ভারত বনধ, মার্চ-১ পোষ্টার

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: বুধ, ২৯/০২/২০১২ - ১২:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

poster


মন্তব্য

চরম উদাস এর ছবি

চলুক

হিমু এর ছবি

বস, ফ্লিকার থেকে ছবিটা নামানোর উপায় কী? এখানে আপলোড করে দিতে পারেন? তাহলে ফেসবুকে ব্যবহার করা যেতো।

হেমন্তের ঘ্রাণ এর ছবি

ফেসবুকে শেয়ার করলে থাম্বনেইল এ ছবিটা আসে না ।

মন মাঝি এর ছবি

চলুক চলুক চলুক

আচ্ছা, "bothered" শব্দটার বদলে আর কোন শব্দ ব্যবহার করা যায় না ?

আমি যদ্দুর জানি "bothered" বলতে সামান্য বা তুচ্ছ উৎপাতজনিত 'হাল্কা বিরক্তি' টাইপের কিছু বোঝায় সূত্র)।

সহস্রাধিক স্বদেশবাসীর অন্যায় হত্যাকান্ডের প্রতি আমাদের প্রতিক্রিয়ার গাঢ়তা ও গুরুত্ব এই শব্দটা কি একটু হাল্কা করে ফেলে না ? এর বদলে কি "outraged" বা এরকম অন্য কোন শব্দ ব্যবহার করা যায়, যা হয়তো আরও যথোপযুক্ত হতো ?

****************************************

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

একমত।

যুধিষ্ঠির এর ছবি

একমত

এ হাসনাত এর ছবি

সাথে আছি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

জটিল।
ভারত বনধ সফল হোক।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সাথে আছি।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অন্য ভুবন  এর ছবি

আমি bothered শব্দটিতে খুব আপত্তি দেখি না। শব্দটি আমাদের অহিংস যৌক্তিক প্রতিবাদকে প্রকাশ করতে সাহায্য করছে। আমাদের জনমত যেন কোনো উগ্রতাবাদী রেষারেষির অর্থ বহন না করে সেজন্য যথাযথ শব্দ নির্বাচন গুরুত্বপূর্ণ।

মন মাঝি এর ছবি

আমি যদ্দুর জানি "outraged" অহিংস যৌক্তিক প্রতিবাদকে প্রকাশ করতেই বেশির ভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় - অনুভূতির গাঢ়তাকে অক্ষুন্ন রেখে। বিবিসি-তে মনে হয় বহুবার শুনেছি, এমনকি বিভিন্ন ইংরেজিভাষী পশ্চিমা দেশের ডিপ্লোম্যাটিক পরিভাষাতেও বোধহয় এটা অন্তর্ভুক্ত। ক্যাম্ব্রিজ অনলাইন ডিকশনারিতে দেয়া এই সম্পূর্ন অহিংস প্রতিবাদের উদাহরণ হচ্ছে - "Many outraged viewers wrote to the BBC to complain." - অর্থাৎ outrage-এর বহিঃপ্রকাশের দৌড় হচ্ছে চিঠি লিখে complain করা পর্যন্ত, যা ১লা মার্চের কর্মসূচীর চেয়ে বরং অনেক বেশি মোলায়েম ও সুশীল। কিন্তু, মেরিয়াম ওয়েবস্টার বলছে bother মানে to annoy especially by petty provocation, pester, irk ইত্যাদি। বিএসএফের দীর্ঘদিনের ক্রমাগত নরপক্ষীশিকার (সহস্রাধিক) কি স্রেফ petty বা তুচ্ছ প্ররোচণা ? আর আমরা স্রেফ irked (হাল্কা বিরক্ত/ক্লান্ত) ও pestered (জ্বালাতনকৃত) ? এতটা রক্তের দাম এইটুকু মাত্র ?!! এতে অন্যদের চোখেও কি এই প্রতিবাদটা হাল্কা হয়ে যাবে না খানিকটা ? এই জন্যই জন্যেই "outraged" সাজেস্ট করেছিলাম।

যাহোক, এই শেষ মুহূর্তে একটা মাত্র শব্দার্থ নিয়ে মনোযোগ-বিভ্রান্তিকারী তর্কের বাজার খুলে বসতে আগ্রহী না। পোস্টারটা দুর্দান্ত হয়েছে নিঃসন্দেহে। উদ্যোগে পূর্ণ সমর্থন, সহমর্মিতা ও শ্রদ্ধা রইল ! চলুক চলুক

****************************************

পদ্মজা এর ছবি

সাথে আছি। ফেসবুকে কেমন করে শেয়ার করবো?

হিমু এর ছবি
আশরাফ এর ছবি

থ্যাঙ্ক ইউ

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

যুধিষ্ঠির এর ছবি

চলুক

ধূসর জলছবি এর ছবি

সাথে আছি ।

কুমার এর ছবি

চলুক

দ্রোহী এর ছবি

চলুক

সুমিমা ইয়াসমিন এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।