| ঘড়ায়-ভরা উৎবচন…|১৭১-১৮০|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ১৩/০৯/২০১১ - ৯:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সতর্কতা :
ধর্মীয় বিশ্বাস ও সংস্কার বা মুক্তচিন্তায় যাঁদের সংবেদনশীলতা রয়েছে, তাঁদের জন্য অস্বস্তিকর হতে পারে।

(১৭১)
একটি সিংহকে পোশাক পরালে সে আর তেজোদ্দীপ্ত সিংহ থাকে না,
তার সৌন্দর্যেরও মৃত্যু ঘটে।
কিন্তু মানুষের কুশ্রীতা ঢাকতে পোশাকের দরকার হয়।

(১৭২)
অন্যের ব্যর্থতার সাপেক্ষে যে নিজের যোগ্যতার পরিমাপ করে, সে অযোগ্য।
সফল ব্যক্তি অন্যের যোগ্যতাকেই নিজস্ব তুলাদণ্ডে যাচাই করে নেয়।

(১৭৩)
কর্মহীন প্রার্থনার নামে করুণা ভিক্ষা করে মেরুদণ্ডহীন অথর্বরা;
এরা ধর্মান্ধ ক্রিতদাস, নিঃস্ব।
মানুষের জন্যে পৃথিবীর জন্যে অন্ধতা ছাড়া এদের দেয়ার কিছু নেই।

(১৭৪)
ধর্মে নারীদেরকে কী কী দারুণ দারুণ অধিকার দেয়া হয়েছে
তা নিয়ে বিস্তৃত ব্যাখ্যা শোনা যায় তথাকথিত ধর্মগুরুদের রসতৃপ্ত বয়ানে।
কিন্তু পুরুষকে অনুকম্পা দেখিয়ে কী কী অধিকার দেয়া হয়েছে তা নিয়ে বলতে শুনি না।
গৃহের মালিক আর গৃহের উপকরণের মধ্যে এখানেই পার্থক্য।

(১৭৫)
মানুষ হচ্ছে একটা হারানো অস্তিত্ব,
সারাজীবন নিজেকেই খুঁজে ফেরে শুধু।

(১৭৬)
‘শ্লীল’ শব্দটিই একমাত্র অশ্লীল শব্দ
যা কেবলই অশ্লীলতা ছড়ায়।

(১৭৭)
ঘুষি খেলে মানুষ আঘাতপ্রাপ্ত হয়,
থাপ্পড় খেলে হয় অপমানিত।

(১৭৮)
গল্প একটা ঘটনা, কিন্তু ঘটনা গল্প নয়।
মানুষ গল্প হয়, কিন্তু গল্পের মতো চলে না।

(১৭৯)
নিকৃষ্ট বস্তুর সাথে তুলনা করলেও মানুষ ততটা অপমান বোধ করে না
যতটা বোধ করে ইতর প্রাণীর নামে আখ্যায়িত করলে;
কারণ কল্পনা তাকে সেখানে পৌঁছে দেয়।

(১৮০)
সাবালককে যে নাবালক ভাবে সে নাবালক,
আর নাবালক যে সাবালক মনে করে সেও নাবালক।

[ ১৬১-১৭০ ][*][ ১৮১-১৯০ ]


মন্তব্য

আশালতা এর ছবি

চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মিলু এর ছবি

উত্তম জাঝা!

রণদীপম বসু এর ছবি

জবাব নাই, ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানিম এহসান এর ছবি

চলুক হাসি

রণদীপম বসু এর ছবি

কোন্ ইমোর জবাবে কোন্ ইমো দিতে হয় তা যে শেখা হয় নি ! হা হা হা !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নিটোল. এর ছবি

ঘড়া থেকে দারূণ দারূণ সব উৎবচন বেরুচ্ছে! চলুক। চলুক

রণদীপম বসু এর ছবি

ঘড়াটায় আসলে মাল কম, তাই কলকল করে বেশি ! হা হা হা !!
ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

রণদীপম বসু এর ছবি

সবাই কেবল বুড়ো আঙুল দেখাচ্ছে আমাকে ! কেন, আর কোন আঙুল নাই !!
ছোটবেলায় কিন্তু এ নিয়ে ভীষণ ঝগড়া করেছি সহপাঠিদের সাথে, হুমমম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কল্যাণF এর ছবি

চিন্তিত

রণদীপম বসু এর ছবি

হুম, কিছুটা চিন্তিত হওয়ার ব্যাপার বটে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আয়নামতি এর ছবি

পড়ে দারুণ লাগলো ভাইয়া! দু'একটা পড়ে হেসেই ফেলেছি।

রণদীপম বসু এর ছবি

খুব খারাপ কথা ! পড়ে হেসে ফেলে দেয়ার জন্যে দিয়েছি নাকি !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তারেক অণু এর ছবি
রণদীপম বসু এর ছবি

আপনাকে তো ভালোই জানতাম ! এখন দেখছি আপনিও আমাকে কচু (বুড়ো আঙুল) দেখাচ্ছেন !! হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তাপস শর্মা এর ছবি

কি আর বলব দাদা। একটা খোলস ছেড়ে পরিত্রাণ পেতে চাইলে কেন যে আটকে থাকে বহিঃপ্রকাশের সুর। মনে হচ্ছে একটা তুফান দরকার।

কবি আপনার কবিতা নিয়ে কি আর বলি, আমার ভাষা সরল তাই যেতে যেতে বলে যাই -
না।
মানা আছে বলা
অবেলায়
গলিপথে
পাঁচিলের উপর কালো কাকটা শুধু
পাখার ঝাপটা দিয়ে যায়......

