উদ্ভটি উভচর

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
লিখেছেন সবুজ পাহাড়ের রাজা (তারিখ: সোম, ১৭/০৯/২০১২ - ১০:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ছবি দেখে নিশ্চয় খুব অবাক হয়েছেন? ভাবছেন রাজা বাবুর কি মাথা নষ্ট হয়ে গেল?
শেষ পর্যন্ত ব্লগে শিশ্নের ছবি পোস্ট করল?

উপরে যে ছবিটি দেখছেন তা আসলে উভচর গোত্রীয় স্যাসিলিয়ান পর্বের একটি প্রাণী। এই প্রাণীর ইংরেজী ও বৈজ্ঞানিক নাম 'Atretochoana eiselti'। বাংলায় নাম দিলাম 'উদ্ভটি উভচর'।

এই বছরের (২০১২) আগস্টে একটি খবর বেশ কয়েকটি পত্রিকায় ছাপা হয়। আর, তা হল, সর্পাকৃতির শিশ্নদর্শন এক নতুন প্রজাতির উভচর প্রাণীর সন্ধান পাওয়া গেছে। এই নতুন সন্ধান পাওয়া প্রাণীটিই হল 'উদ্ভটি উভচর'।


উদ্ভটির মাথার খুলি

১৯৬৮ সালে প্রথম এই প্রাণীর কথা উভচর প্রাণী বিশারদ এডওয়ার্ড হ্যারিসন টেইলার বর্ণনা করেন।
২০১১ সালের আগে জীবিত কোন 'উদ্ভটি'র সন্ধান পাওয়া যায়নি। শুধু মাত্র দুটো মৃত স্ত্রী 'উদ্ভটি'র নমুনা ছিল। একটি নমুনা (প্রায় ৭৪ সেমি, দীর্ঘ) ছিল অস্ট্রিয়ার ভিয়েনার প্রাকৃতিক ইতিহাসের জাদুঘরে, অন্য নমুনাটি (প্রায় ৮১ সেমি, দীর্ঘ) ছিল ব্রাজিলের ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে। দক্ষিণ আমেরিকার ব্রাজিল হতে নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল।
২০১১ সালের জুনে ব্রাজিলের বেলেমে 'উদ্ভটি' দেখা গিয়েছে বলে শোনা যায়। তবে, কোন নমুনা সংগ্রহ করা যায়নি।
২০১১ সালের নভেম্বরে ব্রাজিলের রনডোনিয়ার মাদেয়রা নদীর একটি অংশে হাইড্র্রো-ইলেকট্রিক বাঁধ নিয়ে কাজ করার জন্য পানি সেঁচা হলে নদীর তলদেশে ছয়টি জীবিত 'উদ্ভটি উভচর' পাওয়া যায়। শুরু হয় বিজ্ঞানী মহলে আলোচনা। গবেষণা শেষ করে প্রায় এক বছর পর বিশ্ববাসীকে জানানো হল এই নতুন প্রাণীর কথা।

এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে ধারণা করা হয় দক্ষিণ আমেরিকায় এই প্রাণীর বসবাস, বিশেষত: ব্রাজিল ও বলিভিয়া সীমান্তবর্তী আমাজন নদীর মুখ হতে শুরু করে মাদিয়েরা নদীর দুই হাজার কিলেমিটার পর্যন্ত বিস্তৃত জলাঞ্চল। সাধারণত: এরা স্রোত থাকে এমন নদীতে বসবাস করে।

দেখতে মানুষের শিশ্ন (যদিও মানুষের এক মিটার লম্বা শিশ্ন হয় না), কেঁচো ও সাপের সাথে মিল থাকা অদ্ভুত দর্শন এই প্রাণীটি চমকে ভরপুর।
এদের মাথা বেশ বড় এবং চ্যাপ্টা। এদের মুখাকৃতি বিশাল হয়। এদের চোখ-নাক- ফুসফুস নেই। এদের নাসিকা গহবর আছে ঠিকই কিন্তু এগুলো কানা গলির মত, একটু গভীরে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে। ত্বক দিয়ে এরা শ্বাস-প্রশ্বাসের কাজ সম্পাদন করে। এদের শরীরে কোন শিরা বা, ধমনী নেই। অন্যান্য সেসিলিয়ান গোত্রীয় প্রাণীদের তুলনায় এরা বেশ লম্বা; প্রায় এক মিটার বা, ৩০ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এরা। এদের তেলতেলে শরীরে অসংখ্য গোলাকৃতির ভাঁজ থাকে। এই ভাঁজগুলোকে Annuli বলে। এদের শরীর এমনভাবে গঠিত যে খুব ভালভাবে না দেখলে কোনটি যে মাথা আর কোনটি লেজ বোঝার উপায় নেই।
এদের খাদ্যাভাস সর্ম্পকে বিস্তারিত জানা না যায়নি। তবে, এরা মাছ ও জলজ পোকা-মাকড় খায়।

