কৃতজ্ঞতা পোষ্টঃ- 'মুক্তাঙ্গনঃনির্মান ব্লগ'

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বিষ্যুদ, ১৭/০৭/২০০৮ - ৬:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইন্টারনেটে বাংলা লেখার জায়গা ' সচলায়তন ' বাংলা ভাষার দেশে নিষিদ্ধ হলো ।
সচলায়তনের লেখক,পাঠকদের জন্য গত ২৪ ঘন্টা ছিলো বড় আশংকা,অস্বস্তি ও ক্ষোভের । 'ছিলো' বলছি কেনো? আছে তো এখনো ।

সচলায়তন ব্যান নিয়ে আজ সারাদিন নানা ফোরাম ও ব্লগে আলোচনা হয়েছে ।

অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন,কেউ কেউ দ্বিধাগ্রস্ত ও আছেন আসলেই সচলায়তন ব্যান হয়েছে কিনা? গুগলটকে সচলায়তনের এক শুভাকাংখী জানতে চেয়েছিলেন-কর্তৃপক্ষ ব্যানের বিষয়ে সচলায়তনকে নিশ্চিত করেছে কিনা?

আমি ঠিক জানিনা, সরকার দেশে কোন সাইটের এক্সেস বন্ধ করে দিলে সাইট কর্তৃপক্ষকে সেটা জানায় কিনা? জানানোর নিয়ম থাকলে ও জলপাইতন্ত্রী বাংলাদেশে এটা আশা করা যে কতোটুকু বাড়াবাড়ি সেটা ও বিবেচ্য বটে ।

সচলায়তন ব্যান সংক্রান্ত নানা সংবাদ ঘাঁটতে ঘাঁটতেই চোখে পড়লো মুক্তাঙ্গনঃনির্মান ব্লগ

তারা তাদের ব্লগে খুব স্পষ্টভাবেই সচলায়তনের পাশে থাকার ঘোষনা দিয়েছেন ।

আমি এই ব্লগ সাইটের কাউকে চিনিনা । তাই সচল পরিবারের একজনের পক্ষ থেকে এই লেখার মাধ্যমেই তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম ।

সচলায়তন একটি সামান্য ব্লগ মাত্র কিন্তু স্বাধীন মতপ্রকাশের কন্ঠরোধ করা খুব সামান্য কিছু নয়,সেটা বাংলাদেশে বহুদিন থেকে টের পাওয়া যাচ্ছে, আগামীতে আরো ভয়াবহরূপে টের পাওয়ার সমুহ লক্ষন ও দেখা যাচ্ছে ।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আবার অনেক ব্লগে পূর্বে যারা সচলায়তনে সুঁই হয়ে ঢোকার চেস্টা করে ব্যর্থ হয়েছে তারা নানা ভাবে, নানা ঢংয়ে সচলায়তনের ব্যন হওয়ার খবরকে ব্যবচ্ছেদ করেছে।

যারা আমাদের সাথে আছেন তাদেরেক ধন্যবাদ আর যারা এ নিয়ে উপহাস করছেন তাদের জন্য শুভকামনা।

হাসান মোরশেদ এর ছবি

থাক, এই দুঃসময়ে সেইসব উপহাস নিয়ে কথা নাই বলি ।
সবার প্রতিই নানা কারনে আমরা কৃতজ্ঞতাই জানাই বরং ।

-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধুসর গোধূলি এর ছবি

- নির্মান ব্লগের প্রতি সম্মাননা।

পাশাপাশি সচলায়তনের সদস্য করার প্রক্রিয়ার প্রতি আকুণ্ঠ সমর্থন। আজকে বিভিন্ন জায়গায় সেসকল 'সাবেক' সচলেচ্ছু লেখিয়েদের ব্যবচ্ছেদিত লেখা দেখে মনে হয়েছে সচলায়তন যদি অল্প কিছুও ভালো করে থাকে তার একটা হলো ঢালাওভাবে সদস্যভুক্তি না করা।

___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হাসান মোরশেদ এর ছবি

'ব্লগার' দেখিতে এসেছিলাম 'ব্লগ' এ
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সচলায়তন যদি অল্প কিছুও ভালো করে থাকে তার একটা হলো ঢালাওভাবে সদস্যভুক্তি না করা।

একদম সত্য কথা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রাশেদ এর ছবি

হা হা! মজা পাইলাম। মনে হয় সা.ইন আর আমারব্লগ নিয়ে বলা হইতেছে! আজকে সারাদিন অনলাইনে ছিলাম। দুই ব্লগের কয়জন মানুষ ব্যানের খবরে খুশি হইছে আপ্নারাই জানেন!!

