নাদির জুনাইদ এর ছবি

অসাধারণ কথা, অসাধারণ সুর।
বার বার শুনছি।

শাকরান এর ছবি

চমৎকার। দারুণ লেগেছে

অমি_বন্যা এর ছবি

হিমু দা আপনাকে সালাম। গানটা অসাধারণ হয়েছে। অসাধারণ অসাধারণ! শ্রদ্ধা শ্রদ্ধা । আপনার নতুন এই দিকটা জানা ছিল না। শেয়ার দিলাম। গীতিকারকে গুরু গুরু

স্বয়ম ভাই শ্রদ্ধা জানালাম আজস্র।

অমি_বন্যা এর ছবি

গানটা ডাউন লোড করতে চাই। আমার আড়াই বছরের ছেলের প্রিয় গানের তালিকায় চলে এসেছে মুহূর্তেই। হিমু দা যদি লিঙ্ক দেন।

সাফি এর ছবি

দারুন লাগলো। ধন্যবাদ দু'জনকেই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ গান হয়েছে, সচলের গানবাজরা এইটা কণ্ঠে তুলে নেন, শাহবাগে সবাই মিলে গাই

______________________________________
পথই আমার পথের আড়াল

ইয়াসির আরাফাত এর ছবি

অভিনন্দন স্বয়ম এবং হিমু। চমৎকার লাগছে গানটা শুনতে।

মেঘা এর ছবি

অসাধারণ!!! আমার মুগ্ধতা স্বয়ম ভাই এবং হিমু ভাইয়ের জন্য। এই না হলে সচল! আমরা সব পারি!

চলুক

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

অতিথি লেখক এর ছবি

সবাইকে মন্তব্যের জন্য ধন্যবাদ। হিমু ভাইকে ধন্যবাদ সুরারোপ করার জন্যে। গানটা ডাইনলোডের কোনো উপায় কি আছে? আরেকটা বিষয়, একটু আগে ‘যাক শাঁখ বেজে যাক’ শিরোনামে একটা পোস্ট দিয়েছি। লেখাটিতে সম্ভবত নাম লেখা হয়নি। মডারেটররা একটু ঠিক করে দেবেন, যদি ছাপানোর যোগ্য হয়।

স্বয়ম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।