হীরক রাজার দেশের ০৭

অপ বাক এর ছবি
লিখেছেন অপ বাক (তারিখ: মঙ্গল, ২৮/০৮/২০০৭ - ৭:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

কি লিখবো এটাও বিবেচনা করতে হচ্ছে ইদানিং, আমাদের কাউবয় তথ্য উপদেষ্টার বক্তব্য কখন কাকে কোন সমস্যার মুখোমুখি করে এটা তার নিজেরও জানা নেই নিশ্চিত ভাবে- তবে তিনি গত ২ দিন কাগজ খবর প্রকাশ করে এরকম পত্রিকাগুলোর সম্পাদকদের সাথে আলোচনা করে পুনরায় বলেছেন আদতে চারপাশে হীরকের রাজা ভগবান এ ধরনের খবর প্রকাশ করতে হবে- সমালোচনা করলে তত্ত্বাবধায়ক সরকারের কথিত ভাবমুর্তি নষ্ট হয়-

( বিষয় নতুন নয় আসলে- তত্ত্বাবধায়ক সরকার ইকো পার্ক প্রতিষ্ঠার নামে পুলিশ দিয়ে পিটয়ে আদিবাসি নেতাকে হত্যা করে ফেললে তার ভাবমুর্তি নষ্ট হয় না। সরকার পাটকল বন্ধ করে দিলো, লোকসানী খাত হিসেবে এবং একই সাথে বেসরকারী একটা পাটকল যাত্র শুরু করলো, পাট কলের লোকসানের দায়টা শেষ পর্যন্ত যখন বিভিন্ন মানুষের বক্তব্য অনুসারে সরকারের অব্যবস্থাপনা আর বৈদেশিক দাতাগোষ্ঠিকে তুষ্ট করবার পার্শপ্রতিক্রিয়া, তারা হকার উচ্ছেদ করলো, এত গুলো মানুষের জীবন আর জীবিকা নিয়ে টানাটানি শুরু হলো, এই সমস্যাগুলোতে তাদের ভাবমুর্তি নষ্ট হয় নি, তবে এই সব খবর প্রকাশিত হলে ভাবমুর্তি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভবনা দেখা যায়,এমন কি নির্বোধ কতগুলো উপদেষ্টা যাদের কথা নিয়মিত ফিল্টার করবার প্রয়োজনীয়তা দেখা যায়, এমন কি আমার মনে হয় তাদের মুখ আর মাইক্রোফনের ভেতরে একটা ফিল্টার সিস্টেম থাকা দরকার আর সার্বক্ষণিক মনিটরিং এর প্রয়োজনও আছে, যে মুহূর্তে দেখা যাবে তারা বেফাঁস কিছু বলে ফেলেছে সে মুহুর্তেই মিউট কিংবা ইরেজ করে দেওয়া যাবে- এমন একটা ব্যবস্থা করে রেখেছিলো ফক্স নিউজ, তারা সরাসরি সম্প্রচার করলেও মাঝে কিছুটা টাইম ল্যাগ রাখে যেনো বেফাঁস কিছু মুছে দেওয়া যায়। অর্থ উপদেষ্টা যেদিন বললেন জিনিষ পত্রের দাম বাড়ে নি, যেদিন তিনি যে উচ্চ পর্যায়ের রসিকতা করেছেন যেটা হজমের সামর্থ্য খুব কম মানুষেরই আছে, জিনিষপত্রের দাম বেড়েছে তবে সরকার যেমনটা আশা করেছইলো তেমনটা বাড়ে নি, আরও বাড়ার কথা ছিলো, সেটা বাড়ে নি এটাই সরকারের কৃতিত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতি আর অবকাঠামোগত উন্নয়ন করে তারা বাংলাদেশকে উন্নয়নশীল দেশগুলোর উপরের দিকে নিয়ে যাবেন। গীতি আরা সাফিয়া চৌধুরী সেই কবরে বলেছেন বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলোর শ্রমিকদের বকেয়া পরিশোধের টাকা চলে গেছে, এখনও প্রায় ১৬০ কোটি টাকার মতো বকেয়া আছে দেওয়া হয়েছে ৪০ কোটি টাকা। তবে ভাবমুর্তি নষ্ট হয়ে যাবে যদি সত্য প্রকাশিত হয়, সরকার কি সত্য থেকে দৌড়াতে চায় নাকি দেশের সত্যিকার অবস্থা জানতে তাদের নিজস্ব কোনো সমস্যা আছে)

