প্রথম পাতায় কি কি মডিউল চান?

প্রথম পাতায় কি কি মডিউল চান বাছাই করে দিন।

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনলাইনে যারা ৯৪%, সাম্প্রতিক মন্তব্য ৯৬% ভোট পেয়েছে।
অবাক লাগলো।
বাকী যাঁরা (৬% ও ৪% ভোটার) এ দুটো বিষয় ১ম পাতায় চাননি, তাঁরা কোন যুক্তিতে চাইলেন না, জানতে ইচ্ছে করছে।
১ম পাতায় ক্রিয়া-প্রতিক্রিয়ার সূত্রধর তবে কী হবে?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ফলাফল দেখলাম। কিন্তু তার প্রয়োগ তো দেখি না! চিন্তিত
নাকি সচলায়তনের নীড়পাতা রেটিং-কণ্টকিত হয়েই থাকবে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নজমুল আলবাব এর ছবি

যা বলার ভোটেই বলছি। এইখানে বকবকানি করতে পারুমনা চোখ টিপি

ভুল সময়ের মর্মাহত বাউল

অতিথি লেখক এর ছবি

"অতিথি লেখক অ্যাকাউন্টটি সম্ভবত একসাথে একাধিক অতিথি ব্যবহার করতে পারেন। "

তার মানে অতিথি লেখক অ্যাকাউন্টটি একসাথে একাধিক অতিথি কি ব্যবহার করতে পারেন না?কেউ একটু বুঝিয়ে বলবেন।

-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।

গৌতম এর ছবি

১. আড্ডাঘর চালু করা হোক তাড়াতাড়ি।
২. সংশ্লিষ্ট লেখক যতোক্ষণ না পর্যন্ত খুঁজে খুঁজে বের করেন যে কেউ তার পুরনো লেখায় মন্তব্য করেছেন কি-না, ততোক্ষণ পর্যন্ত তার পক্ষে সেটি জানা সম্ভব হয় না। এভাবে অনেক মন্তব্য সংশ্লিষ্ট লেখকের চোখ এড়িয়ে যায়। নতুন মেসেজ আসলে যেভাবে জানান দেওয়া হয়, সেরকম লাস্ট লগ আউটের পর লেখকের কোন পোস্টে কতটি মন্তব্য এসেছে, সেরকম বার্তা থাকলে লেখকের সুবিধা হয়।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আহমেদুর রশীদ এর ছবি

প্রথম পাতায় একটা সার্চ সিস্টেম থাকা উচিত লেখক ধরে

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

রাসেল এর ছবি

বামের প্যানেলে একটা মানুষ সব সময় থাকে, অতিথি লেখক, তবে এই মানুষটা বাড়ে না, তার আশ পাশ দিয়ে সচলেরা বাড়ে কমে,
যদি কোনো ভাবে অতিথি লেখকের লগ ইন করবার পরিমাণ বাড়ানো যেতো ভালো হতো। একজন অতিথি লেখক না রেখে, কুটুম লেখক, নারায়ন লেখক, যেভাবেই হোক যেকোনো ফর্মায় হোক- তাহলে হয়তো অনেকেই একটা বিড়ম্বনা থাকে রক্ষা পেতো।

-------------------------------------------------------
বাংলায় হাগি, মুতি, বাঁচি

------------------------------------

আমি তো গণে নেই বিচ্ছিন্ন একা
সঙ্ঘে সমুহে নেই সঙ্ঘমিতা।

অতিথি লেখক এর ছবি

অতিথি লেখক অ্যাকাউন্টটি সম্ভবত একসাথে একাধিক অতিথি ব্যবহার করতে পারেন।

হিমু এর ছবি
পরিবর্তনশীল এর ছবি

* আসন্ন জন্মদিনের ব্যাপারটা খুব ভালো লাগে।
* রেটিং-এর ব্যাপারে আমি মধ্যমপন্থী।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