গুড কমেন্টস!

আমারব্লগে কি কি হইছে সেইটা নিয়াও আপ্নাগো কাছে বলার দরকারো দেখি না অবশ্য!!

হাসান মোরশেদ এর ছবি

দুঃখিত রাশেদ ।
এই পোষ্টে অন্য কোন ব্লগ নিয়ে কিছু বলা হয়নি । শুধুমাত্র নির্মান ব্লগের সহমমর্মিতায় কৃতজ্ঞতা জানানো হয়েছে ।

কারো উপহাস, সন্দেহ এইসব তাদের নিজস্ব অভিরুচি - আমার পোষ্টের বিষয় তা নয়, মন্তব্যে ও এই ব্যাপার গুলো না টানার জন্য সচলদের অনুরোধ জানাই ।

-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রাশেদ এর ছবি

নারে ভাই, পোস্ট নিয়ে কিছু বলি নাই। নির্মানব্লগের সাথে আমারো হালকা পরিচয় আছে। ওনাকে চিনি। ওনাদের সাপোর্ট দেয়াটা ভালো লাগছে আমারো।

আরিফ জেবতিক এর ছবি

নির্মানব্লগ কে ধন্যবাদ ও অগ্রিম ব্যান মুবারক । হাসি

স্বপ্নাহত এর ছবি

এত সুন্দর ভাষায় বদদোয়া সহ শুভেচ্ছা দিতে আর কাউরে দেখছি বলে মনে পড়েনা হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

ভেরিফিল্মিবয় এর ছবি

হাসান মোরশেদ

অনুগ্রহ করে সত্য করে বলবেন কি 'নির্মাণব্লগ' সম্পর্কে আপনি কোথা থেকে জানলেন?

প্লিজ সত্যটাই বলবেন যেন।

হাসান মোরশেদ এর ছবি

রায়হান রশীদ নামে একজন সচলায়তনের কোন এক পোষ্টে লিংক দিয়েছিলেন,সেখান থেকে জানলাম ।

এটাই সত্য ।

যান ,আপনাকে অনুগ্রহ করলাম ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍নির্মাণ ব্লগকে ধন্যবাদ পাশে থাকার জন্য।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেনেট এর ছবি

নির্মাণ ব্লগকে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রায়হান রশিদ এর ছবি

"মুক্তাঙ্গন: নির্মাণ ব্লগ" এর পক্ষ থেকে পোস্ট লেখক হাসান মোরশেদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং সচল পরিবারের সবার প্রতি রইলো শুভকামনা। আশা করি শীঘ্রই সচলায়তন এ সমস্যা কাটিয়ে উঠতে পারবে। এ আপনাদের সংকল্পকে আরো দৃঢ় করবে বলেই আমাদের বিশ্বাস। নির্মাণের পক্ষ থেকে আমরা এবং ব্লগাকাশের বেশীর ভাগ মানুষই আপনাদের সাথে আছি জানবেন।

হাসান মোরশেদ এর ছবি

রায়হান রশিদ,
আপনাকে সচলায়তনের অতিথি দেখে ভালো লাগলো ।
আপনাদের সহমর্মিতা ও শুভ কামনার জন্য আবারো ধন্যবাদ ।

বাংলা ব্লগিং হোক শিকল মুক্ত
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

আমারব্লগ এর কর্তৃপক্ষও দেখলাম ঘোষনা দিয়েছেন ,

''যদি সত্যিই ব্লক হয়ে থাকে তাইলে আমারব্লগ সবসময় সচলায়তনের পাশে আছে।''

সচলের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করায় উনাদেরকেও এই পোস্টে একটা ধন্যবাদ দিতে চাই ।

আবার অনেকেই আমাকে জানিয়েছেন যে , অন্য একটি ব্লগ সাইটে এই সংক্রান্ত কোন খবর প্রকাশের বিরুদ্ধে খড়গ হস্ত হয়েছে । নিরাপত্তা রক্ষার্থে উনাদের অবস্থানকেও সম্মান জানাই ।

হাসান মোরশেদ এর ছবি

হ্যাঁ,নিরাপত্তা ভালো জিনিস ।
আর সচলায়তনকে ও বোধ হয় মরিয়া প্রমান করিতে হইবে যে সে বাঁচিয়া ছিলো ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

হাসি

When the Nazis came for the communists,
I remained silent;
I was not a communist.

