জলের অদ্ভুত জীব (এক-পাঁচ)

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
লিখেছেন সবুজ পাহাড়ের রাজা (তারিখ: সোম, ০৮/১০/২০১২ - ৬:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক। মারোস আর্থোকানা

ডিজাইন করা পাতার মত দেখতে জীবটির নাম মারোস আর্থোকানা। প্রায় তিন মিলিমিটার লম্বা মারোসরা উত্তরের সাগরের গভীর জলের বাসিন্দা।

এবার মারোস আথোকানাদের অদ্ভুত সত্যটি বলি। মারোস আর্থোকানা আসলে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জীবের একত্রিত হয়ে তৈরী করা অদ্ভুত এক দেহাকৃতি

অন্যভাবে বললে বলা যায়, মারোস আর্থোকানা হচ্ছে আসলে কতগুলো ক্ষুদ্র জীবের একসাথে তৈরী করা একটি দেহ, যা নিজেই আরেকটি স্বতন্ত্র জীবসত্ত্বা রূপে প্রকাশ পায়।

অদ্ভুত না বিষয়টা!

দুই। অ্যাকানথারিয়ানস অ্যামিবা

ছবির জীবটির নাম অ্যাকানথারিয়ানস অ্যামিবা।

সমুদ্রে যে চারটি বড় প্রজাতির অ্যামিবা পাওয়া যায়, এরা তার মধ্যে একটি।

সবগুলো এদের সমুদ্রেই পাওয়া যায়। সাধারণত: সমুদ্রের তিনশ থেকে দুই হাজার মিটার গভীরে এদের বিচরণ।

অ্যাকানথারিয়ানস অ্যামিবার শরীর আসলে স্ট্রনশিয়াম সালফেটের স্ফটিক দ্বারা তৈরী।

এরা খাদ্যের জন্য মৃত ফাইটোপ্ল্যাঙ্কটনের উপর নির্ভরশীল।

সংজননের জন্য এদের দেহের অভ্যন্তরে সিস্ট তৈরী হয়। এই সিস্টগুলো মূল দেহ থেকে আলাদা হয়ে নতুন অ্যাকানথারিয়ানস অ্যামিবাতে রূপান্তরিত হয়।

তিন। স্পেরোব্রাঞ্চিস জিগান্টাস

ছবিতে ক্রিসমাস ট্রি-এর মত দেখতে জীবটির নাম স্পেরোব্রাঞ্চিস জিগান্টাস

এদেরকে Christmas Tree Worms নামেও ঢাকা হয়। এরা অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী। এদের দেহাকৃতি দুটো সর্পিলাকৃতির(Spiral) কোনের (Cone) মত দেখতে। এই কোনদুটো অনেকগুলো কর্ষিকা নিয়ে গঠিত, যার কাজ কোন শিকার এলে খচ করে ধরে ফেলা।

এদের দেহ বিভিন্ন রঙের উজ্জ্বল বর্ণের হয়। ক্ষুদ্র ক্ষুদ্র সামুদ্রিক জীবরা এই রঙের প্রতি আকৃষ্ট হয়ে কোনগুলোর কাছে এলেই কোনগুলোতে থাকা কর্ষিকাগুলো এদের আটকে ফেলে।

সবগুলো সমুদ্রেই স্পেরোব্রাঞ্চিস জিগান্টাসদের দেখা পাওয়া যায়।

চার। মানোপসিস ইসোপোড

দক্ষিণ মহাসাগরের বাসিন্দা শিং ও শুঁড়ওয়ালা সাত জোড়া পায়ের অদ্ভুত দর্শন এই প্রাণীর নাম মানোপসিস ইসোপোড। আর্থপোডা পর্বের খোলস জাতীয় এই প্রাণীটি ইসোপোডা গোত্রভুক্ত।

পাঁচ। ভিগটোরনিলা পলিচাইট

ছবির প্রাণীটির নাম ভিগটোরনিলা পলিচাইট (Vigtorniella Polychaete)। এরা অ্যানিলিডা গোত্রভুক্ত সামুদ্রিক প্রাণী।

১৯৮০ সালে একদল সামুদ্রিক প্রাণী গবেষক জাপানের সাগামি উপসাগরের প্রায় এক হাজার মিটার নিচে মৃত তিমির দেহাবশেষের মাঝে এই প্রাণীটিকে প্রথম খুঁজে পান ।

ছবি সূত্র: দ্য ডেইলি গ্রীণ।


মন্তব্য

ইয়াসির আরাফাত এর ছবি

কই যে পান এত অদ্ভুত সব জীবের খোঁজ?

