তালিবান আক্রান্ত ক্বারঘা আর আমার ব্যার্থ প্রসববেদনা

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: শুক্র, ২২/০৬/২০১২ - ২:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

পাঁচ বছর পর আফগানিস্তানে এসে বিশেষ কিছু পরিবর্তন চোখে পড়লো না কিছু নতুন দালান ছাড়া। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফিলিপিনো বান্ধবী ভেনাস আর গায়ানিজ বান্ধবী সেসে’র সাথে বসে প্লান করলাম শুক্রবার ক্বারঘা লেকে যেতে হবে, সাথে থাকবে বন্ধু হাফিজ সুলতানী এবং একজন এস্কর্ট।

ক্বারঘা লেক অত্যন্ত মনোরম সুন্দর একটা জায়গা, ছবির মতো সুন্দর। গুগলে Qargha Lake লিখে সার্চ দিলে এর অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পাবেন। হাজারো মানুষ সেখানে বেড়াতে যায়, পিকনিক করতে যায়। আমি নিজেও আগে একবার গিয়েছিলাম, তাই এর সউন্দর্য আমাকে খুব টানে।

তবে হাঁ, সিকিউরিটি ব্রিফিঙে গ্রাফটাতে দেখলাম ২০০৭ সালের তুলনায় সিকিউরিটি আনরেস্টের ট্রেণ্ড উর্ধমূখী এবং গত দুইমাস আগে কাবুলে তালিবান হামলা ছিলো অবিশ্বাস্য, যা কোনওদিন কেউ কল্পনাও করেনি। সময় অনেক বদলেছে, বর্তমানে সিকিউরিটি তাই খুবই টাইট। এবার একটা কলসাইন দিয়ে হাতে একটা রেডিও সেট ধরিয়ে দিয়েছে, হাগতে গেলেও রেডিও রুমে কল করে তবে যাও। তাছাড়া আমার সেই বন্ধুটিও আফগানিস্তানে নেই যার মার্সিডিসে চড়ে বৃহস্পতি ও শুক্রবার রাতভোর মাতলামী করে বেড়িয়েছি।

আজ ভোরেই সিকিউরিটি বার্তা পেলাম মধ্যরাত থেকে ক্বারঘা লেকে তালিবান হামলা হয়েছে। বেশ কিছু নিরাপরাধ সিভিলিয়ান নিহত হয়েছে এবং অনেকেই বন্দী হয়েছে। ভোররাত থেকে আফগান বাহিনী প্রতিআক্রমন চালিয়ে কিছু মানুষকে উদ্ধার করতে সমর্থ হয়েছে এবং কয়েকজন তেলোকে মেরে ফেলেছে। ওদের এই অভিযানে মাথার উপর থেকে কাভার দিচ্ছে ন্যাটোর শক্তিশালী হেলিকপ্টার। ভোর রাত থেকেই অস্থির হয়ে আছি মাথার উপর কড়কড় শব্দে, মনে হচ্ছে ওই ডেজার্ট ফক্সের একটা যেনো মাথার উপর ভেঙ্গে পড়লো।

যাইহোক, আশা করে বসে ছিলাম ক্বারঘা লেক থেকে ফিরেই ছবি দিয়ে একটা ব্লগ ছাড়বো কিন্ত এখন সে আশার গুড়ে বালি পড়ে গেলো। শালার তেলোরা, জ্বালানোর আর সময় পেলি না! দুর হ শালারা, নিপাত যা!

খবরঃ বিবিসি আল-জাজীরা

তেলোদের নিয়ে সচলে আমার কিছু পুরানো ব্লগ
তালিবানের জন্মকথা ও ঐতিহাসিক ঘটনাগুলো (পর্ব ১)
তালিবানের জন্মকথা ও ঐতিহাসিক ঘটনাগুলো (পর্ব ২)
তালিবানের জন্মকথা ও ঐতিহাসিক ঘটনাগুলো (পর্ব ৩)
তালিবানের জন্মকথা ও ঐতিহাসিক ঘটনাগুলো (পর্ব ৪)
তালিবানের জন্মকথা ও ঐতিহাসিক ঘটনাগুলো (পর্ব ৫)


মন্তব্য

সাইদ এর ছবি

আমার একটা প্রশ্ন- তালিবানদেরকে অস্ত্র দিচ্ছে কারা?? অর্থায়নও কে করছে (শুধু সউদি আরব-আমার মনে হয় না)??

রাতঃস্মরণীয় এর ছবি

শুধু সউদি নয়, আমার মনে হয় এমিরেটসসহ আরও কিছু আরব দেশগুলোও আছে এদের পিছনে। তাছাড়া পাকিস্তানের পৃষ্ঠপোষকতার কথা তো সবারই জানা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অরফিয়াস এর ছবি

ভাই, এতো চরম অভিজ্ঞতা !!! অ্যাঁ

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

রাতঃস্মরণীয় এর ছবি

তা তো বটেই।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ধ্রুব বর্ণন এর ছবি

শালার তেলোরা, জ্বালানোর আর সময় পেলি না! দুর হ শালারা, নিপাত যা!

