পদমস্তকহীনতা

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ১৫/১২/২০০৯ - ৫:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

অথচ আরো কতো গল্প হতে পারতো ইত্যবসরে

ছোট্ট শহরটা ছিলো দুই নদীর সংযোগে।মিষ্টি নদীগুলো ফুঁসে উঠলো হঠাৎ আক্রোশে।প্লাবনে ভেসে গেলো ছবির মতো শহর। অন্ধকার,বিদ্যুৎ নেই। স্রোতের প্রবল টান। রাস্তায় ভাসলো লাইফবোট। হেলিকপ্টার উড়লো। বাড়ীঘরের ছাঁদ ফুঁড়ে আতংকিত মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে এলো সুপারম্যানেরা।হা নিরাপদ আশ্রয়! মানুষের জন্য কোথাও কি তেমন কিছু আছে আসলে?
ব্রীজ ভেংগে পড়েছে। মহাসড়কগুলো হ্রদের মতো। মাইল কয়েক দূরে আপাতঃ নিরাপদ শহরে বসে টিভিতে জীবন্ত দেখি মৃত মানুষের মুখ। স্রোতের তোড়ে ভেসে গেছে পুলিশ অফিসার। পরদিন ছিলো তার জন্মদিন।
জন্মের সমস্ত দায় ঘুচিয়ে চলে গেছে সে। সে আমার সহনাগরিক ছিলো, আমাদের ছোট্ট শহরের একজন। বিপদগ্রস্ত পার্শ্ববর্তী শহরের গিয়েছিলো কর্তব্যে। হয়তো কোনদিন সুপারমার্কেটে দেখা হয়েছে, হয়তো কোনদিন কথা হয়েছে পাবে। হয়তো হয়নি। তবু ছেলের হাত ধরে যখন তার শেষ যাত্রার সংগী হই সহোদরের মতো অনুভব হয়।মুখের উপর হাজার বছর ধরে জমতে থাকা মৌলিক মুখোশগুলো ছিঁড়ে ফেলতে পারলে এই অনুভব আরো প্রগাঢ় হয়।

এরকম স্বপ্ন আরো বহু যুগ ধরে যিনি দেখেছিলেন, দেখিয়েছিলেন তিনি ও চলে গেলেন। কমরেড রায়’কে সুযোগ পেলে শেষবেলা এই প্রশ্ন করা যেতো-ওহে বুড়ো সত্যি করে বলুন তো শেষ নিঃশ্বাস পর্যন্ত যৌথ খামারের স্বপ্ন দেখতে পারতেন তো? এই যে বাপের জমিদারী লাটে তুলে দিয়ে জলদাসদের নেতা হলেন, ‘জাল যার জলা তার’ শ্লোগান তুলে আন্দোলন সংগ্রাম করলেন, পরাধীন-স্বাধীন সকল দেশেই জেলের ঘানি টানলেন, সামরিক সরকারের হুলিয়া মাথায় ঘুরলেন দীর্ঘ বছর- তো শেষমেশ কি পেলেন বলেন দেখি? নিজের নমিনেশন দিয়ে দিলেন শিষ্যকে, স্কুল মাষ্টার শিষ্য সাংসদ হয়ে পালটি খেলো, জলদাসের নেতা হলো ‘ওয়াটারলর্ড’ আর আপনার শেষ ভিটেটুকু শত্রু সম্পত্তির তালিকায়।কপ্টার ক্রাশে ফৌজি মরলে এই রাষ্ট্র শোক পালন করে আর আপনি কেবল পত্রিকার শেষের পাতার এক কলাম আড়াই ইঞ্চি!

আচ্ছা, সেলিনা পারভীন আপনি কি খুব সুন্দরী ছিলেন? বয়স কতো হয়েছিলো? ৪০ এর বেশী তো নয়। স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়েছিলো তো অনেক আগেই।একটা মাত্র শিশু পুত্র।কি একটা পত্রিকা সম্পাদনা করতেন যেনো? যুদ্ধ চলছে ঘোর, কতো মহারথীরা নিজেদের সাহস অঞ্জলী দিয়েছেন ঘাতকদের নোংরা বুটে আর আপনি? বোকা মেয়ে তখনো স্বাধীনতার কবিতা প্রকাশ করছেন! কিন্তু অসংস্কৃত, অসভ্য ঘাতকদের কাছে আপনার পত্রিকার খবর পৌঁছে দিলো কে? কোন সংস্কৃত, সভ্য কবি নয় তো যার নরোম থাবার নিচে হায়েনার নখর ছিলো কিংবা আছে?
আপনাকে কি ধর্ষন করতে করতে মেরে ফেলা হয়েছিল নাকি মারতে মারতে ধর্ষন করা হচ্ছিলো? আহা এই গল্পটা জানা গেলোনা আর!

