ঝরাপাতা গো!

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: রবি, ২৭/০১/২০০৮ - ৮:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মরণ-সুতোয় গাঁথল কে মোর বরণমালা।
...অচিন দেশে এবার আমার যাবার পালা॥

ওয়াহিদুল হক অভিধানতুল্যপ্রজ্ঞাবানেষু--

শুকনো পাতারও একটা ভাষা আছে বেদনাভাবক, '৩৪-এ গুরুদেবের এ কথন ধৃত হওয়া থেকে শুরু করে এ যাবৎ যতজনই সে ভাষা শুনতে চেয়ে পেতেছেন কান, কমবেশি সবারই মন ছিল দূরে, সকলেই ভেবেছেন স্বভাবত, এ ভাষাও শ্রুত হবে কানে, রোরুদ্য হামলে পড়ে পৌঁছে যাবে মস্তিষ্কে আকুতি

এই শ্রুতি মননের কাজ, সর্বতোভাবে, রানী চন্দ জেনেছেন আগে, সখাকুল সমভিব্যাহারে

জাগ্রত মনস্কামনাপুচ্ছ খসে যায়, একে একে গুরুভাগ ঝরে, হারায় লিরিকখানি তালে-লয়ে মিলবারও আগে

আনাচ-কানাচবাসী বেদনাপ্রকাশ ঘটে চিরকালই কম, কমই এরা নীরব বোধিতে আসে সুদূরবাসীর, কমই হন এরকম অন্তঃকর্ণধারী

কেবল গুটিকয়জনই শুকনো পাতার ভাষা বোঝেন, গুটিকয় ওরকমজনই

ময়দানের হাওয়া


মন্তব্য

শেখ জলিল এর ছবি

শ্রদ্ধাঞ্জলি গুরুদেব ওয়াহিদুল হক-কে।
.............কেবল গুটিকয়জনই শুকনো পাতার ভাষা বোঝেন, গুটিকয় ওরকমজনই

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সুজন চৌধুরী এর ছবি

ধন্যবাদ, মুজিব মেহদী
ওয়াহিদ কাকা চলে যাবার পর থেকে,
আমার প্রজন্মের দিকে তাকাই আর
১টা শূন্যতা গ্রাস করে আমাকে।
ঐ দায়িত্বগুলো কেউ নেবো আর
তাই ওয়াহিদ কাকাকে জনসমক্ষে স্মরণ করিনা আমি।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মুজিব মেহদী এর ছবি

কেউ তো নিশ্চয়ই নেবেন দায়িত্বটা, নিতেই হবে কারো। সেরকম কেউ হয়ত ছায়ানট-নালন্দা-কণ্ঠশীলন থেকেই বেরিয়ে আসবেন। শংকরের 'ছায়ানট সংস্কৃতি-ভবন'-এর দিকে তাকালে, ওর ভিতরকার প্রাণচাঞ্চল্য উপলব্ধি করলে আপনার মতো সে সম্ভাবনা আমিও দেখতে পাই।
..................................................................................
অপরিপক্কতা সবসময় একরোখা হয়, আর পরিপক্কতা হচ্ছে সর্বগ্রাহী
-সেলিম আল দীন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মাহবুব লীলেন এর ছবি

আনাচ-কানাচবাসী বেদনাপ্রকাশ ঘটে চিরকালই কম, কমই এরা নীরব বোধিতে আসে সুদূরবাসীর, কমই হন এরকম অন্তঃকর্ণধারী

সালাম যাকে নিয়ে লেখা হয়েছে
ধন্যবাদ যিনি লিখেছেন
-নিবেদক জনৈক আনাচ-কানাচবাসী

মুজিব মেহদী এর ছবি

শুভেচ্ছা যিনি ধন্যবাদ দিয়েছেন।
..................................................................................
অপরিপক্কতা সবসময় একরোখা হয়, আর পরিপক্কতা হচ্ছে সর্বগ্রাহী
-সেলিম আল দীন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

শ্রাবন্তী এর ছবি

ওয়াহিদ কাকু চলে গিয়ে ও ভীষনভাবে আমাদের মাঝে উপস্থিত ।
গানের ভিতর দিয়ে তিনি এমন ভাবে আছেন যে মনে হয় কান পাতলেই তাঁর সুর ,কথা শুনতে পাই।
যতদিন বাঙ্গালি আছে,ততদিন ওয়াহিদুল হক ও বেচেঁ থাকবেন। তাঁর মৃত্যু নেই।

মুজিব মেহদী এর ছবি

ব্যক্তি ওয়াহিদুল হক চলে গেছেন, কিন্তু আদর্শ ও কীর্তি তো রয়ে গেছে, রয়ে যাবেও।
তাঁর আদর্শকে, তাঁর দেখিয়ে যাওয়া পথকে বাঙালির প্রয়োজনেই চর্চার মধ্যে রাখতে হবে। নইলে আমরাই ক্ষতিগ্রস্ত হবো, তাতে সন্দেহমাত্র নেই।
..................................................................................
অপরিপক্কতা সবসময় একরোখা হয়, আর পরিপক্কতা হচ্ছে সর্বগ্রাহী
-সেলিম আল দীন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মুহম্মদ জুবায়ের এর ছবি

ধন্যবাদ স্মরণ করার জন্যে। আইয়ুব খানের আমলে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিলো, তখন এই মানুষগুলি প্রতিবাদে জ্বলে না উঠলে কোথায় থাকতাম আজ আমরা?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মুজিব মেহদী এর ছবি

এটা পরিষ্কার যে, তাহলে আমরা অন্ধকারে থাকতাম। অন্ধকারের সম্ভাবনা এখনো লুপ্ত হয়ে যায় নি যদিও। আমাদেরই তা ঠেকাতে হবে।
..................................................................................
অপরিপক্কতা সবসময় একরোখা হয়, আর পরিপক্কতা হচ্ছে সর্বগ্রাহী
-সেলিম আল দীন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

গৌতম এর ছবি

ওয়াহিদুল হকের কোনো গানের সিডি বের হয়নি একমাত্র বেঙ্গল ফাউন্ডেশন ছাড়া। তাঁর শিক্ষাদানের ক্ষেত্রটা ছিলো সরাসরি। তাঁর যদি কিছু গানের সিডি থাকতো, আমরা যারা তাঁর শিক্ষার্থী না, তারা উপকৃত হতাম। এমন মানুষের গান শোনা তো সৌভাগ্যের বিষয় আমাদের জন্য।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পুতুল এর ছবি

ব্লগে না ঢুকলে জানতেই পারতাম না যে, বর্তমান সময়ের সবচেয়ে আলোকিত নক্ষত্রটি এখন থেকে শুধু স্মৃতিতেই জ্বলবে।
আপনার কবিতাটিও যর্থাথ হয়েছে। ধন্যবাদ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।