আজ সেনাবাহিনী প্রধান বললেন এটা তত্ত্বাবধায়ক সরকার তবে মইনুল হোসেন গত কালও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারের সময় বলেছেন এটা আসলে সামরিক সমর্থিত জাতীয় সরকার- এই সরকারের নিজস্ব এক্সিট প্লানে কেউ বাধা দিলে তাদের সারভাইব্যাল প্লান নষ্ট হয়ে যাবে, (এই কাউবয় বুশের যমজ ভাই?!!!)

আমরা াবমুর্তি নিয়ে চিন্তিত তবে কতটা চিন্তিত দেশের মানুষকে নিয়ে-

আসলে এমন সময়ে কিছু লিখতে হলেও একটু ভেবে লিখতে হয়-


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

আজ সেনাবাহিনী প্রধান বললেন এটা তত্ত্বাবধায়ক সরকার তবে মইনুল হোসেন গত কালও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারের সময় বলেছেন এটা আসলে সামরিক সমর্থিত জাতীয় সরকার- এই সরকারের নিজস্ব এক্সিট প্লানে কেউ বাধা দিলে তাদের সারভাইব্যাল প্লান নষ্ট হয়ে যাবে, (এই কাউবয় বুশের যমজ ভাই?!!!)


.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অপ বাক এর ছবি

কইতে চাইছিলাম কাউবয় নিজেই বিশাল এক সমস্যা তৈরি করতেছে- আইজকা দেখলাম নির্বাচন কমিশন আলোচনার ডাক দিছে- রাজনৈতিক দলগুলার সাথে, প্রথমে ইসলামী ঐক্য জোট এর পরে জামাত-
খারাপ না- যদিও সংবিধান নিয়ে কিংবা সংবিধানের সংশোধন নিয়া এরা কিছু কইতে চাইছিলো- একবার কইলো এই সংবিধান নাকি সময়োপযোগী না এইটারে মর্ডান করতে হবে-
তবে তারা একটা কথা কইছিলো যে দেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক দলগুলোরে আলোচনার জন্য ডাকবে- ইসলামী দলগুলা কি দেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করে?

না কি জামাত কিংবা ইসলামী ঐক্য জোট কিছু শিখন্ডী খাড়া করবে, অন্য ধর্মের কিছু কর্মী নিয়োগ দিয়া দিবো নেতা আর সাথী পর্যায়ে?

সুমন চৌধুরী এর ছবি

ওদের সাথে কোরেশীর পার্টির জোট হৈতারে।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অপ বাক এর ছবি

হৈলেই বা কি কও, জাহাজের খবর লইয়া কোনো কাম নাইক্কা।

সৌরভ এর ছবি

ইসলামী দল গুরুত্ব পায় কীভাবে?
ভীষণ সন্দেহের ব্যাপার।

এই সরকারের এমন কী ভয়াবহ প্লান, যাতে বাধা দিলে অস্তিত্বের সংকটের ভয় করতে হবে?

শেষ পর্যন্ত কী ঘটবে - বোঝা তো খুব সহজ, কোন গণতান্ত্রিক বৈধ সরকারই বৈধতা দেবে না এইসব কাজকর্মের - এই ভয় থেকে নিজেরাই বা নিজেদের ধামাধরাদের দীর্ঘস্থায়ী ভাবে ক্ষমতায় বসানোর উদ্যোগ নেয়াটাই কি তাহলে এদের প্ল্যান!



