পুলিশের দশ দিন, আর...

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: রবি, ২২/০৮/২০১০ - ৯:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

policefinal

... রিপোর্টারের এক দিন?

 

ইউটিউবে এটিএন বাংলার এই নিউজটা দেখে ব্যাপক মুগ্ধ হলাম। রিপোর্টারের উদ্দেশ্যে লাল সেলাম। হাসি

 


মন্তব্য

দ্রোহী এর ছবি

দারুণ!!!!!!!!!!!!!!!

কনফুর আঁকায় দুর্দান্ত উন্নতি হয়েছে দেখছি!

কিন্তু পুলিশ কাকায় পকেটে হাত ঢুকানোর বদলে প্যান্টের ভেতর হাত ঢোকাচ্ছে কেন? হো হো হো


কি মাঝি, ডরাইলা?

অতিথি লেখক এর ছবি

পুলিশ কাকার ইজ্জতে টান পড়সে, তাই উনি হাত দিয়ে আন্ডারওয়্যারটা জায়গামতো আছে কি না দেখার চেষ্টা করসেন। চিন্তিত

কুটুমবাড়ি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমার মনে হয় আঁকতে গিয়ে দেখে হাতটা ছোট হয়ে গেছে, তাই পকেটে না পৌঁছার সম্ভাবনা ছিল। সে জন্যই কাছাকাছি কোথাও ঢুকিয়েছে আরকি চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি

আমার মনেহয় কাহিনি ভিন্ন!

প্যান্টের পকেটে রাখলে রিপোর্টার নিজেই হাত দিয়ে 'টোকেন' বের করে ফেলতে পারে! এই আশঙ্কায় পুলিশ স্যার টোকেন নিয়া আন্ডির পকেটে ঢুকাচ্ছে। এইবার যতোই নাছোর বান্দা হোক রিপোর্টার, নিশ্চই কোনো ভদ্রলোকের আন্ডির ভেতর হাত দিবে না! হে হে হে

পুলিশের কি বুদ্ধি কম?



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

কনফুসিয়াস এর ছবি

হাতটা ঠিকঠাক আঁকতে পারি নাই বইলা সবাই এইভাবে মস্করা করলেন?
খেলুম না! মন খারাপ
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

স্যালুট।

অতিথি লেখক এর ছবি

বহুত মজা আসলো। পুলিশের টিবিতেও যেই রিপোর্টার ভুলে নাই তাকে শুধু লাল না বেনিআসহকলা সালাম।

অনন্ত আত্মা

অতিথি লেখক এর ছবি

হ, আমারো দ্রোহীদার মত একই প্রশ্ন, হোয়াই 'ইন' দ্য প্যাণ্টস?

পলাশ রঞ্জন সান্যাল

সংসপ্তক এর ছবি

বাঘের বাচ্চা! মনটাই ভালো হয়ে গ্যালো।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

শেখ নজরুল এর ছবি

আরও আরও দরকার!
শেখ নজরুল

শেখ নজরুল

ওডিন এর ছবি

কনফু ভাইয়ের কার্টুন তো দেখি দিনকে দিন লাজবাব পর্যায়ে চলে যাচ্ছে। পুলিশের এক্সপ্রেশনটা চরম হইছে হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

নীড় সন্ধানী এর ছবি

‍‌পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা, সাংবাদিকে ছুঁলে বাহাত্তর....... হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

মহিউদ্দিন আহমেদ এর ছবি

দুর্মুখে বলে, ফুটেজ অনেক পুরনো। পুলিশের সাথে দর কষাকষিতে সুবিধা হয়নি বলে এতদিন পর রিপোর্টটা বেরিয়েছে। বিষয়টা ঘেঁটে দেখতে হয়।

সৈয়দ মুজতবা আলীর একটা কথা মনে পড়ছে:
প্রশ্ন: লেখক আর সাংবাদিকের মধ্যে পার্থক্য কী?
উত্তর: লেখক লেখে আর সাংবাদিক 'লিখবো' বলে ভয় দেখায়।

মহিউদ্দিন আহমেদ এর ছবি

দুর্মুখে বলে, ফুটেজ অনেক পুরনো। পুলিশের সাথে দর কষাকষিতে সুবিধা হয়নি বলে এতদিন পর রিপোর্টটা বেরিয়েছে। বিষয়টা ঘেঁটে দেখতে হয়।

সৈয়দ মুজতবা আলীর একটা কথা মনে পড়ছে:
প্রশ্ন: লেখক আর সাংবাদিকের মধ্যে পার্থক্য কী?
উত্তর: লেখক লেখে আর সাংবাদিক 'লিখবো' বলে ভয় দেখায়।

কনফুসিয়াস এর ছবি

ব্যাপারটা সত্যি নাকি?
এরকম একজনের কথা শুনেছিলাম অনেক আগে। একটা টিভি প্রোগ্রামই ছিলো, নাম ভুলে গেছি, পরে নাকি সেটা দিয়ে রীতিমত ব্ল্যাকমেইলিং করতেন!
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আরিফ জেবতিক এর ছবি