'উদ্ভটি'র সম্পর্কে বর্তমানে খুব বেশি তথ্য প্রকাশিত হয়নি। এখনো রহস্যাবৃত রয়ে গেছে এই প্রাণীটি। তবে, রহস্যের জট খুলতে হলে প্রয়োজন এদের নিয়ে গবেষণার আর তার জন্য প্রয়োজন, এদের নিবিড় পর্যবেক্ষণ করা। কিন্তু এদের বসতি অঞ্চলে বাঁধ নির্মাণ, বাণিজ্যিকভাবে মৎস শিকার, কারখানার বর্জ্য নি:সরণের কারণে আমাজনের এই রহস্যময় বিচিত্র দুর্লভ প্রাণীটি দ্রুত যে হারিয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

প্রাণী জগতের প্রতি মানুষের নিমর্মতা বন্ধ হোক। উদ্ভটি উভচররা বেঁচে থাকুক অনন্তকাল, ওদের নিজেদের পরিবেশে।

তথ্য ও ছবি সহায়িকা:

০১। যুক্তরাজ্যের প্রাকৃতিক ইতিহাস বিষয়ক জাদুঘরের সাইটে প্রকাশিত ড: মার্ক উইলকিনসনের প্রবন্ধ। (লিংক)
০২। সায়েন্টিফিক আমেরিকানের ব্লগে প্রকাশিত বেকি ক্রুর প্রবন্ধ। (লিংক)
০৩। দ্যা সান, দ্যা ডেইলি মেইল, উইকিপিডিয়া, এমফিবিয়ান ওয়েব

পোস্ট ব্যাকআপ (ছবি দেখতে সমস্যা হলে)


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কয়েকটি ছবি ঠিক মতো দেখা যাচ্ছে না। সিডিএন এর সমস্যা। আপাতত ফ্লিকার থেকে দিতে পারেন। আমি ঠিক করার চেষ্টা করছি।

(এত বিচ্ছিরী প্রাণী কোত্থেকে পান? ওঁয়া ওঁয়া )

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আমারদের অভিরুচির কারণে আসলে প্রাণীটিকে কুৎসিত লাগছে আমাদের কাছে।

আসলেই একটু গা ঘিনঘিনে। দেখেই গা গুলিয়ে আসতে চাই।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

পরমাণুঅণুজীব এর ছবি

কোন ছবি দেখছিনা কেন !!! ওঁয়া ওঁয়া

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

এখন দেখা যাচ্ছে তো।

অতিথি লেখক এর ছবি

ভাই আপনার সতর্ক বানী কর্ণপাত না করার খেসারত দিতে হয়েছে। ভাত খেতে পারিনাই আজ। খুব বিচ্ছিরী প্রানি। ওয়াক থু।

উতপাখির হৃদয়

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
সবুজ পাহাড়ের রাজা এর ছবি

সবগুলো ছবি দেখা যাচ্ছে কি?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যাচ্ছে না। আপনি ছবিতে গিয়ে "কোড দেখান" ক্লিক করেন। যেমন প্রথম ছবিটার লিংক বলছে
http://s15.postimage.org/mhygeasln/lkj.jpg

এটা পেস্ট করেন।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

imgur.com এ আপলোড করলাম। এবার দেখা যাচ্ছে কি?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হুঁ। চলুক
এবং প্রথম পাতা কুৎসিত দেখাচ্ছে। মন খারাপ

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
অরফিয়াস এর ছবি

আমি তো সব ছবিই প্রথম থেকে দেখতে পাচ্ছি !! কিছুদিন আগেই এধরনের কিছু উদ্ভট প্রাণী সংক্রান্ত একটা লেখা পড়েছি, এখানে তোমার লেখা দেখে মনে পড়ে গেল। হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

হাসি
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

স্যাম এর ছবি

সতর্কীকরণ কাজে দিছে খাইছে
সব ছবি দেখতে পাচ্ছি - প্রথম থেকেই - মন খারাপ না দেক্তে পারলেই ভাল ছিল চোখ টিপি
মূর্শেদ ভাই এর প্রশ্ন আমারো - এত বিচ্ছিরী প্রাণী কোত্থেকে পান?

