অদ্বৈত!

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: রবি, ১১/০৯/২০১১ - ১০:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

হতবাক জারুল পেয়েছে তৃষিত ঝিনুকের দেখা, সম্প্রদান বাকি -
প্রথমের যথাভাব, দ্বিতীয়ার প্রণতি স্বভাব - উপমায় এলো-কি!
যতটুকু বলা হলো, দ্যোতনা প্রকাশ পেলও সশব্দ অক্ষরে -
তাতে কার কতখানি, হয়ে গেলো জানাজানি, কবিতার হাত ধরে!

গেলো-কি জানা, দু’জনার কোথায় ঠিকানা অথচ দূরত্ব অতিক্রান্ত,
হলোকি খোঁজা- কতদূর জানাবোঝা, খুলেছে নিজস্ব সীমান্ত;
তারপর নীরবতা, বলে গেছে যতকথা, তার বেশি দিয়েছে শ্বাস-
জলের সিম্ফনি, ছুঁয়েছে চিরল বনানী, শ্রুতি-ময় করে গেছে বসবাস;

জারুলের সব রঙ, ঝিনুকে প্রতিফলন নান্দনিক হয়ে গেলে,
ঝিনুকের মিহিদানা, পাললিক প্রার্থনা, জারুল পরাগে পৌঁছুলে -
জেগেছে সৃষ্টির সুখ, ঝিনুকের উন্মুখ, দোয়াতে ভরেছে কালি -
ঘনঘোর কলমের দায়, মুক্তো যদিবা ফলায়, তাতে সব দুঃখ জলাঞ্জলি!
(ঢাকা, ০২.০৯.২০১১)


মন্তব্য

মৌনকুহর এর ছবি

চলুক
হাচলাভিনন্দন! হাততালি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

তানিম এহসান এর ছবি

আপনার সরব আনাগোনা সবসময়ই আমার জন্য প্রেরণাদায়ক - কথাটা মৌনতা ভেঙে বলে ফেললাম! খুব খুব ভালো থাকবেন, শুভেচ্ছা,

দিঠিহীন এর ছবি

পুরোটা এত সুন্দর 'ফ্লো' করছিল, পড়তে পড়তে মন ভাল হয়ে গিয়েছিল। শেষ প্যারাটায় (যেটায় এসে কবিতাটি যথার্থ পরিণতি পেল) এসে মনটা এরকম খারাপ হয়ে গেল কেন? কবিতার গুণ না আমার দোষ কে জানে। কবিতা জবর হয়েছে। (গুড়)

তানিম এহসান এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্যেও (গুড়) হাসি

অনিকেত এর ছবি

চমৎকার! চমৎকার!! চমৎকার!!!

তানিম এহসান এর ছবি

অনিকেত ভাই, কিভাবে ধন্যবাদ দেবো বুঝতে পারছিনা, আপনার মন্তব্যর রেশ কিছুটা হলেও বিহ্বল করে তুললো! আপনার জন্য সতেজ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- পাতা হাসি

তাপস শর্মা এর ছবি

দারুন লেগেছে।
সব দুঃখের জলাঞ্জলি দিয়ে একটা হারিয়ে যাওয়ার অহংকার কবিরই থাকতে পারে।

তানিম এহসান এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে ভাই! আগরতলার মানুষের জন্য শুভেচ্ছা, একদিন আসবো আপনাদের দেখতে, সেখানে আমাদের মুক্তিযুদ্ধের সময়কার যে জায়গাগুলোতে থেকে আমাদের পূর্বপুরুষেরা একদিন ইতিহাস রচনা করেছিলেন সেই জায়গাগুলোর উপর আলোকপাত করে আমাদের কিছু জানতে দিননা ভাই তাপস শর্মা!

তাপস শর্মা এর ছবি

চেষ্টা করব সাধ্যমত

তবে আমার নামের পাশে (!) মার্কা যুক্ত হল কেন... চিন্তিত

তানিম এহসান এর ছবি

! উঠিয়ে নেব নাকি চোখ টিপি

তাপস শর্মা এর ছবি

আগরতলা আপনাকে স্বাগত জানায়

তানিম এহসান এর ছবি

হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অনুপ্রাসের দ্যোতনা চমৎকার!!! দারুণ প্রবাহিত অজড়!!! ৬, ৮ মাত্রার পর্ব খুঁজে পেলাম...........অক্ষরবৃত্ত ধরে নিয়েছি, কখনও এদিক সেদিকও হয়েছে.............

জারুলের সব রঙ, ঝিনুকে প্রতিফলন নান্দনিক হয়ে গেলে,
ঝিনুকের মিহিদানা, পাললিক প্রার্থনা, জারুল পরাগে পৌঁছুলে -
জেগেছে সৃষ্টির সুখ, ঝিনুকের উন্মুখ, দোয়াতে ভরেছে কালি -
ঘনঘোর কলমের দায়, মুক্তো যদিবা ফলায়, তাতে সব দুঃখ জলাঞ্জলি!

চলুক

----------------------
হাচলত্ব প্রাপ্তিতে অনেক খুশি হয়েছি তানিম ভাই। আপনি চান নি কিন্তু আমাদের প্রত্যাশিত ছিল.......... হাসি


_____________________
Give Her Freedom!

তানিম এহসান এর ছবি

ওহে মৃত্যুময়, তোমাকে ধন্যবাদ গভীরভাবে খুটিয়ে পড়ার জন্য! ব্যাকরন নিয়ে তাহলে মাথা ঘামানো শুরু হয়েছে - খুব ভালো লাগলো ভাইয়া, চালিয়ে যাও! শুভেচ্ছা নিরন্তর!

