সহযাত্রী

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: শনি, ১২/০৭/২০১৪ - ২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গাড়িঘোড়া ইদানীং বড়ো সুস্থ পথে চলে। চালকের মাথায় মাল না উঠলে কোনো ঝাঁকিটাকি হয় না পথে। ঘ্রাণ ঘ্রাণ যাত্রায় স্পর্শের আশায় অবশ হয়ে থাকে একপাশ; হাত নড়ে না যদি ছোঁয়া লেগে যায়; হাত সরে না যদি ছোঁয়া মিস হয়ে যায়...

রাস্তায় কেন কোনো ভাঙাচোরা নেই? ধুকধুক ঝাঁকি দেয়া টিনের গাড়িগুলা কেন নেই? অন্যজন কেন ঘুমায় না? নাকি সেও জেগে থাকে রাস্তায় একটা ঝাঁকির প্রতীক্ষায়; যখন সুগন্ধ ছড়িয়ে সরাসরি তাকাবে- স্যরি... গাড়িটা বড়ো বন্যভাবে চলে...

তারপর আর কোনো স্যরিটরি নেই; গাড়িকে গালাগাল নেই; শরীরে শরীর লাগায় তাড়াহুড়া নেই। স্পর্শে-সুগন্ধে-ঘামে ঘোর গোলাপি এক টাকিলার নেশা...

সূর্য তখন ডুবে যাওয়া ভালো। ড্রাইভার কিছু বেয়াড়া হওয়া ভালো। জানালার কাচ কিছু ভাঙা থাকা ভালো। মৌসুম না হলেও সিলেটি কিছু বাছাড় থাকা ভালো যাতে জলের ঝাপটায় কেউ কিছু কাছে আসতে পারে...

বান্দরবানে চান্দের গাড়িগুলা ভালো; মোচড়ে মোচড়ে মুড়িচানাচুর হয়ে মাঝে মাঝে কিছু যাত্রা কেওকারাডং পর্যন্ত একেবারে একসিধা হওয়া ভালো...
২০১৪.০৬.১৫ রোববার


মন্তব্য

মুস্তাফিজ এর ছবি

আজ সচলের প্রথম পাতা হেভীওয়েটাক্রান্ত। হাসি

...........................
Every Picture Tells a Story

মাহবুব লীলেন এর ছবি

লোচন বকশী বাদ দিয় হেভিওয়েট হয় কেমতে?

এক লহমা এর ছবি

"মোচড়ে মোচড়ে মুড়িচানাচুর হয়ে ... ... " চিন্তিত অন্যলোকের কথা হচ্ছে, আপনার কথা কিছুতেই নয়, তাই না? হো হো হো

অমৃত সমান কথার পরের পর্ব আসছে?

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মাহবুব লীলেন এর ছবি

আরে না; বিবাহের পর কোবতায় নিজের কথা ক্ওয়া নিষেধ; সব জনগণের কতা

মেঘলা মানুষ এর ছবি

গোলাপি এক টাকিলা

- খাইছে

মাহবুব লীলেন এর ছবি

হ ঠিকোই ধরছেন

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল
মন শুধু সে ক্ষণের প্রতীক্ষায়
রাত্রির আঙ্গিনায়
যদি খোলা জানালায়
এক বার, এক বার যদি সে দাঁড়ায়

পুনশ্চঃ এমন মসৃন রাস্তা আর এমন ঠান্ডা মাথার বাসচালক কোথায় পেলেন?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মাহবুব লীলেন এর ছবি

এমন মসৃন রাস্তা আর এমন ঠান্ডা মাথার বাসচালক কোথায় পেলেন?

চক্ষু মুদিলে পা্ওন যায় স্যার

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

ভাঙ্গা রাস্তাঘাট, দুমড়ানো মোচড়ানো গাড়ি আর তার বেয়াড়া চালক। এসবের মাঝেও যে ভাইটামিন আছে কে তা জানতো?

মাহবুব লীলেন এর ছবি

আছে তো। গরুর মতো জাবর কাটতে পারলে ঘাষেও ভাইটামিন পাওয়া যায়

কল্যাণ এর ছবি

লীলেন্দার যোগাযোগ মন্ত্রণালয় পাইতে আর দেরী নাই চোখ টিপি

_______________
আমার নামের মধ্যে ১৩

মাহবুব লীলেন এর ছবি

আশায় বসতি করি

দীনহিন এর ছবি

হাত নড়ে না যদি ছোঁয়া লেগে যায়; হাত সরে না যদি ছোঁয়া মিস হয়ে যায়...

