বৃষ্টি ঝরাতে হলে হাত উল্টো করে প্রার্থনা করতে হয় কিংবা মেঘমল্লার গাওয়া তানসেন হতে হয় কিংবা কাদাকুদো মেখে ব্যাঙের বিয়ে দিতে হয় কিংবা মেঘ দে পানি দে বলে আব্বাসউদ্দিনের মতো জিকির করতে হয় কিংবা নিদেনপক্ষে স্বচ্ছ শাড়িপরা সিনেমার নায়িকা নাচাতে হয়...
এবং তারপর গুড়মুড় করে বৃষ্টি নেমে সম্রাট আকবরের দেয়া পোশাক ভেজানোর অপরাধে মিয়া তানসেনের দাবড়ানি খেয়ে গ্রামোফোন কোম্পানিতে গলা বেচে বৃষ্টির জন্য বাড়ি ফিরতে না পারা আব্বাসউদ্দিনের খিস্তি শুনে রাস্তায় নেমে দেখে পাতলা শাড়ি ভিজে নায়িকার ফর্সা শরীর দৃশ্যমান হয়ে উঠার আগেই মেকাপ ধুয়ে মুখের কালশিটে বের হয়ে পড়ার ভয়ে শট কেটে দেয়ায় হলফির্তা দর্শক ডিরেক্টরের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করে দুইহাতে মাথা বাঁচিয়ে বাড়িমুখো দৌড়াতে দৌড়াতে বৃষ্টির নিকুচি করে আর বৃষ্টিকামড়ানো বুড়োরা ব্যাঙের সংগম-সংগীতের তালে তালে গ্যাঙগোঙ করে কাশতে কাশতে খরার প্রার্থনা করে...
এবং তারপর মনখারাপ করে বৃষ্টিরা নদীতে ভাসতে ভাসতে সমুদ্রের দিকে চলে যায় আর তারপর আর কেউ বহুদিন বৃষ্টিকে ডাকে না; শুধু বহুদূর ফেলে আসা এক শৈশব উঠানের বালিতে লুকিয়ে পড়া বৃষ্টির ফোঁটা কুড়াতে কুড়াতে নিজের ভেতরে উঁকি দিয়ে শোনে- আজ বৃষ্টি তাই আজ কোনো ইস্কুল নেই...
এবং তারপর নিজের সমস্ত শক্তি শৈশবের শুদ্ধতায় পুঞ্জীভূত করে এক অন্তর্গত খরা বৃষ্টিকে ডাকে- এসো বৃষ্টি; এসো আমার শৈশবের সাহস- আজ বৃষ্টি; আজ বন্ধ সকল অফিস কাচারি বাজার। আজ বৃষ্টি; আজ নিষিদ্ধ সকল ছাপোষা জীবন...
২০১১.০৬.১৫
মন্তব্য
thats good..just I like this..... :)
ধন্যবাদ লৌহ মোড়ল
ধন্যবাদ স্যার।
শেষের প্যারাটাই বেশি ভাল লাগল।
ওইটার জন্যই তো লেখা
আপনি কেনো এতো ভালো লিখবেন!!!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অণুজীবের প্রভাবে
আমার মাঝে মাঝেই ব্যাপক রকমের মিসিং মিসিং অনুভব হৈতে থাকে। এই যেমন সেদিন হঠাৎ মশার কামড় মিস করছিলাম প্রচণ্ড রকমভাবে। আর আজকে মিস করছি ঘোর বর্ষায় কয়েক পশলা বৃষ্টির পর গ্রামের কাঁচা রাস্তায় জমে যাওয়া প্যাক-কাদায় ছ্যাৎ ছ্যাৎ করে লাফানো!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মিসিংয়ের কথা আর কইয়েন না স্যার। তাইলে কী কী মিস করি বলতে বলতে যদি কারে কারে মিস করি'র লিস্টি বাইর হইয়া যয় তবে বউ ম্যাডামের হাতে খুন্ও হৈতে পারি
০২
এই মিসিং থিউরি বড়ো আজব। আমার এক ইস্কুল বেলার বন্ধু চুরিচামারিবাটপারি বিডিয়ারে চাকরি গার্মেন্টসের দালালি তারপর আফ্রিকা ও শ্যামদেশে মদ ও মাংসের ব্যবসা করে রীতিমতো শেঠ বনে গিয়ে হঠাঁৎ তার মনে হলো সে আমাদের ক্লাস এইটরে মিস করে। তারপর সে সবার সাথে পাগলের মতো ফোনে যোগাযোগ করে দেখল আমাদের সাবেক ক্লাসমেট আর বর্তমানে মিলিটারির মেঝোকর্তা- জাঁকিয়ে বসা ব্যবসায়ি- সরকারি কর্মকশিনের প্রায় ডেপুটি- বিদেশে ঠ্যাং ছড়িয়ে বসা প্রবাসী কিংবা আমার মতো একেবারে বাহুল্লি মানুষ; সবাই ক্লাস এইটরে মিস করে...
