তবুও ঈদ মোবারক

হাসিব এর ছবি
লিখেছেন হাসিব (তারিখ: শুক্র, ১২/১০/২০০৭ - ৩:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার ছোটবেলার এক প্রিয় মানুষরে কোন এক রোজার ঈদের দিন হারাইছি । তখন থিকাই ঈদ জিনিসটা ঠিক আনন্দ নিয়ে আসে না আমার কাছে । ছোটবেলার সেই শোক কাটায় ওঠা গেলেও কেমন যেন ঈদের আনন্দ আর আমার মধ্যে একটা পর্দা পইড়া গেছে । সকালে কোন একটা পুরনো একটা পাঞ্জাবি পাজামা পরেই নামাজটা শেষ করে সারাদিনের জন্য ঘুম ।

তো এই কৈরাই যাইতেছিল ঈদের দিনগুলা । সকালে নামাজ তারপর সারাদিন ঘুম । এরপর কি এক দুর্বিপাকে আয়া পড়লাম জার্মানিতে । আইলাম তো আইলাম তাও একটা ছোট্ট শহরে । শহর নিজেই গায়ে গতরে ছোট বৈলা কমিউনিটিও ছোট । প্রথম যেইবার ঈদ আইলো তখন আমি এখানে একেবারে নতুন । ঈদের সময় আসনের পর বুঝলাম এইখানে ঈদ কবে হইবো সেইটা নিয়া তুর্কাই আর আরবগো সবসময় দুইটা মত থাকে । আর তার কোনটাই চাদ নির্ভর মত না । আর আমরা নিজেরা চাদ দেইখা ঈদ করুম সেইটাও সম্ভব না । শীতকালে মেঘের কারনে চাদ দেখা যায় না এখানে । তো বাঙ্গালিগো মইধ্যে সৌদি সমর্থক গোষ্ঠি বলবান হওয়ায় সৌদিগো সাথেই ঈদ করা হইতো ।

তো যা কৈতে ছিলাম । নতুন আইছি বৈদেশে । ভাবচক্কর বুঝি না তেমন একটা । দেশী ভাইরা জানাইলো ঈদের নামাজ পড়তে যাইতে হইবো ট্রেনে কৈরা পাশের শহরে । আরব মসজিদে । সকালে বাসে কৈরা হাউপটবানহফ । তারপর ট্রেন ধৈরা মসজিদ । মসজিদ আসলে আমরা আদর কৈরা ডাকতাম । কুলটুর সেন্টার বা সাংস্কৃতিক কেন্দ্র ছিলো ঐটা । ঐ ঈদের কয়েকদিন পরই জার্মান সরকার সন্ত্রাসবাদের সাথে যোগাযোগ থাকায় ঐ সেন্টার বন কৈরা দেয় । এরপর থিকা আরবরা ওগো কারো গ্যারেজে প্রলেতারিয়েত স্টাইলে নামাজের আয়োজন করে । লাদেন কাগুর লগে যোগাযোগের কারনে সৌদিগো থুইয়া এখন আমাগো পাল্লাটা তুর্কাইগো দিকেই ঝুকে বেশী । কিন্তু পাল্লা তুর্কাইগো দিকে ঝুকলেও ঈদের আগের রাইতটাতেই আসলে আমাগো ঝগড়াঝাটি কৈরা ডিসাইড করতে হয় কাগো কুলটুর সেন্টারে যামু । কুন সেন্টারে মামুগো নজর কম । কুনখানে গেলে টেররিস্টগো লগে এক কাতারে নামাজ পড়তে হইবো না ।

