যা যা বেহায়া পাখি যা না...

দুষ্ট বালিকা এর ছবি
লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: মঙ্গল, ০৯/০৩/২০১০ - ৯:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

বেহায়া সখ গুলো এখনও মাথাকুটে মরে... যতই বলি, 'এত্তদিন গেলো, জানিসই তো তোকে কেউ মেনে নিবেনা... ' কিন্তু না...তারপরেও ঘিড়িঙ্গিবাজী করবেই! জায়গায় বেজায়গায় ফাল না পাড়লে তার পেটের ভাত হজম হয়না!
কী যন্ত্রণা!

সমস্যা হলো এক সখ আমার টানা বেশিদিন থাকে না। অনেকদিন পরে হয়তোবা মাথাচাড়া দিবে কিন্তু লাফাঙ্গা স্বভাবের কারনেই বোধহয় কোনও কিছু নিয়ে বেশী গুতাইনা! প্রথম সখ হিসেবে নাম নেয়া যেতে পারে আঁকাআঁকির। ইকবাল রোডে থাকার সময় আম্মু একদিন নিয়ে গেলো পোস্ট অফিসের উল্টাপাশের এক বাড়িতে যার সামনে সাইনবোর্ড 'এসো আঁকি' সেই থেকে শুরু। টানা তিন বছর পেন্সিল, ইরেজার, লুনা কালারের বাক্স, প্যাস্টেলের বাক্স, জলরঙ্গের তুলি রঙ আর গাব্দুস একটা বোর্ডের সাথে একতাড়া কাগজ নিয়ে লক্ষী বাচ্চার মতো সপ্তাহে দুদিন হাদুমপাদুম! এক রঙ-এর সাথে অন্য রঙ মিলিয়ে দেখতে ভালো লাগতো, বেশ একটা আবিস্কার আবিস্কার গন্ধ পেতাম কী রঙ দাঁড়াবে তা ভেবে!

সুখের সময় যথারীতি বেশিদিন থাকেনা, বাসা বদলে কলোনীতে উঠে আসলাম। ছবি আঁকা আর নাচ একই সাথে বন্ধ হইয়ে গেলো, নতুন যন্ত্রণা হিসেবে যোগ হলো গান শেখা বুলবুল ললিতকলায়! আঁকাআঁকি অবশ্য থেমে থাকেনি। মা-বাবা দুদিক থেকেই এই গুনটা পাওয়া বলা যায়। আমার নানা ফিগার ড্রয়িং করতেন চমৎকার, আর আমার সবচেয়ে প্রিয় মানুষ- আমার মেজ চাচা অসাধারণ আঁকিয়ে! দুইটানে রবীন্দ্রনাথ না পারলেও তিনটানে হাতি আঁকাটা উনি আমাকে আয়ত্ব করাতে পেরেছিলেন!

দিন গেলো। এরপর স্কুলের ড্রয়িং ক্লাস এর বাইরে আর কিছুই আঁকা হয়না। কোনও ফাংশনে স্টেজ বানানো, আলপনা আঁকা এর মাঝেই সীমাবদ্ধ হয়ে গেলাম আস্তে ধীরে। আর হলিক্রসে আর যাই হোক, বারো মাসে তেরো পার্বনের অভাব ছিলোনা! টুকটাক ছবি এঁকে সময়গুলা কাটতো ভালই।

সখ আবার চাগিয়ে উঠলো জাবিতে ভর্তি হবার পর। দেড় ঘন্টার বিশাল ক্লাস আর যারপরনাই বিরক্তিকর শিক্ষক! ক্লাসের ফাঁকে ফাঁকে খাতার পাতায় ক্যারিকেচার শুরু করলাম। শেষমেশ এমন হলো যে স্কেচের মাঝেসাঝে ক্লাস নোট তুলতাম, ইচ্ছে হলে! স্যারদের হাতে ধরাও পড়েছি বেশ ক'বার! নির্লজ্জ আমার কিস্যু যায় আসেনাই! চারুকলায় ভর্তি না হতে দেবার শোধটা বোধহয় এভাবেই নিয়েছি, যদিও কাজটা যে বিশেষ ভালো হয়নাই, তা বলাই বাহুল্য! খাইছে

কয়েকটা ছবি নাহয় দিয়েই দেই! কী আছে জেবনে! প্রতিটা ছবিই কিছু না কিছু দেখে আঁকা, কোনও কিছু প্যাকেট দেখে আঁকা ছবিও আছে!

কোথায় মনে নেই এই ছবিটা দেখে আমার ফেলুদা মনে হয়েছিলো...
ফেলুদা... !

অন্তর্জাল থেকে পাওয়া ছবি...সূত্র জানিনা...
আল্লাহ মালুম এইটা কে!

কোনও একটা ভারতীয় ম্যাগাজিনের ছবি থেকে...
আহ! আমার নাচ!

কোনটা কোত্থেকে নেয়া মনে নাই!
বিভিন্ন জায়গা থেকে কপি করা!

নিচের পিচ্চিটার ছবি কোন এক সংবাদপত্রের স্বাস্থ্য পাতা থেকে কপি করা...
নিচেরটা আমার খুব প্রিয়...

