হাঁটু পাখি গান গায়, ড়্যাবু দাদু পান খায়

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ২৭/১০/২০১০ - ১১:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমি জলপাই বলছি !

ছবি: সুজনদা

শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে।
হাঁটু বলিলেন, "বুঝেছ রূপেন, এ জমি লইব কিনে।'
কহিলাম আমি, "তুমি সেনানী, ভূমির অন্ত নাই।
চেয়ে দেখো মোর আছে বড়ো-জোর মরিবার মতো ঠাঁই।"
শুনি হাঁটু কহে, "বাপু, জানো তো হে, করেছি হাউজিংখানা
পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা--
ওটা দিতে হবে।" কহিলাম তবে বক্ষে জুড়িয়া পাণি
সজল চক্ষে, "করুন রক্ষে গরিবের ভিটেখানি।
সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া,
দৈন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মীছাড়া!"
আঁখি করি লাল হাঁটু ক্ষণকাল রহিল মৌনভাবে,
কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, "আচ্ছা তো ড়্যাব যাবে।" [১]

(রূপগঞ্জবাসীদের জন্য সমবেদনা)

[১] দুই বিঘা জমি - রবীন্দ্রনাথ ঠাকুর, অবলম্বনে
[২] রূপগঞ্জ


মন্তব্য

তাসনীম এর ছবি

চলুক
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কিছু বলার নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

- এত চিল্লাফেল্লার কি আছে! সেনাবাহিনী হইল দেশের একমাত্র সার্টিফায়েড দেশপ্রেমিক। তাদের জন্য কি আমরা এতটুকু কষ্ট স্বীকার করতে পারিনা? আরে এত মাত্র ছয়হাজার বিঘা জমি। আমি বলি তারা পুরা বাংলাদেশই নিয়ে যাক। আমরা অকৃতজ্ঞরা বঙ্গোপসাগরের জলে ভাসব। এতে দুইটা উপকার হবে। সেনাবাহিনীর প্রতি ভালবাসা প্রকাশ করা যাবে; তারা খুশি হইলে দেশপ্রেমিকের সার্টিফিকেটও পাওয়া যাইতে পারে। আর নোনা জলে কেমনে ডুবে মরতে হয়, সেই অভিজ্ঞতা হবে।

- সুজন্দার ছবিতে হাঁটুদের মানসিকতা খুলে বের হয়ে গেছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে এই ধরনের মস্করা করা ঠিক হয় নাই। ড়্যাব আইলে বুঝবেন মজা!

অনন্ত

তারাপ কোয়াস এর ছবি

রূপগঞ্জবাসীদের জন্য আন্তরিক সমবেদনা আর ওই রাক্ষসী জলপাই বাহিনীর জন্য একদলা থু থু


love the life you live. live the life you love.

তিথীডোর এর ছবি

চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

শান্ত [অতিথি] এর ছবি

পুরো কবিতার মধ্যে "আচ্ছা তো ড়্যাব যাবে।" এই লাইনটাই জোশ।
বরাবরের মতো সুজন্দার কার্টুন চমতকার।

দুষ্ট বালিকা এর ছবি

মন খারাপ কিছু বলার নাই! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

কেন? কিছু বলার নাই কেন? আপনি স্যাড হয়েছেন মনে হইতেছে। just kidding হাসি

হাদা রাম [অতিথি] এর ছবি

পুরাটা শেষ করলেন না যে

শ্যাজা এর ছবি

থাম্বস আপ ক্যামনে দেয়?

ইমো দিতে না পারিয়া লিখিয়া জানাইয়া গেলাম, থাম্বস আপ

------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...

কাজী মামুন এর ছবি

কোনো এক অদ্ভুত কারণে সেনাবাহিনীকে সবাই সমীহ করে। বছর বছর সেনাবাহিনীর বাজেট বাড়ে, সম্পূর্ণ অলাভজনক এবং সবচেয়ে বেশি পরিমান সরকারী বাজেটের এই অপচয়ের ব্যাপারে সবাই চুপচাপ! কেউ কোনো কথা বলে না! সচলায়তনে, একটা তথ্যপূর্ণ লেখার অপেক্ষায় রইলাম।

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মন খারাপ

বাউলিয়ানা এর ছবি

রূপগঞ্জবাসীদের জন্য সমবেদনা

সমবেদনা জানাই।

দ্রোহী এর ছবি
সংসপ্তক এর ছবি

জল্পাই অবতারে প্রণতি, নইলে পরকাল ঝঝ্ঝরা।
চলুক
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অনুপম ত্রিবেদি এর ছবি

কলকাঠি যারা নাড়ায়, তাদের নিয়ে এমন মস্করা ঠিক না। আরেকটা ১/১১ আসলে আপনেগো দুইজনরে মামলায় ফাঁসামু। কারণ, হাঁটু আমার প্রিয় স্থান আর জলপাই আমার প্রিয় ফল !!!

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সুমিমা ইয়াসমিন [অতিথি] এর ছবি

"বাপু, জানো তো হে, করেছি হাউজিংখানা
পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা--
ওটা দিতে হবে।"

আর কতকাল এভাবে চলবে কাঙালের ধন চুরি (লুট)...!

অতিথি লেখক এর ছবি

যেমন ছড়া তেমনই ছবি। দূর্দান্ত!

রুপগঞ্জের কথা আর কি বলব, বলতেও আর ভাল্লাগেনা এসব নিয়ে। নিজেকে আরও বেশি অকর্মণ্য মনে হয়।

ফারাবী

সচল জাহিদ এর ছবি

চলুকচলুকচলুক

----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
সচল জাহিদ ব্লগস্পট


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

কৌস্তুভ এর ছবি

চলুক

অবাঞ্ছিত এর ছবি

খারাপ অবস্থা..

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

সাইফ তাহসিন এর ছবি

৫তারা, কেমন আছেন বস! আপনার কাছ থিকা একটা ফটুব্লগ দেখনের আশায় বইসা আছি, কোথায় আমাদের নতুন সচল সদস্য? তারে নিয়া একটা ফাটাফাটি ফটুব্লগ দেন বস!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি

হাঁটু দেইখা ভাবছিলাম নারী'র কথা বুঝি! মাথায় তখন হিশাম আব্বাস তার সেই বিখ্যাত "নারি নারি" গান গাওয়া শুরু করছিলো। কিন্তু ঢুকে দেখি, লেব্বাবা। কোথায় নারী আর কোথায় হাঁটু!



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

অতিথি লেখক এর ছবি

চলুক

-কুটুমবাড়ি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।