১। আসন্ন জন্মদিনের ব্যাপারটা আমার কাছে ভালই লাগে।
২। আমিও রেটিং উঠিয়ে দেবার পক্ষপাতী।কেন সেটা এর অনেকেই অনেক ভাবে বলে গিয়েছে।
ফাজলামি করে ১ না দিলেও অনেক বারই দেখেছি একই লেখায় কেউ যেখানে এক দিচ্ছে সেই লেখাতেই আবার পাঁচতারকা পড়ছে।পছন্দ অপছন্দের এত বেশি ফারাক একটু বেশিই চোখে লাগে।
আর কোন একটা লেখার ভালো মন্দ পর্যালোচনার জন্য কমেন্ট দেয়াটাকেই বেশি বেশি উৎসাহিত করা উচিত।অনেক সময়ই অনেকের একটা লেখা ভালো না লাগলে শুধু ১ দাগিয়েই নিজের কাজ শেষ বলে ভাবতে পারেন।কিন্তু কেন ভাল লাগেনি সেটা একটু কষ্ট করে কমেন্টে লিখে গেলে লেখকের জন্য ভুল ত্রুটি শুধরে নেয়াটা অনেক বেশি সহজ হয়।

৩।কিছু কিছু অতিথি লেখকের ব্যাপারে খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেবার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি।

৪।আড্ডাঘরটাকে মিস করছি।ওটাকে আবার চালু করা যায়না? মন খারাপ

৫। সচলায়তনের নতুন বৈশাখী সাজটা আমার কাছে দুর্দান্ত টু দি পাওয়ার ইনফিনিটি লাগসে।সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।

এইটুকুই বলার ছিল।ধন্যবাদ।

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

নিঝুম এর ছবি

জন্মদিনের শুভেচ্ছার ব্যাপারটা তো দারুণ লাগে।এটা বাদ দেয়া মনে হয় ঠিক হবেনা।সার্চ অপশন আসলেই জরুরী।রেটিং এর ব্যাপারে অমিত ভাইয়ের সাথে একমত।
--------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

অমিত আহমেদ এর ছবি

- রেটিং এর ব্যাপারে দ্বিমত পোষণ করছি। যারা রেটিং দেন না ভালো কথা, দিতে কেউ বাধ্য করছে না। কিন্তু তাই বলে যারা দেন তাদের অধিকার খর্ব করা হবে কেন? আমি নিজে ভালোই রেটিং দেই। আমার মনে হয় না কোনো সচল ফাজলামো করে ১ দাগায়। সচলের জন্মলগ্ন থেকে আমি আছি এবং এমনটা আমার চোখে পড়েনি কখনো। সবাই নিজ বিবেচনাতেই রেটিং দেন। সময়ের অভাবে হয়তো মন্তব্য দিতে পারেন না। লেখককে এসব ব্যাপারে উদার হতে হবে।

- জন্মদিনের প্যানেলটাও থাকা দরকার। আমার কাছে মজাই লাগে। কারো জন্মদিন দেখে ব্যক্তিগত ভাবে শুভেচ্ছা জানানো যায়।

- দিগন্তের মত টপিক অনুযায়ী লেখা বাছাই করা গেলে মন্দ হয় না।

- থার্ড আই এর প্রথম পাতা থেকে এক ক্লিকে নিজের লেখার অধিকার পাওয়ার প্রস্তাবটাও ভালো।

- তীরন্দাজের লেখক সার্চের অনুপস্থিতি আমাকেও খাটায়।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

দিগন্ত এর ছবি

আমার মনে হয় আজকাল সবাই ট্যাগ দিচ্ছে ঠিকঠাক, আর সিস্টেম চালু হলে বাকিরাও মনে করে দেবে। এতে সমস্যারও কিছু নেই, ভুলে গেলে পরেও ঠিক করে নেওয়া যায়।

