পিতৃত্বের টানঃ ইউ ক্যান্ট ডিফাইন অর মেজার বাট ওনলি ক্যান ফিল

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: সোম, ২০/০৬/২০১১ - ১:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খুলনা জেলার বটিয়াঘাটা থানার ধাদুয়া গ্রামের এক কৃষক পরিবার। অর্থবিত্তের মাপকাঠিতে ওদের বড়োজোর নিম্নবিত্ত বলা যেতে পারে, তার থেকে বেশি কিছু না। বাপটা বুড়ো তবে একেবারে পোড়ো না। টুকিটাকি কাজকাম করার শক্তি-সামর্থ আছে, আর তা করেও বুড়ো। তার ছেলেটা জোয়ান, মোষের মতো খাটতে পারে। তার’ও আবার ছোট্ট একটা এক বছরের ছেলে আছে।

খর রোদের মধ্যে ছেলেটা ঘরের চাল মেরামত করছে। জায়গায় জায়গায় গোলপাতা খুলে পড়ছে, ওগুলো মেরামত না করলে বৃষ্টি ঢোকে ঘরের ভিতরে। দুপুরের সূর্যটা ঠিক মাথার উপরে। বুড়ো উঠোনে একটা জলচৌকির উপরে বসে ছেলের কাজ দেখছে আর বারবার ভ্রু কুঁচকে কি যেনো বিড়বিড় করছে। কিন্তু একটু পরে তার বিড়বিড়ানি আর বিড়বিড়ানির মধ্যে সীমাবদ্ধ থাকলো না, ব্যাক্ত হতে শুরু করলো।

বালডারে নিয়ে আর পারলাম না। হইছে রে, এইবার এট্টু নাম। গা ধুইয়ে দু’ডে খাইয়ে নে। বিয়েলে আবার উঠিস ক্যানে।

তুমি চুপ করো দিন। উঠিছি য্যান্যে, শেষ কইরেই নামি।

ওর দেখতিছিস না রদি চান্দি জ্বইলে যাতিছে। তুই এ্যান্যে নাম বাবা। বিয়েলে নয় কাইলকে আবার কাজ করিস ক্যানে।

আব্বা তুমি এট্টু থামো দি বাড়া, আমারে কাজ করতি দ্যাও। তোমার বকবকানীর জ্বালায় কাজ করতি পারতিছিনা।

বৃদ্ধ একটু হতাশ হলো। ছেলেটা বড়ই কাজপাগল। কিন্তু এই প্রখর রোদের মধ্যে ছেলেটা না খেয়ে দেয়ে চাল ছেয়ে যাচ্ছে। বাবা হয়ে এইসব দেখতে কি কারো ভালো লাগে! হতাশ গালে চিন্তার রেখা দেখা দিলো। কিন্তু তার মধ্যেই মনে আসলো অন্য এক বুদ্ধি। বৃদ্ধ ঢুকে গেলো ঘরের ভিতরে। বেরিয়ে আসলো একবছরের শিশু নাতিটাকে হাতে ঝুলিয়ে। এনে ছেড়ে দিলো উঠোনে রোদের মধ্যে। আর সাথে সাথেই বাচ্চাটা ক্যাঁক ক্যাঁক করে কেঁদে উঠলো। ছেলে এবার চালের উপর থেকেই খেঁকিয়ে উঠলো,

আব্বা, তোমার কি আইক্কেল বলো দিন, বাচ্চাডারে এই রোদ্দুরির মদ্যি আইনে ছাইড়ে দিলে!