When they locked up the social democrats,
I remained silent;
I was not a social democrat.

When they came for the trade unionists,
I did not speak out;
I was not a trade unionist.

When they came for the Jews,
I remained silent;
I wasn't a Jew.

When they came for me,
there was no one left to speak out.

হাসান মোরশেদ এর ছবি

এই ভিনভাষী কবিতাটি সুন্দর, অর্থবহ ও বটে ।
তবে আমার কাছে,আমাদের জন্য আমাদের ভাষার রবীবুড়োর গানটাই বেশী প্রাসংগিক মনে হয়ঃ

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে॥

যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা,
যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়---
তবে পরান খুলে
ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে॥

যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও অভাগা,
যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়---
তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে একলা দলো রে॥

যদি আলো না ধরে, ওরে ওরে ও অভাগা,
যদি ঝড়-বাদলে আঁধার রাতে দুয়ার দেয় ঘরে---
তবে বজ্রানলে
আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে॥

-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নিঘাত তিথি এর ছবি

"মুক্তাঙ্গনঃনির্মাণ ব্লগ"-এর প্রতি কৃতজ্ঞতা। শুরুতেই সৎ সাহস নিয়ে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে।

সেই সাথে "আমার ব্লগ"-এর অনেক ব্লগার যারা দুঃখ প্রকাশ করেছেন, আমাদের পাশে আছেন জানিয়েছেন- তাদেরও আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই দুঃসময়ে ক্ষতে আরো বেশি আঘাত করে "স্যাটায়ার" লেখে না এটাই আশার কথা।
-------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

স্যাটায়ার লিখেছে মনের ঝালের আগুনে ঘী দেয়ার জন্য। হা হা.. মজার ব্যাপার হলো সচলায়তনে লিখতে না পেরে দেখা যায় অনেকই বায়ুগ্রস্ত হয়ে পড়ে। কারো কারো সেটা উনপঞ্চাশ গ্রেডে পৌঁছেছে দেখে হাসিই পাচ্ছে।

দ্রোহী এর ছবি

নির্মাণ ব্লগের কথা জানা ছিল না।


কী ব্লগার? ডরাইলা?

ফারুক হাসান এর ছবি

তানভীর এর ছবি

ব্যান হওয়ার দিনেই সচলায়তনে সবচেয়ে বেশী সদস্য--

অনলাইনে সর্বাধিক সদস্য ২৪৫, সময় মঙ্গল, ২০০৮-০৭-১৫ ১৭:০৯

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

দৃশা এর ছবি

"মুক্তাঙ্গনঃনির্মাণ ব্লগ" রে কঠিন ধন্যবাদ।
দেশে ভেড়ার যেমন অভাব নাই ... সাহসী মানুষগোরও কোন কমতি নাই।

দৃশা

জ্বিনের বাদশা এর ছবি

মুক্তাঙ্গনঃনির্মাণ ব্লগ -- কে ধন্যবাদ ....
এটা সবারট কাঁধে কাঁধ রেখে লড়ে যাবার সময়
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সুবিনয় মুস্তফী এর ছবি

নির্মান ব্লগকে অশেষ ধন্যবাদ। ওদের অন্যান্য লেখালেখির ধরণও ভাল লেগেছে, ব্লগ লিংকে রাখার মত নতুন একটা বাংলা সাইট হলো। আর অন্যান্য ব্লগে কটাক্ষ-পোস্ট সম্পর্কে গতকাল হিমুই সবচেয়ে ভাল বলেছে। ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

ভূঁতের বাচ্চা এর ছবি

নির্মাণ ব্লগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ।

--------------------------------------------------------

অছ্যুৎ বলাই এর ছবি

ব্লগ পলিটিক্স শুরু না হইলেই হয়। নির্মাণব্লগকে ধন্যবাদ। কিন্তু আমি মনে করি কোনো ব্লগ পাশে এসে না দাড়ানো নিয়ে বিব্রত হওয়ার কিছু নাই। এটা ইনডিভিজুয়ালের ব্যাপার। কেউ যদি মনে করে সচলায়তন ব্যান হওয়াটা স্বাধীনতার হরণ, সে পাশে এসে দাঁড়াতে পারে, আবার কেউ যদি মনে করে সচলায়তন খুব খারাপ জিনিস, তারা ব্যান হওয়ায় উল্লসিত হয়, সো বি ইট। সময়ই বলে দেবে কোনটা ঠিক, কোনটা বেঠিক।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