হাচল শব্দটা কি “হ্যা, চল” টাইপের কোন কিছু, তাহলে মেনে নিব আর নইলে কেন যেন ‘হাচল’ খুব বেশি পছন্দ হয়না। তবে ‘হ্যা, চল’ অর্থেহলে দারুন হয় হাসি

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চিন্তিত

তানিম এহসান এর ছবি

আপনার লেখা পাবো কবে?

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সাধারণত মাথা ঘামাই না, তবে যখন কোন কবিতা পড়ে মনে হয় ছন্দ থাকতে পারে তখন চিন্তা করি। হাসি

কোন না কোন পোস্টে বিষয়টা অবশ্যই আছে, আমার চোখে পড়ে নাই। তবে মনে হয় 'হাফ সচল' থাকে 'হাচল' হয়েছে। আর আমার কাছে হাচল মানে হল 'যে মুখ হা করে চলে'। হো হো হো

একটু পরেই থিসিস পিরিয়ড শুরু হবে, ফাঁক পেয়েই সচলপাতা খুলে বসলাম........... দেঁতো হাসি


_____________________
Give Her Freedom!

তানিম এহসান এর ছবি

আজ সকালবেলা মনে হলো হাচল মানে মনে হয় ‘হাফ সচল’!

সজল এর ছবি

চলুক

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ সজল ভাই হাসি

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ সজল ভাই হাসি

pathok (sam) এর ছবি

অভিনন্দন কবি, আই নিউ ইট হাসি

তানিম এহসান এর ছবি

তোমার সাথে কথা ছিলো, তোমার সাথে খুব চিরকাল কথা হলেও তবুও কথা থাকে বাকি, তোমার সাথে কথা ছিলো - অনেক কথা, কথার পিঠে কথার কথা এবং খানিক নিরবতা! সময় হবে!!

চরম উদাস এর ছবি

হাততালি

তানিম এহসান এর ছবি

তালিবাজ! আমাদের ছেলেবেলার খেলার সময়গুলো নিয়ে কিছু লেখোনা কেন? কত কথা বলার আছে! সেখানে লিখে দিও ..... তারপর একদিন তানিম ভাই চলে গেলেন আর ফিরে এলেননা হাসি

কেমন আছো ভাইয়া, শিবলীকে খুব মনে পড়ে, কোন যোগাযোগ আছে তোমার সাথে! তোমার পূর্ণাঙ্গীনিকে শুভেচ্ছা দিও!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

হাচলাভিনন্দন!

তানিম এহসান এর ছবি

রাজাসাহেব, অনেক ধন্যবাদ, খুবই উৎসাহিত হলাম! ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা!

আশালতা এর ছবি

অতি অতি অতি সুন্দর।

----------------
স্বপ্ন হোক শক্তি

তানিম এহসান এর ছবি

আপনার স্বপ্নেরা প্রাণ পাক! অনেক ধন্যবাদ আপু, শুভেচ্ছা,

রোমেল চৌধুরী এর ছবি

হিজলের জানালায় যেমন করে আলো আর বুলবুলি খেলা করে, এই কবিতার শব্দরাজির পরতে পরতে তেমন করে যেন চেতনার সবুজ চত্ত্বরে শুভ্র আলোর ফিনিক ছুটেছে।

হাচলাভিনন্দন!

ছন্দ নিয়ে আরো অনেক অনেক ভাবতে হবে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানিম এহসান এর ছবি

রোমেল ভাই! কেমন আছেন!! ভালো থাকুন অষ্টপ্রহর!!

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

অভিনন্দন। আমি খুব বেশি খুশি হয়েছি।

তানিম এহসান এর ছবি

আপনার মন্তব্য আমাকে ছুয়ে গেলো ভাই, ভালো থাকবেন, শুভেচ্ছা!

উজানগাঁ এর ছবি

সুন্দর।

নিয়মিত লিখবেন আশা রাখি।

তানিম এহসান এর ছবি

অনেক ধন্যবাদ ভাই উজানগা, আপনার ব্যানার পাচ্ছিনা অনেকদিন!

নীড় সন্ধানী এর ছবি

কবিতা বুঝি না, তবু কেমন যেন চন্ডীদাসের সুর পেলাম কবিতায় হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তানিম এহসান এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ নীড় সন্ধানী ভাই, আমরা সব চিংড়ী প্রেমে ভাজাভাজা হয়ে যাই হাসি

রু (অতিথি) এর ছবি

হাচলত্বের অভিনন্দন জানাই। আমি কবিতা বুঝি না, তাই লেখা নিয়ে কিছু বলব না।

তানিম এহসান এর ছবি

আচ্ছা লেখা নিয়ে কিছু বলতে হবেনা। আপনার সৌজন্যবোধ এর জন্য শ্রদ্ধা প্রকাশ করছি, অভিনন্দন অর্ঘ্য হিসেবে নিলাম!

সুমন তুরহান এর ছবি

বেশ ভালো লাগলো। ছন্দ নিয়ে কাজ করছেন বোঝা গেলো এবং এতে খুব খুশিও হলাম। অনুশীলন চলুক। শুভ কামনা। হাসি

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

তানিম এহসান এর ছবি

পৃথিবীতে বেঁচে থাকা আনন্দের হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।