সার্ভে ১: জ্ঞান কি কখনও ঝামেলা করে?

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: মঙ্গল, ২৫/০৯/২০০৭ - ৯:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তিনদিন আগে দেয়া সার্ভের কন্টেন্টটাকে একটু পাল্টে দিয়েছি। এটা এই এক্সপেরিমেন্টের সেকেন্ড ফেইজ। যারা এখনও অংশ নেননি, তাড়াতাড়ি নিয়ে ফেলুন, আর যারা আগে নিয়েছেন তারাও আবার পরিবর্তিত কন্টেন্টের সাপেক্ষে অংশ নিন। হাসি

এখানে কগনিটিভ সাইন্সের একটা রিসার্চের রেজাল্টকে ভেরিফাই করে দেখতে চাই। সবাই প্লিজ অংশগ্রহন করুন, পাঁচ মিনিটের বেশী সময় লাগবেনা।

***************************************
ধরুন সুমন নামের ৬ বছরের একটি বাচ্চা, ছবিতে (আমার গ্রাফিক্স কিরকম অসাধারন দেখতেই পাচ্ছেন ), লাল রঙের বলটা নিয়ে অনেকক্ষণ খেলাটেলা করে, তারপর বলটাকে ছবির বক্সে রেখে পানি খেতে গেল। উপরের ছবির (A) দেখুন।

তো সুমন যখন পানি খেতে গেল, তখন তার বড় ভাই রুমন এসে বলটাকে বক্স থকে তুলে বাকী তিনটার কোন একটাতে রেখে, এরপর উপরের ছবির বক্স, বাস্কেট, বাকেট আর পটকে পজিশন অদলবদল করে ছবি (B) এর মতো করে রেখে চলে গেল।

পানি-টানি খেয়ে আবার হেলতে দুলতে সুমন চলে আসল তার ডেরায়, বলটা নিয়ে আরো কিছুক্ষণ খেলবে বলে।

এখন আপনাকে ধারনা করতে হবে যে বলটাকে নেয়ার জন্য সুমনের কোন পাত্রটাতে প্রথমে খুঁজে দেখার সম্ভাবনা কতটুকু?
(এভাবেও ভাবতে পারেন; ১০০ টা শিশুকে দিয়ে উপরের ঘটনাটা প্রত্যক্ষ করলে কতজন কোন পাত্রটাতে প্রথম বলটাকে খুঁজবে)

উত্তর লিখুন এভাবে:

১. বক্স : -- %
২. বাস্কেট : -- %
৩. বাকেট : -- %
৪. পট : -- %

আশা করি সবাই অংশগ্রহন করবেন।

********************************************

এই টেস্টটা দিয়ে বোঝা যাবে যে জ্ঞান মাঝে মাঝে ঘাপলা বাঁধায় কিনা।

ধন্যবাদ।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

১. বক্স : ৭ %
২. বাস্কেট : ৯১%
৩. বাকেট : ১ %
৪. পট : ১ %

জ্বিনের বাদশা এর ছবি

ওরেব্বাবা! প্রকৃতিপ্রেমিক তো হেভী খুঁটিয়ে নাম্বার দিলেন ,,,ধন্যবাদ ,,,
বাকীরা, প্লিজ

একটা মজার রেজাল্ট পাওয়া যেতে পারে চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আমি মনে হয়, প্রথমে বক্সে খুঁজবো। কারণ আকৃতিটা মনে থাকবে।
না পেলে বক্সের অবস্থান যেখানে ছিলো সে জায়গাটায় খোঁজার কথা মনে হবে। সেখানে এখন বাস্কেট আছে।
বাস্কেটে না পেলে বাকী দুটায়।

ধরে নেয়া যায়, ৭০% লোক বক্স আর বাস্কেটে খুঁজবে। অবস্থান না আকৃতি কোনটা মানুষ মনে রাখে তা জানার জন্য সার্ভে দরকার। আপাতত: আমি আকৃতির জন্য ৪০% আর অবস্থানের জন্য ৩০% দিচ্ছি।

