রাজনীতি

নির্বাক এর ছবি
লিখেছেন নির্বাক [অতিথি] (তারিখ: বুধ, ১৯/১১/২০০৮ - ১১:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গণতন্ত্রের জিকির তোলে
স্বৈরতন্ত্রের আস্তানা!
খুনি হাতে নতুন করে
পরে সাধুর দস্তানা!

সত্যপথে সহজ মতে
চলা ওদের রাস্তা না।
ভালো থাকা ওদের কাছে
কাজুবাদাম-পেস্তা না।

পুকুর চুরি ওদের রীতি,
একটি দুটি বস্তা না।
উপহাসে অট্টহাসে –
‘সৎ ব্যাটারা পস্তা না’!

দুদিন পরে জমবে সবে
নির্বাচনী মাস্তানা।
আমজনতার পান্তাভাতই
ডাল-ভাত কি গোস্ত না!

এমন করে দিন কি যাবে?
দিন হবে আর সস্তা না!
আমজনতা জাগলে পরে
রাখতো এসব আস্ত না!!


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জাঝা

নির্বাক এর ছবি

শিমুল ভাই, সালাম জানাই।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

মূর্তালা রামাত এর ছবি

মারহাবা মারহাবা..

মূর্তালা রামাত

নির্বাক এর ছবি

ধন্যবাদ ধন্যবাদ.......

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

পলাশ দত্ত এর ছবি

চলুক

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নির্বাক এর ছবি

ধন্যবাদ বস!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

মুশফিকা মুমু এর ছবি

আমি রাজনীতির কিছু দেখল স্কিপ করি কিন্তু আপনার ছড়া দারুন লাগল হো হো হো
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নির্বাক এর ছবি

আপনার মন্তব্যও দারুন লাগলো! ধন্যবাদ আপনাকে।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

পুতুল এর ছবি

ভাই নির্বাক, রাজনীতি পইড়া হইলাম অবাক!
অতি উপাদেয় হইছে ছড়া
মুগ্ধ হইয়া দিলাম ভোট পাঁচটা।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নির্বাক এর ছবি

মন্তব্যের জন্য ভোট দেয়ার ব্যবস্থা থাকলে আমি আপনেরে ছয়টা ভোট দিতাম হাসি

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

কীর্তিনাশা এর ছবি

সচলে আরেক জাঁদরেল ছড়াকার আইসা গেল তাইলে !!
চলুক
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নির্বাক এর ছবি

এই মন্তব্য শুনিয়া বড়ই প্রীত হইলাম, কিন্তুক আপনেতো চিরকালের কীর্তিনাশা!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার চলুক

দেবোত্তম দাশ এর ছবি

আমজনতা জাগলে পরে
রাখতো এসব আস্ত না!!

এটা এরকম কবে হবেঃ-

আমজনতা জাগবে যখন
রাখবে কাউরে আস্ত- না!!

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

তানবীরা এর ছবি

আম জনতা জাগবে না সেটাই রাজনীতিকদের আশার কথা ভরসার কথা.........

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নির্বাক এর ছবি

একদম মনের কথাটা বইলা দিছেন তানবীরা। ধন্যবাদ আপনাকে।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

স্নিগ্ধা এর ছবি

কি মুশকিল রে বাবা, এত্ত এত্ত সব জাঁদরেল ছড়াকার আসছে কোত্থেকে?

খুব ভালো, ছড়াটা !

নির্বাক এর ছবি

হা হা হা, ধন্যবাদ আপনাকে।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।