দুইটার প্রাপ্তিসূত্র দুই জায়গা... হীরক রাজার দেশের একটা সংলাপ মাথায় রেখে পরপর আঁকা!
আজ যারা দেয় হামাগুড়ি, কালকে তারাই বুড়োবুড়ি!

আমার প্রিয় বান্ধবীর পিচ্চি খালাতো বোন...ওর সাথে দেখা হলেই ওকে কিছু না কিছু এঁকে দিতে হয়! ওর বাসায় যেদিন গিয়েছিলাম সেদিন কী আঁকবো ভেবে না পেয়ে ওর চাদর থেকে দেখে আঁকা ডোরা দ্যা এক্সপ্লোরার!
আস্থার জন্যে আঁকা!

নিজের মন থেকে এখন আর কিছু আঁকতে পারিনা... বুড়া হয়ে গিয়ে সৃজনশীলতা নষ্ট হয়ে গেছে... মন খারাপ


মন্তব্য

সবজান্তা এর ছবি

বাহ্‌ !

আপনার আঁকার হাত তো চমৎকার !

(আরেকটা কথা, শব্দটা মনে হয় সখ না, শখ হবে।)


অলমিতি বিস্তারেণ

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ সবজান্তা মহাশয়...

ভাইরে আমার ক্ষ্যামতা নাই...থাকলে শুধরে দিতাম...সামান্য ব্যাপার নিয়ে ব্যস্ত মডুদের টানাটানি করতে লইজ্জা লাগে! ইয়ে, মানে...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ফাহিম এর ছবি

আঁকার হাত ভালো! চলুক

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ!

ভালো থাকবেন!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তিথীডোর এর ছবি

সবগুলো ছবিই আগে দেখেছি, পুনঃপ্রশংসা শোনা চাই নাকি হে বালিকে? হাসি

শেষ ছবিটা দেখে আবার কার্টুন আঁকতে ইচ্ছে হচ্ছে!
নিনজা থেকে শুরু করে পোকেমন আঁকা সাত/ আটটা খাতা পিচ্চি কাজিনগুলো ভাগাভাগি করে নিয়ে গেছে যে... মন খারাপ

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

দুষ্ট বালিকা এর ছবি

হেহেহে... করতে চাইলে মানা করবোনা! খাইছে

আমার একটাই মোটা খাতা ছিলো... ডিসনি কার্টুনে ভরা...সেটা হারানোর দুঃখটা ভয়াবহ! মন খারাপ

শুরু করো আবার... দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তাসনীম এর ছবি

দারুন। প্রথম ছবিটা দেখে আমারো ফেলুদা মনে হয়েছিল। বাসায় ফিরে বাচ্চাদের ডোরা দ্যা এক্সপ্লোরারের ছবিটা দেখাতে হবে। ওরা খুব খুশী হবে। ডোরার যন্ত্রণায় আর অন্য কিছু দেখার উপায় নেই টিভিতে। শিশুপালনের চাপে আমাকেও ডোরা আঁকার চেষ্টা করতে হয়, কাজটা সোজা না এটা বলতে পারি।

ভালো লেগেছে আপনার ছবি আর লেখা দুটোই।

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ ভাইয়া...আমাকে আপনি বইলেন না...নিজেকে বুড়ি ভাবতে ভালু লাগেনা! ইয়ে, মানে...

পিচ্চি দুইটারে বিশাল আদর! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তাসনীম এর ছবি

ধন্যবাদ। আদর পৌঁছায়ে দিব।

ঠিকাছে, তুমি প্রয়োগ করব। মনে হয় তুমি আমার ১৬/১৭ ব্যাচ ছোট, আমার অবস্থাটা কি বুঝতে পার?

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দুষ্ট বালিকা এর ছবি

হেহেহেহে... আপ্নারে 'আপনি' এর চেয়ে বড় কিছু কওয়া যায় কী না তা ভাবতেসি! খাইছে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বোহেমিয়ান এর ছবি

বেশির ভাগই আগেই লাইকাইছি ।
ঐ আন্তর্জালের ছবিটার বালিকারে পছন্দ হইছে!
আফসুস!
কল্পনার ডানা মেলা শুরু কইরা দেন, পিকাসো না হন সাইকাসো হইতারবেন!

__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

দুষ্ট বালিকা এর ছবি

আমিতো কপি ক্যাট! সাইকাসো হওয়া আমার কম্মো না! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্বাধীন এর ছবি

সমস্যা হলো এক সখ আমার টানা বেশিদিন থাকে না।

এই সমস্যা মনে হয় শুধু আপনার একার না, অনেকেরই আছে :)।

ছবিগুলো ভাল লেগেছে। আপনার আঁকার হাত ভাল। চালিয়ে যেতে পারেন। ভাল থাকুন সব সময়।

দুষ্ট বালিকা এর ছবি

স্বাধীন ভাই ধন্যবাদ... কেন জানিনা...এরকমটাই হয়... কিছুদিন পর পরই নতুন কিছু করার জন্য মাথা আউলায় যায়! ইয়ে, মানে...