তাও সমস্যা কিছু কিছু থাকে - যেমন একাধিক ট্যাগে পোস্ট থাকলে কি হবে (আমার পোস্ট যদি বিজ্ঞান আর সমাজ দুটো দলেই থাকে, সেক্ষেত্রে কি উভয়ের সংখ্যাই +১ হবে?) ... তবে টেকনিকালি এগুলো মামুলি সমস্যা। ঠিকঠাক করে নিলে ভাল। সচল যত বড় হবে এই ধরণের ট্যাগ তত একজন নতুন সচল/অতিথিকে পুরোনো পোস্টের মধ্যে থেকে ভাল বা নির্দিষ্ট পোস্ট বেছে নিতে সাহায্য করবে। এরপরে জনপ্রিয় ৩টে ট্যাগ সাইড-পেনে রেখে তার তলায় সেই ট্যাগগুলোর নিচের ২-৩টে পুরোনো অথচ জনপ্রিয় (??) পোস্ট রাখা যাতে পারে।

রেটিং ভুলভাল দেওয়া হয়না মানছি, কিন্তু রেটিং এর ভিত্তিতে প্রথম পাতায় ফোকাস করানোটা ঠিক নয়, কারণ রেটিং ম্যান্ডেটরি নয়। অনেকেই রেটিং দিতে বেমালুম ভুলে যান। আমিও অনেকটা তাই ... অনেক ভাল লেখাতেই রেটিং না করেই বেরিয়ে এসেছি।


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

শিক্ষানবিস এর ছবি

ভোট দিয়েছি। নিচের তিনটা উঠিয়ে দেয়া প্রয়োজন বলে মনে করি:
- পাঠকের পছন্দ ২৪ঘন্টায়
- পাঠকপ্রিয় লেখক (পাক্ষিক)
- আসন্ন জন্মদিন

বেশ কয়েকজন অতিথি লেখককে সচল করার ব্যাপারে একমত।

দিগন্ত এর ছবি

আসন্ন জন্মদিনটা যে কেন খারাপ লাগে আপনাদের জানি না। আমার তো জন্মদিন দেখলেই মনটা বেশ খুশী খুশী হয়ে যায়।


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

জাহিদ হোসেন এর ছবি

সার্চ অপশন (ব্লগার এবং বিষয়)।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

অপ বাক এর ছবি

অতিথি লেখকদের সচলত্ব বিষয়ে ভাববার অনুরোধ করছি, আর যেহেতু সমস্যা হলো
অতিথি লেখক হিসেবে লগইন করবার বিষয়টা টেকনিক্যালি কি ভাবে কাজ করে আমি জানি না, তবে একই সাথে একাধিক অতিথি লেখককে সচল ব্যবহারের সুযোগ দেওয়ার কাজটা কিভাবে করা যায় এটা ভেবে দেখতে হবে।
কে কখন লাইন ছেড়ে দাঁড়াবে এ জন্য যদি লেখককে অপেক্ষা করতে হয় সেটা বিষম দায়ের বিষয় হয়ে যায়।
আমি জানি না কি ভাবে সম্ভব হবে এইটা, তবে একই সাথে ৮ জনকে অতিথি লেখক হিসেবে সচলায়তন ব্যবহর করার সুযোগ দেওয়া সম্ভব, সেটা করলে সম্ভবত ভালো হয়।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অতিথি লেখকের একাউন্টটা মাল্টিপল ভাবে ব্যবহার করা যায়। অর্থাৎ দশজন দশ জায়গা থেকে লগইন করতে পারেন। তবে এ ব্যাপারে একটা নতুন পদ্ধতি ইমপ্লিমেন্ট করার ইচ্ছে আছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ফারুক ওয়াসিফ এর ছবি

অতিথি যত বাড়ুক সমস্যা কি? কিন্তু যারা চায় তাদের সদস্য করে নেয়া হোক। আর রেটিং থাকা সবসময় কিছূ মিন করে না এবং এর ব্যবহারে সতর্কতা থাকা না থাকার ওপর এর থাকা না থাকা নির্ভর করে।
...........................................................................................
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