বৃদ্ধ এবার একটু গম্ভীর হওয়ার ভান করলো। বললো,

বাবারে, এই দুই মিনিট তোর বাচ্চাডারে রোদ্দুরির মদ্যি ছাড়িছি তাতো তোর পরান ছিড়ে বাইরোয় যাতিছে। আর আমার বাচ্চাডা ঘন্টার পর ঘন্টা ধইরে রোদ্দুরির মদ্যি বইসে চাল ছাতিছে, তা’লি আমার ক্যামন লাগতিছে তুই ক দিন।

(এই পিতা বসবাস করে পৃথিবীর প্রায় সব পিতার মধ্যে। অর্থবিত্ত দিয়ে পিতা-সন্তানের বন্ডেজ মাপা সম্ভব না। এই টান এমনই এক অদৃশ্য টান যা কেবলমাত্র অনুভবই করা যায় কিন্তু মাপা যায়না। you can’t define or measure but only can feel)


মন্তব্য

guest_writer এর ছবি

হৃদয় নাড়িয়ে দিল।বাবা দিবসে আমার পড়া সবচেয়ে সুন্দর পোষ্ট।অসংখ্য ধণ্যবাদ। মুনতাসির মামুন সজীব

রাতঃস্মরণীয় এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে মুনতাসির মামুন সজীব।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ইভানুশ্কা এর ছবি

ভালবাসা বিশেষ করে পিতা, মাতা আর সন্তানের মধ্যে অনুভবের বিষয় যার কোন পরিমাপ কখনোই দাঁড়িপাল্লায় সম্ভব নয় |

রাতঃস্মরণীয় এর ছবি

ঠিক বলেছেন ইভানুশ্কা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

guest_writerআদু ভাই এর ছবি

পিতা !!!!!

রাতঃস্মরণীয় এর ছবি

চিন্তিত

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অপছন্দনীয় এর ছবি

এই পিতা বসবাস করে পৃথিবীর প্রায় সব পিতার মধ্যে।

আর যাদের মধ্যে বসবাস করেনা, তাদের সন্তানরা পৃথিবীর সবচেয়ে দুর্ভাগাদের অন্যতম।

পোস্টে পাঁচতারা।

রাতঃস্মরণীয় এর ছবি

লেখা পড়ায় ধন্যবাদ অপছন্দনীয় কিন্তু আপনার মন্তব্যে দ্বিমত। পিতৃসূলভ স্নেহবঞ্চিত হয়ে বেড়ে ওঠা সন্তানদের আমি দুর্ভাগা বলতে রাজী নই। যে পিতার হৃদয়ে সন্তানের জন্যে একটুখানি স্থান রাখা নেই, সেই পিতার স্থান কেবলমাত্র সার্টিফিকেটে, আইডি কার্ডে আর পাসপোর্টের পাতাতেই সীমাবদ্ধ থাক। আমিতো বরঙ বলবো সেইসব তথাকথিত পিতাগুলোই দুর্ভাগা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অপছন্দনীয় এর ছবি

হয়তো ঠিকই বলেছেন হাসি

guest_writer প্রকৌশলী আতিক এর ছবি

এই পৃথিবীতে মাতৃ স্নেহ আর পিতৃ স্নেহের কোন তুলনা হয়না, হইবার পারেনা। পিতামাতারা সর্বদাই সন্তানের মঙ্গল কামনা করে এবং চায়যে, "মোর সন্তান যেন থাকে দুধে ভাতে"

লিখাটা দারুন হয়েছে।

কমেন্ট: প্রকৌশলী আতিক

রাতঃস্মরণীয় এর ছবি

আপনার সাথে একমত প্রকৌশলী আতিক। অনেক ধন্যবাদ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কৌস্তুভ এর ছবি

হাততালি

রাতঃস্মরণীয় এর ছবি

ঝুলছে বিচি গাছের ডালে
হাত তালি দাও তালে তালে

থেঙ্কু কৌস্তুভ ভাই।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কৌস্তুভ এর ছবি

আপনি কি আর ভালো হবেন না কখনই? খাইছে

রাতঃস্মরণীয় এর ছবি

আপাতত তো লাইন দেখছি না। চোখ টিপি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সজল এর ছবি

গল্পে পাঁচ তারা। তবে নামটা অন্যরকম হলে ভালো লাগতো।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

