বিশুদ্ধতার বিচার

শিক্ষানবিস এর ছবি
লিখেছেন শিক্ষানবিস (তারিখ: বিষ্যুদ, ১৯/০৬/২০০৮ - ১২:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বিশুদ্ধতার বিচারে বিজ্ঞানের কোন শাখা এগিয়ে আছে? সরাসরি জবাব দিলে অনেকেই মর্মাহত হতে পারেন। তাই একটা কৌতুকের মাধ্যমে উত্তর দিলে ভাল হয়। কৌতুকটা এমন:

সমাজবিজ্ঞানীরা মনোবিজ্ঞানী হতে চায়, কারণ মস্তিষ্ক বুঝলেই সমাজ বোঝা যাবে।
মনোবিজ্ঞানীরা জীববিজ্ঞানী হতে চায়, কারণ জীবন বুঝলেই মস্তিষ্ক বোঝা যাবে।
জীববিজ্ঞানীরা রসায়নবিদ হতে চায়, কারণ পদার্থ বুঝলেই জীবন বোঝা যাবে।
রসায়নবিদরা পদার্থবিজ্ঞানী হতে চায়, কারণ মহাবিশ্ব বুঝলেই পদার্থ বোঝা যাবে।
পদার্থবিজ্ঞানীরা ঈশ্বর হতে চায়।
আর ঈশ্বর হতে চায় গণিতবিদ।

---------------------------------
সূত্রঃ টক লাইক আ ফিজিসিস্ট ব্লগ


মন্তব্য

দ্রোহী এর ছবি

চমৎকার ......


কি মাঝি? ডরাইলা?

অভিজিৎ এর ছবি

হাঃ হাঃ হাঃ... বড়ই মজা পেলাম।।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

রায়হান আবীর এর ছবি

হা হা চরম হইছে। *****

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

স্নিগ্ধা এর ছবি

সমাজবিজ্ঞানীরা মনোবিজ্ঞানী হতে চায়, কারণ মস্তিষ্ক বুঝলেই সমাজ বোঝা যাবে।

আমি শিক্ষা সূত্রে সমাজবিজ্ঞানী, আর আমি মোটেও মনোবিজ্ঞানী হতে চাই না, কারণ ওটা আমি জন্মগতভাবেই আছি - কোনরকম প্রশিক্ষণ ছাড়াই দেঁতো হাসি
(বিশ্বাস না হলে সচল অভিজিৎ আর বন্যা জিজ্ঞাস্য ......)

শিক্ষানবিস এর ছবি

তাহলে নিশ্চয়ই জীববিজ্ঞানী হতে চান?

এনকিদু এর ছবি

গনিতবিদেরা কি হতে চায় ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্বপ্নাহত এর ছবি

সচল হতে চায়...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

সচলরা কি হইবার চায়?

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

শিক্ষানবিস এর ছবি

বোধহয় কবি কিংবা কাব্যপ্রেমী।

স্বপ্নাহত এর ছবি

মডু হইবার চায়

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- কারোর উত্তরই হয় নাই। সবাই লাড্ডু পাইছেন। কারণ গণিতবিদেরা গণিত বই গণিমতের মাল হিসাবে বেইচ্যা কটকটি খাইতে চায়। (তালিয়া)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মাহবুব লীলেন এর ছবি

গবেষণা ভুল
বিশুদ্ধতার বিচারে বিজ্ঞানের একমাত্র কবিতা শাখাই এগিয়ে আছে
(এটা স্বীকার করার সাহস একমাত্র আমি ছাড়া ঈশ্বরেও নেই। মানুষতো করবেই না)

শিক্ষানবিস এর ছবি

এক্কেবারে খাঁটি কথা। কবিতা যে সবচেয়ে বিশুদ্ধ তা স্বীকার করার সাহস স্বয়ং ঈশ্বরেরও নেই।
আর আমার মনে হয় কোন এক জায়গায় গণিতের সাথে কবিতার মিতালী ঘটেছে। সে জায়গার সন্ধান আমারা এখনও পাইনি।

দিগন্ত এর ছবি

একমত, সেই জন্যই গণিতে নোবেল নেই কিন্তু কবিতায় আছে ...


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

পেট্রোবাংলার সাথে যোগাযোগ করতে পারেন। দেশীয় পছন্দ না হলে নাইকো।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

লেখা বেসম্ভব ঝাক্কাছ কঠ্ঠিন বেকায়দা রকম ভালো হইছে।

পরিবর্তনশীল এর ছবি

অনেকদিন পর লিখলি। অনেকদিন পর আপনাআপনি পাঁচতারা দিয়ে দিলাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নুরুজ্জামান মানিক এর ছবি

১। কবিতার সাথে গনিতের মিতালি আছে বৈকি
গনিত মেনেই ত' ছন্দ ঠিক রাখতে হয়

২। স্নিগ্ধা যে জন্মগতভাবেই মনোবিজ্ঞানী এতে আমারও সায় আছে in addition to অভিজিত আর বন্যা তবে না থাক

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অমিত আহমেদ এর ছবি

ভাল্লাগলো রে ভাই, ভাল্লাগলো!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।