পিচ্চি বোন বা ভাগ্নাভগ্নীর অনুরোধে অদের প্রিয় কার্টুন চরিত্রগুলোই আঁকি মাঝে মাঝে...আজকাল আঁকাআঁকি বলতে এটুকুই! মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নাশতারান এর ছবি

দু' পলক তাকিয়ে
বুঝে গেছি বালিকে,
তুমি খাসা আঁকিয়ে !

চলুক

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দুষ্ট বালিকা এর ছবি

একবস্তা ধনে পাতা নাও আপু... এবার তোমার পালা! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অচেনা [অতিথি] এর ছবি

আমি মুগদ্ধ, কী বলব বুঝে উঠতে পারছিনা!!! হিংসা লাগার মত কাজ।

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ... [মা-নানী-দাদীদের নকল করে হাতে এট্টু থুতু মাইরা কই মাশাল্লাহ! খাইছে ]

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বিলীন অরণ্য [অতিথি] এর ছবি

অসাধারণ। খুবই ভালো লাগলো!

দুষ্ট বালিকা এর ছবি

এবার একটু বিনয় করতেই হয়... ইয়ে, মানে... কিছু না দেখে নিজে আঁকলে অবশ্যই আনন্দিত হতাম...কিন্তু... মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

নীল রোদ্দুর এর ছবি

চলুক.
--------------------------------------------------------
যখন প্রাণের সব ঢেউ
জেগে ওঠে, কথা বলে, রক্তের আশ্চর্য কলরবে
বৃষ্টির দুপুরে মনে পড়ে
বর্ষার মতন গাঢ় চোখ মেলে তুমি আছ দু'দিনের ঘরে।।
[শামসুর রাহমান]

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

দুষ্ট বালিকা এর ছবি

রোদ্দুর আরও আসুক! ধন্যবাদ!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

তোমার জামা, কাঁচ আর মেহেদির কাজগুলো অনবদ্য হয়। সেগুলোও শেয়ার করতে।
আর আঁকিবুকি করাটাই মজা। এই যে এতগুলো ছবি! কত যে ভালো লাগার মুহুর্তকে প্রতিনিধিত্ব করছে ভাবতেই ভালো লাগে। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্ট বালিকা এর ছবি

সামনে কিছু কাঁচের শোপিস করার ইচ্ছা আছে...তারপর নাহয় দিবো... আর শখেরতো শেষ নাই আমার...এ তো সবে শুরু! খাইছে

আসলেই...আঁকিবুকি করটাই মজা... আর যখন শেষমেশ কিছু একটা দাঁড়িয়ে যায় তখন বিশ্বজয়ের আনন্দ হয়! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

লেখা ঝরঝরে, আঁকাউকি চমৎকার। অনেকদিন ধরেই আপনার লেখা পড়ি, ভাল লাগে।

এখন বলেন, হলিক্রস স্কুল না কলেজ? কোন ব্যাচ? দলতো ভারি করা দরকার! চোখ টিপি

- শরতশিশির -

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ আপু...হলিক্রস কলেজ... আপনি? ০৪ ব্যাচ...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

বাহ! স্কুল, '৯৪ ব্যাচ। প্রায় প্রাগৈতিহাসিক হয়ে যাচ্ছি দেখি আস্তে আস্তে। বুঁনোকে জিজ্ঞেস করো, ও চিনে আমাকে। আর আমি ফেরত এসে রিইউনিয়ান করলে এসো কিন্তু!

ভাল থেকো।

- শরতশিশির -

দুষ্ট বালিকা এর ছবি

রিইউনিয়ন করলে অবশ্যই থাকবো... আরেক ক্রুশিয়ান পেয়েছি আমি...রীতা ভাবী...মুস্তাফিজ ভাইয়ের বউ! দেঁতো হাসি

Hail to thee our Alma mater... দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

আয় হায়! মুস্তাফিজ ভাই কই গেলো? একে তো দাদাবাড়ি এক, আবার এদিকে রীতা ভাবি! এখন কি হবে, মুস্তাফিজ ভাই? দেঁতো হাসি

Yup, hail to thee Alma Mater! খোঁজ করলে আরও পাওয়া যাবে, রাবাব লেখতো একসময়, তারপর যা হয়, সবাই আমরা জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ফেইসবুকে যোগ করে নিও। ভাল থেকো।

- শরতশিশির -

ধুসর গোধূলি এর ছবি

- রিইউনিয়নে "ভাতৃদিগ"রেও দাওয়াত দিয়েন। খাওয়া শেষ করার জন্য তো কাউরে লাগবেই... দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

ঠিক আছে, বত্রিশ পাটি দাঁত মাইজা রেডি থাইকেন। তয়, উল্টা-পাল্টা কইরা মাইর খাইলে (আমরা আবার 'হাত থাকতে মুখের কি' নীতিতে অটল বিশ্বাসী) কিন্ত নাই কইলাম! আফটার অল, ''মাইরের মধ্যে ভিটামিন আছে'', বলে গেছেন হুমায়ুন আহমেদ, রেজিস্টার্ড ট্রেইডমার্ক (এখানেও হেজেমোনি, গুলতেকিন এবং তিন কন্যাও আমাদের দলের)। হ। দেঁতো হাসি