তারপর সেই বন্ধুটা ঢাকা শহরের এক নড়বড়ে ইস্কুলে গিয়ে কমিটির কাছে প্রস্তাব দিলো- যদি আমাদের সবাইরে একসাথে ক্লাস এইটে ভর্তি করা হয় তবে সে পুরা ইস্কুলের দালান বানিয়ে দেবে...
০৩
বৃষ্টির কী কী মিস করি তা বলতে গেলে মহাকাব্য হয়ে যাবে। তবে পকেটে মোবাইল আর পেনড্রাইভ উঠার আগে পর্যন্ত কিন্তু আমি চান্স পেলে পুরান ঢাকার পুরানা দালানের নোংরা ছাদ গলিয়ে নামা বৃষ্টিতেও ভিজতাম...
আপনার ইদানিংকার পোস্টগুলো যে সাইজের তাতে ০২-ই তো একটা আস্ত পোস্ট। ইস্ একটা পোস্ট বেহুদা নষ্ট করলেন!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
- একেবারে বাজে কথা! বৃষ্টিতে শহর সয়লাব হয়ে যাক অথবা রোদে কাঠ ফেটে যাক ছাপোষা জীবন বন্ধ থাকেনা। এই জীবন যাকে যাপন করতে হয় সে-ই এর সত্যতা জানে।
অটঃ আপনার রিটায়ারমেন্টের সময় তো ঘনিয়ে আসলো। এখনো যদি নিয়মিত লেখা দিতে শুরু না করেন তাহলে রিটায়ারমেন্টে গেলে কী করবেন?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আমার বোধহয় বাধ্যতামূলক চুক্তিভিত্তিক নিয়োগ হবে আরো দুয়েক বছর। তারপরই রিটায়ার স্যার (যদি ততদিনে এক্কেরে টায়ার্ড না হয়ে যাই তবে নিশ্চিত নিয়মিত লেখক)
প্রথম এবং মন্তব্য আকারে দ্বিতীয় - দুটোই ভাল লাগল।
পান্ডবদার সাথে সহমত। ০২ নিজেই একটা পোস্ট... দারুণ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
এতগুলো অপূর্ব লাইন আর একটা মাত্র দাঁড়ি ! ভাষার উপর কতখানি দখল থাকলে তা নিয়ে এরকম খেলা যায় তা-ই ভাবছি
দাঁড়ি কমা তো হিসাব করি না। বকবক করে বলতে বলতে যখন শেষ হয়ে যায় তখন থেমে যাই
অসাধারণ ভাইয়া!!
___________________________________
রৌদ্রদহন
ধন্যবাদ মন্তব্যের জন্য
কিন্তু কোট কীভাবে করেন?
