ইনভেস্টিগেটিভ পোষ্টঃ প্রহরী আজকাল যেথায় যা করে......

নিবিড় এর ছবি
লিখেছেন নিবিড় (তারিখ: সোম, ১৬/০৩/২০০৯ - ৮:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফেসবুক নামক যন্তর মন্তর ঘরে একদা এক সচলবাসী আমাকে বলিল- বিডিআর বড়ই ভাল লোক। তার হাসিখানাও মিষ্টি আর লেখার হাতও যথেষ্ট উমদা। কিন্তু তাকে আজকাল সচলে কম দেখা যায় কেন? আমি বলিলাম ভাই আপনার শেষ কথা খানি আমার মনেও সন্দেহর উদ্রেক করিতেছে। তাৎক্ষনিক ভাবে উনি বলিলেন- কি ব্যাপার? কি ব্যাপার? আমি বলিলাম- সন্দেহ হয় বিডিআর অদৃশ্য এবং সুক্ষ এক জালে ফাঁসিয়া গেছে। উনি বলিলেন- কেমনতর সেই জাল? আমি একটু অবাক হইয়া বলিলাম- ভাই এই সেই জাল, যেই জালে ধরা খাইবার জন্য বালক বালিকারা ১৫ বছর বয়স থেকে উদগ্রীব থাকে হাসি উনি এইবার বলিলেন- তাইলে বিডিআর ছেলেটার ভাগ্য খুলিল কিন্তু তোমার কাছে প্রমাণ কি? আমি বলিলাম- এই বান্দা প্রমাণ ছাড়া কাওকে সন্দেহ করে না রেগে টং উনি আবার বলিলেন বল দেখি দু'এক খান প্রমাণ। আমি বলিলাম তাইলে এইবার আপনার কর্ণ খানা একটু খাড়া করতেই হচ্ছে-

প্রমাণ০১।
ফেসবুক নামক যন্তর মন্তর ঘরে স্ট্যাটাস নামক এক বস্তু আছে। সেইখানে প্রহরী ঘন্টা বাজাইয়া সবাইকে জানায়- শহরের উষ্ণতম দিনে বুকে হিমেল হাওয়া, হেমন্তের রাত; দরজায়-জানালায় অবিরাম প্রেমের আঘাত... বুঝেন এইবার অবস্থা। এইটা শুনে সচল ভ্রাতঃ বলিলেন চিন্তার বিষয় চিন্তিত

প্রমাণ০২।
যেই বালিকা কে নিয়ে বিডিআর এর মনে প্রেমের আঘাত বলে সন্দেহ করা হয় সেই বালিকার প্রোফাইলে একদিন দেখি প্রহরী ভাইজান লেখছেন- আজকে রাতের আকাশের দারুন চাঁদ খানা তোমার জন্য।
পোড়াকপাল আমার এইটা পইড়া বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘযুক্ত আকাশে পুরা আমবস্যার ঘুটঘুটে অন্ধকার ইয়ে, মানে... এইবার সচল ভ্রাত আবার বাগড়া দিয়ে প্রশ্ন করলেন- মেঘ থাকলে প্রহরী আকাশে চাঁদ পাইল কই অ্যাঁ
আমি বললাম ভাই এইটাও বুঝেন না,মনে রঙ লাগলে রাতের আকাশে চাঁদ কেন সূর্যও পাওয়া যায় চোখ টিপি

প্রমাণ০৩।
আমি সচল ভ্রাতঃ কে প্রশ্ন করিলাম- আপনি কি প্রহরী ভাইজানের সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড লেখা খানা পড়িয়াছেন? উনি বলিলেন না তো!!! আমি হাসিয়া বলিলাম গ্রেট মিস। ঐখানে প্রহরী ভাইজান একদা এক লম্বা উঁচা বালিকা কিভাবে তাকে ছ্যাকা দিয়াছিল সেই কাহিনি বিবৃত করিয়াছেন। এইবার সচল ভ্রাত পুনরায় প্রশ্ন করিলেন তাইলে এইটা তো পুরান কাহিনি কিন্তু এইটা দিয়ে বর্তমানের কি প্রমাণিত হয়??? আমি বলিলাম আগে আমার অন্য কথা গুলা ভাল করে শুনিবেন তারপর ঐ পোষ্টের শেষ চার লাইন মনযোগ দিয়া একবার পড়িবেন তাইলে দিন দুনিয়া পুরা ক্লিয়ার চোখ টিপি