আর ন্যাটোদের যাওয়া লাগবে না?

রাতঃস্মরণীয় এর ছবি

যাওয়া লাগবে আসলে সবারই। এরা কেউ কারোর থেকে কম নয়। একেকজনের একেকটা এজেন্ডা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ধ্রুব বর্ণন এর ছবি

হাসি ভালো থাকুন।

মন মাঝি এর ছবি

আফগান আর কুর্দিদের কপালটাই কেমন যেন - খালি যুদ্ধ আর যুদ্ধ! এরা কি কোনদিন শান্তি পাবে?

ভাবছি মুজতবা আলীর আব্দুর রহমান বেঁচে থাকলে সে আজ কোন পক্ষে থাকত - কারজাই না তেলো ?

****************************************

রাতঃস্মরণীয় এর ছবি

আমেরিকা আর রাশিয়ার মতো মোড়লেরা থাকলে আর পাকিস্তানের মতো প্রতিবেশী থাকলে আসলেই শান্তিতে থাকা খুবই দূরুহ। বিশেষকরে, তেলোদের যে উদ্দেশ্য নিয়ে তৈরী করা হয়েছিলো, উদ্দেশ্য সাধন হওয়ার পর আর অতো সহজে আর তেলোদের নিশ্চিহ্ন করার আশা, সে বড়ই দূরাশা। মোড়লেরা যুগে যুগে এইসব দানব তৈরী করতেই থাকবে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

প্রদীপ্তময় সাহা এর ছবি

সাবধানে থাকবেন দাদা।

রাতঃস্মরণীয় এর ছবি

গোলাগুলি থেমে গেছে বেশ আগেই। আমি অবশ্য বাইরে বের হয়েছিলাম খাবার কিনতে। যে হোটেলে আছি, এদের সব পশ্চিমা খাবার মুখে রোচে না।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

দ্যা রিডার এর ছবি

সাবধানে থাকুন । ভাল থাকুন ।

রাতঃস্মরণীয় এর ছবি

সাবধানে না থাকলে আফগানিস্তানের কতো জায়গায় ভালো থাকাটা আসলেই কঠিন।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সত্যপীর এর ছবি

আপনে ন্যাটোর হেলিকপ্টার ইত্যাদি দিয়াই ছবিব্লগ দেননা?

আর বাকী সবার মতন আমিও বলি ভাই সাবধানে থাকেন।

..................................................................
#Banshibir.

রাতঃস্মরণীয় এর ছবি

ব্লগ তো দেবোই। দেখি অন্য কোনওদিকে ঢুঁ মারতে পারি কি না।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কেবল কয়েকটা আরব দেশ আর পাকিস্তান মিলে তালিবানদের তেল-পানি-মশলা যুগিয়ে যাচ্ছে এটা আমার ঠিক বিশ্বাস হয় না। পয়সাটা হয়তো ওদের পকেট থেকে যাচ্ছে তবে বুদ্ধিটা অন্য কারো (বহু অর্থে) মাথা থেকে যাচ্ছে। এই গোলমালের লাভের গুড়টাও আরব-পাকিদের বদলে অন্য কারো পাতে যাচ্ছে।

মধ্য এশিয়ার তেল-গ্যাস, আফগানিস্থানের পপি, জার পিটারের ভারত মহাসাগরে পা রাখা, পারসিকদের ওপর তুর্কীস্তানীদের নির্ভরতা তৈরি হবার সম্ভাবনা বিনষ্ট করা, গোবি আর উইঘুরের কাছে একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট গড়া, সুদূর ভবিষ্যতেও বৃহত্তর তুর্কীস্তান গড়ে ওঠার কোন সম্ভাবনা না রাখা, যুদ্ধ আর যুদ্ধাস্ত্রের রফতানী অব্যাহত রাখা আরো কত কী!

অটঃ যে জীবন তুমি বেছে নিয়েছো তাতে বার বার এমন পরিস্থিতিতে পড়বে সেটা স্বাভাবিক। তবু এমন ঘটনাগুলো শুনতে ভালো লাগে না, স্বস্তি লাগে না। তোমাকে সাবধানে থাকতে বলাটাও পুরনো হয়ে গেছে। মাঝে মাঝে ভাবি, তোমার বউ তোমাকে ধরে নিয়মিত উত্তম-মধ্যম দেয় না কেন। তাকে যে টেনশনে রাখো তাতে তোমার নসিবে উত্তম-মধ্যমই প্রাপ্য হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রাতঃস্মরণীয় এর ছবি

