ত্রিমাত্রিক

সংসপ্তক এর ছবি
লিখেছেন সংসপ্তক (তারিখ: সোম, ০২/১১/২০০৯ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ত্রিমাত্রিক চিত্র সৃষ্টি তে এক ধরনের স্বাধীনতা আছে যা ফটোগ্রাফিতে নেই। ক্যামেরায় ধরা দেয়া দৃশ্য বা মুহূর্তের কাছে ফটোগ্রাফারের অস্তিত্বের মুল্য নেই বললে ই চলে। ফটোগ্রাফার কেবল অজুহাত। প্রকৃতি তাকে সুযোগ দিয়েছে নিজের অপরুপ আরেকটি পলের ঝিকিয়ে ওঠা আলোটুকু সঞ্চয় করার। এইতো। ভালো ফটোগ্রাফার কেবল ওই মুহূর্তটুকু চিনে নেয় ...... এইতো তার কাজ।

যখনি কোন ছবি তুলেছি, মনে ক্ষোভ রয়ে গিয়েছে, যাহ, এতো অপূর্ব দৃশ্যটি আমার মনে যেভাবে দাগ কেটে গিয়েছে, তার ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ ও তো ধরতে পারলাম না। কি সিলভার নাইট্রেট, কি সিসিডি, সেই একি কথা।

আর যে সব চিত্রের জন্ম নিউরনে হয়ে সিন্যাপ্স থেকে সিনাপ্সেই বিলীন হয়ে যায়? সেগুলো? সেগুলোর কি হবে? এই আকাঙ্ক্ষা থেকেই এক আমলে ছবি আঁকার চেষ্টা, সে হাল ছেড়ে এখন পরেছি থ্রিডির নেশায় ...... তারই কিছু ফলাফল। ছবিগুলোর নাম শুরুতে ইংলিশ এই রেখেছিলাম। অনুরোধ রইলো ভালো বাংলা নামের।

চেষ্টা করেছি ছবিগুলোর পেছনের ইতিহাস ২-৩ লাইনে যোগ করার।

১। Elementals

Elementals

এটি আমার ত্রিমাত্রিক ছবি তৈরির ৩য় অপচেষ্টা। প্রথমে উদ্দেশ্য ছিলো জল, বায়ু, আগুন, মাটি চারটির প্রতিকৃতি বানাবো। মাটি আর আগুনের একসাথে আরেকটি এখনো তৈরি হয়ে ওঠেনি। বানাবো। ইচ্ছে আছে। জুন ২০০৯। রেন্ডারিং সময়ঃ ৩ ঘন্টা ৪০ মিনিট (লোডশেডিং বাদে......)

২। Moonhunter

Eternal large

চাঁদের অমাবস্যা নিয়ে কার সাথে যেন কথা বলছিলাম...এরপর ই মাথায় ঘোরা শুরু করলো "Moonhunter" শব্দটা। ছবির নাম থেকেই ছবির জন্ম।
জুন ২০০৯। রেন্ডারিং সময়ঃ ২ ঘন্টা ১০ মিনিট।

৩। Frenzy

Frenzy

সেন্ট মারটিন্সে স্কুবা ডাইভিঙ্গের প্রথমাংশের আতংকের স্মৃতি থেকেই এই ছবি। জুন ২০০৯। রেন্ডারিং সময়ঃ ৭ ঘন্টা।

৪। Horsemen

Horsemen

বাইবেলের বুক অফ রেভেলেশনের চার ঘোড়সওয়ার আর Cyberdyne Systems Model 101 এর মিশেল হাসি.....অগাস্ট ২০০৯। রেন্ডারিং সময়ঃ ৩৮ ঘন্টা।

৫। Fall

Fall 2 Gold

অনেকদিন ধরেই এরকম একটা রাস্তার স্বপ্ন দেখি আমি। কখনো পায়ে হেঁটে, কখনো একটা ধুসর রঙের, নিস্তব্ধ ঘাতকের মত ল্যাম্বর্গিনি মুর্সিয়েলাগোতে...
এইটার উপর আমি পরীক্ষা নিরীক্ষা করেছি সবচেয়ে বেশি...অন্ততঃ আরো ১০ রকম রেন্ডার আছে। অগাস্ট ২০০৯। রেন্ডারিং সময়ঃ তিন দিনের বেশি।

