ভোট ফর বাংলাদেশঃ 'পরিবর্তন আমাদের অত্যাবশ্যক'

মাসকাওয়াথ আহসান এর ছবি
লিখেছেন মাসকাওয়াথ আহসান (তারিখ: শুক্র, ০৫/১২/২০০৮ - ২:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটা সময় ছিলো যখন দেশের ছাত্র রাজনীতিতে অপেক্ষাকৃত উজ্জ্বল ছাত্ররা যোগ দিতো। ছাত্র রাজনীতির সেই সময়টা ছিলো গৌরবময়। সেই গৌরবময় রাজনীতির ঐতিহ্য এখন ইতিহাস।

আমাদের দেশের (মূল ধারার) রাজনীতিতে পঁচন ধরেছে সেই বহুবছর আগেই। এরই ফলশ্রুতিতে দেশের সেরা সন্ত্রাসীকেই বরং 'রাষ্ট্রযন্ত্রের ডমেস্টিক চীফ' হিসেবে পেয়েছি আমরা।

বর্তমান বৃহৎ রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে কেউ সাথী হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের দালাল ঘৃণ্য রাজাকার জামাতের, আর কেউ সঙ্গী করেছে ডা. মিলন হত্যাকারী স্বৈরাচারকে। উদ্দেশ্য সেই একই, বিগত আঠারো বছরের ইতিহাসের পুনরাবৃত্তি। ক্ষমতার মোহ, নিজের ব্যাংক এ্যাকাউন্টের পুষ্টতা বাড়ানো, দেশের খেটে খাওয়া মানুষের সঙ্গে আবারো প্রতারণা।

শুধুই আরেকজন তথাকথিত রাজনীতিকের এখন বোধকরি আমাদের দেশে দরকার নেই। আমরা বহু দেখেছি বিগত বছরে। আমাদের এখন দরকার তাঁদের-
* যাঁরা এগিয়ে আসবে কণ্ঠহীনের কণ্ঠে শব্দ নিয়ে,

* যাঁরা তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বেন ক্ষমতার মোহকে ঝেড়ে ফেলে,

* যাঁরা বাংলাদেশের মানুষের-মানচিত্র গঠনে সচেষ্ট হবেন,

* যাঁরা ক্ষয়ে যাওয়া রাজনীতির ছোবলে আক্রান্ত দেশপ্রেমিক তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবেন-

আমরা একই রাজনীতির ঘেরাটোপে বন্দী থাকতে চাইনা। পরিবর্তন আমাদের অত্যাবশ্যক। এই পরিবর্তনের জন্যই আমাদের দরকার এখন তাঁদের। এবার ২০০৮ এর সংসদ নির্বাচনে, নয়তো আর কখনোই নয়!

আমাদের "চেইঞ্জ" আনার এই সুযোগ। মার্কা নয়, ভোট দিন মার্কার পেছনের মানুষটাকে। আর দলমত নির্বিশেষে ঘৃণাভরে বর্জন করুন রাজাকার ও তাদের দোসরদের।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) এলাকা থেকে আমি নির্বাচন করছি আমাদের বহুল আকাঙ্ক্ষিত ও প্রত্যাশিত "চেইঞ্জ" নিয়ে আসতে। কারণ- পরিবর্তন আমাদের অত্যাবশ্যক; হয় এখন নয় কখনোই নয়!"


মন্তব্য

হিমু এর ছবি

নির্বাচিত হলে আপনি স্থানীয় রাজনীতিতে কী কী উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে পারবেন বলে মনে করেন?


হাঁটুপানির জলদস্যু

রাগিব এর ছবি

আপনি কি স্বতন্ত্র প্রার্থী, নাকি কোনো দলের হয়ে নির্বাচন করছেন?

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

দ্রোহী এর ছবি

শুভকামনা রইলো।


কী ব্লগার? ডরাইলা?

আলমগীর এর ছবি

মাসকাওয়াথ আহসান লিখেছেন:
এরই ফলশ্রুতিতে দেশের সেরা সন্ত্রাসীকেই বরং 'রাষ্ট্রযন্ত্রের ডমেস্টিক চীফ' হিসেবে পেয়েছি আমরা।

একটু খুলে বলা যায় কাকে নির্দেশ করছেন?

পরিবর্তন আমাদের অবশ্যম্ভাবী। এই পরিবর্তনের জন্যই আমাদের দরকার এখন তাঁদের। এবার ২০০৮ এর সংসদ নির্বাচনে, নয়তো আর কখনোই নয়!

অবশ্যম্ভাবী মানে যা ঘটবেই। পরিবর্তন তো হবেই, আর্মি গিয়ে গণতন্ত্র আসার কথা। নাকি আপনি বিশেষ কোন দলের নিশ্চিত বিজয়ের পূর্বাভাস দিচ্ছেন? এরা না জিতলে আর কোনদিনই জিতবে না? এটার আদৌ কোন মানে দাঁড়াচ্ছে?

আমি নির্বাচন করছি আমাদের বহুল আকাঙ্ক্ষিত ও প্রত্যাশিত "চেইঞ্জ" নিয়ে আসতে। কারণ- পরিবর্তন আমাদের অবশ্যম্ভাবী; হয় এখন নয় কখনোই নয়!"

