আত্মপরিচয়

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: শনি, ২৪/০১/২০০৯ - ১:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাছুম শিশুদের দিকে বর্বর মারণ-অস্ত্রগুলো নির্বিচার তাক করার আগে
কী আশ্চর্য, একবারও ভাবলো না ওরা, অভিধান থেকে পশুরাও
মুছে না শৈশব ! বাড়ন্ত শৈশবে পৌঁছার আগে
উষার আলোয় রাঙা জীবনের কাছে নতজানু হয়ে পশুরও বৈধ মাতৃজরায়ু থাকে।
বারুদের গন্ধ ঠাশা অবৈধ ধূলোমেঘে ঢেকে যাওয়া গাজা’র আকাশ
কীভাবে ফিরিয়ে দেবে মানুষের অপসৃত বৈধ পরিচয় !

ভদ্রমহোদয়গণ, জান্তব ট্যাঙ্কের চাপায় থেতলে দেয়ার আগে মানুষের মস্তিষ্ক দিয়ে
ভাবতে পারে না যারা- শিশুদের কোনো সীমান্ত নেই, মানুষের পৃথিবীটা
শিশুদেরই অনিবার্য বৈধ অধিকার,
পবিত্র ফিলিস্তিনের দোহাই, ওদেরকে খাঁচাবদ্ধ করুন। না হয় আর দেরি নয়,
হাত পা নাক মুখ চোখ কান এবং অভিন্ন দেহের আকার ওদেরই অনুরূপ দেখে
মানুষের অভিধান থেকে নিজেকে প্রত্যাহার করুন !

পশুরা পশুই হয়, তবু এরা ঘৃণ্য অমানুষ নয় !
সন্তানের চোখে চোখ রেখে, ভদ্রমহোদয়গণ, এবার আপনাদের আত্মপরিচয় দিন।

[যতই সত্য হোক, মানবতা বিরোধী কোন বর্বর উক্তি কখনোই সমর্থনযোগ্য নয়। সচলদের মতামতের সাথে আমিও সম্পূর্ণ একমত। তাই হিটলারের উক্তিটিকে কেটে নীচে নামিয়ে রাখলাম। ডিলিট করলাম না এজন্যই যে, তাহলে এই পোস্টে দেয়া বন্ধু সচলদের মন্তব্যগুলো প্রাসঙ্গিকতা হারিয়ে অর্থহীন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে চমৎকার সব মতামত দেয়ার জন্য।
[I could have annihilated all the Jews in the world,
but I left some of them so you will know
why I was killing them. – Adolf Hitler
]


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

সচল আনিস ভাইয়ের কাছে কৃতজ্ঞতা, তিনি এসএমএস করে হিটলারের উল্লেখযোগ্য উক্তিটি মোবাইলে পাঠিয়েছিলেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহ্ আসাদুজ্জামান এর ছবি

ঘৃঘৃঘৃঘৃঘৃঘৃঘৃঘৃঘৃঘৃঘৃঘৃঘৃঘৃঘৃঘৃঘৃঘৃঘৃণা --------বর্বর ইসরাইল রাষ্ট্রের প্রতি।

আর ঈশ্বর ইহুদি জাতিকে দৃষ্টিশক্তি দান করুন, অসভ্য প্রচার মাধ্যমের কুতসিত-মিথ্যা অপদৃশ্য পার হয়ে তারা রক্তাক্ত শিশুগুলোর দিকে তাকানোর সুযোগ পাক।

অমিত এর ছবি

এইটা কি আসলেই হিটলু বলেছিল ? আর যদি বলেই থাকে, আপনি কি সেটা সমর্থন করেন ?

রণদীপম বসু এর ছবি

মানবতার বিরুদ্ধে কোনো উক্তিই তো সমর্থনযোগ্য নয় ! সে যা করেছিলো তাও ছিলো ইতিহাসের ভয়ঙ্কর মানবতা বিপর্যয়কারী বর্বরতা। একে কোন সুস্থ মানুষ কি সমর্থন করতে পারে !
তার উক্তিটি বসানোর অর্থ হলো একটা জঘন্য ফ্যাসিস্টের চোখেও আজকের জান্তব ইসরাইলীদের স্বরূপটা কেমন ছিলো তা তুলে ধরা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

না হয় আর দেরি নয়,
হাত পা নাক মুখ চোখ কান এবং অভিন্ন দেহের আকার ওদেরই অনুরূপ দেখে
মানুষের অভিধান থেকে নিজেকে প্রত্যাহার করুন !

প্রত্যাহার করলাম দাদা। লজ্জিত ভাবেই করলাম।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্পর্শ এর ছবি

অবাক ব্যাপার হচ্ছে, সেই অনেক আগে থেকেই(ইরাক যুদ্ধ) এসব দেখতে দেখতে এখন মনে হয় হ্রৃদয়টা মরে গেছে। আপনার এই লেখাটা সেই ম্রৃত হ্রৃদয়টা কাঁপিয়ে দিল। এই বিশ্বে আজ মানবতা বলে তেমন কিছু নেই। কিছু মুখোশ আছে মাত্র। নিজেকে রক্ষা করতে তাই নিজের পায়ে দাড়াতে জানতে হয়। অন্য কেউ নিস্বার্থভাবে কাধ দেয় না।

তবে হিটলারের এই রেসিস্ট বানী টা না দিলেও পারতেন।
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

রণদীপম বসু এর ছবি

ঐ ইসরাইলি পশুগুলোকে কি তাদের উপর হিটলারি বর্বরতা মনে করিয়ে দেয়া উচিৎ নয় ?