- শরতশিশির -

ধুসর গোধূলি এর ছবি

- দুইপাটি দাঁত নিয়েই মারাত্মক হেজিমোনিতে আছি। আর আপনার বত্রিশ পাটির কথা শুনলে ডর খেলাম, "মেয়েরাও মাস্তান" আসলেই। শত্তুর মিত্তির চিনে না। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

থুক্কু, বত্রিশটা ''দাঁত" লেখতে চেয়েছিলাম। কিন্তু আপনার আকর্ণ বিস্তৃত ঝকঝকে হাসি দেখে যারপরনাই কনফিউজড হয়ে নিজে থেকেই ''পাটি'' বসে গেল। কি করবো! মন খারাপ

ডিসেম্বরে আসলে দেখা যাবে। তখন আবার এতগুলো মেয়েকে দেখে ভয়ে ( কিম্বা খুশীতে আটখান হয়ে) অন্যদিকে দৌড় দিলে কিন্তু চলবে না! চোখ টিপি

- শরতশিশির -

দুষ্ট বালিকা এর ছবি

হাহহাহা...হ হলিক্রসের মাইয়াগোরে চ্যাতাইলে খবরাছে... হাসি

আপু, তারানাও আমাদের দলে... আর বিপাশা আপুতো আমার সিনিয়র ছিলেন...চরম সুইট একটা আপু... দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

তাই নাকি? কি কান্ড। দেখো, ওদিকে আমি জানিই না! তুমি ওনাদেরকে বলো তো, ফেইসবুকে যোগ করতে। আমাকে তুমি বুনোর পেইজে পাবা, দেখা হবে তাইলে।

বলাতো হলো না, তোমার এত গুণ, মাশাল্লাহ! আর, আরতি মুখার্জির গানের নামে শিরোনাম, বাহ্‌!

ভাল থেকো। ঢাকায় আসলে নিশ্চয়ই দেখা হবে।

- শরতশিশির -

দুষ্ট বালিকা এর ছবি

আপু... বিপাশা আপুর নাম্বার বদলেছে... উনার সাথে আগে প্রতি বইমেয়ালায় দেখা হতো...এখন মনে হয় দেশে নাই... মন খারাপ

এই গানটা ছোট্টবেলা থেকে আমার বিশেষ পছন্দের... 'ধন্যি মেয়ে' দেখার পর থেকে... দেঁতো হাসি

বেঁচে থাকলে দেখা হবে... দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শুভাশীষ দাশ এর ছবি

চালায়ে যান।

উদ্ধৃতি

হলিক্রসের মাইয়াগোরে চ্যাতাইলে খবরাছে

হ। আমার তিনি ও ওইখানে পড়তেন। আমি চট্টগ্রামের লুক। উচ্চারণ ভুলভাল করি। আঞ্চলিক টান ও আছে। এইজন্য পেরায় তিনি আমাকে বকেন।

আর হাবিজাবি লেইখা পোস্ট কইরা তেনারে খালি চ্যাতাই। দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

হে হে, শুভাশীষদা, আপনার কপাল ভাল। অনেক উন্নতি করিয়ে ছাড়বেন আপনার উনি। চোখ টিপি ওনাকেও এখানে আসতে বলেন, আমরা একটা নিখিল সচল ক্রসামার আর ক্রুসিয়ান সম্মেলন করে ছাড়ি।

- শরতশিশির -

শুভাশীষ দাশ এর ছবি

উনি অলরেডি হাচল।

আপ্নে যদি ৯৬ সালে উচ্চমাধ্যমিক দেন (স্কুল, '৯৪ ব্যাচ বলছেন সেই হিসেবে) , তাইলে আমি আপ্নের দাদা না। লন ডাইনোসাররা মিলা চা খাই।

অতিথি লেখক এর ছবি

বাহ্‌! আমার তাই মনে হচ্ছিল কারণ আপনার পোস্ট প্রায় নিয়মিত পড়া হয় (মন্তব্য ইদানিং করি)। হ্যাঁ, ওকে এডানো হয়ে গেছে অলরেডি। এবার তাইলে 'তোমার' পালা। হাসি

জুনের মধ্যে এম্পায়ার স্টেটে আসলে বলো। ভাল থেকো।

- শরতশিশির -

দুষ্ট বালিকা এর ছবি

আরে সব্বোনাশ! আপ্নেরা দুইজনে এক্লগে! ভালু পাইলাম!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

'ধন্যি মেয়ে', ধন্যবাদ তোমাকে! কি আর বলবো, চলো, আপাততঃ মধ্যাহ্ন বিরতিতে যাই আমরা। অলরেডি দেখো, "কস্কি মমিন" আর "দুনিয়া জুড়ে প্রচুর গিয়ানজাম" শুরু হয়ে গেছে।