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আমাদের চোখে ওরা যেরকম কুৎসিত, ওদের চোখে আমরাও মনে হয় ওইরকম কুৎসিত (যদিও উদ্ভটির চোখ নাই খাইছে )।
সত্যি বলতে কি উদ্ভটিকে দেখে আমারো গা গুলিয়ে গেছে। এর কারণ হয়ত আমাদের অভিরুচি।
পৃথিবীর সব জীব তার নিজের মত করে সুন্দর। সবাই বেঁচে থাক তার আপন নিবাসে নিজের মত করে।
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

প্রৌঢ় ভাবনা এর ছবি

আপনার সতর্কীকরণ স্বত্বেও পোস্টটি পড়লাম তবে সাথে খাদ্যদ্রব্য নিয়ে নয় রাতের বেলার খাবার জন্য নির্দিষ্ট ঔষধ নিয়ে।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

হাসি
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

তারেক অণু এর ছবি

চমৎকার পোস্ট হাততালি

ঐ মিয়া বিচ্ছিরি প্রাণী আবার কি ধরনের কথা? ঐ প্রাণীরা আমাদের কি চোখে দেখে এইটা চিন্তা করেছেন?

বিশ্বের সমস্ত প্রাণী ভয়াবহ সুন্দর এবং পারফেক্ট, পারফেক্ট বলেই টিকে আছে তারা।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

কমেন্টে চলুক

আসলে সব প্রাণী নিজের মত করে সুন্দর, তিলোত্তমা।

উদ্ভটি কিন্তু চোখে দেখে না। চাল্লু

পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ।

মন মাঝি এর ছবি

আহা, কি মিষ্টি চেহারা! এমন কিউট লক্ষী সোনাটাকে আপনি 'বিতিকিচ্ছিরি' বললেন? মন খারাপ

****************************************

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

স্যরি মাঝি দা। ভুল হয়া গেছে। চাল্লু

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

মন মাঝি এর ছবি

আমিও একটু মজা করলাম। চাল্লু

****************************************

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

সেটা তো বুঝেছি, তাই, দেখেন না, কালা চশমা পড়ে আছি।

অতিথি লেখক এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম হালকা মিষ্টি একটা হাসির ভাব আছে মুখটায়

-আমিনুল করিম মাসুম

মন মাঝি এর ছবি

চলুক

****************************************

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

মাসুম,
অ্যাঁ , আপনে ক্যামনে বুঝলেন? ও মাই গাড! আর ইউ ফম গানা?

(মাইন্ড কইরেন না, এমনেই একটু মজা করলাম) হাসি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।
পৃথিবীর সব প্রাণীরাই সুন্দর-নির্মল।

অতিথি লেখক এর ছবি

দুই তিন বার কোনোমতে উপর থেকে নিচে ক্রল করলাম, মাফ চাই ভাই! ছবি দেখার ভয়ে লেখাটাও পড়তে পারছি না, এত রূপ চোখে সয় না... ওঁয়া ওঁয়া

........
রংতুলি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
আইলসা এর ছবি

ওয়াক। মানুষের ভদ্রতাবোধ কত উচ্চ হইলে, এই জিনিষরে রূপবান বলতে পারে!! গুরু গুরু

যারা বলছেন এইটা সুন্দর, তাদের নাম মনে রাখতে হবে। আমার ধারনা ভদ্রতার খাতির এরা টাকা ধার দিতে ও রাজী হবে। মন মাঝি ভাই হাজার খানেক টাকা ফ্লেক্সি করি দেনতো প্লিজ।

ইন্টেলিজেন্ট ডিজাইনারের প্রবক্তাদের এই ছবি বান্ধাইয়া গিফট করা দরকার।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
ব্যাঙের ছাতা এর ছবি

আমার কাছে তার ছবি খারাপ লাগেনি মানে যেমন আপনি সতর্ক করেছিলেন। হররফিল্মের কিছু ছবি দেখে ভয় পেতাম বলে হরর ফিল্ম দেখাই বন্ধ করে দিয়েছি। সে তো কোটি গুনে ভালো হরর ফিল্মের তুলনায়। সে তো প্রকৃতিরই সৃষ্ট প্রানী, তার চেহারা তারই মতন। তবে দুঃখ লাগছে এই ভেবে যে তার অস্তিত্ব হুমকির মুখে।

আমরাই শুধু টিকে থাকবো, আর কাউকেই থাকতে দিবো না এই পৃথিবীতে?