মাহবুব তো চুরির ভয়ে কপিপেস্ট বন্ধ করে দিয়ে আমাদের কোট করাও বন্ধ করে দিয়েছে
জাভাস্কৃপ্ট ডিজএব্ল করে কোটাকুটি করে তারপর আবার এন্যাব্ল করে দিলেই হয়। বজ্র-আঁটুনি ফস্কা গেরো
দারুন লেখা !
****************************************
হুমম, তাতে আবার ঝামেলা আছে, যেমন ফিচার্ড কমেন্ট এর অপশনগুলোও চলে যাবে। তাছাড়া খোমাখাতা সহ আরো অনেক সাইট বিদঘুটে আকার নেয়, তাই বারবার ডিজেবল/এনাবলের ঝামেলা এড়াতে দুটো ব্রাউজার ব্যবহার শুরু করছি(ওয়ার্স্ট মেথড যদিও, আসলে একটা যুতসই এ্যাড অন খুঁজে পাই নি)। ব্রাউজারদুটোর একটাতে জাভাস্ক্রিপ্ট ডিজেবল্ড আরেকটাতে এনাবল্ড।
শুভেচ্ছা জানবেন।
কোট না করে তৃপ্তিমত মন্তব্য করা যায় বলেন? ঘুরিয়ে ফিরিয়ে কতবার মাহবুব ভাইকে অনুরোধ করলাম উনি দিলেনই না!!!
শেষে আর কী করার, ওয়ার্স্ট একটা পদ্ধতি বের করে নিয়েছি। দুটো ব্রাউজার ব্যবহার করি, খান্দানি ফায়ারফক্স আর গুগোল ক্রোম, ক্রোমে জাভাস্ক্রিপ্ট ডিজেবল করে রেখেছি- দিব্যি কপি করা যায়। আর ফায়ারফক্সে এনাবলড আছে- ফায়ারফক্সে জাভাস্ক্রিপ্ট এনাবল রাখার কারণ হল এটা ডিজেবল থাকলে আবার ফিচার্ড কমেন্ট বক্স পাওয়া যায় না! তাই ক্রোম থেকে পড়ি, আর প্রয়োজনে কপি করে এনে ফায়ারফক্সে শুধু মন্তব্য করি! ওই যে বললাম ওয়ার্স্ট মেথড!! তবে কিছু এড অনও আছে, বিরক্তি লাগে দেখে বাদ দিয়েছি, আপাতত এভাবেই কাজ সারছি।
আমি ননটেকি মানুষ রে ভাই। জাভা-ইন্ডিয়া-ইন্দোনেশিয়া কোথাও দৌড়ানোর মুরদ নেই আমার তাই আমার পক্ষে আর কোট করা সম্ভব হবে বলে মনে হয় না
আর কী যে বলেন ভাই!!
গুস্তাভ ফ্লবেরীয় দ্বিতীয় অনুচ্ছেদটা একদম খুঁটায়ে খুঁটায়ে তিনবার পড়লাম...
দারুণ। এতো ছোট করার পরেও চুম্বকগুলা হারায় নাই।
ছোটবেলায় পাওয়া এই ফ্লবেরের ভূত আমার বারোটা বাজিয়ে দিলো
চমৎকার লেখা!!
আমিও পারলে আবার ক্লাস এইটে চলে যেতাম। প্রথম মনে রঙ লাগছিল সেই ক্লাস এইটে
অলস সময়
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ধন্যবাদ স্যার
'অন্ধকার মধ্যদিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে।
বৃষ্টি ঝরে রুক্ষ মাঠে, দিগন্তপিয়াসী মাঠে, স্তব্ধ মাঠে.......
