তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ

নির্জন স্বাক্ষর এর ছবি
লিখেছেন নির্জন স্বাক্ষর [অতিথি] (তারিখ: বুধ, ১৬/১২/২০০৯ - ২:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার আগের একটা লেখায় বলেছিলাম, আমি থাকি দশ তলায়। এখান থেকে আকাশ টা খুব কাছের মনে হয়। আবার রাতের বেলা এই ঢাকা শহরের যে আলাদা একটা রুপ আছে, সেটা খুব ভালো দেখা যায়। রাতের বেলা বারান্দায় এমনি চুপচাপ বসে থাকাটা আমার অনেক পুরোনো অভ্যাস। আজও বসেছিলাম। কিন্তু চুপচাপ আর বসে থাকা গেল না।

রাত ১২ টা বাজে। আমি জানি আজ বিজয় দিবস। কিন্তু আমার চারপাশের অবস্থা দেখে আমি একটু চিন্তায় পরে গেলাম। আজকে থার্টি ফার্স্ট নাকি? যেই হারে হিন্দি গানের ধুম-ধাড়াক্কা বাজনা বাজে, আমি তো অবাক। বারান্দা থেকে উঠে আমার রুমের জানলা দিয়ে রাস্তার অপর পাশে তাকালাম। শুনি ওইখানে বঙ্গবন্ধুর ভাষন মাইক দিয়ে প্রচার হচ্ছে। জানলার কাছে বসলাম। কিছুক্ষন পর আবার গেলাম বারান্দায়। নাহ। ওই উদ্দাম বাজনা এখন নাই।

এই হচ্ছে ঘটনা। বিজয় দিবস কে কেউ কেউ থার্টি ফার্স্ট মনে করে।

আমি বিজয় দেখিনি, দেখিনি মুক্তিযুদ্ধ। দেখার কথাও না। শুধু শুনেছি সেইসব শ্বাস রুদ্ধকর মুহূর্তের কথা দাদা, কাকা কিংবা বাবার কাছে। পড়েছি অনেক বই। জেনেছি দেশের জন্য অকাতরে প্রান বিলিয়ে দেওয়ার আকুতি সেই মহান মুক্তিযোদ্ধাদের। অন্তর্জালের কারনে আরো অনেক তথ্য সমৃদ্ধ ইতিহাস জেনেছি। আমি অনুভব করতে পারি আমার দেশের ইতিহাস। আমার দেশকে। হয়ত সেই কারোনেই, যুদ্ধপরাধীদের নাচানাচি আর গলাবাজি দেখলে আপ্নাতেই হাতের মুষ্টি শক্ত হয়ে উঠে। একেবারে শেষ করে ফেলতে ইচ্ছে হয়। একদম সহ্য হয়না। ঠিক যেমন সহ্য করতে পারলাম না বিজয় দিবসের শুরুতেই ওই হিন্দি গানের বাজনা। তাদের থার্টি ফার্স্ট নাইট মনে করাটা।

আজ আমাদের মহান বিজয় দিবস। কাল সকালেই বের হব। এইদিন গোটা ঢাকা শহরটা লাল সবুজে একেবারে মোড়া থাকে। দেখতে কি যে ভালো লাগে। লাল সবুজের সমুদ্রে নিজেকে ভাসিয়ে দেয়ায় অন্যরকম আনন্দ।

সে যাইহক, বিভিন্ন সময়ে তোলা কিছু ছবি শেয়ার করলাম এবং সব গুলোই আমাদের পতাকা নিয়ে।


My Flag (by ~KaKTaRuA~)


Light in the dark (by ~KaKTaRuA~)


Sheltering Dreams... (by ~KaKTaRuA~)


Bangladesh (by ~KaKTaRuA~)


Firefly of hope... (by ~KaKTaRuA~)


... (by ~KaKTaRuA~)

(৬ নাম্বার ছবিটার জন্য ফয়সাল ভাই কে আলাদা ভাবে কৃতজ্ঞতা জানাই)

অনেক রাত হয়েছে, ঘুমুতে যাব। আমার খুব প্রিয় একটা গান শুনছি এখন....গান টার মত করেই বলি...