প্রমাণ০৪।
এইবার পহেলা ফ্লাগুন রোজ শুক্রবার ছিল দারুন একখান দিন।আগে থেকেই দেশের নানা প্রান্তের সচলবৃন্দ এইদিন বইমেলায় হাজিরা দেওয়ার আশা প্রদান করেন। মুঠোফোনে বার্তা পাঠাইয়া প্রহরী ভাইও আমাকে সেইদিন হাজির থাকিবেন বলে আমাকে জানান। দুনিয়ার সব জায়গায় পরে গেলেও সেইদিন কেম্নে জানি শাহাবাগে বিকেল ৩ঘটিকায় হাজির হয়ে গেলাম। আগে যখন এসেই পরেছি তাইলে চারুকলার ভিতরে একটু ঘুরে যাই এই চিন্তায় ভিতরে ঢুকে হাটাহাটি শুরু করলাম। হঠাৎ চোখ পড়ল কয়েকজন বালক আর দুই জন বালিকার এক দলের উপর। দেখি গ্রুপের মিষ্টি চেহারার এক বালক বালিকাদ্বয়ের সাথে হাসতে হাসতে গড়িয়ে পরছে চিন্তিত বালিকাদ্বয়ের একজনকে দেখে মনে হল আরে এই মেয়ে তো প্রহরী ভাইয়ের ফেসবুক ফ্রেন্ড চিন্তিত এইটা দেখে আমার মনে হল এইটা কেম্নে হয়??? প্রহরী ভাই তো বলছিল উনি বালিকাদের সামনে গেলে নাকি ওনার হাসি বন্ধ হয়ে যায় আর মেয়ে কলিগরা নাকি এই কারনে ওনাকে বলে লৌহমানব অ্যাঁ দূর থেকে পর্যবেক্ষণ করতে করতে একসময় দেখি প্রহরী ভাইয়ের জমজ ভাই আর প্রহরী ভাইয়ের ফেসবুক ফ্রেন্ড লিস্টে অবস্থানকারী বালিকা দুই জনেই কি কারনে জানি দাড়াল। এইবার ভাল করে তাকায়ে দেখি বালিকা প্রহরী ভাইয়ের মাথার উপর এক হাত উঁচা দেঁতো হাসি

পুরা কাহিনি বলা শেষ করে আমি আবার সচল ভ্রাতঃ কে প্রশ্ন করিলাম-ভাই আর প্রমাণ চান??? উনি মিষ্টী করে বললেন নারে ভাই। আমি আবার বললাম- ভাই তাইলে কি বুঝিলেন? একটা হাসি দিয়া উনি উত্তর দিলেন- প্রেম, পিরিতি, ভালবাসা এই তিনই সর্বনাশা চোখ টিপি


মন্তব্য

রাফি এর ছবি

বি.ডি.আর এর চোখ এড়িয়ে এই পোস্ট সচলে আসল ক্যাম্নে???
প্রহরী ভাই তো তার দায়িত্বে আসলেই ব্যাপক অবহেলা করতেছে।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

নিবিড় এর ছবি

বিডিআর ভাই আজকাল অন্যত্র ব্যস্ত চোখ টিপি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সৌরভ এর ছবি

প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, সচলায়তন কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন।
সাধু সাবধান। হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

নিবিড় এর ছবি

ইয়ে, মানে...