তীরন্দাজ এর ছবি

যে কোন সচলের নামে একটি সার্চ অপশন, যাতে তার লেখা সহজে খুঁজে বের করা যায়। এ বিষয়টার অভাব বোধ করছি...।

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

হিমু এর ছবি

আমিও। আমাদের পরবর্তী আপগ্রেডে নির্মাতারা সম্ভবত এমন একটা কিছু যোগ করবেন। সচলের রিসোর্সের পরিধি আরেকটু বাড়লেই ফীচারটা যোগ হবে বলে আশা করছি।


হাঁটুপানির জলদস্যু

অতিথি লেখক এর ছবি

অতিথি লেখকরা যে সময় লেখা জমা দেন, প্রকাশ করা হয় সে সময় অনুযায়ী। অর্থাৎ একজন অতিথি লেখক বেলা ২ টায় লেখা জমা দিল, কিন্তু মডারেটর পড়লো গিয়ে সন্ধ্যা ৬ টায়, প্রকাশ করল ৬ টার সময়, কিন্তু লেখাটির স্থান হল গিয়ে ২ টার সময় প্রকাশ হলে যেখানে হত, সেখানে। এতে করে লেখাটি অনেক নিয়মিত লেখকের লেখার নিচে চাপা পরে যায় (যেসব নিয়মিত লেখক ২ টার পর লেখা প্রকাশ করেছেন)। ফলে ৮ টার পর লগ ইন করা পাঠক অনেকেই আর কয়েক লেখার তলে সেই অতিথি লেখকের লেখা কষ্ট করে খুঁজে বের করে পড়েন না।
অতিথি লেখকের লেখাটির প্লেসমেন্ট কি যখন লেখাটি প্রকাশ করা হয়, সে অনুযায়ী করা যায় না?
~রেনেট

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভাল পয়েন্ট। মডারেটরদের জ্ঞাতার্থে : লেখার তারিখ রিসেট করতে প্রথমে আনপাবলিশ করে নিতে হবে। তারপর আবার প্রথম পেইজে পাবলিশ করলেই রিসেট হয়ে যাবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

ভালো পয়েন্ট। মডারেটররা মনে হয় নোট করে নিয়েছেন।


হাঁটুপানির জলদস্যু

পরিবর্তনশীল এর ছবি

খুব সত্যি কথা...
বেশ কয়েকজন অতিথি লেখকের সচল প্রাপ্তি পাওনা হয়ে আছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সব ।

দিগন্ত এর ছবি

আমি চাই গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন বিভাগে কতগুলো লেখা এসেছে সেটা দেখতে। মানে ধরুন বিজ্ঞান (২), কবিতা (৪), সমাজ (৩), দেশচিন্তা (৫) ... এরকম কিছু একটা। সাথে রেটিং প্রথার বিলুপ্তি কামনা করি ...


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

করা যায়। ট্যাগাডেলিক নামে একটা চমৎকার মডিউল আছে। অথবা প্লেইন পিএইচপি মেরেই করে ফেলবোনে দেখি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

থার্ড আই এর ছবি

অতিথি লেখকদের সচল হবার বিষয়টা জেল খানার কয়েদীদের শাস্তি কমানোর মতো মনে হচ্ছে। সত্যি তাদের অনেকেই অসাধারণ লেখেন। খুব জলদি তাদের অচলের স্টিকি ছুটান।