প্রথম দুইটার গা থেকে যে আলো বের হচ্ছে, এগুলো কি এদের নিজের না আরোপিত?

সত্যপীর এর ছবি

একবারে গভীর জলে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেইখানের মাছদের গা থেকে একধরনের আলো বের হয়। বড়ই আচ্চইজ্জ গঠনা।

..................................................................
#Banshibir.

ইয়াসির আরাফাত এর ছবি

আশ্চর্যই বটে। এত সুন্দর আলো, দেখলে মনে হয় স্পেশাল ইফেক্ট

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ইয়াসির আরাফাত,
জীবজগত পুরোটাই আসলে আশ্চর্য হবার মত বিষয়ে পরিপূর্ণ। হাসি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

সত্যপীর,

পীর বাবা রকস! চোখ টিপি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ইয়াসির আরাফাত,

এদের গায়ের রংটাই এরকম।
বিচিত্র এই দুনিয়ায় এদের খোঁজ পাওয়া খু্ব বেশি দূরহ কি?

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এক প্রজাতির কৃমির কথা শুনেছিলাম, যার দেহে একশটা স্বতন্ত্র কৃমির বাস...

______________________________________
পথই আমার পথের আড়াল

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

বড়ই বিচিত্র এই জীব জগৎ।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

রু এর ছবি

মনে হলো স্টারট্রেকে এমনসব জীব মানাবে। বিস্তারিত পোস্ট জলদি দিয়েন।

সাত সকালে সচলায়তন খুললাম, সারাদিন যে কেমন যাবে আল্লাহ খোদা জানে!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

দ্রুতই বিস্তারিত পোস্ট দেয়ার ইচ্ছা রইল।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

আপনার দিনকাল ভাল কাটুক। হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

ছবিগুলো আমি দেখতে পেলাম না। যাহোক, লেখা চলুক।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আহা! মন খারাপ
হয়ত ইন্টারনেট সমস্যার কারণে ঠিকমত লোড হয়নি।

পোস্টে আসার জন্য ধন্যবাদ। হাসি

ক্লোন৯৯ এর ছবি

চলুক ইন্টারেস্টিং। চলুক চলুক।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। হাসি

তারেক অণু এর ছবি

পোস্টটা আগে দেখেছিলাম, মন্তব্য করার আগেই হারিয়ে গেছিল।
চলুক

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ধর্মান্ধতার বিরুদ্ধে লেখা বিভিন্ন ব্লগারের পোস্টগুলোর একটি যেন অন্তত: দ্বিতীয় পাতা থেকে প্রথম পাতায় আসে, সে উদ্দেশ্যে তখন ডিলিট করে দিয়েছিলাম পোস্টাটা।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। হাসি

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

অ্যাকানথারিয়ানস অ্যামিবার শরীর আসলে স্ট্রুনিয়াম সালফেটের স্ফটিক দ্বারা তৈরী।

লবণটার নাম স্ট্রনশিয়াম সালফেট হবে না?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

লেখার ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ সিঁধু জ্যাঠাজী। হাসি

স্ট্রনশিয়াম সালফেটই হবে।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

আশালতা এর ছবি

এমন সব আচানক জিনিষ যে কইত্তে পান। চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

দেঁতো হাসি

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

রংতুলি এর ছবি

নিচের দুইটা বাদে উপরের সব কয়টাই বেশ সুন্দর আর কালারফুল... সাগর এক রহস্যপূরী!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আসলেই সাগর এক রহস্যপুরী।
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

সুমিমা ইয়াসমিন এর ছবি

সবুজ পাহাড়ের রাজা, জীবজগৎ নিয়ে তো ভালোই ডুবেছেন দেখছি! চলুক

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

হাসি
এই আরকি দিদি।

পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।