চলুক

সূর্য তখন ডুবে যাওয়া ভালো। ড্রাইভার কিছু বেয়াড়া হওয়া ভালো। জানালার কাচ কিছু ভাঙা থাকা ভালো। মৌসুম না হলেও সিলেটি কিছু বাছাড় থাকা ভালো যাতে জলের ঝাপটায় কেউ কিছু কাছে আসতে পারে...বান্দরবানে চান্দের গাড়িগুলা ভালো; মোচড়ে মোচড়ে মুড়িচানাচুর হয়ে মাঝে মাঝে কিছু যাত্রা কেওকারাডং পর্যন্ত একেবারে একসিধা হওয়া ভালো...

আমি কবিতা হিসেবেই পড়েছি!
সূর্য তখন ডুবে না যাওয়া ভাল, বা ড্রাইভার কখনো বেয়াড়া না হওয়া ভাল, লীলেনদার মধ্যে নেশা বা চাপা শোক জন্ম নেয়া ভাল, সচলে লীলেনদার অনবদ্য লাইন পড়তে পারা ভাল!

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

মাহবুব লীলেন এর ছবি

লীলেনদার মধ্যে নেশা বা চাপা শোক জন্ম নেয়া ভাল

নেশার লগে চাপ শোকের কী সম্পক্ক?

দীনহিন এর ছবি

নেশা পেয়েছে, কিন্তু পাচ্ছেন না, তাই শোক জন্ম নেয়া স্বাভাবিক, আর নেশা থেকে উৎসরিত শোক ঢাক-ঢোল পিটিয়ে জানানোর বিষয় না, মনের মইদ্যে পাথর চাপা দিয়া রাখতে হয় আর কি!

যাই হোক, আমি আপনার মত অত 'সম্পক্ক' বুঝলে, আমি তো লীলেনদা হইতে পারতাম! আমি যা বুঝছি, তাই লিখছি, লীলেনদা! সাহিত্য-জ্ঞানে হতদরিদ্র এই দীনহিনকে না হয় মাপ কইরে দিয়েন ভুলভাল বুঝলে বা বকলে!!

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

আয়নামতি এর ছবি

তবে কথা হলু এত্তটুকুন পোস্ট ভালু না।
'বাছার' শব্দের অর্থটা কী হবে?

মাহবুব লীলেন এর ছবি

ঝড়ের ঝাঁপটায় বড়ো বড়ো বৃষ্টির ফোঁটা যখন তেরছা হয়ে এসে পড়ে তখন সিলেটিতে তারে বলে 'বাছাড়'

কুলিশ শত শত পাতামোদিত ময়ূর নাচত মাতিয়া/মত্ত দাদুরি ডাকে ডাহুকি ফাঁটি যাওত ছাতিয়া...

বিদ্যাপতির সেই 'কুলিশ' কিন্তু মূলত সিলেটি 'বাছাড়'

আয়নামতি এর ছবি

চলুক
একটার সাথে আরেকটা ফ্রি পাইয়া দারুণ খুশি হইলাম ভাইয়া!
'কুলিশ' শব্দের অর্থও জান্তাম না। অনেক ধন্যবাদ জানতে সাহায্য করায় হাসি

মাহবুব লীলেন এর ছবি

এত সরল করলে কিন্তু আবার জটিল হয়ে যাবে। কুলিশ শব্দের অর্থ কিন্তু 'বর্ষা' এবং 'বর্শা'দুইটাই হয়

অনিন্দিতা চৌধুরী এর ছবি

অনেক দিন সচলে ঢুঁ মারা হয় না । আর আপনার লেখা দেখি না আরও অনেকদিন ধরে !
আজ দুটোই মিলে গেল হাসি ধন্যবাদ

মাহবুব লীলেন এর ছবি

ধন্যবাদ পড়ার জন্য

প্রৌঢ় ভাবনা এর ছবি

কুলিশ > সিলইট্ট্যা বাছাড়, যাক কিছু শেখা হলো। লেখা ভাল লেগেছে।

মাহবুব লীলেন এর ছবি

কুলিশ কিন্তু বর্ষা (বাছাড়) আবার বর্শা দুইটাই হয়

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

মিসের ছোঁয়া মিস হয়ে গেলো!!! ওঁয়া ওঁয়া

____________________________

মাহবুব লীলেন এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।