ফেসবুক এবং প্রোপাগান্ডা!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০২/০৪/২০১৪ - ১২:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
রিমন ঘুম জড়ানো চোখে মোবাইল ফোনে সময় টা দেখে নিলো। ৭ টা ১৫ বাজে, আরো মিনিট পনেরো গড়িয়ে নেয়া যাবে। এই সুযোগে সে ফোন থেকেই ফেসবুকে ঢুকল। হোম পেজে এক গাদা নতুন পোষ্ট। সবগুলোর মূল বক্তব্য একই, সরকার কেন কোটি কোটি টাকা সরাসরি গরীব মানুষেকে না খাইয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার মত ফালতু কাজে ব্যয় করতে হবে? প্রায় প্রতিটি পোষ্টের সাথেই গরীব মানুষের কষ্ট করে জীবন যাপনের ছবি। রিমন ফেসবুক থেকে বেড়িয়ে এল। চোখ কচলে বাথরুমের দিকে গেল ফ্রেশ হবার জন্য।

দুপুর পর্যন্ত সময়টা অফিসে বেশ ব্যস্ততার মধ্যেই কাটলো। দুপুরের খাবার খেয়ে একটু সময় পেল ফেসবুকে ঢোকার। এখনো বিভিন্ন পেজ থেকে পোষ্ট দিয়ে সরকার কে গালি গালাজ চালিয়ে যাওয়া হচ্ছে। ফেসবুকের হোমপেজে বেশ কয়েকজন “নিরপেক্ষ” বন্ধুকেও সে তাদের ক্ষোভ প্রকাশ করতে দেখলো। রিমন নিজে রাজনীতি নিয়ে তেমন একটা চিন্তা ভাবনা করে না। রাজনীতিবিদের সে একদল অকাট মূর্খ জংলী ভাবতেই ভালোবাসে। নিরপেক্ষ ভাবে সব রাজনৈতিক দলকে গালি দেয়াকেই সে একমাত্র সঠিক সিদ্ধান্ত বলে মনে করে! পাশের ডেস্কের কলিগ ডাক দেয়ায় সে ফেসবুক থেকে বেড়িয়ে এলো।

সন্ধ্যায় সিএনজি করে অফিস থেকে বাড়ি ফেরার পথে সে আবার ফেসবুকে ঢুকল। সবাই মিলে এখনো সরকারের মুন্ডুপাত চালিয়ে যাচ্ছে। যে সব পেইজ থেকে এই সন পোষ্ট আসছে, তারা আপাত দৃষ্টিতে রাজনৈতিক ভাবে নিরপেক্ষ দল বলেই মনে হয়। এছাড়া তাদের পেজ লাইক করেছে হাজার হাজার মানুষ। সবাই যখন এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে, এই ইস্যুতে একটা স্ট্যাটাস না দেয়াটা ঠিক হবে না। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল বাড়িতে ফিরেই একটা স্ট্যটাস দিয়ে ফেলবে এই পোস্টগুলোর সাথে সুর মিলিয়ে।

২.
মানুষ ফেসবুকে কি লিখবে না লিখবে, সেই জিনিসের অনেকটাই নির্ভর করে সে কোন কোন পেজ সাবস্ক্রাইব করে রেখেছে তার উপর। যখন হোমপেজে সাবস্ক্রাইব করা পেজগুলোর পোষ্টে ভর্তি হয়ে যায়, তখন যে কারোই মনে হতে পারে "বাতাস মনে হয় এই দিকেই বইছে, আমিও দিয়ে দিই একটা স্ট্যটাস"! এক বারও কেউ চিন্তা করে না একটা একাউন্ট থেকেই শত শত পেইজ বানানো সম্ভব।

স্বীকার করতেই হবে এই দিক থেকে জামাত শিবির সবার থেকে বেশি এগিয়ে আছে। চটি এবং ওড়না পেজ থেকে শুরু করে হার্ডকোর ধর্মীয় পেজ সবই আছে তাদের দখলে। সেই জন্যই নিতান্ত গোবেচারা বন্ধু, যে কিনা বছরে ১০/১২ টার বেশি স্ট্যটাস দেয় না, সেও স্ট্যটাস মেরে বসে ২৬ মার্চ জাতীয় সঙ্গীত গাওয়ার বিরুদ্ধে। অথচ সেই একই বন্ধু নিশ্চুপ থাকে জামাত-শিবিরের জ্বালাও পোড়াও উৎসবে আর তারেক জিয়ার অসংলগ্ন কথায়!