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

যাক অবশেষে অতন্দ্র প্রহরীর অতন্দ্র রাত কাটানর একটা কারন পাওয়া গেল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নিবিড় এর ছবি

প্রহরী ভাইয়ের ভাগ্য ভাল চারুকলায় আপনার সাথে দেখা হয় নায় তাইলে তো পুরা ফটুক সহ পোষ্ট হইত দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

প্রহরী নিজেই তো দেখি খোমাখাতায় ছবি তুলে দিয়েছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নিবিড় এর ছবি

আপ্নেও তাইলে আসল লোক কে চিহ্নিত করছেন দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

@এন্ডকদু
অসংখ্য ধন্যবাদ, বিষয়টা দৃষ্টিগোচর করার জন্য। আমি এক্ষুণি এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে এই বিষয়ের যথাযোগ্য সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করছি।

নিবিড় এর ছবি

সন্দেহজনক চিন্তিত


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

হুমম, পোলাপানের বয়স হইল না এখনও, বাচ্চাই রয়া গেলো। দোয়া করি একদিন বড় হবা, তোমার চেয়ে দ্বিগুণ প্রস্থের কোনো ললনা পাবা, এবং চারুকলায় শিল্পচর্চা করতে যাবা চোখ টিপি

নিরীহ-ভালুমানুষ প্রহরীর নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাজে কথা রটানোর জন্য নিবিড়কে তেবরো নেন্দা জানালাম মন খারাপ

নিবিড় এর ছবি

হুম বাচ্চাই রইয়া গেলাম ইয়ে, মানে...
ভাইজান আগে নিজেকে নিয়ে চিন্তা করেন চোখ টিপি
প্রহরী ভালমানুষ অ্যাঁ


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

রেনেট এর ছবি

এইটা মোটেও ভালো কাম করেন নাই নিবিড় মিয়া। আপনার পুস্ট পড়ে প্রহরী
ভাইয়ের সাম্ভব্য/ হইলেও হইতে পারতো বান্ধবীসকল এখন হাপুস নয়নে কাঁদিবে। এত এত বালিকাদের হৃদয় ভাঙা কি ঠিক হইল?
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অতন্দ্র প্রহরী এর ছবি

একমাত্র রেনেট ভাই-ই বুঝলেন আসল ব্যাপারটা। আপনিই এই গরীবের একজন প্রকৃত বন্ধু হাসি

নিবিড় এর ছবি

@রেনেট ভাই আপ্নে ঠিক বলছেন কিন্তু অন্যদিক টা একবার ভাইবা দেখেন হাসি শীঘ্রই সচলে শালী সন্ধানীদের জন্য নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে চোখ টিপি আর শোনা যাচ্ছে প্রহরী ভাইয়ের ইয়ের তিন জন অতীব সুন্দরী ছোট ভগ্নী আছে দেঁতো হাসি এইটা কিন্তু সিরিয়াস


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

টাটো বলি প্রহরী এটোদিন কোটায় ছিলো? টার কোনো খোঁজ টোজ পাওয়া যাইটেছিলোনা কেন?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা।
যদিও আমাকেই পচাইলেন, তবুও স্বীকার করতে দ্বিধা নাই - সেন্স অভ হিউমার আর বুদ্ধিদীপ্ততার দিক দিয়ে এইটা সচলায়তনে আমার পড়া সেরা কমেন্টগুলোর একটা হাসি

নিবিড় এর ছবি

নজু ভাইয়ের বুদ্ধি দারুন চলুক নজু ভাইকে চা(T) দেওয়া হোক হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

রায়হান আবীর এর ছবি

খেকয!!