বাংলাদেশ আমেরিকা না। ওবামার শ্লোগান আমাদের উপযোগী না। আমাদের আকাঙ্খা আছে, কিন্তু প্রত্যাশা বাস্তবতা মাফিক খুব কম।

শুভ কামনা রইল আপনার, ও আপনার দলের জন্য।

মাসকাওয়াথ আহসান এর ছবি

অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখিত আলমগীর, শব্দটি "অত্যাবশ্যক" হবে।

সেই সঙ্গে ধন্যবাদ সবাইকে। আশা করছি সময় নিয়ে বসতে পারবো আপনাদের সঙ্গে।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

বিপ্লব রহমান এর ছবি

হুমম।...'ফলশ্রুতি' কথাটির অর্থ বোধহয় শোনার ফলে। এর বদলে 'এর ফলে' কথাটি ব্যবহার করতে পারেন।

---
বদলে যাও, বদলে দাও--এখন প্রথম আলোরও একটি জনপ্রিয় শ্লোগান।
---
ইতিহাস স্বাক্ষী, এইসব গলিত রাজনীতির নেতৃত্ব তেমন কিছুই বদলাতে পারবে না। তবু মাসকাওয়াথ ভাইয়ের আগ্রহকে স্বাগত জানাই। আর অনুরোধ জানাই, জামানত বাজেয়াপ্ত হবে--এমন আশংকায় যেনো তার আগাম মানসিক প্রস্তুতি থাকে।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অমিত আহমেদ এর ছবি
অতিথি লেখক এর ছবি

ওবামা থিউরী বাংলাদেশে কার্যকর হতে আরো ২০০ বছর লাগবে। আপনি নিজে কি কখনো চিন্তা করে দেখেছেন বাংলাদেশে একজন সংখ্যালঘু প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট হিসেবে মেনে নিবেন?

আপনি যদি কোন দলের হয়ে দাড়ান তাইলে শুধু করুনা আর যদি স্বতন্ত্র প্রার্থী হন তাহলে নিজে মাঠে থেকে কাজ করবো।

মার্কা নয়, ভোট দিন মার্কার পেছনের মানুষটাকে।

আপনি যে মার্কায় নির্বাচন করছেন সেটি কি আপনার আদর্শকে ধারন করে না তাহলে?

আকতার আহমেদ এর ছবি

আলমগীর ভাইয়ের করা প্রশ্নগুলো আমারও সাথে আরেকটা প্রশ্ন ..

আপনি বলেছেন :
পরিবর্তন আমাদের অবশ্যম্ভাবী; হয় এখন নয় কখনোই নয়!"

না প্যাঁচিয়ে সরাসরি জিজ্ঞাসা আমার, এবার পরিবর্তন (নিশ্চয়ই ভাল অর্থ বলেছেন) না আসলে আর কখনোই আসবেনা এরকম মনে হওয়ার কারণ কী ?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সচলায়তনে আরিফ জেবতিকের পোস্ট থেকে জেনেছি উনি বিকল্পধারা থেকে দাঁড়িয়েছেন।

স্নিগ্ধা এর ছবি

আমিও হিমু, আলমগীর আর আকতারের প্রশ্নগুলোর উত্তর জানতে আগ্রহী ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনার মত উজ্জ্বল মুখ গুলো আরো বেশী বেশী দেখা গেলে আমরা খুব খুশী হতাম। কিন্তু দেখা যায় যে রাজনীতির ব্ল্যাকহোলে গিয়ে সব তারকার উজ্জ্বলতাই নিভে আসে। আশা করি আপনার ক্ষেত্রে সেটা হবে না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তানবীরা এর ছবি

তাই আশা করছি............।।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনি আপনার দলের মাধ্যমে কী কী পরিবর্তন করবেন বা চেষ্টা করবেন সেটা একটু বলেন। আপনি হয়তো এরই মধ্যে খুবই ব্যস্ত দিন কাটাচ্ছেন, তবুও সবার মন্তব্য পড়ে একটা কমন উত্তর দেয়ার চেষ্টা করবেন বলে আশা করছি।

আরিফ জেবতিক এর ছবি

শুভ কামনা থাকল ।

ইশতিয়াক রউফ এর ছবি

দেশে নেই এবং অন্য এলাকায় থাকি, তাই ভোট দিতে পারলাম না। সম্ভব হলে দিতাম। আন্তরিক শুভেচ্ছা রইলো।

সফল বা বিফল যা-ই হোন না কেন, আশা করি রাজনীতি থেকে সরে আসবেন না। আপনার শিক্ষা এবং অনুধাবনগুলো ভাগ করে নেওয়ার আশায় থাকলাম।

বাংলাদেশে রাজনৈতিক দল আর খেলার দলের মধ্যে কোন তফাৎ নেই। সবাই শুধু গোলের জন্য খেলে। আশা করছি আপনার রাজনৈতিক মতাদর্শ, ইত্যাদি প্রচার করবেন, এবং আদর্শের আলোকে ভোট চাইবেন। সেই ম্যানিফেস্টো দেখবার, এবং সম্ভব হলে তাতে কন্ট্রিবিউট করার ইচ্ছাও প্রকাশ করে গেলাম। ইস্যুভিত্তিক রাজনীতি শুরু হোক আপনাকে দিয়েই।

অবাঞ্ছিত এর ছবি

চেঞ্জ কি আসবে?

http://www.prothom-alo.com/index.news.details.php?nid=MjA0ODE=
এমন খবর পড়লে মনোভাব তো একান্ত নেতীবাচক হয়ে ওঠে; অনেক ক্ষেত্রে ভোট দেয়ার ইচ্ছাই চলে যায়।

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।