বাকী ৩০% যারা আকৃতি বা অবস্থান কিছুই মনে রাখবে না তাদের ৭০%ও এই দুই জায়গায় খুঁজবে। বাকীরা তাদের চোখ যেদিকে যায় সেদিকে খুঁজবে

১। বাক্স: ৫১%
২। বাস্কেট: ৪০%
৩। পট বা বাকেট: ৯%

-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হিমু এর ছবি
আরিফ জেবতিক এর ছবি

বক্সে খুজঁবে ৯৫ %।
ঝুড়িতে খুজঁবে বাকি বেকুবগুলো।

কনফুসিয়াস এর ছবি

সবাই নিজের কথা ভেবে উত্তর দিলো কেন? আমি তো ভেবেছিলাম ৬ বছরের সুমন- এখানে বয়সটারও গুরুত্ব আছে!

যাকগে, সুমন এসে বাস্কেটে খুঁজবে সবার আগে। তারপরে বাক্সে।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অছ্যুৎ বলাই এর ছবি

সমস্যায় হালকা রদবদল করা হয়েছে। বুঝছি না, এর কোনো গুরুত্ব আছে কিনা। জ্বিনের বাদশা ভাই তো আবার ধাঁধাবাজ। চোখ টিপি

অধিকাংশ মানুষ মনে হয়, হঠাৎ করে কোথাও কিছু রাখলে আপেক্ষিক লোকেশনটাকেই মেমোরিতে ক্যারি করে। এ বিবেচনায় বাস্কেটের সম্ভাবনার পাল্লা ভারী।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নিঘাত তিথি এর ছবি

যেকোন বেখেয়ালি মানুষই মনে হয় আকারের চেয়ে অবস্থানকে বেশি মনে রাখে। আমি নিজে হলে হেলেদুলে আসতে আসতে তাকাতামই না যে অবস্থানের পরিবর্তন হয়েছে কিনা, আমি সোজা যেখানে রেখেছিলাম সেখানেই হাত বাড়াতাম। (এটাও ঠিক এইজন্য আমি অধিকাংশ জিনিস খুঁজে পাই না)কাজেই ৬ বছরের পিচচি বেখেয়ালিই হবে এবং সে সেটাই করবে বলে মনে হয়।

এনিওয়ে,
বাস্কেট ৭০%
বক্স ২০%
পট ও বাকেট ১০%

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

জ্বিনের বাদশা এর ছবি

বাহ্, বেশ কয়েকজন অংশ নিয়েছেন দেখছি ,,,৭ জন ,,,মোট ১০ জন অংশ নিলে রেজাল্ট আপডেট করব ,,,
সত্যি বলতে বেশ ইন্টারেস্টিং একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে হাসি

বলাইদা, ধাঁধাবাজের কাজেকর্মে কিছুটাতো ধান্দা থাকবেই চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ভ্রাত: কি ঘটাইলেন? এইটা পড়তে গিয়ে মাথা হড়বড়। আগেরটার সাথে পার্থক্য কি?
আপনার ব্যাখ্যাটা তাড়াতাড়ি বলেন, প্লিজ!

জ্বিনের বাদশা এর ছবি

ঠিক ধরেছেন ভ্রাতঃ ,,, কোনই পার্থক্য নাই হাসি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জ্বিনের বাদশা এর ছবি

এটার রেজাল্ট
৩১৩(৪৪.৮%)
৩৬৪ (৫২%)
১১.৫ (১.৬%)
১১.৫ (১.৬%)

রেজাল্ট হিসেবে পুরা ধরা!!

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

তারেক এর ছবি

১. বক্স ৫০%
২. বাস্কেট ৫০%

(আপনার উদ্দেশ্য কি অন্যের মতামত একজনের রি-ইভ্যালুয়েট করাটাকে কতটা প্রভাবিত করে সেইটা দেখা?)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

জ্বিনের বাদশা এর ছবি

তারেক, না অন্যের মতামত না। পুর্বলব্ধ জ্ঞান কতটা প্রভাবিত করে সেটা দেখা।

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জ্বিনের বাদশা এর ছবি

যেমন আপনাকে একটুও প্রভাবিত করেনি হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।