৬। Fishlamp

Fishlamp

এইটা স্রেফ গুতাগুতির ফসল। নির্দিষ্ট কোন আইডিয়া নিয়ে শুরু করি নাই। একটা টেকনিক, 'এরিয়া লাইট কনভার্শন' শিখতে গিয়ে এটা বানাই। অগাস্ট ২০০৯। রেন্ডারিং সময়ঃ ৫৩ ঘন্টা।

আপাতত এই।

ব্যবহৃত সফটওয়্যারঃ
মায়া ১০, ৬৪ বিট
ওযোন ৩.০
যেড ব্রাশ ৩
হেক্সাগন ২.৫
ফটোশপ সিএস-৪, ৬৪ বিট


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

টেকনিক্যাল বিষয়ে অন্যকেউ বলতে পারবে.. আমার কাছে সবগুলোই খুব ভালো লাগলো। ২ নম্বরটা বেশী ভালো।

রেন্ডারিং সময় মানে কি? র থেকে ফিনিশ্ড হতে যে সময় লাগে সেটা?

সংসপ্তক এর ছবি

একদম ঠিক ধরেছেন।ত্রিমাত্রিক পরিবেশ থেকে দ্বিমাত্রিক ছবিতে পরিণত হওয়া। উৎসাহের জন্য ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

হিমু এর ছবি

সাধু! সাধু!!

মুগ্ধ হলাম ছবিগুলি দেখে। ৩, ৪, ৬ ভালো লাগলো ১, ২, ৫ এর চেয়ে।

এতো দীর্ঘ সময় লাগে রেন্ডার করতে!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ হিমু ভাই! আপনার নজর কাড়তে পেরেছি......আত্মবিশ্বাস বেড়ে গেলো।
রেন্ডারের কথা আর কি বলবো......এর মাঝে হিসেব করুন লোডশেডিং। কাজ যখন শুরু করি তখন জুন মাস, দিনে ৬-৭ ঘন্টা কারেন্ট থাকে। আমার কম্পুতে ৪ গিগ র‌্যাম......এইবার বুঝেন কি অবস্থা হয় রেন্ডার করতে!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অতিথি লেখক এর ছবি

আগুন লাগা ৫ নং ভাল লাগল।

স্বপ্নদ্রোহ

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অনার্য সঙ্গীত এর ছবি

জোস। ৫ নাম্বারটি অপূর্ব লাগলো। এইটার নাম 'মায়াপথ' হলে কেমন হয়? হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সংসপ্তক এর ছবি

ভালো লেগেছে জেনে ভালো লাগল। সুন্দর নামটির জন্য ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অতিথি লেখক এর ছবি

@অর্ক,

তিন নাম্বারটা একদম পারফেক্ট।

দেখে, পড়ে ভালো লাগলো অনেক।

শুভাশীষ দাশ

সংসপ্তক এর ছবি

হাসি ধন্যবাদ স্যার! আপনাকে সচলায়তনে দেখে খুব ভালো লাগলো!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

রাহিন এর ছবি

৪ এর সূর্য আর মেঘ অনেক বাস্তব। আর ৫ এর স্বপ্ন আমিও দেখি। বাকিগুলোও অসাধারণ!

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ওডিন এর ছবি

খুব সুন্দর- সবকয়টাই- গুল্লি চালায় যান ভাই- আর আশা রাখেন মুর্সিয়েলাগোর স্বপ্ন সত্যি হবেই... তবে গ্যালার্ডো হলে বেশি ভালো! দেঁতো হাসি

---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। চিন্তিত

সংসপ্তক এর ছবি

যে কোন একটা পাইলেই আমি খুশি!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সুমন চৌধুরী এর ছবি

সব কয়টা ভাল্লাগসে ....