রণদীপম বসু এর ছবি

সবকিছু আসলে পূর্ণ প্রকাশিত হতে নেই ! এতে আবার নগ্নতারও বিস্তৃতি ঘটার সম্ভাবনা তৈরি হয়ে যায় !!
মন্তব্যের জন্য ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখকঃ অতীত এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু
একটার সাথেও নিজেকে নিয়ে আত্মপক্ষ সমর্থনের যুক্তিতে জিততে পারলাম না...পুরা মর্মভেদী এক একটা উপলব্ধি ঘুণে ধরা নিজের অস্তিত্ব আবার চিনিয়ে দিয়ে গেলো মন খারাপ

অতীত

রণদীপম বসু এর ছবি

মানুষের অস্তিত্ব তো মূলত একটা বস্তুপিণ্ডই ! তবে ভাববাদী দৃষ্টিতে বিবেচনা করলে বলা যায় মানুষের অস্তিত্ব আসলে পুঞ্জিভুত অসংখ্য ঘটনা আর উপলব্ধির সমাহার মাত্র ! অবশ্যই ব্যক্তিভেদে এই দৃষ্টিভঙ্গির হেরফের থাকতেই পারে।

বর্তমানে বহমান অতীতকে ধন্যবাদ মন্তব্যের জন্য !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অরুপ নাহিয়ান এর ছবি

গুরু গুরু

রণদীপম বসু এর ছবি

না ভাই, আপনি ডাকলেও এখন আসতে পারবো না ! অনেক কাজকাম পড়ে আছে ! হা হা হা !! ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রোমেল চৌধুরী এর ছবি

রণদীপম বসু,
চেতনার রাস্তায় পথ হাঁটতে গিয়ে আর বার চমৎকৃত হলাম!
যদ্দুর ভেবে পাই, তাতে মনে হয় 'উৎবচন' শব্দটি ব্যবহার সুচিন্তিত। সেটি একটু বুঝিয়ে দেবার অনুরোধ করি!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রণদীপম বসু এর ছবি

কার্য-কারণ সম্পর্ক ছাড়া তো কোন কিছুই উৎপত্তি হয় না। অতএব এই 'উৎবচন' শব্দের ক্ষেত্রেও সে নিয়ম লঙ্ঘিত হয় কী করে ! তবে শব্দটা যেহেতু এখনো বাংলা অভিধানে অন্তর্ভুক্ত হয় নি, তাই নিজস্ব ব্যাখ্যা হাজির করে এই স্বসৃষ্ট শব্দটাতে পাঠকের কল্পনাকে কোনভাবেই সীমাবদ্ধ করা ঠিক হবে না মনে করি। আমার ধারণা আপনিও এতে দ্বিমত পোষণ করবেন না। বরং পাঠকরা কী বলেন সে ব্যাখ্যাটাও গুরুত্ববহ আমার কাছে। কবি হিসেবে আপনি কী বলেন ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

guesr_writer rajkonya এর ছবি

ওওওহ! জটিল!!! একটা আরেকটার চেয়ে জটিল!!! একেই বলে জটিল!!!
দারুন লাগলো।
চলুক

রণদীপম বসু এর ছবি

আমি তো খুব সরলসাপ্টাই লিখেছিলাম ! তারপরেও কি জটিল হয়ে গেলো !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

guesr_writer rajkonya এর ছবি

এটাকে আসলে ঠিক জটিল বলে না। বলে জট্টিল!

রণদীপম বসু এর ছবি

হা হা হা !! অ্যাঁ

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

হাততালি

রণদীপম বসু এর ছবি

তাহলে আমিও বাজাই হাততালি

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মেহবুবা জুবায়ের এর ছবি

দারুণ! সবগুলিই (Y)। সবচেয়ে ভালো লাগলো ১৭৪, ১৭৬, আর ১৭৭।

--------------------------------------------------------------------------------

রণদীপম বসু এর ছবি

এই পছন্দের উৎবচনগুলো যদি কখনো লেখার প্রয়োজন না হতো, সেটাই হতো ভরসার ! কিন্তু আমাদের তো ভরসা করার মতো কোন ঘটনা এ দেশে ঘটে না বললেই চলে !
অনেক ধন্যবাদ ভাবী ! ভালো থাকবেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

বন্দনা কবীর এর ছবি

ভিষনই কুন্ঠার সাথে প্রষন করছি, এই যে ঘড়া ভরে উৎবচন পাই কিছু দিন পর পর, তা কি আপনার নিজের চিন্তার ফসল?

আমি ভেবেছিলাম এগুলো সংগ্রহ করে তুলে ধরেন আমাদের কাছে খাইছে

রণদীপম বসু এর ছবি

আপনার প্রশ্নের উত্তরের জন্য নাহয় আগামী বইমেলা পর্যন্ত অপেক্ষা করি, কী বলেন ?
অনেক ধন্যবাদ আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

পাঠক এর ছবি

ভাল্লাগছে।

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ আপনাকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।