=============================

নিবিড় এর ছবি

আসলেই খেকয হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হুমমমম

নিবিড় এর ছবি

চিন্তিত


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

মাহবুব লীলেন এর ছবি

চারুকলার সামনে পরিচিত কাউরে দেখলে কিন্তু প্রহরী মুখ ঘুরাইয়া ফালায়
(পেরমান আছে)

সামনা সামনি কেউ পড়লে প্রহরী চোখে বালি পড়ার ভান করে দুই হাত দিয়ে দুই চোখ কচলাতে কচলাতে (ঢেকে) পাশ কেটে চলে যায়
(পেরমান আছে)

পরিচিত কারো সামনে পড়লে প্রহরী পাশে যে কেউ থাকুক না কেন এক লাফে তার থেকে দশ হাত দূরে দূরে হেঁটে প্রমাণ করতে চায় তার সাথে কেউ নাই
(পেরমান আছে)

অতন্দ্র প্রহরী এর ছবি

আমি আর কী কইতাম মন খারাপ

নিবিড় এর ছবি

ঝাতি জানতে চায় প্রহরী কেন লুকায় খাইছে


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ঝানতে চাই, ঝানতে চাই
এই রহস্য ঝানতে চাই দেঁতো হাসি
নিবিড় পোলাটারে এই লেখার জন্য একটা বড়সড় পাঁচ দাগাইলাম।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নিবিড় এর ছবি

পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে ঝাতি কে অবশ্যই জানান হবে চোখ টিপি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

পূর্ণ নিরাপত্তা দেওয়া হলো বালক...
এবার ঝাতির দাবী পূরণ করেন। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

নিরাপত্তা কে দিলো শুনি! চিন্তিত
বালকের কালো হাত ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে কিন্তু! চোখ টিপি

অনিকেত এর ছবি

হা হা হা ---

লীলেনকে মহা 'উত্তম জাঝা' !!

আজ মনে হচ্ছে, 'প্রহরী সংহার দিবস' সচলায়তনে।
এই নিয়ে আরো গুটিকতক লেখা আশা করিতেছি----

নিবিড় এর ছবি

আমরাও আশা করছি দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সুহান রিজওয়ান এর ছবি

হায় প্রেম !!!
তুমি মোর প্রহরীরে দানিয়াছ অপরের পোস্টের সারমর্ম হবার সম্মান...!!!

নিবিড় এর ছবি

ভাল বলেছেন


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

তানবীরা এর ছবি

নিবিড়, প্রহরী কোথাও এনগেজড আছে এটা সচলা বালিকাদের কাছে প্রমান সহ প্রচার করিয়া আপনার কি লাভ তাহাও জাতি আজ জানিতে চায়।

এই মার্কেটিং এর নাম কি? ডোর টু ডোর মার্কেটিং?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি
নিবিড় এর ছবি

@তানবীরা আপু
প্রচারেই প্রসার দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

তানবীরা'পু, নিবিড় পোলাটার খালি হিংসা আর হিংসা! মন খারাপ

ধুসর গোধূলি এর ছবি
নিবিড় এর ছবি

মন খারাপ
ধূগোদা আসলে মিশ্রণটা ইচ্ছাকৃ্ত। আমার পরিচিত একজন কথাবলার সময় প্রায়ই সাধু ও চলিত মিশ্রিত করে বলেন যা শুনতে বেশ মজা লাগে তাই এই লেখায় একটু এক্সপেরিমেন্ট করে দেখার চেষ্টা করছিলাম লেখার ক্ষেত্রে এই ব্যাপার টা কতটুকু কার্যকর।


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

রানা মেহের এর ছবি

বিডিআর টা ভালো ছেলে ছিল
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নিবিড় এর ছবি

কিন্তু শহীদ হয়ে গেল হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ইন্নালিল্লাহে.... চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

রেগে টং

পান্থ রহমান রেজা এর ছবি

চারুকলায় বিডিআর ভাইয়ের বেকায়দা ছবি দেখতে মন চায়। দেঁতো হাসি

নিবিড় এর ছবি

পান্থ ভাই এই দেশে জীবনের নিরাপত্তা নাইরে ভাই নাইলে আমিই দেখাইতাম মন খারাপ


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

কীর্তিনাশা এর ছবি

ঘটমার পিছনের ঘটমা ঝাতি ঝানতে চায়... দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নিবিড় এর ছবি