এই প্রোপাগান্ডা ছড়ানোতে এবং হাবিজাবি পেইজ প্রোমোট করতে ফেসবুকের পলিসি-ও দায়ী। টাকা খরচ করেই এই কাজটা করা সম্ভব। বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখা যেতে পারে-

যারা এই পোষ্টটি দেখছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে এই লিঙ্কে গিয়ে শিবিরের বাছা বাছা প্রোপাগান্ডা পেজগুলো আনলাইক করুন। নিজেকে কোন সন্ত্রাসী সংঠনের উন্নতির সোপান হতে দেবেন না। আপনার জানা চিহ্নিত ফেসবুক পেজ, যেগুলো জামাত-শিবিরের প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোর লিংক কমেন্টে শেয়ার করুন। যাতে করে বাকিরা এই সব প্রোপাগান্ডা থেকে দূরে থাকতে পারেন।

-- কাজী ফয়সাল


মন্তব্য

মরুদ্যান এর ছবি

চলুক

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নীড় সন্ধানী এর ছবি

এই পোস্ট সবাই ফেসবুকে শেয়ার করে দেন। আপাতঃ নিরপেক্ষ, সরল, অসচেতন, চেতনাবিহীন ভুদাই লোকেরা ছাগু প্রোপাগাণ্ডার সহজ হাতিয়ার। এই পোষ্ট তাদের অবশ্যপাঠ্য।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অতিথি লেখক এর ছবি

আপাতঃ নিরপেক্ষ, সরল, অসচেতন, চেতনাবিহীন ভুদাই লোকেরা ছাগু প্রোপাগাণ্ডার সহজ হাতিয়ার।

চমৎকার বলেছেন নীড় সন্ধানী ভাই।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মরুদ্যান এর ছবি

লাভ নাই, বাঁশেরকেল্লা পার্টি এইসব ভাল কথা বুঝেনা।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

খেটেছেন মাইরি! হাসি

চলুক

-দেব প্রসাদ দেবু

অতিথি লেখক এর ছবি

তেমন একটা খাটি নাই। জামাতি পেজের লিস্টটা তৈরি করেছেন রায়হান রশীদ ভাই।

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আব্দুল গাফফার রনি এর ছবি

ফারুক গুয়েবাড়ার একটা নোট যোগ করালাম, সাম্প্রদায়িকতার দুর্গন্ধ ছড়ানো অশ্লীল পোস্ট। আমার সোনার বাংলা কীভাবে আমাদের হলো, কীভাবে আমরা তাকে হারিয়ে ফেলছি

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

অতিথি লেখক এর ছবি

এই লোকটার লেখা পড়লে কেন যেন বমি চলে আসে। মন্তব্যের জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

চরম উদাস এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

আপনাকে আগেই আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দিয়েছিলাম। উপরের কমেন্টে চলে গেছে! হাসি

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

চলুক

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুবোধ অবোধ এর ছবি
অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

চলুক

মাসুদ সজীব

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

চলুক

কড়িকাঠুরে

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

চলুক
mh007

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

(ব্যক্তিগত আলাপে অনেকের সাথেই বিষয়টি শেয়ার করেছি, আজ এখানেও শেয়ার করলাম)
ফেসবুকে কিছু কিছু পেইজ আছে যেগুলোতে খুব মর্মস্পর্শী বা সকলের কাছেই পছন্দনীয় ছবি কিংবা স্লোগান অথবা জনপ্রিয়তার প্রতিযোগিতা সংক্রান্ত পোস্ট করা হয়। কয়েকটা উদাহরণ দিচ্ছি, একটি ছবি যাতে দেখা যায় একটি মা হারা শিশু বড় করে তার মায়ের একটি অবয়ব মাটিতে এঁকেছে (বলে দাবী করা হয়) এবং সেই অবয়বের বুকের উপর গুটিশুটি মেরে শুয়ে আছে; এই ছবি লাইক বা শেয়ার দেয়ার অনুরোধও জানানো হয়। আরেকটি ছবি, একজন বাবা তার মৃত সন্তানের জন্য খোঁড়া কবরে মৃত সন্তান কোলে নিয়ে নিজেই সে কবরে গুটিশুটি মেরে শুয়ে আছে; পিতৃস্নেহের নমুনা। মাকে নিয়ে, বিস্ময়কর বিষয় নিয়ে স্লোগান-ছবিরও আছে ছড়াছড়ি। আছে কে বেশি জনপ্রিয় ধরণের ভোট দেয়ার পোস্ট; মূলত রাজনৈতিক ব্যক্তি বা ধর্মীয় আচার নিয়ে। আরও আছে - একটি হারিয়ে যাওয়া পাসপোরটের ছবি এবং দূর্ভাগা সৌদি/মালয়শিয়া যাত্রীর খোঁজ সংক্রান্ত পোস্ট। এক্ষেত্রে ধর্ম সংক্রান্ত পোস্টের কথা বাদই দিলাম; আপনাকে প্রতিতিনই অন্তত দু-একটি পোস্টের মুখোমুখি হতে হবে।

আপাত দৃষ্টিতে এর অনেকগুলোকেই নির্বিষ পোস্ট মনে হলেও এসকল পোস্টগুলোর মাধ্যমে গ্রুপগুলো তাদের সদস্য বাড়ায়। এটা তাদের সদস্য সংগ্রহের কৌশল। “নির্বিষ পোস্ট”গুলোর ফাঁকে ফাঁকে ছাড়া হয় ফ্যানাটিক এবং গোয়েবলসীয় বিভিন্ন পোস্ট। আর আমরা সাধারণত পোস্টগুলোর কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা সাদা চোখে আলাদা করতে পারিনা; সত্যের মতোই মনে হয়। পা দেই ফাঁদে। আমরা বিশ্বাস করতে শুরু করি মতিঝিলে হাজার হাজার মানুষ এক রাতেই মারা হয়েছে কিংবা এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়, ইত্যাদি।

তাই ছড়িয়ে দিন মার্কা পোস্ট দেখলেই এগুলোর ব্যাপারে কমপ্লেইন করা উচিৎ, নিদেনপক্ষে লাইক বা শেয়ার না দেয়া উচিৎ। সবচেয়ে বড় ব্যাপার অনুষন্ধিৎসু মন নিয়ে এসব ছবি বা পোস্টের দিকে তাকানো উচিৎ, প্রম্ন করা উচিৎ। কেননা, নাথিং শুড বি গন আনকোশ্চেন্ড।
----অর্বাচীন

অতিথি লেখক এর ছবি

কেন যেন নিরপেক্ষতা শেষ পর্যন্ত ছাগুদের পক্ষেই যায়। সুচিন্তিত মতামতের জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সাফিনাজ আরজু এর ছবি

চলুক

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

ভিডিওটার জন্য বিশেষ ধন্যবাদ।
রু

অতিথি লেখক এর ছবি

মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। হাসি

অতিথি লেখক এর ছবি

ভিডিও দিয়ে চোখ খুলে দিলেন, অতীব চমৎকার

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

লেখাটা ভালো হয়েছে

অতিথি লেখক এর ছবি

আপনাকে অশেষ ধন্যবাদ !

ননস্টপ

অতিথি লেখক এর ছবি

দারুণ কাজ করেছেন ভাই । লিঙ্কগুলোর অবস্থা তো ভয়াবহ !

কায়সুল খান অনাবিল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।