অজ্ঞাতবাস

সংসপ্তক এর ছবি

অনেক ধন্যবাদ সুমন ভাই।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

দুষ্ট বালিকা এর ছবি

খুব সুন্দর! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সুজন চৌধুরী এর ছবি

প্রত্যেকটা ছবিই ভালো লাগলো, তবে কয়েকটা ছবি খানিকটা animation দাবি করে, বিশেষ করে fall টাকে দমবন্ধ হয়ে যাওয়া স্বপ্নের মতো লাগছে! সামান্য বাতাস যদি পাতাগুলোকে উড়িয়ে নিতো তবে প্রাণভরে দম নেয়া যেতো।(একেবারেই আমার ধারণা)।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

সংসপ্তক এর ছবি

আপনাকে গুরু মানি, তাই খুব ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে। অ্যানিমেশান
এর চেষ্টা করেছিলাম, ১ম ছবিটার একটা ১০ সেকেন্ডের অ্যানিমেশান আছেও, ১ সপ্তাহের বেশি লেগেছিলো। এতো বেশী সময়ের ব্যাপার, সাহস করে উঠতে পারি না। এইবার বলেন হ্যাংলাথেরিয়াম কদ্দুর?
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

মূলত পাঠক এর ছবি

ওরেব্বাস! বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলে কমেন্ট করার উপায় কেউ জানেন?

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ পাঠক ভাই!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

স্নিগ্ধা এর ছবি

ব্বাপ্রে ব্বাপ! ভীষণ, ভীষণ সুন্দর!

সংসপ্তক এর ছবি

অনেক ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

রেশনুভা এর ছবি
সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

মৃত্তিকা এর ছবি

সবগুলোই গুল্লি গুল্লি
৩ আর ৫ একদম বাস্তব মনে হচ্ছে। ৫ নং এর জায়গাটায় যদি হেঁটে আসা যেতো তাহলে ভালো লাগাটা পরিপূর্ণ হতো!
গুড জব, অনেক পরিশ্রম করেছেন বোঝাই যাচ্ছে চলুক

সংসপ্তক এর ছবি

অসংখ্য ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সাইফ তাহসিন এর ছবি

পুরাই ঝাকানাকা লাগল। আশাকরি ভবিষ্যতে আরো পাবো এমন জিনিষ আপনার কাছ থেকে।

আপনার এজিপি সম্পর্কে কিছু তথ্য জানতে ইচ্ছা করছে? জানালে ভালো লাগবে। এনভিডিয়া নাকি এটিআই, কোন সিরিজ, কত স্পিডের প্রোসেসর, বাস স্পিড, ভিডিও র‌্যামের পরিমান এবং সেটাকি ডিডি আর ৩ নাকি ৪!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সংসপ্তক এর ছবি

এজিপি আসলে রেন্ডারিংএ প্রধান ভুমিকা রাখে না। প্রসেসর ও র‌্যামের ভুমিকা অগ্রগণ্য।
আমার কম্পু স্পেক্সঃ
কোর ২ ডুয়ো ২.৩ মেগাহার্জ
৪ গিগা ডিডিআর ২ র‌্যাম, ৬৬৭ বাস স্পীড
এনভিডিআ ৮৬০০ জিটি , ১ গিগ ডিডিআর ৩ ভির‌্যাম
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সাইফ তাহসিন এর ছবি

ওয়াও, ৮৬০০ জিটি, ১গিগ জটিল, আপনার পিসিতে গেম খেলতে মন চায় দেঁতো হাসি, অবশ্য আমারো ৯৬০০ জিটি তবে ৫১২ এম্বি র‌্যাম, তবে প্রায় সব গেম ফুল স্পেকে খেলতে সমস্যা হয়নি এখন পর্যন্ত। আমার তাহলে ভুল ধারনা ছিল, আমি ভাবতাম ভি-র‌্যামের ভূমিকা বেশি, তবে জিজ্ঞেস করায় একটা ভুল ধারনা ভাঙ্গল।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সংসপ্তক এর ছবি

