কবি দিলওয়ারকে মারল কারা?

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: সোম, ১১/০২/২০০৮ - ৩:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

এবার একুশে পদক যারা পাচ্ছেন তার মধ্যে রয়েছেন
কবি দিলওয়ার
কিন্তু কোনো এক অলৌকিক কারণে আজকের সবগুলো পত্রিকায় তাকে মৃত মানুষ হিসেবে উল্লেখ করা হয়েছে
শুধু তাই নয়
তার নাম ছাপা হয়েছে ভুল
তার ঠিকানা ছাপা হয়েছে ভুল

এর কারণ কী?

পত্রিকাগুলোতে খোঁজ করে জানা যায় তারা বিডি নিউজ২৪ এর সোর্স ব্যবহার করেছে

যার যেখানে সুযোগ আছে একটু কি খোঁজ করবেন দেশে সর্বোচ্চ পদকপ্রাপ্ত একজন ব্যক্তিকে হত্যা করার কারণটা কী এবং কী কারণে তার নাম এবং পরিচিতি সম্পর্কে এমন যাচ্ছেতাই আচরণ করা হচ্ছে
এবং কারা করছে?

সঙ্গে সঙ্গে যা যেখানে সুযোগ আছে প্রতিটা পত্রিকাকে কি সংশোধনী দেবার ব্যাপারটা কি মনে করিয়ে দেবেন?


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

হা...হা...হা....

এইটাতো সিস্টেম বাংলাদেশের। ঢাকার বাইরে গেলেই মানুষ মরে যায়। আর সাংবাদিকতায়তো আরও কয়েক কাঠি উপরে। নাইমুল ইসলাম খাঁন একবার বলছিল, ঢাকার বাইরে বেতন দিতে হয়না। এমনেই সাংবাদিক মিলে!!! সেই ঢাকার সাংবাদিকরা কাউরে মারলেতো সে মহান হয়ে যায়। দিলওয়ারও মহান হলেন এইবার। শয়তানী হাসি

ভুল সময়ের মর্মাহত বাউল

শ্যাজা এর ছবি

কী অদ্ভুতুড়ে কান্ড!!


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

নুরুজ্জামান মানিক এর ছবি

এ প্রসঙ্গে মনে পড়ছে একজন বিশ্ববিখ্যাত লেখকের কথা। নামটা মনে নেই এখন । ঘটনা লিখেছিলাম দৈনিক জনকণ্ঠে ১৯৯৬ থেকে প্রকাশিত আমার "লেখক রঙ্গ" সিরিজ এর কোন এক পর্বে ।

ঐ লেখকের মৃত্যু সংবাদ একটি পত্রিকায় ছাপা হলে তিনি সংশ্লিষ্ট পত্রিকায় ফোন করে বললেনঃ দয়া করে আপনাদের পত্রিকার গ্রাহক লিস্ট থেকে আমার নামটা কেটে দিবেন কারণ আপনাদের নিউজ দ্বারা আমি জানতে পেরেছি যে, আমি মারা গেছি।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

বিপ্লব রহমান এর ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওই সংবাদটির সংশোধনী দিয়েছে। ধন্যবাদ।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুহম্মদ জুবায়ের এর ছবি

দাদার হাতে কলম ছিলো ছুঁড়ে মেরেছে ...

তাতে কে মরলো দাদার কী এসে যায়! তাই না?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আরিফ জেবতিক এর ছবি

এইবার তবে দিলওয়ার জাতে উঠিলেন / জাত হারাইলেন ।

সৌরভ এর ছবি

আশা করি ক্ষমা প্রার্থনা আর ভুল স্বীকার করা হবে সব মিডিয়ার পক্ষ থেকে।
কবি দিলওয়ার কে যেনো মরে প্রমাণ না করতে হয়, যে তিনি মরেন নি।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

গৌতম এর ছবি

ক্ষমা প্রার্থনা আর ভুল স্বীকারের কালচারটা পত্রিকা জগতে ভালোভাবে গড়ে উঠেনি। তারা সংশোধনী দিলেও খুশি হবো। তার চাইতে বেশি খুশি হবো, তথ্য প্রকাশের আগে যদি যাচাই করে নেয়।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

তাপস শর্মা এর ছবি

অদ্ভুত! সব হীরক রাজার দেশের মতো!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।