যাউগ্গা কাহিনীতে আসি । সেই ঈদে সকাল বেলা সকাল সকাল উইঠা বাসের জন্য হাটা দিলাম । হাইটা ১ থিকা দেড় মিনিট দুরত্বে বাসস্টপেজ । নতুন আইছি বৈলা তখনো জানতাম না এইখানে সকালের প্রথম বাসগুলা আর রাইতের শেষ বাসগুলার টাইম একটু এদিক ওদিক হয় । কপালে ছিলো বৈলা সেইদিন বাস আইলো আগে আগে । চক্ষের সামনে দিয়া দেখলাম ড্রাইভার মামু (পরে জানছি হালায় শহরের সবচেয়ে খতরনাক মামু) বাস লয়া আগে আয়া আগে চইলা গেলো । দৌড়ায় ধরতে পারলাম না । এরপরের বাস ধৈরা করলাম ট্রেন মিস । পুরা আনুশেহর নামাজ আমার হইলো না আমার টাইপ অবস্থা । নামাজ মিস কৈরা যথারীতি শুকনা মুখে সারাদিন ক্লাস কৈরা তারপর সন্ধায় সবার সাথে আড্ডা । আর সেই সাথে অমানুষিক স্কেলে রান্না বান্না খাওয়া দাওয়া ।

আমাগো এই কন্টিনেন্টাল ইউরোপে বাঙ্গালিগো ঈদের চেহারা মোটামুটি এইরকমই । সারাদিন কামলা দিয়া রাইতের বেলা বেদম খাওয়া দাওয়ার সাথে আড্ডা । ঈদ কপাল জোরে উইকএন্ডে পড়লে রান্নাআড্ডার দৈর্ঘ্য এক বেলা বাড়ে । অনেক সময় ঈদের খাওন দাওন আড্ডাটা উইকএন্ডের দিকেই বাধ্য হইয়া ঠেলতে হয় ।

এখন যেই শহরে থাকি সেইখানে সবেধন নীলমনি আমি একাই বাঙ্গালি মুসলমান হিসেবে বিরাজ করি । এদিককার বাঙ্গালি কমিউনিটির লুকজন কমতে কমতে এতো কমছে যে কাইলকা আমারে একাই নামাজ পড়তে হাটা দিতে হইবো সকাল সকাল । রাইত বাজে অনেক । এখনো পর্যন্ত জানি না কৈ নামাজ পড়ুম - তুর্কাইগো কুলটুর সেন্টারে নাকি কোন আরবের বাসার গ্যারেজে । আগের বার পন্ত এর ওর সাথে ঝগড়া ঝাটি তর্ক বিতর্ক করছি কোথায় নামাজ পড়া হইবো এই নিয়া । তারপর যাই হোক একটা ডিসিশন নিয়া রওনা দিছি সকালবেলা একসাথে । এইবার সেই ঝগড়া করার লুকও নাই । তো না থাকুক । অসুবিধা নাই । সকালে বাইরামু । গেট থিকা একটু সামনে যামু । বাসার দিকে ফিরমু ।ঘুমন্ত পড়শিগো জানলার দিকে তাকামু । তারপর চিক্কুর পাইড়া কমু - ঐ শালারা , উঠ ঘুম থিকা । আইজকা ঈদ । ঈদ মোবারক ।



হাউপটবানহফ – শহরের মূল ট্রেইন স্টেশন ।
কুলটুর - কালচার


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভাল্লাগছে। এইরকম প্রবাসী-বাসি ঈদ ছাড়াই বা আমাগো গতি কি?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হাসিব এর ছবি

কিছু করার নাই তবুও ভাল্লাগেনা ক্যান জানি ।

অয়ন এর ছবি

আপনারেও ঈদ মোবারক।

হাসিব এর ছবি

আপনেরেও ঈদ মোবারক । ভালো কথা, আপনে কি মুনতাসির হাসান ?

অয়ন এর ছবি

জি হাসিব ভাই।

হাসিব এর ছবি

লন্ডনের কথা বহুত শুনছি । একবার দেখতে যামু দেখি ।

হাসান মোরশেদ এর ছবি

ঈড মোবারক । আপনার এই কষ্টসাধ্য নামাজ কবুল হউক চোখ টিপি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসিব এর ছবি

আধা ঘন্টা বাস জার্নি কৈরা ১ রাকাত নামাজ ধরতে পারছি । বেসমেন্টে বয়া নামাজ পইড়া আইলাম ।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ঈদ মোবারক মামু ...

মন খারাপ করা লেখা, কিন্তু ভাল্লাগছে পড়তে স্বীকার করতেই হবে ...