শুরুটাতো হয়েছিলো মধ্য এশিয়ার সম্পদ আর করিডোর রাশিয়ার কব্জামুক্ত করার লক্ষে আরফানিস্তান থেকে রাশিয়া খেদানোর মিশনের মাধ্যমে। সেখানে আমেরিকার সরাসরি পৃষ্ঠপোষকতা ছিলো। আমার অন্য লেখাগুলোতে কিছুটা রেফেরেন্স পাবে। তবে শুনতে পাচ্ছি চীন-পাকিস্তান জোট বেশ বড়সড় বাণিজ্যিক নক্সা নিয়ে এগোচ্ছে। দেখা যাক কি হয়!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মুস্তাফিজ এর ছবি

কিছু ছবি দেখা থেকে বঞ্চিত হলাম।

...........................
Every Picture Tells a Story

রাতঃস্মরণীয় এর ছবি

এক্কেবারে খালি হাতে ফেরার ইচ্ছে নেই মুস্তাফিজ ভাই।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মন মাঝি এর ছবি

ইন্টারেস্টিং ব্যাপার হল, ৭১/৭২-এ এই আফগানরাই কিন্তু গোপনে বাঙালিদের সহযোগিতা করেছিল পাকিস্তানিদের বিরোধিতা সত্ত্বেও।

****************************************

রাতঃস্মরণীয় এর ছবি

৭১/৭২ এর প্রেক্ষাপট ভিন্ন ছিলো। তখন আফগানিস্তান ছিলো রাশিয়ার প্রভাববলয়ে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

দিগন্ত এর ছবি

আফগানেরা বরাবরই কারো না কারো প্রভাববলয়েই রয়ে গেল, এখানেই ওদের সমস্যা। আরো বড় ব্যাপার হল, দেশটাতে এত ধরণের জাতিগোষ্ঠী আছে যে সবাইকে স্বতন্ত্রভাবে থাকতে গেলে যে পরিণত লিডারশিপ দরকার - সেটা কখনই দেশে তৈরী হয়নি।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

রাতঃস্মরণীয় এর ছবি

একমাত্র আহমদ শাহ মাসুদের মধ্যেই একজন জাতীয় নেতা হওয়ার মতো গুণাবলী ছিলো এবং তার নেতৃত্ব সমসাময়িক অন্যদের অপেক্ষা অনেক বেশী গ্রহণযোগ্য ছিলো। ওইরকম সৎ আর ত্যাগী নেতা তো আর বারবার আসে না। আর আসলেও তাদের জীবন মোটেও সহজ হয়না যতোদিন সমাজে গুলবুদ্দীন বা রশীদ দোস্তামেরা থাকে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুলতান এর ছবি

অনেক হইছে, চলে আসেন দেশে। আর দরকার নাই।

রাতঃস্মরণীয় এর ছবি

৫ জুলাই আসছি। ফোন দিও।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুলতান এর ছবি

ঠিকাছে ভাই।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গুগল ইমেজ সার্চে কারঘা লেকের সব ভয়াবহ ছবি দেখায়--খালি আর্মি আর তালেবানের ধ্বংসযজ্ঞ।

রাতঃস্মরণীয় এর ছবি

গত ১-২ দিনের যতো ছবি, সবই এইসবের ছবি, আপনি ঠিক ধরেছেন।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতিথি লেখক এর ছবি

সাবধানে থাকবেন । বিপদের কোন মা বাপ নাই । পার্সোনাল সেফটি সুড কাম ফার্স্ট । ভালো থাকুন ।

অমি _বন্যা

রাতঃস্মরণীয় এর ছবি

ওই যে বল্লুম, আফগান মুল্লুকে ভালো থাকতে চাইলে সাবধানে থাকার কোনও বিকল্প নেই।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

আশরাফুল কবীর এর ছবি

পুরো পৃথিবীটাকেই আফগান মুলুক বলে মনে হয় কেন যেন-

#যেখানেই থাকুন ভাল থাকুন সবসময়, বাঘের বাচ্চা

রাতঃস্মরণীয় এর ছবি

সম্পদ এবং ক্ষমতার লোভ যতোদিন থাকবে, ঠিক ততোদিনই গোটা পৃথিবীটাতে আফগানিস্তানের ছবি দেখতে পাবেন।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

দিগন্ত এর ছবি

ভাল বলেছেন।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

অতিথি লেখক এর ছবি

আমার আফগানিস্থানের চিন্তা করার সময় নাই, বাংলাদেশ নিয়া চিন্তা করলে রাতের ঘুম হারাম হয়।
দুঃখ রইল আপনার তোলা ছবি দেখতে পেলাম না বলে।

********************
মনের রাজা টারজান
মাহিন

রাতঃস্মরণীয় এর ছবি

আশা ছাইড়েনা না মাহিন ভাই। এখনও তো বেশ কয়েকদিন আছি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তারেক অণু এর ছবি

ছবি দেখতাম চাই!

রাতঃস্মরণীয় এর ছবি

দেখি সামনের উইকেন্ডে কোথায় যাওয়া যায়!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কৌস্তুভ এর ছবি

লন্ডনে আসতেছেন শুনলাম?

রাতঃস্মরণীয় এর ছবি

অগাস্টের শেষদিকে। তারিখ চুড়ান্ত হলে জানাবো। আপনি কোই?

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।