বদ্দার জেয়াফত

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ০৮/০২/২০০৯ - ১০:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বদ্দার বিয়ের সীজনে আমি কাম্লা নিয়ে ব্যাপক ব্যস্ত ছিলাম। গায়ে হলুদ হয়েছিলো, কিন্তু থাকতে পারি নাই। বিয়ের দিন অফিশিয়াল ক্যামেরাম্যান হিসাবে সকালে গিয়ে দেখি বদ্দা এক্টা ময়লা পাঞ্জাবি পরে ব্যাপক ব্যাজার মুখে ঘুরঘুরায়মান। বলাই অফিশিয়াল ভিডিও ক্যামেরাম্যান। আসরে আরো উপস্থিত কাসেলের পুরনো বন্ধুরা।

ফোনের ওপাশ থেকে কাজীর অনুরোধ ভেসে এলো, দোয়া পড়ার জন্য।

বদ্দা বললেন, "হুঁ হুঁ ম্নামম্নামম্নামম্নামম্নাম ...।"

ওপাশ থেকে ভেসে এলো বিভিন্ন বয়ান। অবিকল সেই তাজুলের তেলের দোকানে বসিয়া ... ।

বদ্দা অস্বস্তি নিয়ে ডাইনে বামে তাকায়। আমি ছবি তুলি। বলাই ভিডিও করে।

এরপর ভেসে এলো কবুলের আহ্বান। এবার বদ্দা বেশ বুলন্দ গলায় বললেন, হুঁ, কবুল বলছি। দান দান তিনদান।

বিয়ের পর আমরা বললাম, বাহ বেশ, অভিনন্দন। এইবার ভেড়ার গোস্ত চড়াইয়া দ্যান, প্রবল খিদা লাগসে।

বদ্দা, বেচারা, বিবাহিত জীবনটা শুরুই করলো ভেড়ার গোস্ত রান্না করতে করতে।

দ্যাখেন সবাই। দেখে শিখেন।

ভেড়ার গোস্ত

আর ঘন্টা দেড়েক বসেন

শরাব

মদ, জুয়া, প্রভৃতি তাগুতি কর্মকান্ড

হিস্পানি গুলাবি শরাব

শরাব আছে, শাবাব নেই

জুয়ার আড্ডা

কাচ্চি চুলায়, টেবিলে কাচ্চু

ভেড়ার গোস্ত

ভেড়ার গোস্ত মোটামুটি সাইজে আসছে

গুলদস্তাঁ

এক কোণে বেচারা এক ফুলের তোড়া, বিয়ারের গ্লাসে


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

যাক। সবাই চলি যাক।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

হাসিব এর ছবি

ঐ ছবিটা দিবা নাকি?

হিমু এর ছবি

না, খোমার ছবি প্রকাশ নিষেধ।


হাঁটুপানির জলদস্যু

আরিফ জেবতিক এর ছবি

আপনারা এতোগুলা টেকী লোক থাকতে বদ্দা কি না টেলিফোনে সেই "মিডিলইস্টের পাত্র " যুগীয় বিয়া করলেন ?

তাইলে সচলায়তনের আড্ডঘর , পডকাস্ট এসব জিনিষ কষ্ট কইরা যে অরূপ-মুর্শেদ গং বানায় , তাদের কাজ কি হুদা নষ্ট হবে ?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আপনাকে উত্তম জাঝা।
সেইতো কথা। বদ্দা তো আর মিডিলিস্ট থাকে না।
তাকে অস্ত্রপাতি ছাড়া শুধু টেলিফোনের ভরসায় বিয়া দিল কেডা? কারা এই ঝন্ত্রের পেছনে তা ঝাতি ঝানতে চায়।

অন্য কিছু বাদ। লাইভ ভিডিও শেয়ারিং করার কায়দা তো আমার মত নন-টেকি লোকও জানি।
কী কী মোবাইল যন্ত্র থাকলে বদ্দা সচল সচিত্র ফোনালাপ করতে পারবে আয়শার সাথে তার একটা লিংক দিলাম। ট্রাই কইরা দেখেন। খ্রাপ না।

http://qik.com/info/supported_phones
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হিমু এর ছবি

ধন্যবাদ। এটা ছুটুদের কাজে আসতে পারে হাসি ...


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি
সবজান্তা এর ছবি

হিমু ভাই, আমি তো প্রেমে পরে যাচ্ছি ...