ভাল থেকো। ওইখানে কথা হবে! হাসি

- শরতশিশির -

দুষ্ট বালিকা এর ছবি

সহমত! খাইছে

[খ্রাপ হয়না ব্যাপারটা! চিন্তিত ]

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ... হাসি

হাহাহহাহাহা... আমাদের সাথে ব্যবহার করতে হয় রয়েসয়ে... খাইছে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তাসনীম এর ছবি

এই সব কারণেই (মেয়েদের রিইউনিয়নে ঢোকার চেষ্টাসহ বিভিন্ন মেয়েদের ফেসবুক আইডি খোঁজা) গুরুজনের দোয়া মনে হয় কমে যাচ্ছে।

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

এমিল ভাই! হাসি

ধূগোর আর কি দোষ, উনি তো এখনও ''বেইবি''। চোখ টিপি

- শরতশিশির -

শাফক্বাত এর ছবি

এখন তো বেইবি-দেরই জয়জয়কার। এদের কাজকারবার দেখে দকখে আমার তো নিজেকে প্রি-হিস্টোরিক মনে হয়!
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।

ধুসর গোধূলি এর ছবি
শাফক্বাত এর ছবি

অনেকটা তো সেরকমই মনে হচ্ছে!! কবে যে এক্সটিংক্ট হয়ে যাবো সেই দুশ্চিন্তায় আছি...
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।

অতিথি লেখক এর ছবি

এই ''বেইবি''টাকে কি করা যায়, বলো তো, শাফক্কাত? তোমার বেবিসিটার লাগবে তো, না? ধুগোকে মাসকাবারি খরচাপাতি দিয়ে রেখে দাও। তোমার মেয়েদেরও একটা ফ্রী ফ্রী 'মামা' হয়ে যাবে, আর মেয়েদেরকে দেখতে আসা সুন্দর কোন মেয়ে তখন ধুগোর 'ম্যাম' হয়ে যাবে। কি বলো? দু'পক্ষেই উইন-উইন সিচুয়েশান! চোখ টিপি

ধুগো, মেয়েরা কিন্তু বাচ্চাআদরকরনেওয়ালা ছেলেপেলে পছন্দ করে, ভবিষ্যত সিনেমার মত পরিষ্কার দেখতে পায়। এইটা ওয়ান টাইম অফার। নো ছাড়ান্তিস!

- শরতশিশির -

ধুসর গোধূলি এর ছবি

- দেখো দেখি, কী নিয়ে জনগণ দুশ্চিন্তায় ভোগে! আরে, এইটা হলে আপনি যে নৃ-বিজ্ঞানে কতোবড় একটা অবদান রাখতে পারবেন, সেটা ভাবলেন না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

তবে জনসংখ্যা বৃদ্ধি নিয়েও কিন্তু আমাদের ভাবতে হবে, শাফক্কাত! আমার কেন জানি মনে হচ্ছে ধুগো মাশাল্লাহ একটা ফুটবল টিম উইথ রেফারি তৈরী করতে পারে। তাহলে তো সমস্যা! হুমমমমম!

আপাততঃ বেবিসিটার হিসেবে নিয়োগ দাও। তারপর 'সূর্য্যের হাসি' আর 'সু্যোগ চাই মানুষ হবো' দেখা যাবে। দেঁতো হাসি

- শরতশিশির -

ধুসর গোধূলি এর ছবি

এই সব কারণেই (দুষ্টু অভিযোগ) গুরুজনের দোয়া মনে হয় কমে যাচ্ছে।
এই গরীবের আপন বলতে আর কেউ রইলো না! উঠালে মালিক, সাবকো উঠালে। হামকো ছোড়কে অবশ্যই। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দুষ্ট বালিকা এর ছবি

মালিক শুধু আপ্নেরে উঠাইলেইতো হয়...সবতেরে ধরে টানাটানি করেন ক্যালা?

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

আহ! রীতা ভাবীরতো আমি সেই কবে থেকে... খাইছে

আপু...রাবাব আপু কি প্রিপারেটরির? খোমাখাতায় আপনাকে পাই কী করে?

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

না, হলিক্রস স্কুল। তৃষিয়াকে বলো, আমি তো তোমার ভাল নাম জানি না!

- শরতশিশির -

দুষ্ট বালিকা এর ছবি

বলে দিয়েছি! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মুস্তাফিজ এর ছবি

হুঁ ক্রুশিয়ান, আট বছরে কত যে ছবি এঁকে পাঠিয়েছি...
..

..

IMG_2122

...........................
Every Picture Tells a Story

s-s এর ছবি

এগুলো সব আপনার আঁকা মুস্তাফিজ ভাই!!!???!!! তাহলে তো তোমাকেই খুঁজছে বাংলাদেশ, থুড়ি, আপনাকেই খুঁজছি আমি হাসি ! আপনি ব্যক্তিগত মেসেজ চেক করেন এখানে?

দুষ্ট বালিকা এর ছবি

[এজন্যেইতো আমি আপনাদের দুজনেরই পেমে পরি গেছি! খাইছে ]

দুঃখ হচ্ছে এখন, আমার নিজের লেখা একটা চিঠিরও ছবি তোলা নাই... তাহলে দেখাতে পারতাম... মন খারাপ চিঠির সাথে ছবি আঁকা আমারও পছন্দের কাজ! দেঁতো হাসি

দুইটা ছবি অবশ্য দিতে পারি...