জানা গেলোনা আরো কতো গল্প কতো অকারনে ফুরিয়ে গেলো কেনো?
অথবা ফুরোলোনা, কেবল তোড়াবন্দী হবেনা বলে জানিয়ে দিলো তারা। তাদের ছোট্ট হাত পা নড়ছে, তারা হাঁটতে শিখছে, কথা বলছে- কথাগুলো বানানো নয় মোটেও।


হয়তো শুনেছিলাম কখনও
কোথাও সেই আশীর্বাদপূত পর্বতদেশ র‌য়েছে,
যে পর্বতদেশ পৃথিবীর উচ্চতম স্থানে স্থিত,
কখনও যদি সেই পর্বতের শিখরে উঠে যাও,
তখন
একটিই আগ্রহ অবশিষ্ট থাকবে,
কখন তুমি শিখরদেশ থেকে নেমে নীচে
ওই গভীর উপত্যকায় ঘুরে বেড়াতে পারছ,
সেই জন্যেই তো ওই পর্বতটিকে
আশীর্বাদপূত পূন্যপর্বত বলা হয়ে থাকে
[জীব্রান-কহলীল জীব্রান]


মন্তব্য

তিথীডোর এর ছবি

এমন সব গল্পগুলো,মুখ বুজে পড়েই যাই শুধু.......................
--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

বালক এর ছবি

শুধু আপনি পারেন মোরশেদ ভাই এমন একটি লেখা দিতে।
ভালো লাগলো খুব।

*************************************************************************
"আমার কোনো নীল শার্ট নেই, ছিলো না কখনো__নীলিমা দেখেছি শুধু একাই__ নীল শার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি__ অথচ সমুদ্রেই ছিলাম আমি।"

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

স্নিগ্ধা এর ছবি

শিরোনামেই তো ব্যাখ্যা রয়েছে, তাহলে আর আক্ষেপ বা সংশয়ের কী থাকে, বলুন?

আপনার লেখায় 'মানবতা'টুকু খুব স্পষ্ট হয়েই থাকে, মানুষ হিসেবে আপনার অবস্থানও, অতএব। কিন্তু, মাঝে মাঝে কোন কোন লেখা বা মন্তব্য পড়ে ঠিক মেলাতে পারি না। ভাবছি আবার সেরকম সময় আসলে এবার নাহয় সরাসরি জিজ্ঞেসই করে ফেলবো, কী বলেন? হাসি

কনফুসিয়াস এর ছবি

শিলালিপি, পত্রিকাটার নাম ছিলো, যদ্দুর মনে পড়ে, ভুলও হতে পারে।

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রণদীপম বসু এর ছবি

যে প্রশ্নের উত্তর বুকের গোপন গভীরে থাকে, অসার জিহ্বায় এর কোন উত্তর হয় না। কিংবা আমরা উত্তর খুঁজে হয়রান হই শুধু। অথবা কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর সে নিজেই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দুর্দান্ত এর ছবি

এমন দিনে বিলিতি পুলিশ, সিলিটি কমরেড আর শিলালিপির সম্পাদিকা কে মনে করতে চাইছেন? তিনজনই বোকা মানুষ । নিজের খেয়ে পরের মোষ তাড়িয়ে শেষটায় হরিবল্‌ হরিবোল।

আমরা চালাক। আমাদের স্মৃতিতে এদের ঠাঁই দেবার জায়গা কোথায় বলুন?

নাগর_শরীফ [অতিথি] এর ছবি

এটাই আমার পড়া প্রথম আপনার কোনো লেখা
সময় করে আরো পড়তে হবে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

.................
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
সুহান রিজওয়ান এর ছবি

গোল্ডফিশের মেমোরি- আমার, অনেকের...

_________________________________________

সেরিওজা

তানবীরা এর ছবি

কতো কিছু এখনও জানার বাইরে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফ তাহসিন এর ছবি

নিজের নমিনেশন দিয়ে দিলেন শিষ্যকে, স্কুল মাষ্টার শিষ্য সাংসদ হয়ে পালটি খেলো, জলদাসের নেতা হলো ‘ওয়াটারলর্ড’ আর আপনার শেষ ভিটেটুকু শত্রু সম্পত্তির তালিকায়।কপ্টার ক্রাশে ফৌজি মরলে এই রাষ্ট্র শোক পালন করে আর আপনি কেবল পত্রিকার শেষের পাতার এক কলাম আড়াই ইঞ্চি

খুব ছুঁয়ে গেল মোরশেদ ভাই, মনটা কেমন তরল হয়ে গেল আপনার লেখাটা পড়ে।

আর হ্যাঁ, জানা গেলো না অনেক কিছুই।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ভণ্ড_মানব এর ছবি

কমরেড রায়, সেলিনা পারভীনদের জন্য শ্রদ্ধা।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

নাশতারান এর ছবি

শ্রদ্ধা

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আপনার লেখার ভঙ্গী বরাবরের মতো তীব্র শ্লেষাত্মক, চমৎকার। এই লেখাটাতে যদি আপনি এক এক করে এমন সব নাম যোগ করতে থাকেন তাহলে সেই তালিকা শেষ হবেনা। আপনি আপনার গোটা জীবনের সমান সময় ধরে লিখলেও শেষ হবেনা।

বিস্মৃতি আর অকৃতজ্ঞতাই সম্ভবতঃ জাতীয় বৈশিষ্ট্য হয়ে দাঁড়াচ্ছে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অবাঞ্ছিত এর ছবি

..................
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

সাফি এর ছবি

চমৎকার একটা লেখা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।