আর জন্ম দিনের ব্যপারটা অনেকটা তৈল মর্দনের মতো মনে হয়। যদি সচল কর্তপক্ষ লেখকদের জন্ম দিনে শুভেচ্ছা জানিয়ে পোষ্ট দেয় তাহলে বিষয়টা সুন্দর দেখায়। বাকীরা সেখানে কমেন্ট করবে।
এমন অনেক সচল আছে যার জনপ্রিয় নন, তাদের মনে হয়তো কষ্ট হতে পারে...আহারে আমার জন্মদিনে কেউ আমাকে নিয়ে লেখলো না। যদি কতৃপক্ষ এই শুভেচ্ছা জানানোর দায়িত্বটি নেন তবে আসন্ন জন্মদিনের ব্যপারটি তুলে দেয়া যেতে পারে।

সার্চ ইঞ্জিন অবশ্যই খুব জরুরী একটা বিষয়।

প্রথম পাতায় আমার কৃর্তীকলাপের পাশাপাশি নিজের লেখা ব্লগ সম্পাদনা করার অপশানটি যেন যেকোন পাতায় গেলেও সেই আইকনটি খূঁজে পাওয়া যায় সেটির ব্যবস্থা রাখা।

ব্লগ লিখে খসড়া হিসাবে সংরক্ষণ করার পর যদি পুনরায় সেটি সম্পাদন করার ইচ্ছে হয় তাহলে আবার আমার কৃর্তীকলাপে গিয়ে সেই লেখা বের করতে হয়। যা একটু ঝামেলাই মনে হয় আমার কাছে। তারচেয়ে সহজ বুদ্ধি হলো, প্রথম পাতায় ব্লগ লিখুন অপশনে ক্লিক করলে যেন সেই খসড়া লিখাটা ডিফল্ড হিসাবে চলে আসে এবং সংরক্ষিত লেখাগুলোও যেন সম্পাদনা করা যায় সেই সুবিধাটির কথা ভাবা যেতে পারে।

নতুন বছরে অনেক বক বক করছি। আর পেইন দিতে চাইনা।

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনারা কথা না বললে মাথায় অনেক কিছু আসে না। অবশ্য মাথায় অন্য কিছু আনার অবস্থাও ছিল না।

আর জন্ম দিনের ব্যপারটা অনেকটা তৈল মর্দনের মতো মনে হয়। যদি সচল কর্তপক্ষ লেখকদের জন্ম দিনে শুভেচ্ছা জানিয়ে পোষ্ট দেয় তাহলে বিষয়টা সুন্দর দেখায়। বাকীরা সেখানে কমেন্ট করবে।
এমন অনেক সচল আছে যার জনপ্রিয় নন, তাদের মনে হয়তো কষ্ট হতে পারে...আহারে আমার জন্মদিনে কেউ আমাকে নিয়ে লেখলো না। যদি কতৃপক্ষ এই শুভেচ্ছা জানানোর দায়িত্বটি নেন তবে আসন্ন জন্মদিনের ব্যপারটি তুলে দেয়া যেতে পারে।

আমি কিছুদিন সবার জন্য উইশ করার প্রথা চালু করেছিলাম। পরে ব্যস্ত হয়ে পড়ায় আর চালু রাখা সম্ভব হয়নি।

সার্চ ইঞ্জিন অবশ্যই খুব জরুরী একটা বিষয়

সার্চ ইঞ্জিন একটা আছে। প্রথম পেজে হাতের বামে উপরে।

বাকি দুইটাও খুব চমৎকার বুদ্ধি। সময়মত এট্টু গুঁতা দিয়েন। করে ফেলবো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা জানানোকে তৈলমর্দন মনে করছেন কেন? জন্মদিনের তথ্য সবার সামনে উন্মুক্ত থাকে, যে কেউ এগিয়ে এসে সেই সচলকে শুভেচ্ছা জানানোর উদ্যোগ নিতে পারেন। একজন সচল আরেকজন সচলকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, এর মধ্যে তেলের কী থাকতে পারে বলে আপনি মনে করছেন?

ধরুন আমার লেখা খসড়া করা আছে। কিন্তু আমি এখন নতুন পোস্ট লিখতে চাই। করলাম ক্লিক, ফট করে খসড়াটা চলে এলো সামনে। তখন কী কর্তব্য? তারচেয়ে খসড়ার জন্যে আলাদা জায়গা থেকে সেটিকে খুঁজে বার করাই সহজ কাজ নয় কি?


