অচলায়তন

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৫/০৯/২০১১ - ৯:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রাত্যহিকের জটিল ফাঁদে আটকে পড়ার ধন্ধে
ঘরের ভেতর লুকিয়ে থাকি সকাল থেকে সন্ধ্যে

খেয়াল বশে মনটা যদি উড়াল দিতে চায় তো
লাগাম কষে আটকে রাখি শেকল বাঁধি পায় গো

বিবেক বলে চিন্তারাজি লুকিয়ে রেখে কাজ কি
বুদ্ধি বলে খড়-বিচালি হারাতে তুই চাস কি?

ঘরের খেয়ে ছুটিস কেন বনের মোষের পিছু
নেই সেখানে লাভের গুঁড় আর প্রাপ্তিযোগের কিছু

তারচে' বরং যোগ দিয়ে দে জ্বী হুজুরের দলে
কাকাতুয়ার বচন খিঁচেই ভরতে পারিস থলে।


মন্তব্য

রাতঃস্মরণীয় এর ছবি

চলুক

ভালো লেগেছে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

দারুণ ছন্দোবন্ধ ছড়া। ভাবনাটা বেশ ভালো। কিন্তু ছড়ার ভাবনা একটু চটুল, আরেকটু ফানের মিশেলে হলে বেশি ভালো লাগতো। ছড়া লেখা নাকি কঠিন। বেশির ভাগ ক্ষেত্রেই তা পদ্য হয়ে যায়। বড় বিপদ এই ছড়া নিয়ে। সতত শুভকামনা।

রোমেল চৌধুরী এর ছবি

আপনার পর্যবেক্ষণ সঠিক, এদিকটা খেয়াল রাখতে হবে! হাসি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কল্যাণF এর ছবি

রোমেল ভাই, পড়তে খুব মজা লেগেছে, তয় কেমন যেন ফট করে শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরেও আর একটু পড়তে ইচ্ছা হচ্ছিল। ছড়া কবিতার লাইনে আমার যায়গা ওই গলায় দড়ি বাঁধা চার পেয়েদেরও নীচে সেইটা বুঝতেছি। কিন্তু দু'টা লাইন বাদে সব কয়টায় ১৮টা করে অক্ষর, এইটা এক বিরাট রহস্য। (মাথা চুল্কানর ইমো) কেমন করে করেন!! আরোও চাই।

রোমেল চৌধুরী এর ছবি

কল্যাণ ভাই,
ফট করে শেষ হয়ে গেল, কারন আমিও ফুরিয়ে গিয়েছিলাম। আমার কেন জানি মাঝে মাঝেই নিজেকেও এমনই করে ফুরিয়ে দিতে ইচ্ছে করে, এক ফুঁৎকারে!

কিন্তু দু'টা লাইন বাদে সব কয়টায় ১৮টা করে অক্ষর, এইটা এক বিরাট রহস্য।

না, হিসেবটা এখানে এমন নয়। এটি স্বরবৃত্তের ৪+৪+৪+২ চাল। ওপেন সিলেবলে অক্ষরপ্রতি ১ মাত্রা, ক্লোজড সিলেবল ১ মাত্রা।

প্রাত্(১)তহি(২)কের(১)/ জ(১)টিল(১) ফাঁদে(২)/ আট(১)কে(১) প(১)ড়ার(১)/ ধন্(১)ধে(১)
অর্থাৎ,
প্রাত্যহিকের(৪)/ জটিল ফাঁদে(৪)/ আটকে পড়ার(৪)/ ধন্ধে(২)

প্রতি লাইনে ১৪ টি মাত্রা। ভেবেছি এটি নিয়ে সহজ করে একটি পোষ্ট দিব। তখন বুঝতে পারবেন বিষয়টি একেবারে পানির মতো সোজা, কোন কেরামতি নাই!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কল্যাণF এর ছবি

রোমেল ভাই নিশ্চয় অনেক ব্যাস্ত থাকেন, তারপরেও ধৈর্য ধরে বোঝানর চেষ্টা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার সব সময় মনে হয় আপনারা কবি ও লেখকরা অন্য কোন জগতের সন্ধান জানেন। আর তার মধ্যে কবিদের জগতটা এক্সক্লুসিভ। আফসোস কোন দিন ঐ জগতের দেখা পেলাম না। যাক সবার কি আর সব কিছু হয়? অন্তত আপনাদের লেখা উপভোগ করতে পারছি আর এসব লেখাই তো মাঝে মাঝে অপার্থীব সৌরভ এনে দিচ্ছে তাই বা কম কি? আপনার ছন্দের ব্যকরণ ও পরের কবিতার অপেক্ষায় থাকলাম।

অটঃ ছোট বেলায় ক্লাস ৬ হবে মনে হয়, এক বার মনে হল আমি মনে হয় কবিতা লিখতে পারি, তবে আসল প্রডাক্ট এর জন্ম দেওয়ার আগে ছন্দটা অফিসিয়ালি একটু ঝালাই করা দরকার। স্কুলের বাংলা স্যারের কাছে গেলাম, খুব কড়া ছিলেন আর যদ্দুর পনে পড়ছে শুধু উপরের ক্লাসে বাংলা পড়াতেন, গোটা স্কুল জুড়ে সবাই ভয়ও পেত সেই রকম, ধোলাই এর জন্য উনি বিখ্যাত ছিলেন। অনেক সাহস করে স্যারের কাছে গেলাম, নিজের ইচ্ছাটা নিবেদন করলাম, স্যার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বললেন গীতাঞ্জলি পড়েছিস? না বোধক মাথা নাড়া দেখে বললেন ঐটা পড়ে শেষ করে আমার কাছে আসিস। গীতাঞ্জলি আর শেষ করা হয়নি, স্যারের কাছেও ২য় বার যাইনি। এই ভয়েই কি ছন্দ শেখা হল না আর কবিতা রসও কি তাই থেকে গেল ধরা ছোঁয়ার বাইরে? বিশাল কমেন্ট করে ফেলাছি, ধৃষ্টতা ক্ষমা করবেন।