কনফু কি পরিপ্রেক্ষিত অনুষ্ঠানটার কথা শুনছিলেন নাকি? বোরহান কবিরের ঐ অনুষ্ঠানের ব্যাপক বদনাম ছিল বাজারে।

আরিফ জেবতিক এর ছবি

দুর্মুখীদের কথা সবসময় বিশ্বাস করাটা ঠিক না কিন্তু। অনেক পুরোনো ফুটেজ হলে বেশ সমস্যা আছে। দরকষাকষিতে সমস্যা হলে প্রথম যেটা করে সেটা হচ্ছে ঐ পুলিশরে ওখান থেকে ডিউটি সরিয়ে দেবে। আপনি ২০ জুলাই নিউজ করলেন, দেখা গেলো ঐ পুলিশ ঐখানে ডিউটি করা বাদ দিছে জুন মাসে, তাহলে কিন্তু রিপোর্টার কট।
এটিএন নিউজ প্রেশারে আছে, নিউজ চ্যানেল হিসাবে এটা জনপ্রিয়তা পাচ্ছে না একদমই, এখন এরা ডেসপারেট হয়ে কিছু নিউজ করতে চাচ্ছে। এটা বোধহয় তেমনই কোনো কিছু। যদিও চমক লাগানো ছাড়া নিউজে তেমন নতুন কিছু আবিস্কৃত হয়নি, কিন্তু আমরা যারা প্রতিদিন এসব দেখি, আমরা তবু পুলিশের এই হেনস্থা দেখে মজাই পাই।

সাংবাদিক ভালো কাজ করেছেন, তবে নিজে এত উত্তেজিত হয়ে উঠা বোধহয় ঠিক না। আরেকটু প্রফেশনাল এপ্রোচ দরকার।

কনফুসিয়াস এর ছবি

ঠিক বলছেন, পরিপ্রেক্ষিত নাম ছিল ওটার।

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আরিফ জেবতিক এর ছবি

ইয়ে...আপনার কমেন্টটি পড়ার পরে কিছু খবরটবর নিলাম। নিচে একটা কমেন্ট দিয়েছি। হাসি

কৌস্তুভ এর ছবি

পুলিশটা এত বড় কেন? ডেভিড অ্যান্ড গোলিয়াথ নাকি?

সত্যান্বেষী এর ছবি

এ ধরনের অনুসন্ধানী প্রতিবেদন ভালো লাগলেও সাংবাদিক সাহেবের তর্জন গর্জনও অশালীন মনে হয়েছে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তোফা!

আরিফ জেবতিক এর ছবি

এইখানে একটা তথ্য যোগ করে যেতে চাই।
সংবাদ ধারণ করা হয় ২০ এপ্রিল।
সে সময় কিন্তু টেস্ট ট্রান্সমিশন চলছিল।

চ্যানেলের আনুষ্ঠানিক যাত্রা ৮ জুন।
এবং সংবাদটি প্রকাশিত হয়- ১৭ আগস্ট ।

চ্যানেল চালু হওয়ার ২ মাস ৯ দিন পর খবরটি প্রকাশিত হয়।
এটার জন্য বিশেষ দিবসের অপেক্ষা করতে হয় না, পলিটিক্যাল চাপ সামলাতে হয় না, কোনো ব্যক্তির মন্তব্য কিংবা মতামতের জন্য অপেক্ষা করতে হয় না। সর্বোপরি এই রিপোর্ট জনপ্রিয় হওয়ার খুব বেশি বিষয়টি নিশ্চিত থাকে। তাইলে এসব রিপোর্ট চটজলদি প্রকাশ করিয়া জনপ্রিয়তা উপভোগ করাটাই স্বাভাবিক।কিন্তু রিপোর্টটি ধারণের প্রায় ৪ মাস পরে, এবং চ্যানেল চালু হওয়ারও ২ মাস ৯ দিন পরে প্রচারিত হয়।

এ ব্যাপারে কাউকে কাউকে জিজ্ঞেস করতে গিয়ে কথাও শুনেছি। খবর প্রচারে তাদের সাফল্যে ঈর্ষান্বিত কেন, এমন প্রশ্নের মুখোমুখি হয়েছি। কিন্তু খবরটি কেন এতদিন দেখানো গেল না, সে প্রশ্নের জবাব পাই নি।

কনফুসিয়াস এর ছবি

ফেইসবুকে আপনার নোটটায় কিছু কথা চালাচালি ও কাটাকাটি দেখেছি। ভেতরের খবরটা জানতে আসলেই ইচ্ছুক, কোনভাবে জানতে পারলে টোকা দিয়েন প্লিজ।
ফলো আপের জন্যে অনেক ধন্যবাদ। হাসি
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।