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

অপ বাক এর ছবি

প্লানে কি আছে এইটা বলা মুশকোল, ভোটার তালিকার দশমিক ০০১ শতাংহসের কাজ শেষ হইছে গত ১৫ দিনে, আশা করা যায় আমরা ঠিক সময়েই ভোটার তালিকা পাবো, অবশ্য নির্বাচন কমিশন বলছে যদি কেউ ভোটার তালিকার জন্য ছবি তুলতে না চায় তবে তাকে ভোটার তালিকার অন্তর্ভুক্ত করা হবে না- মানুষের স্বাধীন ইচ্ছা কিংবা সিদ্ধান্তের কোনো খেয়াল কোনো পক্ষের আপাতত নাই-

পর্যায়ক্রমে নির্বাচনের কোনো পরিস্থিতি তৈরি করতে পারবে এরা?

অপালা এর ছবি

BD news24 এ এিটা কি পড়লাম, মইন মিয়া রা নাকি নির্বাচিত সরকারের সাথেও নাকি অংশ হয়ে থাকবে, এখন যেমন আছে।তাইলে ঘটনা কি দাড়াইলো!!!

সুমন চৌধুরী এর ছবি

নির্বাচিত সরকারের অংশ হইতে গেলে তো সংবিধান পরিবর্তন করতে হবে। সেইটা কেমনে? তারমানে .....
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ভাস্কর এর ছবি

এই কথা আমি বহুত আগেই কইছিলাম সামহোয়্যারে থাকতে...সেনাবাহিনী পরবর্তী সরকারের মাথায় ছড়ি ঘুরাইবার নিমিত্তেই এইবার ক্ষমতা নিছে...নির্বাচনও সেমনেই হইবো...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

সুমন চৌধুরী এর ছবি

আমাগো আসলে সুফিবাদচর্চা শুরু করা উচিত। তাইলেই দেখবা সরিষা বাটা দিয়া ভুতের চচ্চরি কত ভাল্লাগে।
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুজন চৌধুরী এর ছবি

কোথায় যেন দেখলাম কামাল সাহেব রাষ্ট্রপতি হচ্ছেন এবং সকল রাজনৈতিক দলের কিছুলোক নিয়ে সেপ্টেম্বরের মধ্যেই এই সরকার জাতীয় সরকার হচ্ছে। ইয়াজুদ্দিনের মেয়াদ শেষ ৫ সেপ্টেম্বর।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ঠোটকাটা পাঠক এর ছবি

ইসলামী দলগুলা নাকি বর্ণমালা অনুসারে আইছে,নির্বাচন কমিশনের কিছু করার নাই।

তা "জামাত" এর "বর্গীয় জ "কি ইদানিং বর্ণমালার প্রথমে বসে নাকি?

হিসেব মতো তো "আ"-এ "আওয়ামীলীগ" হওয়ার কথা।

হযবরল এর ছবি

হে হে হে হে হে।

সুজন ভাইয়ের কমেন্ট পইড়া গড়াগড়ি দিতাছি। আমি এইরম একটা আবজাব শুনছি। ডাঃ কামাল ট্যাক্স দেওনের সময় বার্ষিক ইনকাম দেখায় ৭ লাখ টাকা। আরে ওর স্যুটের ধোলাই খরচ-ই তো বছরে ৬ লাখ হইবো। উনারে ইনকাম ট্যাক্স ফাঁকি দেওনের দায়ে কিন্তু দুদু-কমিশন ধরে নাই। ব্যরিস্টার মঈনুলদের দুই ভাইয়ের যাঁতাযাঁতি দেশবাসী কম দেখে নাই। এরা করবে এখন দূর্নীতিমুক্ত দেশ এবং জাতীয় সরকার। পুরা একটা সোপ অপেরায় পরিণত হয়ে গেছে আমাদের রাজনৈতিক হিসেব-নিকেশ।

ইশতিয়াক রউফ এর ছবি

সুপোস্ট।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।