এটা স্পর্শ যাবার আগে ওর জন্যে করা বিদায়লিপি...
ভিরুর জন্য...

এটা তানিমের জর্মদিনে একপাতা কার্ড!
তানিমের জন্য...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ইশতিয়াক রউফ এর ছবি

আগে জানলে বিয়ের কার্ডটা তোমারে দিয়েই ডিজাইন করাতাম!

দুষ্ট বালিকা এর ছবি

বিয়ের কার্ড ডিজাইন করেছি... আর বহু হলুদের কার্ড নিজের হাতে করা হয়েছে! খাইছে [চান্সে একটু জাহির করে ফেললাম! খাইছে ]

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তিথীডোর এর ছবি

গুরু গুরু

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

মানে, রীতা ভাবির জন্য? ভাল ভাল! দেঁতো হাসি

এরপর আমাদের (হলিক্রস) কোনো মিট-টিট হলে আপনাকে আমরা অন্যায় আবদার করবো, হে হে! ভাল থাকবেন।

- শরতশিশির -

অতিথি লেখক এর ছবি

সকল চিত্র অত্যন্ত সুন্দর। কিন্তু প্রথম ছবির তথাকথিত ফেলুদা'র বেল্টে 'এস' অক্ষরের মাজেজা কি? আমার কিন্তু মোটেও ফেলুদা মনে হয় নাই। কেমন জানি চেনা চেনা লাগে.. খাইছে

-ইকথিয়ান্ডার

দুষ্ট বালিকা এর ছবি

ভাইজান...একটা সময় ছিলোনা...যখন পছন্দের সবকিছুর[!] উপ্রে নিজের নামের আদ্যক্ষর লিখতে ভালু লাগতো? এটা ঐ সময়ের কথা মনে করে... ইয়ে, মানে... ফেলুদা আমার...ইয়াদ নাই তোমার?

আমি আর নাবিলা ফেলুদা-মাসুদ রানা [+ বখতিয়ার রানা] রে ভাগাভাগি করে নিসিলামতো! খাইছে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

হাসিব এর ছবি
দুষ্ট বালিকা এর ছবি

হুমমম?

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

রাহিন হায়দার এর ছবি

দারুণ!
এই দক্ষতা নিয়ে নিজে কিছু আঁকতে পারবা না এটা বিশ্বাসযোগ্য না। সময় নিয়ে কিছু ক'রে তারপর সচলে তুলে দাও।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

দুষ্ট বালিকা এর ছবি

রাহিন মিয়া... এক গ্রামের দৃশ্য ছাড়া আমি নিজে ভেবে ভেবে কিছু আঁকতে পারিনা... [পারি শুধু জামা কাপড়ের ডিজাইন আঁকতে...কিন্তু সেগুলারে আর যাইই বলা হোক ছবি বলা যায় না! মন খারাপ ] পারলে আঁকতাম... মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্পর্শ এর ছবি

মুস্তাফিজ ভাইয়ের কাপড়ের উপর কাজ দেখ এখানে। তুমিও তোমারগুলো দাও একদিন।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্ট বালিকা এর ছবি

জনাব, ঐ ছবিতে আমার মন্তব্যও করা আছে... খাইছে

আমি আজ রাতে আরেকটা কাজ ধরলাম... শেষ হলে দিবনে কোনও একদিন! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাইফ তাহসিন এর ছবি

স্কেচ ভালু পাইলাম, ৫ তারা দিয়া গেলাম

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ ভাইজান... দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ধুসর গোধূলি এর ছবি

- আপনে তিনটানে হস্তি আঁকতে পারেন? আমি আপনারে দুইটানে ফিঙে আঁকা শেখাবোনি, যান।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দুষ্ট বালিকা এর ছবি

দেশে আসেন...অ্যাপয়েনমেন্ট নিয়ে নিবনে... হাসি চোখ টিপি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মামুন হক এর ছবি

বাহঃ মুগ্ধ হইয়ে গেলাম!

দুষ্ট বালিকা এর ছবি

আরে সব্বোনাশ...ধন্যবাদ ভাইয়া... দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দ্রোহী এর ছবি

উরে!!!!!!!!!!!! আপনি তো দুর্দান্ত আঁকিয়ে!!!!!!!!!!!!!!!