তারা তো আর দেখবে না এটা, আসলে নিজে নিজে মনের ঝাল মেটানো আর কি !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রায়হান আবীর এর ছবি

ফিলিস্তিনীদের প্রতি অন্তর থেকে সমবেদনা। কিন্তু আপনার লেখা ভালো লাগলো না। বোধহয় হিটলারের বাণীটা উদ্ধৃতি করার কারণে। আমি এইভাবে ভাবতে চাইনা।

=============================

রণদীপম বসু এর ছবি

ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ইসরাইল যদি সেই শিক্ষাটা নিতো, তাহলে আমাকে কি আর এমন বর্বর একটা উক্তি উদ্ধৃত করতে হয়..!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শিক্ষানবিস এর ছবি

ইসরায়েলী আগ্রাসী শক্তির জন্য অপরিসীম ঘৃণা.........
কিন্তু হিটলারের উক্তিটাকে সমর্থন করা উচিত না। এটাও তীব্র উগ্রবাদী উক্তি। হিটলারের কোন কিছুই সমর্থনের যোগ্য ছিল না। প্যালেস্টাইনের সমর্থনে লেখা একটি প্রবন্ধে হিটলারের উক্তির স্থান পাওয়া উচিত না।

রণদীপম বসু এর ছবি

সমর্থন তো আমি করছি না ! ইসরাইলিদের সাথে আদৌ হিটলারের পার্থক্য কোথায় তা-ই মিলিয়ে নিলাম..!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

লাভ নাই, লাভ নাই ।

ঘুরে ফিরে সেই একই কথা ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পরিবর্তনশীল এর ছবি

মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতন্দ্র প্রহরী এর ছবি

দীর্ঘশ্বাস!

ইশতিয়াক রউফ এর ছবি

একমত হতে পারলাম না। ইসরায়েলের বিরোধিতা আর ইহুদিদের বিরোধিতা এক নয়। এভাবে ভাবলে ওদের মতই হয়ে যাবো আমরাও। রাষ্ট্রকে রাজনৈতিক কারণে অসমর্থন করা যায়, কিন্তু মানুষের বেলায় তেমন কিছু করা ঠিক নয়।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রচণ্ডভাবে সহমত।
আর হিটলারকে মহিমান্বিত করার কোনও যুক্তিই সমর্থনযোগ্য নয়।

আনিস মাহমুদ আমাকেও পাঠিয়েছিল এসএমএস-টি। পড়ে এটির প্রতিবাদ জানিয়েছি তাকে এবং সে মেনে নিয়েছে আমার যুক্তি। আমার ধারণা, তার মতো যুক্তিবাদীর এমন আচরণের কারণ হতে পারে একটিই: সাময়িক আবেগ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তানভীর এর ছবি

ইসরায়েলের বিরোধিতা আর ইহুদিদের বিরোধিতা এক নয়।

এ কথায় বাকি বিশ্ব সহমত জানালেও খোদ ইহুদীরাই এর চরম বিরোধিতা করবে। সাথে রক্ষণশীল আমেরিকানরাও। আপনি ইসরায়েল-বিরোধী মানেই আপনি এন্টাই-সেমিটিক।

শাহ্ আসাদুজ্জামান এর ছবি

আপনি ইসরায়েল-বিরোধী মানেই আপনি এন্টাই-সেমিটিক।

নিজেদের ইসরাইল রাষ্ট্রের সমার্থক ভাবা - এটা ইহুদি জাতির আত্মপরিচয়ের সংকট, প্রচার-মাধ্যমের দাপটের কাছে নতি স্বীকার।
এই জন্যই বলি, আল্লাহ তাদের হেদায়েত করুন। তারা যাতে এই মিথ্যার কবল থেকে বের হয়ে আসতে পারে। আমরা তাদের বিরোধিতা করলে তারা ঐ মিথ্যাকে আরো আকড়ে ধরবে।

s-s এর ছবি

হ্যাঁ, তানভীর, এটাই সবচেয়ে বড় প্যারাডক্স, ইহূদীরা ( বলা ভালো ইহূদীবাদীরাও) নিজেদেরকে ইক্যুয়াল টু ইসরায়েল ভাবে! প্রচন্ডভাবেই ভাবে । কিন্তু সুখের বিষয় এই যে, কিছু মানুষ তাদের ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে উঠে এরপরও ইসরায়েলের নিন্দা জানাচ্ছে, আমি খুব সম্প্রতি সেরকম একটা জুয়িশ সভাতে গিয়েছিলাম, যেটাতে এই গণহত্যার "ইহুদীবাদিত্ব" দাবীদারদের ভর্ৎসনা করা হয়। আমার কাছে সেটুকুও খুব প্রতীকীভাবে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। আর রণদীপমদা, আসলে hate begets hate, তাই না?কুকুরের কাজ কুকুর করেছে, তাকে কামড় দিলে তো আমরাও কুকুর,নাকি হিটলার হয়ে যেতাম, বলুন? আপনার বেদনার সাথে সম্পূর্ণভাবে একমত। আমি চীৎকার করে কেঁদেছি সব বাচ্চাগুলোকে দেখে, ভীষণ ডিস্টারবিং , কিন্তু হিটলারের এই কাজটাও যে ঠিক তাই। কোথায় যাই বলুন??

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

সাইফুল আকবর খান এর ছবি

মন খারাপ

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।