রাতঃস্মরণীয় এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ সজল। নামকরণ করার সময় ভেবেছিলাম যে এই মন্তব্যটা আসবেই। না আসলেই বরং আশ্চর্য হতাম। ইংরেজি অংশটুকু আমি অনেক আগে কোথায় যেনো পড়েছিলাম। সেটা অবশ্য ছিল সৌন্দর্য বিষয়ক। beauty is something that you can't define or measure but can only feel it. যেহেতু ধার করা কোট তাই বাংলায় অনুবাদটা ইচ্ছে করেই করিনি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মানিক এর ছবি

ধন্যবাদ ভাই...!!!

রাতঃস্মরণীয় এর ছবি

আপনাকেও ধন্যবাদ মানিক।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

গুরু গুরু


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রাতঃস্মরণীয় এর ছবি

মরে যাই মরে যাই ........................... লইজ্জা লাগে

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

আশালতা এর ছবি

অসাধারন! অসাধারন!! অসাধারন!!! গুরু গুরু

----------------
স্বপ্ন হোক শক্তি

রাতঃস্মরণীয় এর ছবি

অনেক ধন্যবাদ আশালতা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ফাহিম হাসান এর ছবি

সংলাপগুলো জীবন্ত!! আপনার সেরা লেখা। চলুক

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ ফাহিম ভাই। চেষ্টা করেছি খুলনার অন্তরের ভিতর থেকে কথাগুলো টেনে বের করতে। তবে কিছু কিছু জায়গায় হয়তো অন্য এলাকার মানুষের বুঝতে সামান্য অসুবিধা হতে পারে। যেমন 'দিন' বা 'দি' শব্দদুটো কিন্তু আমাদের একটা আঞ্চলিকতার প্রভাব। এটার মানে হচ্ছে 'তো'। যেমন, চলিত বাংলায় বলি তুমি থামো তো। আর আমাদের খুলনার টাংয়ে এসে হয়ে যায় 'তুমি থামো দিন'। এবং আমরা খুলনার মানুষেরা প্রায়শই বাল, বাড়া, সাউও, এইসব কথা ব্যবহার করে থাকি গালি হিসেবে না, কথার অংশ বা অলংকার হিসেবে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সাইদুল এর ছবি

দিন না বলে অনেকেতো দিনি বলে।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ সাইদুল, সঠিক বলেছেন। তবে একটু ব্যাখ্যা করা প্রয়োজন। বৃহত্তর খুলনা (মানে, আধুনা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) এলাকার কথ্য ভাষায় কিছু পার্থক্য খুঁজে পাবেন। আমি অবশ্য বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী বাজারের পুলের ওপারের কথা বলছি না। দৈবজ্ঞহাটী বাজারের পুল পার হলেই ভাষা, সংস্কৃতি, সবকিছুই বরিশালের সাথে একাত্মীভূত। সামান্য কয়েক মিটারের ব্যবধানে মনে হবে নতুন কোনও এলাকায় এসে পড়েছেন।

যাইহোক, বাগেরহাট থেকে যতো উত্তরের দিকে যেতে থাকবেন, ভাষায় ততো পরিবর্তন দেখতে থাকবেন। আপনি যে 'দিনি'র ব্যবহার বললেন, সেটা আসলে শুরু হয়েছে খুলনার তালা এলাকা থেকে এবং চলে গেছে সাতক্ষীরা অভিমূখে, কেশবপুর, মনিরামপু থেকে যশোরে। মূলত চুকনগর/তালা এলাকা থেকেই খুলনার কথ্য ভাষার পরিবর্তনটা চোখে পড়ে। একটু উদাহরণ দেই-

চলিত কথাঃ তুমি যা করতে চাও তা করো তো!
বাগেরহাট/যাত্রাপুর/ফকিরহাট তুমি যা এরতি চাও এ্যারো দি!
খুলনা শহর/বঠিয়াঘাটা/রূপসাঃ তুমি যা করতি চাও তা করো দিন!
তালা/পাইকগাছাঃ তুমি যা কত্তি চাও তা করো দিনি!