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

সব প্রাণী তার নিজের মত করে সুন্দর-তিলোত্তমা-নির্মল।
আমাদের অভিরুচির কারণে, এদের দেখে আমাদের গা গুলিয়ে আসতে পারে। তবে, এর মানে এই নয় যে, এদের আমরা ঘৃণা করি। উঁচু বা, নিঁচু বর্গের প্রাণী বলে কিছু নেই।
একজন মানুষের বেঁচে থাকার যতটুকু অধিকার আছে, একটি উদ্ভটিরও সেই অধিকার আছে।
সব প্রাণী বেঁচে থাকুক তার নিজ নিজ নিবাসে নিজের মত করে।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

অতিথিঃ অতীত এর ছবি

জিহ্বে জল আইয়া পড়লো। এইডারে দেইখা তো বারবিকিউ কইরা নুডলসের লাহান চুষুক দিয়া টান দিবার মঞ্চায়তেসে ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া ওঁয়া

অতীত

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

বন্দনা এর ছবি

আপনার পোস্টে ঢুক্তেই ডর লাগে আজকাল, কেমন যেন কলিজা ঠান্ডা করে দেয়া টাইপের ছবি ছাড়া আজকাল পোস্ট দেন না।তবে ছোটবেলায় এটার কাছাকাছি একটা প্রাণী দেখতাম গ্রামে বেড়াতে গেলে, কুচ্চা নামে ডাকে আমাদের দিককার লোকজন। আমি ঠিক শিউর না যদি ও তবে দেখে ওটার মতই মনে হল।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

'কুইচ্চা' (Monopterus cuchia) বান মাছের মতো দেখতে ঈল শ্রেণীর মাছ। ইংরেজী নাম Rice eel বা Swamp eel। তার মুখটা সরু, পয়েন্টেড, গায়ে ডরসাল ফিন নেই, লম্বায় ৭০ সেমি'র বেশি হয় না। এই সম্পর্কে আরো তথ্য পাবেন এখানে


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ধন্যবাদ পান্ডব দা।

বন্দনা এর ছবি

ধন্যবাদ পাণ্ডবদা আপনার তথ্যের জন্য। তবে আপনার দেয়া ছবিটা আর সবুজ পাহাড়ের রাজার ছবি দেখে মনে হল আমি বোধহয় কাইচ্চা সাপের কথাই বলছি।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

বন্দনা,

আপনার পোস্টে ঢুক্তেই ডর লাগে আজকাল

ওঁয়া ওঁয়া

কুচ্চা সর্ম্পকে পান্ডব দা বলেছেন। কুচ্চা (স্যাসিলিয়ান নয়) /উদ্ভটির মত আরেকটি স্যাসিলিয়ান দেখা যায় বাংলাদেশে।
প্রায় ২৫ সেমি। লম্বা এই স্যাসিলিয়ানকে কাইচ্চা সাপ বলে।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

গুরুত্বহীন এর ছবি

ইউ টিউবে প্রথম দেখেছিলাম, ওখানে নাম দিয়েছিলো "কানা সাপ" যদিও পরে বলেছিলো এটা সাপ না, স্যালাম্যাণ্ডার বা ব্যাং এর কাছাকাছি।
বরাবরের মতো দারুণ পোস্ট।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

হাসি
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

তীরন্দাজ এর ছবি

আসলেই অদ্ভুত! মনে হলো, কেমোথেরাপি করা হয়েছে।

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

হাসি
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

স্পর্শ এর ছবি

উদ্ভট আর হলো কোথায়! অতি পরিচিত আকার আকৃতি!


ইচ্ছার আগুনে জ্বলছি...

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

এদের স্বাতন্ত্র দেহ বৈচিত্রের জন্য এরা অদ্ভুত।

গৌতম এর ছবি

সবুজ পাহাড়ে কি এগুলো পাওয়া যায়?

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আমার রাজ্যে সব প্রাণীর নিরাপদ নিবাস। হাসি
সব প্রাণী পাওয়া যায়। হাসি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

শিশ্নের সাথে এত মিল অ্যাঁ অ্যাঁ

ইফতি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

কিছুটা আর কি। প্রকৃতি বিচিত্রতায় ভরপুর।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

নিলয় নন্দী এর ছবি

সুকুমারের হেশোরাম হুঁশিয়ারের ডায়েরির কথা মনে পড়ে গেল।
আহা ! বেচারাথেরিয়াম !
মন খারাপ

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

মন খারাপ
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

কল্যাণ এর ছবি

শয়তানী হাসি

_______________
আমার নামের মধ্যে ১৩

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

চোখ টিপি
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।