টুটুল এর ছবি

আমি চাইনা কেউ আমার টুটি চেপে ধরুক। যতদিন বাচতে চাই স্বাধীন ভাবে বাচতে চাই। কথা বলতে চাই আমার মত করে। কন্ঠরোধে আমি হাসফাস করি।

সচল'এর পাশে আছি, থাকবো... শুভ কামনা রইলো সচল এর জন্য।

"মুক্তাঙ্গনঃনির্মাণ ব্লগ"-এর প্রতি কৃতজ্ঞতা পাশে থাকার জন্য।

পান্থ রহমান রেজা এর ছবি

ব্লগে আমি নবীন। বেশি হয়নি এর চেনার পরিধি। এই অল্প কয়দিনে আমি শুধু দু'টো বাংলা ব্লগের নাম জেনেছি। একটি সচল, আরেকটি সাম হোয়্যার। তবে সচলের ব্যান করার ঘটনায় আরো কয়েকটি সাইটের ঠিকানা পেলাম। চরিত্র - ধরণ বুঝে লেখা যাবে এগুলোতে। এতে তো দেখছি, ব্লগ আন্দোলনই এগিয়ে গেল কিছুটা।

কীর্তিনাশা এর ছবি

Amio dhonnobad janai nirman blog'ke .

---------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্বপ্নাহত এর ছবি

রায়হান রশিদ ওরফে শান ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

সবার প্রতি একটা অনুরোধ...দয়া করে কোন লিংক থাকলে তা আগের মতো না দিয়ে এইভাবে www.somewhereinblog.net/blog/vashudearblog/28821242 দিন। তাহলে কপি করে ওপেন করা যায়। দেশ থেকে আমরা যারা প্রক্সি দিয়ে ঢুকলাম তাদের জন্য সুবিধা হয়। কিন্তু কোন শব্দের পেছনে ঢুকিয়ে দিলে লিংকটা ওপেন হয় ঠিকই তবে প্রক্সি দিয়ে।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

রায়হান রশিদ এর ছবি

ব্লগারদের সদয় বক্তব্যের জন্য আবারো কৃতজ্ঞতা। একটু লজ্জায়ই ফেলে দিলেন বলতে হচ্ছে। পাশে দাঁড়ানোর ব্যাপারটা আসলেই খুব সামান্য ব্যপার। সত্যি, বিনয় করার জন্য বলছি না। এটা ব্লগারদের দায়িত্বের অংশ বলেই মনে হয়েছে "মুক্তাঙ্গন"-এর এবং সে অনুযায়ীই আচরণ করেছে সাইটটি। এ বিষয়ে আরিফ জেবতিক "১৯ নম্বরে" যে কবিতাটি উদ্ধৃত করেছেন, এর পর তো আর কোন কথাই থাকতে পারেনা।

আমরা সবাই এই পরিস্থিতির মধ্যে আছি। এখন বিভাজন কিংবা আত্মগ্লানির সময় না; পুরনো ক্ষোভ মনে ধরে রাখারও সময় না। দু:খজনক হলেও তার কিছু আভাস পেয়েছি গতকাল অনেকের আলোচনায়।

তবে হ্যাঁ, বিষয়টার সত্যাসত্য যাচাই করতে পারছিলাম না কেউই তা বোধ হয় সবাইকেই কিছুটা দ্বিধায় ফেলে দিয়েছিল শুরুতে। কারণ বিষয়টা credibility-র, যার গুরুত্বও খুব কম না প্রতিটি মানবাধিকার ইস্যুতে। আবার পরে মনে হয়েছে একটু ঝুঁকি না হয় নিলোই ব্লগাররা; ভুল হলে credibility-র না হয় কিছু ক্ষতিই হবে; কিছু অগ্রিম সতর্কতা যদি কোন বড় অঘটন প্রতিরোধ করতে পারে, সে প্রাপ্তির কাছে সামান্য credibility loss আর এমন কি ক্ষতি!