তোমার মাঝেই স্বপ্নের শুরু
তোমার মাঝেই শেষ
জানি ভালো লাগা ভালোবাসার তুমি
আমার বাংলাদেশ


মন্তব্য

অমিত এর ছবি

হিন্দি গান বাজানো ঠিক হবে না, কিন্তু কেউ যদি বিজয় দিবসে পার্টি থ্রো করে, তাহলে আমি সেটাতে আসলে দোষের কিছু পেলাম না। বিজয়ের দিনে তো আনন্দ করবেই।

নির্জন স্বাক্ষর এর ছবি

সমস্যাটা হচ্ছে গান টা নিয়ে। হিন্দি গান আমিও শুনি, কিন্তু তাই বলে সব গান না। কিছু গান থাকে না যে, একেবারে কমার্শিয়াল। দ্রিম-দ্রুম বাজনা, সস্তা লিরিকের। গান টা ছিল ওইরকম।
বিজয়ের দিনে আমিও আনন্দ করতে চাই। কিন্তু ঠিক এই ধরনের গান শুনে এই দিনে এইভাবে আনন্দ নেয়াটা কেন জানি মানতে পারিনাই।

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

অমিত এর ছবি

ঠিকাছে, আমিও পারতাম না

অনার্য সঙ্গীত এর ছবি

অসাধারণ। সেলাম... হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নির্জন স্বাক্ষর এর ছবি

ধন্যবাদ।
পরের কোনো পোস্টে আপনার এই সিগন্যাচারের কথা টা দিয়ে যেই ছবি টা বানিয়েছি, সেটা দিব। হাসি

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

স্পার্টাকাস এর ছবি

আমি ব্যক্তিগতভাবে হিন্দি সব কিছুই এড়িয়ে চলি, বলতে পারেন ইন্ডিয়ান সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে নিজের প্রতিবাদ।

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

স্পার্টাকাস এর ছবি

আরেকটা কথা, ছবিগুলা সেইরকম হইছে, খোমাখাতায় ব্যাবহার করতে চাচ্ছিলাম, অনুমতি আছে?

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

নির্জন স্বাক্ষর এর ছবি

রিপ্লাই দিতে একটু দেরী হয়ে গেলো।
অবশ্যই ব্যাবহার করতে পারেন। হাসি
ধন্যবাদ।

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

তানবীরা এর ছবি

তিন নম্বরটা অসাধারণ বস।

যখন আমি প্রথমে হল্যান্ডে আসি আমাকেও এরকম বারো তলায় থাকতে হয়েছিল। আকাশটাকেই শুধু আপন আর চেনা মনে হতো। বাকি সব অন্য রকম।

*************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নির্জন স্বাক্ষর এর ছবি

হাসি

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

সাইফ তাহসিন এর ছবি

গুরু গুরু নমস্য গুরু গুরু ১ নাম্বারেই আটকে আছি আমি।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নির্জন স্বাক্ষর এর ছবি

ধন্যবাদ সাইফ ভাই । দেঁতো হাসি

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

ধুসর গোধূলি এর ছবি

- ৪ নাম্বারটা জোস, আগেও দেখেছি বোধ'য়!

গানটা সেরকম। গানটা শুনতে ভালো লাগে প্রিয়তমাকে মনে করেও। আমি একই সঙ্গে প্রিয় স্বদেশ আর প্রিয়তমাকে গেঁথে রাখি একই সুরের সুতায়, একটাই মাত্র বুকে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নির্জন স্বাক্ষর এর ছবি

৪ নাম্বারটা খোমাখাতায় দেখসেন ধুগোদা।

একই সঙ্গে প্রিয় স্বদেশ আর প্রিয়তমাকে গেঁথে রাখি একই সুরের সুতায়, একটাই মাত্র বুকে

একদম মনের কথা টা বলেছেন।

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

সাবিহ ওমর এর ছবি

সব ছবিতে হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা হিংসা...

নির্জন স্বাক্ষর এর ছবি

দেঁতো হাসি
----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

অতন্দ্র প্রহরী এর ছবি

অসাধারণ!

নির্জন স্বাক্ষর এর ছবি

হাসি

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

বালক এর ছবি

১-৪-৬ ভালো লাগলো...

*************************************************************************
"আমার কোনো নীল শার্ট নেই, ছিলো না কখনো__নীলিমা দেখেছি শুধু একাই__ নীল শার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি__ অথচ সমুদ্রেই ছিলাম আমি।"

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

নির্জন স্বাক্ষর এর ছবি

ধন্যবাদ !