শিরায় শিরায় স্নানে, বৃষ্টি ঝরে মনের মাটিতে।'
লীলেনদা, ।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
একটু আপত্তি করলাম
অন্ধকারে বৃষ্টি ঝরলে ধানক্ষেতের লাভ হলেও হৈতারে তয় আমার কোনো লাভ নাই
আমি বৃষ্টির প্রার্থনা করি শুধু বৃষ্টিতে ভেজার জন্য না
আকাশ থেকে পড়তে পড়তে বাতাসের তোড়ে বৃষ্টি ফোঁটর গতি কীভাবে বদলে গিয়ে এক জায়গা পড়ার কথা থাকলেও অন্য জায়গায় গিয়ে পড়ে কিংবা ঝুম বৃষ্টির মধ্যে দুটো বৃষ্টির ফোঁটার মধ্যে আঙুল বাড়িয়ে দিয়ে মনে মনে বলা- চারপাশে বৃষ্টি পড়লেও আমার আঙুল কিন্তু ভেজাতে পারেনি কিংবা চোখের মণিতে বৃষ্টি ধারণ করার জন্য বৃষ্টি চাই আমি
আমি বৃষ্টি ঝরা দেখার জন্য বৃষ্টিকে চাই
হাহাহা, মজার, সিডনিতেও এরকম, অনেকদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি, এতো বেশি যে এখন একদম বিরক্তিকর
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
সিডনিতেও বৃষ্টি আছে? আমি তো জানতাম ওখানে শুধু রেইন
আমি তো ভাবছিলাম দাঁড়িকমা কিছু দিবেন না... যাহোক... দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
ঠ্যাংকু স্যার
ভাল্লাগলো। আজ সারাদিন বৃষ্টি ছিল; তাই বলে অফিস কাচারি ইত্যাদি বন্ধ ছিল না। এমনকি অসুস্থতাজনিত কারণে বৃষ্টিতে ভিজতে প্রবল অনিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে ভিজতে হয়েছে। তবে লাভটা হয়েছে এই যে, বিরক্তি নিয়ে ভিজতে ভিজতে দেখলাম, ভাল লাগছে। অনেক ভাল লাগছে। এই হলো বৃষ্টি!
কিন্তু আমি আজ কোনো বৃষ্টি পেলাম না কোথাও
তাই! ঢাকার সব জায়গায় কি আজকে বৃষ্টি হয় নাই নাকি! যাইহোক, এই লেখাটার জন্যে হলেও আপনার এখন একটা বৃষ্টিমুখর দিন প্রাপ্য।
আপ্নে আসলেই নমস্য লোক----
নমস্কার নমস্কার। বহুদিন আপ্নের লেখা দেখি না
আরে তাত্তারি অবসর নিয়ে লেখালেখিতে মন দ্যান।
বর্তমান বাজেটের সাথে অবসর ভাতা নিয়ে একটু দরকষাকষি চলছে। ভালো রেট আদায় করতে পারলেই স্বেচ্ছা অবসর
ধন্যবাদ
আকাশ ভেঙ্গে বৃষ্টি ঝরা সকাল দেখার পর এই পোষ্ট পড়ে বিমুগ্ধ হইলাম। আজ ছুটির দিন, কাঁথা মুড়ি দিয়ে ঘুমোতে গেলাম।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আহারে। মানুষ ঘুমের সুযোগ পায়। আফসোস
দুর্দান্ত! মোৎসার্টের পিয়ানো কনচেরটো ২১ মনে পড়ে গেলো।
কে জানে
"আজ বৃষ্টি; আজ নিষিদ্ধ সকল ছাপোষা জীবন " -- মিথ্যে কথা। ডাহা মিথ্যে। ছাপোষা জীবনে কর্পোরেট ভাব চলে গেলে রুটি রুজগার বন্ধ হয়ে যাবে ভেবে বৃষ্টি ভিজা সকালে অফিস আসি, তবু বৃষ্টির নাচনে হাত ভিজাই না। " শবের সাহস বৃষ্টি কে " - আপন আঙিনায় ডাকতে পারি না আজ কত্ত দিন!
তাই সুন্দর এই লিখাটা ভিতরে বৃষ্টি আনে... বৃষ্টির জন্য...
জি
আমি নিজেও কাউয়া ভিজা হয়ে আজ কামলা খাটতে গেলাম
নতুন মন্তব্য করুন