সবাই ভালো থাকুন।

স্নিগ্ধা এর ছবি

মুক্তাঙ্গন কে ধন্যবাদ! এই সুযোগে পরিচ্ছন্ন এই সাইটটির খোঁজ পেলাম, সেটাও একটা বাড়তি পাওয়া হলো!

রায়হান রশিদ এর ছবি

হাসান মোরশেদের কৃতজ্ঞতা পোস্টের জবাবে মুক্তাঙ্গনের ব্লগার রেজাউল করিম সুমনের এই নিবেদনটুকু আপনাদের ভাল লাগতে পারে। এখানে পুরোটাই তুলে দিচ্ছি:
=============

বাংলাদেশে ‘সচলায়তন’ নিষিদ্ধ হবার পর ওই ব্লগে আরিফ জেবতিক জার্মান কবি মার্টিন নিয়েমোলার (১৮৯২–১৯৮৪)-এর ‘১৯৩৮’ কবিতাটির একটি ঈষৎ পরিবর্তিত পাঠ উদ্ধৃত করেছেন। এই নাৎসি-বিরোধী ধর্মতাত্ত্বিক ও যাজক ১৯৩৭ সালে হিটলারের গেস্টাপো বাহিনীর হাতে গ্রেফতার হন; ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মিত্রবাহিনী তাঁকে মুক্ত করে।
অপর এক জার্মান-ভাষী কবি এরিশ ফ্রিড (১৯২১_১৯৮৯)-এর একটি কবিতা আমার অক্ষম অনুবাদে এখানে নিবেদন করছি।

দুর্বল

আবার ওরা আরো শক্তিশালী হয়ে উঠছে
কে?
ওরা

কেন ওরা শক্তিশালী হয়ে উঠবে?
ওদের হতে হবে না
ওরা তো শক্তিশালীই

কার চেয়ে শক্তিশালী?
তোমার চেয়ে
হয়তো শিগগিরই হয়ে উঠবে আরো অনেকের চেয়েই

ওরা কী চায়?
চায় আবারও
আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে

এ কথাগুলো কেন বলছ তুমি?
কারণ এখনো এসব কথা
আমি বলতে পারছি

এর জন্য তুমি কোনো বিপদে পড়বে না তো?
হ্যাঁ
কারণ ওরা আরো শক্তিশালী হয়ে উঠছে

তুমি এতটা নিশ্চিত হলে কী করে?
এই-যে তুমি বললে
আমার বিপদ হতে পারে

সৈকত আচার্য এর ছবি

@ অরুপ ও মুজিব মেহেদীঃ আপনাদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা। আপনাদের ব্লগে কখনো মন্তব্য দিই নি। কিন্ত সবসময়ই চোখ রাখি। তার একটা বড় কারন হল, আমার মনে হয়েছে, এই ব্লগটিতে যারা লিখেন বা মন্তব্য দেন তারা নিছক সময় কাটানোর জন্য এখানে আসেন না বরং একটা সামাজিক দায়িত্ববোধের তাড়না থেকে তারা লিখে যান এবং অন্যদের এনগেজ করার চেষ্টা করেন। আর একটা বিষয় আমার ভাল লেগেছে, তা হল এখানে কেউ বিকৃত, মনগড়া বাংলায় লিখেন না। কিছু কিছু সাইটে দেখা যায় প্রতিদিন ই অনেকে নতুন নতুন বিকৃত শব্দ তৈরী করছে এবং লিখছে। তার বিপরীতে আপনারা ভাল দৃষ্টান্ত দেখিয়েছেন। এজন্য আপনাদের সাধুবাদ জানাই।

মুক্তাংগনঃ 'নির্মান ব্লগ' সামাজিক দায়িত্ববোধ কোনভাবেই এড়াতে চায় না। সমাজের নানা অসংগতি ও অন্যায় সে তুলে ধরতে চায় সবার সামনে। মুক্ত আলোচনা ও তর্ক বিতর্ক চালিয়ে যেতে চায়। এই মতে বিশ্বাসী যারা সহযাত্রী ব্লগ ও প্ল্যাটফর্ম আছেন তাদের কোন দুর্দিনে পাশে দাড়ানোর ঘোষনা আমাদের কর্তব্যের অংশ বলেই আমরা মনে করেছি। আপনারা যত ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়েছেন তার তুলনায় কোন দায়িত্ব ই আমরা পালন করিনি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।