তিন টানে হাতি আঁকার ব্যাপারটা ছোটবেলায় শিখেছিলাম। বেশ ভালোই আঁকতে পারতাম হাতি। এবার দেশে গিয়ে ভাগ্নীকে তিন টানে হাতি আঁকা শেখাতে গেলাম। হাতি আঁকার পর খাতাটা ভাগ্নীর দিকে বাড়িয়ে দিতেই ভাগ্নী বললো,"এটা কুকুর।"

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহহাহা... এখন অবশ্য আগেরমতো গুল্টুগাল্টু হয় না হাতিগুলো... তবে চেনা যায়! খাইছে

অনেক ধন্যবাদ দ্রোহিদা... দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শাফক্বাত এর ছবি

নাহ্‌ এই লেখা দেখার পর বুঝলাম দুষ্ট বালিকা আদতে লক্ষী বালিকা। আমার অনেক অনেক আদর নিয়ো, লক্ষী মেয়ে!!
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।

দুষ্ট বালিকা এর ছবি

আপু...দেখলেই বুঝবেন...আমি মোটেই লক্ষী বালিকা না... পরিচিত সচলরা আমার দৌরাত্ম্যে অস্থির! খাইছে

অনেক ধন্যবাদ আপু... পিচ্চিদের জন্য আদর রইলো!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

প্রবাসিনী এর ছবি

আমি এখন তোমার পাংখা!
________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

________________________________________________

হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে

দুষ্ট বালিকা এর ছবি

ইয়ে মানে... ইয়ে, মানে...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

দিশা-২, মন/মেজাজ খারাপ না করে ছবি আঁকাতে লেগে থাকুন। আপনার হবে বলা ঠিকনা, আপনার হচ্ছে।

বাচ্চাদের জন্য একটা কালারিং বুক বানিয়ে ফেলুন দেশীয় ক্যারেকটারগুলো দিয়ে। বাজারে অমন জিনিষ পাওয়া যায়না।

তাছাড়া যে ছবি দেখে কপি করতে পারে সে একটু ধৈর্য্য ধরলে মডেল বা দৃশ্যপটের ছবিও আঁকতে পারার কথা। সেখানে থ্রি-ডাইমেনশনাল পৃথিবীকে শুধু টু-ডাইমেনশনাল পারস্পেকটিভ ভিউ (সিঙ্গেল পয়েন্ট বা ডাবল্‌ পয়েন্ট) থেকে দেখলেই হবার কথা।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

দুষ্ট বালিকা এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে পান্ডুদা... দেঁতো হাসি [দিশা নাম্বার দুই! খাইছে হেহে]

করা যায়... তবে ঐ যে... কপিক্যাট তো...বৈদেশী ছাপ চলে আসবে... মন খারাপ

চেষ্টা করবো... হাসি

পান্ডুদা... আপনাকে খুঁজে পাচ্ছিনা খোমাখাতায়... একটু দরকার ছিলো আপনার সাথে... ইয়ে, মানে...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

একই অঙ্গে কতো রূপ রে, বাবা... হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দুষ্ট বালিকা এর ছবি

শুধু রূপেরই যা অভাব... খাইছে

ধন্যবাদ আপুনি! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মুস্তাফিজ এর ছবি

আঁকাআঁকি ভালো অভ্যাস। মন ভালো থাকে।

...........................
Every Picture Tells a Story

দুষ্ট বালিকা এর ছবি

আসলেই! দেঁতো হাসি আপ্নে আর কী কী পারেন ভাইজান? ঝাঁপি খুলে দেখান! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

স্নিগ্ধা এর ছবি

ফেইসবুকে তো আচ্ছাসে প্রশংসা করসিই, আবার কি এখানেও করতে হবে? মন খারাপ

আচ্ছা ঠিকাসে - এক কথায় 'দারুণ' হাসি

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহহাহা...আপু...অনেক অনেক অনেক ধন্যবাদ! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

s-s এর ছবি

অয়ি বালিকে! ছবি আঁকার হাত দেখে তো আমি মুগ্ধ ! এখন বলুন মেহেদী লাগাতে পারেন সুন্দর করে? তাড়াতাড়ি বলুন!

স্নিগ্ধা এর ছবি

পারে আবার না!!! খুব ভালো পারে হাসি প্রমাণ চাইলে অবশ্য ওর ফেইসবুকের এলবাম দেখতে হবে।

দুষ্ট বালিকা এর ছবি

:"> বড় লইজ্জা পেলুম! ইয়ে, মানে...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

হাহহাহাহাহা... পারি আপু...সুদর করে কিনা জানিনা...তবে পারি... আজ নাহয় মেহেদী নিয়ে আরেকখান পোস্ট দিবো! খাইছে

ধনে পাতা আপুজান! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

s-s এর ছবি

আরেহ্, গজল গায়ককে নিয়ে পোস্ট কে চায়? আপনার সাথে কী করে যোগাযোগ ও সেটাকে উপযোগে পরিণত করা যায় তাই ভাবছি চিন্তিত এখানে মেসেজ চেক করতে পারেন? আর ধনে পাতার বদলে মেহেদী পাতা দরকার, কালো, গাঢ় টা -- ভাবছি চিন্তিত

দুষ্ট বালিকা এর ছবি

এখানে মেসেজ চেকাইতে পারিনা... খোমাখাতায় আছেন আপু?... সায়কা লিখে সার্চান! পাবেন আমাকে... দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ভূঁতের বাচ্চা এর ছবি

তোর আঁকা ছবি দেখতে আমার সবসময়ই ভাল লাগে। অবশ্য শুধু ছবিই না। তোর গুণের মধ্যে আরো কিছু জিনিস আছে ভাল লাগে। এর চেয়ে বেশি কিছু বলতে ইচ্ছে করছেনা। সবগুলো ছবিই আগে দেখে ফেলেছি। তাই নতুনত্বের স্বাদ পেলাম নারে। আরো বেশি করে আঁকিবুকি চলুক।
--------------------------------------------------------

--------------------------------------------------------

দুষ্ট বালিকা এর ছবি

তোর মন্তব্যের সুর শুনে মনে হচ্ছে কেউ তোকে এক টিকিটে দুই ছবি দেখানোর কথা বলে আর্ট ফিল্ম দেখাইসে! ইয়ে, মানে...