তবে আপনি খুলনা সিটিতে বিভিন্ন কথ্যবচনে অভ্যস্ত মানুষ পাবেন কারন এখানে সন্মিলন ঘটেছে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষদের।

এই আর কি ................... হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কৌস্তুভ এর ছবি

চলুক

সাইদুল এর ছবি

আপনার সাথে সম্পূর্ণ একমত।
ধন্যবাদ ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়ার জন্য।

ফাহিম হাসান এর ছবি

বাহ! ভালো ব্যাখ্যা করেছেন

রাতঃস্মরণীয় এর ছবি

আরেকটা মজার কথা বলি, গল্পের শুরুতে গ্রামের নামটা দেখেছেন, ধাদুয়া। এই নামটাকে কিন্তু মানুষ বলে থাকে 'ধাইদো'। একটা মজার কথা চালু আছে এটা নিয়ে। শীতকালে বা শুকনোর সময় যখন যাতায়তব্যবস্থা ভালো থাকতো, তখন মানুষ একে বলতো ধাদুয়া। কিন্তু বর্ষাকাল আসলে যখন যোগাযোগে চরম দূরাবস্থা, কাদা হাঁটু ছাড়িয়ে আরও উপরে প্রায় 'ইয়ে'তে মেখে যেতো, তখন মানুষ বিরক্তমুখে বলতো ধাইদো।

এখন অবশ্য পাকা রাস্তা হয়ে গেছে গ্রামের একদম ভিতর পর্যন্ত আর লঞ্চ সার্ভিস বন্ধ হয়ে গেছে তা তো প্রায় দেড় দশক হতে চললো।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সাদাকালোরঙ্গিন এর ছবি

পোষ্টটা চমৎকার । তার উপর 'নাতি খাতি' ভাষা বড় আপন লাগে।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে। আপনি কিন্তু অনেকদিন ধরে বেশ নিরব, আপনার মন্তব্য পাচ্ছিনা। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে খুলনার আঞ্চলিক ভাষায় লেখালেখি খুবই কম হয়েছে। দেখেন সিলেট বা রাজশাহীর আঞ্চলিক বাংলায় অনেক কাজ হয়েছে বিশেষ করে গান। সেই কবে এক "নাতি খাতি বেলা গেইলো শুতি পারলাম না, আহা রে সদরুদ্দির মা", গেয়েছিলেন খালিদ, আর মনে পড়েনা খুলনার টোনে অন্য কোনও গান শুনেছি। খালিদ মামা গানটা অনেক ভালো গেয়েছিলেন তবে পারফেক্ট না। তিনি গোপালগঞ্জের মানুষ তাই খুলনার ভাষাটা ১০০% পারফেক্ট করতে পারেননি কিন্তু যা গেয়েছিলেন তা'ই অনেক।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ধৈবত(অতিথি) এর ছবি

অসাধারন!!

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

আয়নামতি1 এর ছবি

অনুভূতির ব্যাপারটাই আসলে ধরাছোঁয়ার বাইরে! আপনার লেখা খুব একটা পড়িনি ভাইয়া। কিন্তু এটি পড়ে ঠিক বোঝাতে পারবো না কতোটাই ভালোলাগা ছুঁয়ে দিয়ে গেল!!! গুরু গুরু পৃথিবীর তাবৎ বাবাদের প্রতি শ্রদ্ধা!