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

তৈলের বিষয়টা উল্লেখ করেছি এই জন্য যে, কতৃপক্ষ উদ্যেগী হয়ে যদি সবাইকে শুভেচ্ছা জানানোর দায়িত্বটা নেয় তাহলে সুন্দর দেখাবে।
আমার কথার মূল সুর হলো , শুভেচ্ছা সবাই পাক,তখন যে কেউ যে কাউকে নিয়ে লিখতে বাঁধা নেই।

আর নতুন ব্লগ লিখতে গিয়ে যদি পুরোনো খসড়া চলে আসে তখন সেখানে ওই অপশান রাখেন, নতুন লেখা হিসাবে সংরক্ষন। তখন নতুন লেখা সংরক্ষণ হবে। যিনি ওই অপশন ক্লিক করবেন না তখন শুধু পুরোনো লিখাটাই এডিট হয়ে সেভ হবে।
আরো একটা বিষয় আমার অসম্পূর্ণ লাগে, অর্ধেক লিখে লেখা সংরক্ষণ করলে দেখা যায় আপনার লেখাটি সংরক্ষিত হয়েছে, তখন ওই পেজ তাৎক্ষণীকভাবে অন্য পেজে চলে যায়, এক্ষেত্রে অটো সেভের বিষয়টি ভাবা যেতে পারে..যা কিছূ লিখা হবে..১ মিনিট/৩০ সে পর সেভ হয়ে যাবে।

---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হিমু এর ছবি

শুভেচ্ছা সবসময় "কর্তৃপক্ষ"-এর কাছ থেকে আসতে হবে, এ-ই বা কেমন বিচার? আপনার মনে কি কোন শুভ ইচ্ছা নাই কারো প্রতি? আপনার দিল কি দয়া হয় না? প্লিজ থার্ডুভাই, আজ থেকে আপনিই হোন আমাদের জন্মদিনের শুভেচ্ছার কান্ডারী। প্রতিটি সচলকে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করার মহতী উদ্যোগ নিয়ে এগিয়ে আসুন। প্রতিটি দ্রাঘিমাংশে, প্রতিটি অক্ষাংশে অবস্থিত প্রতিটি সচলের জন্মদিনের লগ্নে উষ্ণ শুভেচ্ছা জানানোর গুরুদায়টি আপনিই নিন। আপনিই প্রকৃত লোক। আপনিই পারবেন, আমরা জানি :D।

খসড়া পোস্ট খুঁজে বার করতে গেলে দু'টো ক্লিক করতে হচ্ছে। নতুন পোস্ট লিখতে গেলে একটা। আপনার প্রস্তাব মতে খসড়া পোস্ট খুঁজতে গেলে একটা ক্লিক করতে হবে, নতুন পোস্ট করতে গেলে দু'টা। কিন্তু ভাই, আপনি যদি একাধিক পোস্ট খসড়া করেন, সেক্ষেত্রে? ধরুন, আপনি তিনটি পোস্ট খসড়া করেছেন, সবচেয়ে পুরনোটাতে যেতে চান। তখন তো আপনাকে সেই একটু "খেটে" কীর্তিকলাপ ঘাঁটতেই হচ্ছে।


হাঁটুপানির জলদস্যু

থার্ড আই এর ছবি

আমি ডরাইছি !! আমার নিজেরটাও কি আমি নিজে লেখুম ??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

হিমু এর ছবি

"কর্তৃপক্ষ" হয়তো আপনার জন্মদিনে ব্যানারও করতে পারে, বলা যায় না কিছুই! মিষ্টি একটা হাসি দিয়ে ফোটো খিঁচে রাখেন চোখ টিপি!