কল্যাণF এর ছবি

* ফেলেছি

দয়া করে শেষ হয়ে যাবেন না, আরোও পড়তে চাই আপনার লেখা।

রোমেল চৌধুরী এর ছবি

কল্যাণ ভাই,
ফট করে শেষ হয়ে গেল, কারন আমিও ফুরিয়ে গিয়েছিলাম। আমার কেন জানি মাঝে মাঝেই নিজেকেও এমনই করে ফুরিয়ে দিতে ইচ্ছে করে, এক ফুঁৎকারে!

কিন্তু দু'টা লাইন বাদে সব কয়টায় ১৮টা করে অক্ষর, এইটা এক বিরাট রহস্য।

না, হিসেবটা এখানে এমন নয়। এটি স্বরবৃত্তের ৪+৪+৪+২ চাল। ওপেন সিলেবলে অক্ষরপ্রতি ১ মাত্রা, ক্লোজড সিলেবল ১ মাত্রা।

প্রাত্(১)তহি(২)কের(১)/ জ(১)টিল(১) ফাঁদে(২)/ আট(১)কে(১) প(১)ড়ার(১)/ ধন্(১)ধে(১)
অর্থাৎ,
প্রাত্যহিকের(৪)/ জটিল ফাঁদে(৪)/ আটকে পড়ার(৪)/ ধন্ধে(২)

প্রতি লাইনে ১৪ টি মাত্রা। ভেবেছি এটি নিয়ে সহজ করে একটি পোষ্ট দিব। তখন বুঝতে পারবেন বিষয়টি একেবারে পানির মতো সোজা, কোন কেরামতি নাই!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

পাঠক এর ছবি

কপি করলাম বস।।।।

অতিথি লেখকঃ অতীত এর ছবি

হুমম...বুদ্ধিরে ধইরা গুল্লি মারন দরকার দেঁতো হাসি

অতীত

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অচলায়তন এভাবেই ঘিরে ধরছে অনেককে এই চরমাধুনিকতা-বিজ্ঞানের যুগেও.......এর ছলনা বড় মায়াবীই মনে হয়!!!


_____________________
Give Her Freedom!

তানিম এহসান এর ছবি

বাহ! হাসি

তাপস শর্মা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি কেয়া বাত

যুমার এর ছবি

বাহ!

মৌনকুহর এর ছবি

চলুক

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

সুমন তুরহান এর ছবি

আমরা কি বন্দী হয়ে আছি প্রথাবদ্ধ তাৎপর্যহীনতায়? থলে ভরাকেই সার্থকতা মনে করে নিয়ত তাড়িত হচ্ছি? মন খারাপ

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

রোমেল চৌধুরী এর ছবি

পাঠ ও মন্তব্যের জন্যে সকলকে অনেক ধন্যবাদ!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কৌস্তুভ এর ছবি

এই ছড়াটা দারুণ লাগল, বিশেষ করে ছন্দ। ধন্ধে - সন্ধ্যে মিলটাও বেশ।

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চলুক চলুক চলুক

রোমেল চৌধুরী এর ছবি

কৌস্তুভ দাদা ও ইস্কান্দর ভাই,
আপনাদের ভালোলাগা প্রেরণা যোগালো অনেক অনেক লেখার!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মর্ম এর ছবি

আপনার ছড়া যে আমার অতি অতি পছন্দের এটা কি আগে কখনো জানিয়েছি?!

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

রোমেল চৌধুরী এর ছবি

আমি কান পেতে রই...

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

মর্ম এর ছবি

আপনার অচল আনি'র জবাব হয় না কোন!

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

রোমেল চৌধুরী এর ছবি

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা! হাসি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

বাহ দাদা! বাহ!

রোমেল চৌধুরী এর ছবি

অনেক ধন্যবাদ রাজাসাহেব, কিন্তু লেখালেখি কমিয়ে দিলেন কেন?

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সজল এর ছবি

ছড়াটা অনেক ভালো লাগলো, যদিও ব্যাকরণ কিছুই জানি না, তবে পড়তে একদম ঠিকঠাক লাগলো। আপনার না এই নিয়ম টিয়ম নিয়ে একটা পোস্ট দেয়ার কথা!

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

রোমেল চৌধুরী এর ছবি

সজল ভাই,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, পোষ্ট দেবার অনুরোধ আপনিসহ আরো অনেকেই করেছিলেন। তাসনীম ভাই, ষষ্ঠ পাণ্ডব, মৃত্যুময় ঈষৎ, ফাহিম হাসান, আরো অনেকে। এই মাত্র আপনাদের অনুরোধটি রাখতে পারলাম। আপাতত অপেক্ষা, মডারেশন পেরিয়ে আলোর মুখ দেখার।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।