ধন্যবাদ দোস্ত... সামনে আরও আসবে এটা আমিই আশা করি! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

আনন্দী কল্যাণ এর ছবি

মহা দৌঁড় চলছে, হলিক্রস দেখে লগ-ইন করলাম, এত গুণ
হলিক্রস না হলে হয়!!! হেজেমনি, হেজেমনি!!!
বুকে এস বালিকে দেঁতো হাসি

-------------------------------------------------------------------
স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়

অতিথি লেখক এর ছবি

আয় হায়! আসেন আসেন, দল ভারি করি। দুষ্টু বুদ্ধি ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে, একটা পোস্ট দিয়ে দেই - ''নিখিল সচল ক্রসামার এবং ক্রুসিয়ান সম্মেলন - কে কোথায় আছিস?" আমি জানি অনেক সাড়া আসবে! আমি নিজে ক্রসামার! দেঁতো হাসি

দুষ্টু বালিকা, কি বলো?

- শরতশিশির -

দুষ্ট বালিকা এর ছবি

কেন নয়... অনেক কে এনেছি...আরও ক'জনকে আনতে বেশী কষ্ট হবেনা! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

আম্মুর ভাষায় আমি অবশ্য চিরকালের বেগুন! খাইছে

যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ...আহা... দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

আহা আমার যদি এত গুণ থাকতো!
বিশেষ করে যারা ছবি আঁকতে পারে তাদের রীতিমত হিংসা করি।
খুব ভাল লাগল দুষ্ট(!) বালিকা।

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ আপু... আমি ভালু কপি করতে পারি আপু...আঁকতে না! খাইছে [ মন খারাপ ]

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শুভাশীষ দাশ এর ছবি

যান। আপ্নেরেও সেঞ্চুরি করাইলাম। স্পর্শকে করাইছি, আপ্নেরে না করাইলে আবার মাইণ্ডায়বেন। দেঁতো হাসি

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহহা...কোথায় স্পর্শ আর কোথায় আমি...! খাইছে

সেঞ্চুরীর স্বাদ আগেও পাইসি... ভালু লাগে...মুখটা মিষ্টি হইয়া যায়! খাইছে

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাফি এর ছবি

মাশাল্লাহ। আমি খালি দেইখা যাই, কি সুন্দর! পারেন কেমনে?

দুষ্ট বালিকা এর ছবি

সাফি ভাই... ইয়ে, মানে... এইসবতো সোজা...নিজের থেকে পারতাম...গর্ব করতাম তাহলে...মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাফি এর ছবি

হ। যে যেটা পারে নিজের থেইকাই পারে, আর যেইটা নিজের থেকে পারে, সেইটাই সোজা। নিজের থেকে না পাড়লেই দুনিয়াজোড়া পচুর গিয়ানজাম লাইগা যায়, ছবি আঁকতে গেলে আমি সেইটা বুঝি খাইছে

দুষ্ট বালিকা এর ছবি

পইড়া মাথায় গিয়াঞ্জাম লাইগা গেলু! ইয়ে, মানে...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বইখাতা এর ছবি

বাহ্ ! বালিকার তো অনেক গুণ। ছবি দেখে আমি মুগ্ধ।

দুষ্ট বালিকা এর ছবি

ধন্যবাদ আপু... দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ্! গুণী বালিকার আঁকাআঁকি চলুক চলুক

দুষ্ট বালিকা এর ছবি

ধইন্যা!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতিথি লেখক এর ছবি

বাহ! তুমি এখনো পুরানা এই কথা ধইরা রাখছো।

নিজের মন থেকে এখন আর কিছু আঁকতে পারিনা... বুড়া হয়ে গিয়ে সৃজনশীলতা নষ্ট হয়ে গেছে...

বেপারনা, তবে এতদিন আঁক্লে অনেক ভালো হইতো।

ভালো থাইকো আঁকা চালায় যাও।

হিজিবিজি

r.hasan.artwork@gmail.com

দুষ্ট বালিকা এর ছবি

জ্বে আইচ্ছা জনাব! খাইছে

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

md. tazul islam এর ছবি

প্রিয় আঁকাইন,
সালাম নিবেন । আমি ড্রয়িং শিখতে চাই । কোথায় ড্রযিংয়ের উপকরণ এবং বইপত্র পাবো । কয়েকটি বইয়ের নাম সহ জানালে কৃতজ্ঞ থাকবো ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।