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

দিলাম ভুট। কয়েকজন অতিথিকে সচল করার ব্যাপারে সহমত।


কি মাঝি? ডরাইলা?

হিমু এর ছবি

আমিও। শুনলাম পাঁচ-ছয়জনের কাছে মেইল গেছে।


হাঁটুপানির জলদস্যু

মাহবুব লীলেন এর ছবি

প্রথম পাতায় একটা সার্চ সিস্টেম থাকলে ভালো হয়
লেখক ধরে এবং পোস্ট/কীওয়ার্ড ধরে/তারিখ ধরে

০২
রেটিং দরকার নেই
কারণ এই জিনিসটা যে আছে তা আমার খেয়ালই থাকে না
এবং এখন পর্যন্ত কাউকেই দেইনি
অথচ অনেকগুলো লেখাকেই লেগেছে অসাধারণ

০৩
অন্যপ্রসঙ্গ
আড্ডাঘরটা কি স্থায়ীভাবে অচল হয়ে গেলো?

০৪
নববর্ষে আসোলেই কিছু অতিথি লেখকের সদস্যপ্রাপ্তি অধিকারের পর্যায়ে চলে গেছে...

ফারুক ওয়াসিফ এর ছবি

আড্ডাঘরে কেউ নেই কেন?
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

নববর্ষে আসোলেই কিছু অতিথি লেখকের সদস্যপ্রাপ্তি অধিকারের পর্যায়ে চলে গেছে...

একমত ... আমার মনে হয় কিছু কিছু সময় অতিথিদের সচল করতে অনাবশ্যক বেশি সময় নেয়া হয়, হয়তো মডুরা ব্যস্ত থাকেন, কিন্তু তারপরেও ব্যপারটা একটু চোখে লাগে ...

শুভ নববর্ষ সবাইকে ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

হিমু এর ছবি

অতিথিদের ক্ষেত্রে যে বিলম্ব ঘটে, সেটাকে আমি অনাবশ্যক মনে করি না। বরং সচলের ক্যাম্নেকী বুঝে নিতে পারেন তাঁরা এ সুযোগে। অনাবশ্যক শব্দটা চোখে লাগলো।


হাঁটুপানির জলদস্যু

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

"অনাবশ্যক" প্রত্যাহার করলাম ... ক্ষমাপ্রার্থী হাসি

রেস্ট্রিক্টেডঃ

................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

কনফুসিয়াস এর ছবি

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

থার্ড আই এর ছবি

রেটিং এর প্রয়োজনীয়তা নেই এজন্যই কেননা মন্তব্য থেকেই লেখক তার লেখার প্রতিক্রিয়া পেয়ে যান।
আর অনেক ক্ষেত্র দেখা যায় লোক জন ফাজলামো করে ১ দাগায়, যা লেখকদের জন্য যথেষ্ট হতাশার কারণ হতে পারে। কিন্তু দেখা গেছে, যিনি ১ দাগালেন তিনি কি কারনে ১ দিলেন তার ব্যখাটা কিন্তু মন্তব্য করে জানাতে পারতেন। ভীরু আর কাপুরুষরা মন্তব্য না করে চুপি চুপি ১ দিয়ে পালায়। তাই এই রেটিং ফেটিয়ের পক্ষপাতী আমি না।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

অনিকেত এর ছবি

সম্পুর্ন সহমত

ইশতিয়াক রউফ এর ছবি

*কীভাবে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍রেটিং-ফেটিং-এর কোনও প্রয়োজন কি আছে আদৌ? কতো প্রিয় লেখায় আমি রেটিং দিইনি (মনে থাকে না /ইচ্ছে করে না)! কিন্তু মন্তব্য লিখতে কখনও ভুলি না।

আমি পড়ি লেখার নাম ও বিষয় দেখে। রেটিং দেখে কখনোই নয়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজেকে জয় করার অর্থ বিজয় না পরাজয়? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

সন্ন্যাসীজীর সাথে শতভাগ সহমত...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি