দুবাই এর পথে পথে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২২/০৮/২০১৪ - ৪:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

দুবাই – মরুর বুকে এক স্বর্ণ নগরী। কারো স্বপ্নের শহর – আবার কারো স্বপ্ন ভাঙ্গার বেদনার শহর।
আলো ঝলমলে এই শহরের আনন্দ বেদনার গল্প বলা শুরু করলে আরব্য রজনীর দশ ভলিউম এও কুলাবে না। আর আমার মত আদার বেপারীর জাহাজের খবর দিয়ে কোনো লাভ নেই। বরং চলুন আপনাদের এই শহর ও সংযুক্ত আরব আমিরাতের আরব কিছু জায়গায় ঘুরিয়ে আনি।

ডিসক্লেইমার : আমি নতুন লেখক – পাঠকের সাথে কিছু অভিজ্ঞতা ভাগ করার জন্যই এই প্রচেষ্টা। ভুল চুক হলে ক্ষমা ঘেন্না করে ছেড়ে দিবেন প্লিস।

পুরনো গাড়ির প্রদর্শনীতে একদিন
Dubai Classic Car Exhibition - দুবাইতে এই প্রদর্শনী প্রতিবছরই হয় – তিন দিন ধরে চলে। অনেক গাড়ি পাগলা মানুষ (petrolheads) পুরান পুরান গাড়ি পুষেন। দুবাইতে এইরকম পেট্রল হেড এর অভাব নাই। শারজাহ (দুবাইয়ের পাশের আমিরাত বা স্টেট ) এ তো একটা আস্ত মিউজিয়াম আছে পুরান গাড়ির। তো একবার এই গাড়ির প্রদর্শনীতে গেলাম – সাথে বন্ধু তানভীর (যে নিজেও একটা পেট্রল হেড – পয়সার টানাটানিতে আসল গাড়ির বদলে মডেল কিনে)।

1939 Buick Century
গাড়ির দরজা জানালা সবই কাঠের - গাড়ির রংটাও জটিল

1924 Ford Model T
গাড়িটা কেমনে যে টিকে আসে ভাবতেই অবাক লাগতেসিলো

1940 Willys Jeep
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই জীপের গায়ে লেখা কথাটা হেভি মজা লাগলো – if there is no hell then where is Hitler?

1961 Rolls Royce
এককথায় রাজকীয় - অদ্ভুত color combination

1960 Chevrolet Chevelle
একটা সাদা একটা লাল - কিন্তু দুইটাই দারুন গাড়ি

ছবি গুলার কোয়ালিটি খারাপ হবার জন্য দুঃখিত - ব্লগে দেবার জন্য তুলি নাই - মোবাইল ক্যামেরা দিয়া যতদুর সম্ভব চেষ্টা করেছি।
ভালো লাগলে জানাবেন - পরের বার অন্য কিছু শেয়ার করার ইচ্ছা রইলো।

মরুচারী


মন্তব্য

স্পর্শ এর ছবি

এটা আপনার ফেসবুক অ্যালবাম হতে পারতো। ব্লগ পোস্টে আরো বেশি কিছু আশাকরি।

শিরোনাম দেখে ভেবেছিলাম, ঘোরাঘুরির বর্ণনা থাকবে।

গাড়িটা কেমনে যে টিকে আসে ভাবতেই অবাক লাগতেসিলো

ভাষার প্রতি যত্নবান হোন। ফারুকীভাষা পরিহার্য।


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ স্পর্শ,
ডিসক্লেইমার তো ভাই আগেই দিয়ে রেখেছি - পরবর্তী লেখাগুলোতে আরো ডিটেল দেয়ার চেষ্টা থাকবে।

মরুচারী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পরবর্তীতে দুবাই সম্পর্কিত কিছু পড়ার জন্য আশা রেখে গেলাম।

অতিথি লেখক এর ছবি

দোয়া রাখবেন - চেষ্টা চালিয়ে যাচ্ছি

এক লহমা এর ছবি

পরবর্তীতে লেখার শিরোণামের সাথে সাযুজ্য রাখা লেখা পাবো এই আশা জানিয়ে গেলাম। হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

একটা সিরিজ করার ইচ্ছা আছে - আশাকরি আপনাদের আশা মেটাতে পারব

মরুচারী

দীনহিন এর ছবি

ভাল লেগেছে। পুরাতন গাড়িগুলি দেখে মজা পেয়েছি। আপনি নতুন হলেও সুন্দর করে বলতে পারেন, আর তাই

আলো ঝলমলে এই শহরের আনন্দ বেদনার গল্প বলা শুরু করলে আরব্য রজনীর দশ ভলিউম এও কুলাবে না। আর আমার মত আদার বেপারীর জাহাজের খবর দিয়ে কোনো লাভ নেই।

এই কথাগুলি গ্রহণযোগ্য নয়। গাড়ির মিউজিয়াম ঘুরিয়ে আনার জন্য ধন্যবাদ, কিন্তু দুবাই শহরের আনন্দ বেদনার গল্পগুলো পাঠক আরও পছন্দ করবে, আর সেই গল্পগুলো যে আপনি বলতে পারবেন, তা এই লেখাটার সামান্য কয়েকটা লাইনেই বোঝা গেছে!
আর হ্যা, আদার বেপারীকে খাটো করে দেখবেন না, তারাই কিন্তু পৃথিবীর মহত্তম সাহিত্যগুলি রচনা করে গিয়েছেন!