একদিকে ঠিকি বলেছেন, গেম এর অন দা গো রেন্ডারিং এ এজিপি ই আসল। কিন্তু এই ধরনের কাজে প্রসেসর এর র‌্যামের ভূমিকা অনেক বেশি।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

পুতুল এর ছবি

পাঁচ নম্বর ছবিতে এসে মনে হল কয়েক ঘন্টা আগে বউ আর মেয়েকে নিয়ে এই পথেই হেঁটে এসেছি। ছবির নাম প্রস্তাব করছি ঝড়া পাতা। সব ছবিই অসম্ভব রকম ভাল। কিন্তু ৫ টা খুব চেনা বলে পোস্টে পাঁ তারা।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সংসপ্তক এর ছবি

অসংখ্য ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অতিথি লেখক এর ছবি

৩,, ৫ অদ্ভুত সুন্দর... *তিথীডোর !

অতিথি লেখক এর ছবি

সবগুলোই অনেক সুন্দর।
তবে ৩ আর ৬ কেন জানি বেশি ভালো লাগলো।
চালিয়ে যান ভাই। হাসি
/
ভণ্ড_মানব

ভ্রম এর ছবি

খুব সুন্দর! ৩, ৪, ৫, ৬ বেশি জোস।

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

আলমগীর এর ছবি

অসাধারণ! পাঁচতারা রইল।
ছোট্ট একটা পর্যবেক্ষণ: ১নং ছবিতে সূ্র্যের যে অবস্থান তাতে ডলফিনের গায়ের, বা বড় বুদবুদটির গায়ের আলোর প্রতিফলনটা মানাচ্ছে কি? এ কথা কিছুটা ৪নং সম্পর্কেও প্রযোজ্য (ছায়ার রঙ সাদা)।

সংসপ্তক এর ছবি

আপনার চোখ অসাধারণ। ৪ নং এ বেশি ডিটেইল আনার জন্য প্রতিটা মডেলের নিচে আলাদা পয়েন্ট লাইট ব্যবহার করেছি, রঙ ছিলো সাদা।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ধুসর গোধূলি এর ছবি

- অসাধারণ।

নিজে সৃষ্টিশীল কিছু পারি নাতো, তাই যাঁরা পারেন তাঁদেরকে প্রাণভরে শুভকামনা জানাই। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসপ্তক এর ছবি

অনেক ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অবাঞ্ছিত এর ছবি

সবগুলোই ভয়ংকর ধরনের ফাটাফাটি হয়েছে !

যদিও জানি যে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তবু আরো ছবি চাই!

এখন থেকে ওয়ালপেপার লাগলে কাকে ধরতে হবে বুঝতেই পারছি চোখ টিপি

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

সংসপ্তক এর ছবি

হাসি
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

নিবিড় এর ছবি

দারুণ চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সাফি এর ছবি

অসাধারন
৫ বিশেষ করে, থেমে না থেকে চালিয়ে যান

সংসপ্তক এর ছবি

চালাবো নিশ্চয়ই। ধন্যবাদ।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

পান্থ রহমান রেজা এর ছবি

দারুণ!
অমন মায়াবী পথ ধরে আমারও যে হেঁটে যেতে ইচ্ছে করে।
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

সংসপ্তক এর ছবি

চলে আসুন! দাওয়াত রইলো।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

রায়হান আবীর এর ছবি

পাগল হইয়া গেলাম!!!!!!!!!


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

সংসপ্তক এর ছবি

আরে নাহ! তাইলে কাজ কাদের কাছে দেখাবো!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ভুতুম এর ছবি

ভালু ভালু সবই ভালু হৈছে।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

সংসপ্তক এর ছবি

পুরান জিনিস কয়বার দেখবি!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

সচল জাহিদ এর ছবি

সহজ ভাষায় 'অসাধারণ'।

----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

মেহদী হাসান খান এর ছবি

এই কারণেই সচলে আসি - জিনিয়াসদের মেলা। মুগ্ধ করে দিলেন ভাই!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।