এই ব্যাপারের পিছনে যে বহিঃশক্তির হাত আছে তাদের খুজে বের করা হবে এনশাল্লাহ দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

মুশফিকা মুমু এর ছবি

হাহাহা দারুন মজা পেলাম, এতদিন পর তোমাদের গুতোগুতি, ফিসফিসানির কাহিনী জানা গেল। খাইছে
আসলেই আমিও খেয়াল করসি বিডিআর ইদানিং বেশি অন্য রকম হয়ে গেসে, নিজের নামের লেটার লিখতে গিয়ে আরেকজনেরটা লিখে, সবার পোস্টে কথায় কথায় হিন্দি সিনেমার ডায়ালগ ছারে আর ইউটিউব থেকে হিন্দি সিনেমার লিংক দিয়ে সবার পোস্ট ভরায়ে ফেলার কথা না হয় বাদই দিলাম, তাও ভাবসিলাম নাহ ছেলেটা মনেহয় এখনো ভালৈ আছে, কিন্তু তোমার পোস্টে বোঝা গেল কিউপিডের তির লেগে গেসে দেঁতো হাসি
নিবিড় লেখায় ফাইভ ইশটার *****

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নিবিড় এর ছবি

আপু আগেই বলছি প্রেম, পিরিতি, ভালবাসা এই তিনই সর্বনাশা দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

মুমুরে নিয়া আমি আবারও হতাশ মন খারাপ

স্নিগ্ধা এর ছবি

নিবিড়, ফেইসবুকে কখন যে কী ঘটে যায় চোখেও পড়ে না! এই পোস্টটা দিয়ে তো আপনি বিরাট একটা জনসেবামূলক/ভাল কাজ করলেন! আচ্ছা, অতন্দ্র প্রহরীর কোন এলবামের কোন ছবিটা দেখতে হবে? সরাসরি বলতে যদি কোন 'টেকনিক্যাল ডিফিকাল্টি' থাকে, তাইলে ওই ছবিতে কোন একটা কমেন্ট করলেই হবে দেঁতো হাসি

নিবিড় এর ছবি

ফাগুনের আগুন কার না মনে লাগে বলেন তাই খুব খিয়াল কইরা দেখেন চোখ টিপি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

স্নিগ্ধাপু, জানা গেছে প্রহরীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই অ্যালবামটা নাকি উধাও হয়ে গেছে! দেখেন দেখি, আমারও ইচ্ছা ছিলো অ্যালবামটা দেখার, কিন্তু তা আর হলো কই! মন খারাপ

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

ভাই , আপ্নারা কেউ এটার পজিতিভ দিক চিন্তা করলেন না, প্রহরী ভাইজান এতদিন আমাগো একা পাহারা দিতেন এখন থেকে দলে আরেকজন যোগ দিল, বিনা পয়সায় লোক পাইলেন ব্যাপারটা খারাপ কি? আমিতো প্রহরীরে কমু প্রতি মাসে যেন এরকম কইরা এক একটা মেম্বার বাড়ায়। এই প্রক্রিয়া চালু রাখলে আমরাই একটা সচল বিডি আর বানাতে পারব।

কলির কৃষ্ণ-রাধার লীলা
ইন্টারনেটে চলছে যে বেশ
হাই বলে আর বাই বলেই
লীলা-খেলা একদিনেই শেষ।

মেসেঞ্জারে হয় যে ব্লক আর
ফেসবুকেতে করে ডিলিট
নতুন রাধা নতুন কৃষ্ণর
শুরু আবার নতুন পি্রিত।

Lina Fardows

অতন্দ্র প্রহরী এর ছবি

দেঁতো হাসি

ছড়াটা আসলেই দারুণ।

নিবিড় এর ছবি

আপ্নে তো আসলেই ঠিক বলছেন অ্যাঁ সচল বিডি হইতে তো আর বেশি দেরী নাই চোখ টিপি
তবে লাস্টের ছড়া খানা দারুন (তালিয়া)


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।