হাসিব এর ছবি
অতিথি লেখক এর ছবি

হুমমম। এভাবে ইদ করা আর নামাজ নিয়া টানাটানি আর কত দিন! মনে কয় ............

যাই হোক ইদ হোক মধুময়। সারাদিন কাটুক মনের আনন্দে।

হাসিব এর ছবি

মনে কয় যামু গিয়া দ্যাশে ..

জ্বিনের বাদশা এর ছবি

ঈদ মুবারাক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হাসিব এর ছবি
মুহম্মদ জুবায়ের এর ছবি

হাসিব, অন্যদের লেখায় আপনার মন্তব্যগুলো খুব আগ্রহ নিয়ে পড়ি। নিজের লেখা লেখেন না।

কয়েকদিন আগে ভাবছিলাম, সচলায়তনে কেউ কেউ আছেন যাঁরা নিজে লেখার ব্যাপারে ভয়াবহ অলস বা উদাসীন। তখন আপনার নামটা সবার আগে মনে এসেছিলো। সচলায়তনে প্রায় গোড়া থেকে আছেন, তবু এটি সেই অর্থে আপনার তিন নম্বর পোস্ট (ফরম্যাটিং বিষয়ে লেখাটি ধরলে চার)।

এতো কম লেখেন কেন?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

হাসিব এর ছবি

আমি লেখক না । তাই কম লিখি । তবে দেখি শুরু করা দরকার ।

বিপ্রতীপ এর ছবি

তবুও আপনার ঈদ ভালো কাটুক ...

সৌরভ এর ছবি

কিছু করনের নাই।
ঈদের নামাজ শ্যাষ কবে পড়সি, মনে নাই।
আর অবশ্যই কোথথাও যামু না।

অন্য প্রসঙ্গ, আপনারা কিছু সচল দেখি হাইবারনেটিং অবস্থা। লেখেন না।
একটা লেখা পোস্ট দিলে প্রথম পাতা থাইকা যাইতে তিন দিন লাগে। বড়ই লইজ্জ্বা লাগে। হাসি বোঝেন না?


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

জ্বিনের বাদশা এর ছবি

ঐ পুলা, তুমার ভাবী কষ্ট কইরা দুইদিন ধইরা রান্নাবাড়ি করতাছে, আর তুমি কও কোথাও যাইবানা! মন খারাপ
কাইলকা বারোটার মইধ্যে হাজির হওয়া চাই ...এবার তোমাকে কিছু করতে হবেনা চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সৌরভের মফস্বল শহরটা খুব ভালো, নামী দামি লোকজন ডেকে ডেকে দাওয়াত দেয়।
আর আমি এমন এক অজপাড়া গাঁয়ে থাকি, কেউ খবরও নেয় না। মন খারাপ

হাসিব এর ছবি

দেশে থাকলে যে কি শান্তি সেইটা যদি বুঝতেন ..

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঠিক বলেছেন, হাসিব ভাই হাসি

সৌরভ এর ছবি

দেঁতো হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

হাসিব এর ছবি

জিনিসটা অন্য দিকদিকদিয়াও দেখা যায় । যেমন ধরেন ফালতু লেখা একটাও নাই বৈলা সবগুলা লেখার ওপরই মনোযোগ দেয়া যায় । আমার যেই পরিমান ব্যাকলগ জমছে তাতে আগামী এক মাস ফুল টাইম সময় দিয়াও সব লেখা পৈড়া শেষ করন যাইবো না । অনেক লেখা আছে যেইগুলা আবার দুইতিনবার পড়া লাগে । তো এধরনের লেখা ফ্রন্ট পেজে থাকলেও সমস্যা দেখি না ।
আর হাইবারনেটিং পজিশনের 'সচলায়তন-কারন' হৈলো এখানে যেই মানে লেখকরা লেখেন তাতে তাদের সামনে কোন লেখা তুলতে একটা সংকোচ চইলা আসে । আর ঐ পাড়ার ঘটনা সবাই জানি । ঐ নিয়া কথা না তুলি ।

