আমার ব্যথার পূজা হয়নি সমাপন

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ১৫/১২/২০০৭ - ১২:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১৯৭১ সালে পাকিস্তানী সেনাবাহিনী, বিহারী মিলিশিয়া-আলশামস ও বাংলাদেশী হন্তারক রাজাকার-আলবদর বাহিনীর হাতে নিহত, আহত বা নির্যাতিত মানুষদের স্বজনেরা এখনো বেঁচে আছেন অনেকে, যাঁদের চোখের সামনেই হয়তো ঘটেছে সে নৃশংস, মর্মান্তিক সব অত্যাচার।

যাঁদের সুযোগ আছে, তাঁরা আমাদের জানান সেসব কথা। জানান লেখায়, কথায় বা দৃশ্যে। বাংলা বা ইংরেজিতে লিখুন, অডিও সাক্ষাৎকার দিন, ভিডিওতে ধারণকৃত বক্তব্য দিন। এগিয়ে আসুন, জানান আপনার সন্তানদের, কিভাবে তাদের পূর্বসূরীরা পাকিস্তানী সেনাবাহিনী আর তাদের এদেশীয় দোসরদের হাতে অত্যাচারিত হয়েছে।

আপনার নীরবতাই সুযোগ করে দেয় হায়েনার উল্লাসকে। চুপ করে থাকবেন না আর।

"আমার ব্যথার পূজা হয়নি সমাপন" প্রকল্পের আওতায় সচলায়তনের সদস্যরা স্বপ্রণোদিত সাক্ষাৎকার সংগ্রহ, বিশ্লেষণ ও পোস্ট করতে পারেন। আমি বিশ্বাস করি সচলায়তন এই বিবরণসমূহ ধারণ ও প্রচার করতে সক্ষম ও উৎসুক।

আপনাদের মতামত জানান।


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

স্বাগত জানাই।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অতি প্রশংসনীয় পদক্ষেপ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

থার্ড আই এর ছবি

আছি।
--------------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধ্রুব হাসান এর ছবি

এ নিয়ে সচলে ধীরে ধীরে আলাদা একটা ভার্সুয়াল গ্যালারী করা গেলে ভালো হতো । যুদ্ধাপরাধীদের বিচার ও তাদের উত্তরসূরীদের দুনিয়ার প্রতিটি অঞ্চলে অঞ্চলে প্রতিরোধ করতে হলে প্রতিনিয়ত আমাদের তথ্যের সংগ্রহশালাটাকে সমৃদ্ধ করা চাই। তবে শুরু হোক এই জয়যাত্রা আজ থেকে!

domestic saint এর ছবি

সচলের ব্যানারে দেখলাম লেখা, 'একাত্তরের ঘাতকদের বিচার চাই'। আমি বিচার চাই না, চাই ওদের মৃত্যুদন্ড...। স্বাগত জানাই "আমার ব্যথার পূজা হয়নি সমাপন" প্রকল্পকে ...আছি সাথে......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এটার ইম্প্যাক্ট অনেক সুদূর প্রসারী হতে পারে। সবাইকে অংশগ্রহন করার আহ্বান জানাই। সচল হয়ে উঠুক সচল প্রতিবাদের আগ্নেয়গিরি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুব লীলেন এর ছবি

৯২ তে আমার নেয়া কয়েকটা সাক্ষাতকার ছিল
ছাপা হয়নি কোথাও
ওগুলো আমি জড়ো করতে পারি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অবশ্যই জড়ো করুন। অডিও, ভিডিও যে কোন ফরমেটে হলেও চলবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

অসম্ভব ভালো একটি উদ্যোগ। সাথে আছি... সবসময়।


কি মাঝি? ডরাইলা?

লুৎফুল আরেফীন এর ছবি

সাক্ষাত্কার ছাড়াও এই প্রসঙ্গে চেতনা উদ্দীপক লেখা (যেমন প্রবন্ধ) কি লেখা চলবে?

হিমু এর ছবি

আমার মনে হয় আমরা কোন সাদামাটা ওপেন সোর্স ভয়েস রেকর্ডিং সফটওয়্যারের লিঙ্ক সংযোজন করতে পারি। একেবারেই অপটিমাল বিট রেটে রেকর্ড করার পদ্ধতিটিও জানিয়ে দিই। তাহলে যাঁদের হাতের নাগালে কমপিউটার আছে, তাঁরা নিজেরা বা পরিচিতজনের অডিও ইন্টারভিউ সংগ্রহ করতে পারবেন। ভিডিও ইন্টারভিউ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অনুমতিসাপেক্ষে ইউটিউবে আপলোড করে লিঙ্ক দেয়া যেতে পারে।

চেতনাউদ্দীপক লেখা অবশ্যই চলবে, তবে পাশাপাশি পরিচিত স্বজনদের, যাঁরা সেই ঘটনাসমূহের প্রত্যক্ষদর্শী, তাঁদের ব্যক্তিগত সূত্র ধরে উদ্বুদ্ধ করাই জরুরি।


হাঁটুপানির জলদস্যু

অতিথি লেখক এর ছবি

আপনার উদ্যোগকে স্বাগত জানাই। যদি কিছু সংগ্রহ করতে পারি, অবশ্যই আপনাকে পাঠিয়ে দিবো।
গৌতম

অমি রহমান পিয়াল এর ছবি

আছি।
and i have some footage


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

হিমু এর ছবি

আপনাকে গোণার মধ্যে ধরাই থাকে। কষ্ট করে আছি বলার জন্য ধন্যবাদ। ফুটেজের অপেক্ষায় আছি সবাই।


হাঁটুপানির জলদস্যু

অমি রহমান পিয়াল এর ছবি

http://www.youtube.com/watch?v=TBocPMi3LbY


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

বিপ্রতীপ এর ছবি

উদ্যোগের জন্য ধন্যবাদ...

আমার কাছে বেশ কিছু ছবি আছে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

স্টিকি ছুটিয়ে দিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বিজয় কাহিনী দেয়া যাবে? আমি আজই একটা লেখা পেলাম, সান্তাহার বিজয়ের কাহিনী। এটা কি বইয়ের পাতা হিসেবে দিতে হবে? অথবা কিভাবে কোথায় দেব?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সমবেত।

অছ্যুৎ বলাই এর ছবি

চমৎকার আইডিয়া।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সাক্ষী সত্যানন্দ এর ছবি

এই উদ্যোগটির কি হল পরবর্তীতে? কোন সংগ্রহ হয়ে থাকলে তা কি প্রকাশিত হয়েছে?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।