ভাল থাকুন, আর দুবাইয়ের একটি গল্প নিয়ে দ্রত একটি পোস্ট দিন!

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

অতিথি লেখক এর ছবি

আপনার মন্তব্যে বেশ উত্সাহিত বোধ করছি - ধন্যবাদ
ইচ্ছে আছে একটা ফটোব্লগ সিরিজ করার যেখানে দুবাইয়ের আলো ঝলমলে দুনিয়ার বাইরের কিছু ছবি আপনাদের দেখাতে পারি।

মরুচারী

মাসুদ সজীব এর ছবি

পথে পথে মানে নানান গল্প উঠে আসবে অথচ লেখায় কিছুই নেই তাই শিরোনামের সাথে তো বিষয়বস্তুর কোন মিল খুঁজে পেলাম না চিন্তিত আর ইচ্ছেকৃত ভাষার বিকৃতি দেখা সুখকর নয়। ব্লগে লেখালেখিতে আরেকটু ডিটেলস আর যত্নবান হতে হবে। আশা করি পরের লেখায় বিস্তারিত আর যত্নবান হবেন, অনেক অজানা গল্প শুনাবেন।

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

ধ্রুব আলম এর ছবি

লেখায় দুবাইয়ের অনেক কিছু আশা করেছিলাম। পড়া শুরু করেও ভেবেছিলাম গাড়ির ছবিও প্রচুর থাকবে বর্ণনাসহ। হতাশ হলাম। ভবিষ্যতে আরো তথ্যবহুল ও বৃহদাকার লেখা আশা করছি।

মরুদ্যান এর ছবি

মন্তব্য কর্কশ লাগতে পারে, কিন্তু এই পোস্টের সাথে ফেসবুকের একটা ক্যাজুয়াল ফটো এ‌লবামের কোন পার্থক্য নাই।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক এর ছবি

প্রথম চেষ্টা। চলুক
আরো ভালো হবে পরেরবার।

ভালো থাকুন।
শুভকামনা জানবেন মরুচারী।

---------------------------------
কামরুজ্জামান পলাশ
'এ সখি হামারি দুখের নাহি ওর।
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর।।'

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

পথ কোথায় - সবই তো দেখি গাড়ির দোকান!! অ্যাঁ

____________________________

অতিথি লেখক এর ছবি

ধরে নিন গাড়ি দিয়েই পথ চলা শুরু লইজ্জা লাগে

অতিথি লেখক এর ছবি

উপরের মন্তব্যগুলোর সাথে একমত তবে প্রথম লেখা তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলাম।

আমার গাড়ী পাগল ভাইয়ের আপনার গাড়ীর ছবিগুলো খুব পছন্দ হয়েছে চলুক

ফাহিমা দিলশাদ

অতিথি লেখক এর ছবি

দেখলাম। গাড়ি দেখতে ভাল্লাগেনা। ক্যান লাগেনা জানিনা।

আচ্ছা আজকাল সবাই মিলে "স" অক্ষরটাকে এমনে চাইপা ধরছে ক্যারে?

-----------------------------
আশফাক(অধম)

অভিমন্যু . এর ছবি

প্রথম প্রথম ভুল হবে তাই স্বাভাবিক তবে পরিমাণে ও মাত্রায় যত কম হয় ততই ভালো।

এখানে পুরানো বা নতুন বা অতিথি সচলেরা যে সমালোচনা বা হিতোপদেশ দিচ্ছে তা দুইহাতে গ্রহণ করুন আঁখেরে আপনারই লাভ হবে। আমি নিজেই শুরু হতে আজ অব্দি এভাবেই নিজেকে শুদ্ধ করার চেষ্টায়রত।

প্রচেষ্টা জারি থাকুক।

________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ অভিমন্যু - চেষ্টা অব্যাহত আছে, তবে কি দুনিয়ার সবাই তো লিখতে পারে না - দেখি না কতদূর যেতে পারি হাসি

মরুচারী

প্রৌঢ় ভাবনা এর ছবি

হ্যাঁ, কেউ কেউ বলেছে বটে, এটা ফেসবুকের একটা ফটো এ্যালবাম হতে পারতো, তাহলে এত এত পুরনো গাড়ীর চেহারাতো দেখতে পেতাম না। লেখা চলুক, আর শীরোনামের সাথে লেখার যেন একটা সামঞ্জস্য থাকে সেটা খেয়াল রাখবেন। ভাল থাকুন। আনন্দে থাকুন।

অতিথি লেখক এর ছবি

উরিব্বাস - আমার এই হতচ্ছাড়া লেখা প্রৌঢ়দাও পড়লেন!
ধন্যবাদ দাদা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।