দিগন্ত এর ছবি

আমি আগে থেকেই সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। আগেরবারের মত এবারে ঢাকায় ঈদ কাটানো গেল না, তবে পরের সপ্তাহে আমি নিশ্চিত আসছি ঢাকায়। পূজোয় ... প্রথম ঢাকার পূজো দেখব।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

হাসিব এর ছবি

- কলকাতার পুজো যাবার ইচ্ছাও আমার অনেক দিনের । সময় সুযোগ করতে হবে কোনএকদিন ।

- ঢাকায় পুজো দেখতে গেলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যাবেন স্বরসতি (বানান ঠিক হলো তো ?) পুজো দেখতে । ঢাবির একজন প্রাক্তন ছাত্র হিসেবেই আমি আপনারে ওখানে দাওয়াত দিলাম ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেকদিন পরে হাসিব ভাইয়ের লেখা পড়লাম। ধন্যবাদ ও শুভকামনা।

হাসিব এর ছবি

- হ । বহুত দিন পর কিছু লিখলাম । ঈদ মোবারক ।

- আপনার এই পর্যন্ত যতোগুলা ছবি দেখছি সবগুলাতেই আপনার জুনিয়ার আছে । কিন্তু আপনার ছেলেরে নিয়া পোস্ট দেখছি বলে মনে পড়তেছে না । ওর নাম কি ?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

খাইছে!
হাসিব ভাই কয় কি???
আমার ছেলে কোত্থেকে?
আমার ছবি কোথায় দেখলেন??
ভাইরে কারো সাথে গুলায়ে ফেলছেন!!!

হাসিব এর ছবি

হমম. মিসফায়ার হৈছে । নজমুল আলবাবের ছবির সাথে আপনেরে গুলায়া ফেলছি । তয় যা কৈছি কৈছি । কবুল কৈরা ফালান । মাইনষে যদি জানে আপনের পুলাপান আছে তাইলে পরে কেউ আপনের বিয়ার দাওয়াতের কথা কৈবোনা । অনেক কম খরচায় বিয়া সারতারবেন ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হ। বিয়ার বাজারে আমার মার্কেট ভ্যালু জিরো করার চেষ্টায় আছেন! কোন আদালতে বিচার দিই, সচলবাসী জেনে রাখুক। মন খারাপ

সৌরভ এর ছবি

কন কি শিমুল, ভাবিরে কয়্যা দেবো, আপনি এইরকম ব্যাচেলর সাজতেসেন কেনো? খাইছে


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সৌরভ, আপনার শালীর সাথে আমার বিয়ের ব্যাপারটা এখনো প্রস্তাব পর্যায়ে আছে। চূড়ান্ত কিছু হয়নি।
আজব! আপনি নিজের শালীকে ভাবী ডাকছেন?

নজমুল আলবাব এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সৌরভের শালীর নামটা খুব সুন্দর!

হিমু এর ছবি

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈঈঈঈঈঈদ ...।

ঈদ মোবারক। ঘ্যাজম্যাজ করে লিখে যান।


হাঁটুপানির জলদস্যু

রেজওয়ান এর ছবি

ঈদ মুবারক সবাইকে।

হিমু-সুমনের আজকের ঈদ-মেনু কি?
×××××××××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

হাসিব এর ছবি

কাসেলে তো পোলাপাইন কাপায়া দিবো আইজকা । আমি এইখান থিকাই গন্ধ পাইতেছি ।

আরশাদ রহমান এর ছবি

ঈদের শুভেচ্ছা। কয়জন পড়শীরে ঘুম থেইক্কা উঠাইলেন জানাইয়েন হাসি

হাসিব এর ছবি

এরা উঠলেও চুপ কৈরা থাকবো । বেশী বিরক্ত হৈলে পুলিশ ডাকবো ।

অতিথি লেখক এর ছবি

পুলিশ ডাকলে ডাকব, মামুরা আইলে তাগোর এগেন্সটে ঈদ পালন না করার অভিযোগে তাগোরেই গেরেফতার, তারপরে সবগুলারে লইয়া লন্ডন আইয়া পড় বাহে।
ফরিদ লন্ডনীঃ)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।