রাতঃস্মরণীয় এর ছবি

আপনাকে ধন্যবাদ আয়নামতি। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মেঘরং_ এর ছবি

প্রিয় পছন্দনীয়,

পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ভালোবাসা নাকি সন্তানের জন্য পিতা মাতার ভালোবাসা। আপনি দুর্ভাগা নন, কারণ তাদের একজনের ভালোবাসা তো আপনি পেয়েছেন। দুর্ভাগা সেই বাবা যার হৃদয় কখন আবেগে আপ্লুত হয়নি সন্তানের জন্য ভালোবাসায়, যে কখনও জানতেও পারবে না সেই স্বর্গীয় অনুভূতিতে জীবন কতটা সুন্দর হয়ে ওঠে!

মেঘরং

রাতঃস্মরণীয় এর ছবি

সম্পূর্ণ একমত।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রোমেল চৌধুরী এর ছবি

জীবন্ত সংলাপের কারনে গল্পটি অসাধারণ রূপ পেয়েছে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ বস। লইজ্জা লাগে

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

পাগল মন এর ছবি

অসাধারণ একটা লেখা।
আসলেই বাবা-মা'র স্নেহ-ভালবাসা পরিমাপ করা সম্ভব না, কেবল অনুভব করাই সম্ভব।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ পাগল ভাই। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

টিটো রহমান এর ছবি

দুর্দান্ত .....................হ্যাটস অফ

রাতঃস্মরণীয় এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ। লইজ্জা লাগে

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

উন্মাদ নাঈম এর ছবি

হৃদয় ছুঁয়ে গেল....

রাতঃস্মরণীয় এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে উন্মাদ নাঈম।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তিথীডোর এর ছবি

এ পর্যন্ত আপনার সেরা লেখা। চলুক

নামটা বাংলায় হলে ভালো লাগতো।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ তিথীআপু। নামকরণের ব্যাপারটা একটু এক্সপ্লেইন করেছি উপরে সজল ভাইয়ের মন্তব্যের জবাবে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অসাধারণ

______________________________________
পথই আমার পথের আড়াল

রাতঃস্মরণীয় এর ছবি

অনেক ধন্যবাদ বস্‌। লইজ্জা লাগে

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

অসাধারণ লিখা দাদা।

এ মুহুর্তে আমি বাবা-মা থেকে দূরে আছি।
শুধু এটুকুই বলি- আব্বু-আম্মু তোমাদের অনেক ভালোবাসি। মহাজগতে তোমাদের কোন তুলনা নেই।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ রাজাবাবু। আব্বু-আম্মুকে দেখবেন সবসময়, তারা আসলেই অতুলনীয়।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

শুভাশীষ দাশ এর ছবি

অসাধারণ

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ শুভাশীষদা। লইজ্জা লাগে

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সেতু এর ছবি

আপনার লেখাটি অসাধারন হৃদয়স্পর্শী। এমনটি না হলে তিনি কেমন বাবা? আমরা সবাই ব্যাক্তি জীবনে যেন এমন অনুভূতি সম্পন্ন বাবা হতে পারি।

রাতঃস্মরণীয় এর ছবি

অনেক ধন্যবাদ সেতু। আপনার চাওয়া সত্যি হোক।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এত সুন্দর লেখাটা চোখ এড়ায়ে গেছিলো... ট্যাগ থেকে ইংরেজী টার্মটা হটায়ে দিয়েন তো ভাইয়া, ঐটাই ডিস্ট্র্যাক্ট করছে নামের পাশাপাশি! নামকরণ নিয়ে তো বলেইছেন কেউ কেউ।

মা'দেরকে নিয়ে সব সময়েই অনেক লেখা পড়ি নানান জায়গায়। কিন্তু এবারের বাবা দিবসে যে এত চমৎকার সব বৈচিত্রময় লেখায় সচলায়তনের নীড়পাতা ভরে যাবে ভাবি নাই। আশালতাপা, শিশিরকণাপা-র লেখাগুলোও দারুণ, আপনারটাও।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ যাযাপু, ট্যাগ ঠিক করে দিচ্ছি। তবে নামটা রেখে দিচ্ছি কারণ তো দেখেছেনই উপরের কমেন্টের উত্তরে। হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।