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

তিথীডোর এর ছবি

১,৬ অসাধারণ !!হিংসালুম... --------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নির্জন স্বাক্ষর এর ছবি

দেঁতো হাসি
----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

সুহান রিজওয়ান এর ছবি

৪ এবং ৬ এ মুগ্ধ। বিশেষতঃ ৪- এক্সেলেন্টো !!

_________________________________________

সেরিওজা

নির্জন স্বাক্ষর এর ছবি

থ্যাংকুশলেন্টো সুহান। দেঁতো হাসি
----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

অতিথি লেখক এর ছবি

আমার কাছে তৃতীয় ছবিটা সবচেয়ে ভালো লেগেছে। আমাদের সবার চেতনার বহিঃপ্রকাশ এমনটাই হওয়ার কথা।
---- মনজুর এলাহী ----

নির্জন স্বাক্ষর এর ছবি

ধন্যবাদ।

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

জুয়েইরিযাহ মউ এর ছবি

৪ এ রঙ দুটো কী সুন্দরভাবে ফুটে উঠেছে, ভালো লাগলো।
১ আর ৬ দারুণ দারুণ দারুণ.... হাসি

--------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

নির্জন স্বাক্ষর এর ছবি

ধন্যবাদ আপনাকে। হাসি

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

ভণ্ড_মানব এর ছবি

নির্জন ভাই, সবগুলো ছবিই ফাটাফাটি হয়েছে।
আর বিজয়ের দিনে অন্তত আমিও হিন্দি সংস্কৃতিমুক্ত থাকাতে চাই।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

নির্জন স্বাক্ষর এর ছবি

ধন্যবাদ ভাই। হাসি

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

নিঘাত তিথি এর ছবি

খুব চমতকার ছবি, সবগুলোই। শেষের ছবিটা পেইন্টিং-এর মত সুন্দর লাগছে।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

নির্জন স্বাক্ষর এর ছবি

ধন্যবাদ। হাসি

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

মুস্তাফিজ এর ছবি

ব্যানার বানাও না কেনো?

...........................
Every Picture Tells a Story

নির্জন স্বাক্ষর এর ছবি

ভাইয়া, বানাবো। কয়েকটা ছবি ঠিক করে রেখেছি ব্যানারের জন্য। হাসি

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

এনকিদু এর ছবি

আমার সবচেয়ে পছন্দ ৫


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নির্জন স্বাক্ষর এর ছবি

ধন্যবাদ এনকিদু।

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

পাঁচ নাম্বারটা এটা কী দিলেনরে ভাই!!! এটা ফেসবুকে ব্যবহারের অনুমতি চাইছি।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নির্জন স্বাক্ষর এর ছবি

ধন্যবাদ পান্ডব দা। হাসি
অবশ্যই ব্যবহার করবেন।
----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

অনুপম ত্রিবেদি এর ছবি

হুম, বিজয় দিবস মানে তো আর উদ্দাম বেলেল্লাপনা না, সেটা আমরা বুঝে উঠতে পারছিনা। আজ-কাল একটা জিনিশ খুব চোখে পড়ার মতো - কোন বিশেষ একটা দিবস পেলেই, সে দিবসের আসল মাজেজা না বুঝেই, আমরা 'Its the time to disco' এমন একটা ভাব নিয়ে আনন্দ উল্লাসে ঝাপিয়ে পড়ি। কালও দেখলাম হোন্ডা নিয়ে একদল তরুনের 'বিজয় উল্লাস' আর দেখলাম আম্লীগের র‌্যালিতে বিশাল স্পিকারে 'দিলি বড় জ্বালা রে পাঞ্জাবীওয়ালা' বাজিয়ে বিজয় বরণ। চাখাঁরপুলে গিয়েও পেলাম সেই ঢিস্টিং ঢিস্টিং হিন্দী সুরে 'বিজয় পার্টি'।আসলে আমরা বোধহয় ধীরে ধীরে আদম্য পার্টিপ্রেমি প্রজন্মে পরিনত হচ্ছি।

ছবি গুলো, সবসময়ের মতোই, অনন্য এবং অসাধারন। তোর কাজ দেখলে আসলেই অনেক দূরে তকিয়ে থাকি, সামনের একদিনের এক অসাধারন মেধা সম্পন্ন শিল্পীকে দেখি। এভাবেই চলুক।

==================================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অজানা এর ছবি

Can I use no.5 on facebook?
Thanks

সাফি এর ছবি

কি চমৎকার সব ছবি। ৫ এ কি বোকেহ দেখার পরে ছবি তোলার আইডিয়া এসেছিল?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।