আজ আম্মার জন্মদিন

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ০৩/০৫/২০০৮ - ৬:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.

রক্তের ভেতরে অনুভব করছি নিঃশব্দে এগিয়ে আসছে ব্যাধ ।
না আমি সরে যাই!
বোধের ভেতরে আত্নহত্যার অনুরূপ এক প্রবণতা খেলা করে ।
না তুলে নিই কোন বর্ম!
তোমাকে যে জেনেছে ও হারিয়ে ফেলেছে কেবল সেই এখন বুঝবে
আমার এ মনোভাব ।

চারদিকে গ্রামগুলো উজাড়,কংকালে পরিনত স্বপ্নের সারস
পড়ে আছে খড় ও পালক ।
গাভীর বাথানে এখন অনবরত চলাচল করছে পিচ্ছিল সব সাপ,
ত্যাগ করছে খোলশ ।
উনোনে এখন আগুনগুলো নিভে গেছে অনেক আগেই এক ফুঁয়ে,
ভান্ডগুলো উপুড় এবং ভগ্ন ।

এই ঘোর কলেরার কালে আমি আর কার কাছে যেতে পারি,বলো?
--কেবল তুমি ও তোমার !

----------------------------------------------------------------

আজ আম্মার জন্মদিন ।
তাঁর স্মৃতিতে শ্রদ্ধা ।

[লাইন গুলো সৈয়দ হক এর ]


মন্তব্য

শেখ জলিল এর ছবি

বাংলাদেশ আজ এরকম মায়ের অভাব অনুভব করছে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ধ্রুব হাসান এর ছবি

তিনি যথাযোগ্য ইমামই ছিলেন জাতির। যোগ্য ইমামের(নেতা) প্রয়ানে শ্রদ্ধা......।
জননীর প্রয়াণে শ্রদ্ধা।জননীর প্রয়াণে শ্রদ্ধা।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অপরিসীম শ্রদ্ধা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

কোমল, শান্ত, কিন্তু আপোষহীন ও একরোখা ভাবে দাবী আদায় করা দেখিয়ে গেলেন। আফসোস, তীরে এনে দেওয়া তরীটা আমরা বাকিরা ভেরাতে পারলাম না।

রেনেট এর ছবি

মার জন্য শ্রদ্ধা।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সুমন চৌধুরী এর ছবি

কেন চেয়ে আছো গো মা
মুখপানে
এরা চাহে না তোমারে চাহেনা যে
আপন মায়েরে নাহি জানে
এরা তোমায় কিছু দেবেনা
মিথ্যা কহে সব কত কি ভানে.....



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আকতার আহমেদ এর ছবি

অপরিসীম শ্রদ্ধা !

ফকির ইলিয়াস এর ছবি

হাঁ , আজ আম্মার জন্মদিন । তিনি আছেন আমাদের মননে।

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন আম্মা


কি মাঝি? ডরাইলা?

তারেক এর ছবি

শুভ জন্মদিন আম্মা। বেঁচে থাকুন অনন্তকাল আমাদের মাঝে।

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সুজন চৌধুরী এর ছবি

আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

অতিথি লেখক এর ছবি

আজ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি।

সৈয়দ আখতারুজ্জামান

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুনি তিনি নাকি মৃত্তুর আগে এক চিরকুট লিখে গিয়েছিলেন... অনুরোধ করেছিলেন যে দেশের মাটিতে রাজাকারেরা সদর্পে ঘুরে বেড়ায়... সেই দেশে যেন তার কবর দেওয়া না হয়...
ইমেজের ভয়ে নাকি সেই চিরকুট লুকিয়ে ফেলা হয়... তাকে সেই মাটিতেই কবর দেওয়া হয় যেই মাটিতে রাজাকারেরা গাড়িতে জাতিয় পতাকা টাঙিয়ে ঘুরে বেড়ায়...
তাঁর শেষ ইচ্ছাটারেও আমরা সন্মান দেখাইতে পারলাম না...

______________________________________
পথই আমার পথের আড়াল

আরিফ জেবতিক এর ছবি

তাঁর জন্য দীর্ঘশ্বাস ।

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

বিপ্রতীপ এর ছবি

শ্রদ্ধাঞ্জলি...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি

পরিবর্তনশীল এর ছবি

এই উদাসী হাওয়ার পথে পথে...
যত মুকুলকলি ঝরে ।
আমি কুড়িয়ে নিয়েছি...
তোমার চরণে দিয়েছি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শ্রদ্ধা, ভালোবাসা ।

কনফুসিয়াস এর ছবি

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আহমেদুর রশীদ এর ছবি

সালটা ৯৩'র এপ্রিল ছিল বোধ হয়। শাহবাগ মোড়ে নির্মূল কমিটির এক সমাবেশে এক রাজনৈতিক নেতার বক্তব্য শুনে আমার মনে হয়েছিল এই আন্দোলন ব্যর্থ হবেই। পরে দেখলাম তা-ই হলো।

আম্মার জন্য শ্রদ্ধা।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

আহমেদুর রশীদ এর ছবি

সালটা ৯৩'র এপ্রিল ছিল বোধ হয়। শাহবাগ মোড়ে নির্মূল কমিটির এক সমাবেশে এক রাজনৈতিক নেতার বক্তব্য শুনে আমার মনে হয়েছিল এই আন্দোলন ব্যর্থ হবেই। পরে দেখলাম তা-ই হলো।

আম্মার জন্য শ্রদ্ধা।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শ্রদ্ধার সাথে স্মরণ করছি জননীকে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুশফিকা মুমু এর ছবি

শ্রদ্ধাঞ্জলি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

খেকশিয়াল এর ছবি

শ্রদ্ধাভরে স্মরণ করি জননীকে

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

---------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

অতিথি লেখক এর ছবি

শ্রদ্ধাঞ্জলি
-নিরিবিলি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।