আপনার ক্যামেরার।


অলমিতি বিস্তারেণ

কারুবাসনা এর ছবি

এমন বিয়ে মাখে মাঝেই হোক।
শান্তি, শান্তি

অনেক যুগলের ভেতর।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

এনকিদু এর ছবি

ভেড়ার মাংসের সাথে কি ঐটা ? আঙ্গুরের রস ? যবের রুটি নাই ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পুতুল এর ছবি

বর কনের এক্কান ফটু যদি দিতেন!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সুমন চৌধুরী এর ছবি

হুম।

২৫ ডিসেম্বর।

যিশুর জন্ম। আমার মৃত্যু।



অজ্ঞাতবাস

তানবীরা এর ছবি

বরযাত্রী ছাড়া বিয়ে করলো বদ্দা, আমরা কি মইরা গেছলাম, খেলুম না ছাতা

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতিথি লেখক এর ছবি

মন্দ তো কিছু দেখছি না,বরং ভালো যা বুঝছি বদ্দার বউ এর ভবিষ্যত ভালো,রান্নার চিন্তা অন্তত পার্লারে বসে করতে হবে না। জিও বদ্দা।
মেঘ
আমার দুটি ব্লগ
http://khujefera.blogspot.com
http://tumirobenirobe.blogspot.com

তারেক এর ছবি

বিয়ের খানাখাদ্য খাইতে মঞ্চায় মন খারাপ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

স্পর্শ এর ছবি

'বদ্দিদি' আবার এইসব 'মজমা' দেখে হালুম না বলে!! ইয়ে, মানে...
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

পান্থ রহমান রেজা এর ছবি

ক্যামুন বিয়া-বিয়ের মিষ্টি দেখছি না যে!

শামীম এর ছবি

জীবিত হইতে বিবাহিত-তে রূপান্তরের (তাও কিনা ফোন্দিয়ে) শোকে সামিল হইলাম।

দোয়া করি, সুমন চৌধুরী এই ধাক্কা সামলিয়ে উঠবেন।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

মাল্যবান এর ছবি

আমার মত ইতরজনের জন্য বিবাহ টিবাহ ব্যাপার না, আমার নজর মাংসের হাঁড়ির দিকে।

জ্বিনের বাদশা এর ছবি

নাহ, আপনে লোকটা আসলেই খ্রাপ! হাসি
খালি খাউন-দাউনের ছবি দেন!! তার ওপর আবার শিরোনাম দিলেন "বদ্দার জেয়াফত", আমার তো আত্মায় কামড় দিয়া উঠলো, কি না কি! চোখ টিপি
বদ্দারে লেজ কাটার অভিনন্দন। তাড়াতাড়ি লেজের ক্ষত শুকিয়ে যাক চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অছ্যুৎ বলাই এর ছবি

এইসব কবে ঘটলো?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

স্বপ্নাহত এর ছবি

ঠিকাছে দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

দৃশা এর ছবি

যতসব বেশরম বেগেয়রেত বেহায়া বেআব্রু বেতুমুজ বেপর্দা বেফরমানি ছবি সব।
ছি ছি ! ছি! ছি!
-------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

৫ নম্বর ছবির মানুষ্টা ক্যাঠা?

হিমু এর ছবি

৫ নম্বরে তো ভেড়া দেখি স্যার।


হাঁটুপানির জলদস্যু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এহ!
মিস্টেক হইছে বস্‌।
৪ নম্বর, ঘুমটাওয়ালা...

হিমু এর ছবি

হইবো কেউ একজন। পরহেজগার। নামাজ পড়ে। রোজা রাখে। যাকাত দেয়। ইচ্ছা আছে হজ করতে যাবে। কেন স্যার? কারো কথা মনে পড়লো নাকি?


হাঁটুপানির জলদস্যু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সত্য কইরা কন উনি কে, আমার কেমুন জানি টেনশন লাগতেছে...। বলাই'দারে অনেকদিন দেখি না।

ধুসর গোধূলি এর ছবি

- টেনশন তো আর হুদামুদা হয়না। হিমু তার জনৈক পোস্টে জনৈক দিবসে কিঞ্চিৎ আভাস দিছিলো, দক্ষিণ গোলার্ধের কেউ হৈলেও হৈতে পারে! তয় এইটা একটা অসমর্থিত সূত্র। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সুমঞ্চৌধুরীর চ্রম খ্রাপ স্ময় কাইটা গিয়া চ্রম ভালু স্ময় আসুক হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।